Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3033
১০১.ইন্টারনেট আবিস্কৃত হয়- ১৯৬৯ সালে
১০২.বাংলাদেশে প্রথম ইন্টারনেট চালু হয়- ৪ই জুন, ১৯৯৬ সালে
১০৩.বাংলাদেশে 4G নেটওয়ার্ক চালু হয়- ১৯শে ফেব্রুয়ারি, ২০১৮ সালে
১০৪.বিটিভি ওয়ার্ল্ড এর যাত্রা শুরু- ১১ই এপ্রিল,২০০৪ সালে
১০৫.ইতিহাসে পঞ্চলীলা চুক্তি স্বাক্ষরিত- ১৯৮৪ সালে
১০৬.বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত- ৭ই মার্চ, ১৯৭৩ সালে
১০৭.বাংলাদেশে প্রথম গণভোট অনুষ্ঠিত-৩০শে মে, ১৯৭৭ সালে
১০৮.সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান মৃত্যুবরণ করেন- ৩০শে মে, ১৯৮১ সালে
১০৯.ঐতিহাসিক স্টার্ট-২ চুক্তি স্বাক্ষরিত হয়-৩রা জানুয়ারি, ১৯৯৩ সালে (যুক্তরাষ্ট্র ও রাশিয়া এর মধ্যে)
১১০.বিশ্ব ডিম দিবস সর্বপ্রথম পালিত হয়- ১৯৯৬ সালে
১১১.সাবেক চলচ্চিত্রকার সত্যজিৎ রায় অস্কার পুরস্কার লাভ- ১৯৯২ সালে
১১২.সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে ১৫ টি রাষ্ট্র গঠিত হয়
১১৩.যুক্তরাষ্ট্রে প্রথম এইডস রোগী চিহ্নিতকরণ- ১৯৮১ সালে
১১৪.হ্যালির ধূমকেতু সর্বশেষ দেখা দেয়- ১৯৮৬ সালে
১১৫.হ্যালির ধূমকেতু দেখা দেয়- ৭৬ বছর পর পর
১১৬.মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এর মেয়াদ- ৪বছর
১১৭.সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জন এফ কেনেডি আতাতায়ীর গুলিতে মৃত্যুবরণ করেন- ২৩শে নভেম্বর, ১৯৬৩ সালে
১১৮.ইংল্যান্ডের নিকট হতে শ্রীলংকার স্বাধীনতা লাভ- ৪ই ফেব্রুয়ারি, ১৯৪৮ সাল
১১৯.যে বিশ্বকাপ ফুটবল সরাসরি বাছাইপর্বে বাংলাদেশ জাতীয় ফুটবল দল অংশগ্রহণ প্রথম- ১৯৮৬ সালের বিশ্বকাপ ফুটবল
১২০.যে অলিম্পিক গেমস প্রতিযোগিতার আসরে বাংলাদেশ প্রথম অংশগ্রহণ- ১৯৮৪ সালের লস এঞ্জে লস অলিম্পিক গেমস আসরে
১২১.হেলবপ ধূমকেতু আবিস্কৃত হয়- ১৯৯৫ সালে
১২২.বেতবুনিয়া ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৭৫ সালে
১২৩.বেতবুনিয়া ভূ-উপগ্রহকেন্দ্র প্রথম উদ্বোধন করেন- ১৯৭৫ সালের ১৪ই জুন বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান প্রথম উদ্বোধন করেন
১২৪.তালিবাবাদ ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৮২ সালে
১২৫.মহাখালী ভূ-উপগ্রহকেন্দ্র স্থাপিত হয়- ১৯৯৫ সালে
১২৬.সিলেট ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপিত হয়- ১৯৯৭ সালে
১২৭.বাংলাদেশে প্রথম এইডস রোগী চিহ্নিত করা হয়- ১৯৮৯ সালে
১২৮.সাবেক বার্মাকে মায়ানমার নামে রূপান্তরিত করা হয়- ১৯৮৯ সালে
১২৯.উড়ন্ত চক্ষু হাসপাতাল অরবিস প্রতিষ্ঠিত হয়- ১৯৮২ সালে
১৩০.দক্ষিণ সুদান জাতিসংঘের সদস্যপদ লাভ করে- ১৪ই জুলাই, ২০১১ সালে
১৩১.মুঘল সম্রাট বাবর বাবরি মসজিদ নির্মাণ করেন- ১৫২৮ সালে
১৩২.হিন্দু উগ্রমৌলবাদী কর্তৃক বাবরি মসজিদ ধ্বংস করে- ৬ই ডিসেম্বর, ১৯৯২ সালে
১৩৬.বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস চিহ্নিত করা হয়-৮ ই মার্চ, ২০২০ সালে
১৩৭.ঘূর্ণিঝড় মোরা বাংলাদেশে প্রথম আঘাত হানে- ৩০শে মে, ২০১৭ সালে
১৩৮.ঘূর্ণিঝড় সিডর বাংলাদেশে আঘাত হানে- ১৫ই নভেম্বর, ২০০৭ সালে
১৩৯.আর্জেন্টিনার লিওলেন মেসি প্রীতিম্যাচ খেলতে বাংলাদেশ সফর করেন- ২০১১ সালের সেপ্টেম্বর মাসে
১৪০.ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়- ২রা ডিসেম্বর, ১৯৯৭ সালে
১৪১.আন্তর্জাতিক ধরিত্রী দিবস প্রথম পালন করা হয়- ১৯৯২ সালে ব্রাজিলের রিও ডি জেনিরোতে
১৪২.শ্রীলংকার সাবেক প্রেসিডেন্ট রানাসিঙ্গে প্রেমাদাসা আতাতায়ীর গুলিতে মারা যান- ১লা মে, ১৯৯৩ সালে
১৪৩.সাবেক ফরাসি তারকা ফুটবলার জিনেদিন জিদান বাংলাদেশ সফর করেন- ২০০৬ সালে
১৪৪.যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়- ১১ই সেপ্টেম্বর, ২০০১ সালে
১৪৫.বাংলাদেশ সেনাবাহিনী গঠিত হয়- ১৯৭১ সালে
১৪৬.বাংলাদেশ নৌবাহিনী গঠিত হয়- ১৯৭১ সালে
১৪৭.বাংলাদেশ বিমানবাহিনী সংগঠিত হয়- ১৯৭১ সালে
১৪৮.আর্জেন্টিনা ও ইংল্যান্ড এর ফকল্যান্ড দ্বীপ নিয়ে যুদ্ধ হয়- ১৯৮২ সালে
১৪৯.ঘূর্ণিঝড় মহাসেন বাংলাদেশে আঘাত হানে- ২০১৩ সালে
১৫০.স্বৈরাচারিতার কারণে সাবেক প্রেসিডেন্ট এরশাদ ক্ষমতা থেকে পদত্যাগ করেন-৬ই ডিসেম্বর,১৯৯০ সালে
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    214 Views
    by kajol
    0 Replies 
    546 Views
    by parthosen500
    0 Replies 
    775 Views
    by parvezpstu62
    0 Replies 
    939 Views
    by omorfaruk613
    0 Replies 
    741 Views
    by omorfaruk613
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]