- Wed Aug 19, 2020 7:00 am#3028
# বিশ্বব্যাংকের মতে, মূল্য সমন্বয় করলে চীনের জিডিপি এখন ২২.৫ ট্রিলিয়ন ডলার(এক লাখ কোটিতে এক ট্রিলিয়ন)।
# আইএমএফ প্রাক্কলন করে বলছে, করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালে চীনের অর্থনীতি বাড়বে ১.২ শতাংশ হারে।
# আইএমএফের মতে, ২০২৪ পর্যন্ত সময়ে চীন ও যুক্তরাষ্ট্র তাদের বর্তমান অবস্থান ধরে রাখবে।
# এ সময়ের মধ্যে জার্মানিকে সরিয়ে সে স্থান দখল করবে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। আর মনে করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রকেও হটিয়ে দেবে। তখনো চীনই থাকবে সবার ওপরে।
করোনায় অর্থনীতির কার কত ক্ষতি
# যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে ৯.৫ শতাংশ হারে, যেটা বার্ষিক হিসাবে হবে ৩২.৯ শতাংশ।
# জার্মানির অর্থনীতি জানুয়ারি-মার্চ সময়ের তুলনায় এপ্রিল-জুন সময় সংকুচিত হয়েছে ১০.১ শতাংশ। আর জিডিপি কমেছে ২ শতাংশ।
# চীনের অর্থনীতি (জানুয়ারি-মার্চ) সংকুচিত হয় ৬.৮ শতাংশ হারে।
# দক্ষিণ কোরিয়ার অর্থনীতি সংকুচিত হয় ১.৪ শতাংশ হারে (জানুয়ারি-মার্চ), এপ্রিল-জুনে তা বেড়ে হয়েছে ৩.৩ শতাংশ হারে।
মুনাফা কমছে সবচেয়ে লাভজনক কোম্পানির
# ফরচুন গ্লোবাল ৫০০'র তথ্য অনুযায়ী, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।
# সৌদি আরামকোর মুনাফা অনেক কমে হয়েছে ৮৮ দশমিক ২ বিলিয়ন ডলার। এরপরও তারা এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।
# মূলত তেলের দাম কমে যাওয়া এবং ওপেকের সঙ্গে ঝগড়ার পরিণামে আশঙ্কা করা হচ্ছে, সামনে তাদের মুনাফা আরও কমতে পারে।
# সৌদি আরামকো পিছিয়ে পড়ায় সামনে এগিয়ে আসছে ওয়ারেন বাফেটের বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে ও অ্যাপল।
করোনার বড় আঘাত এশিয়ার প্রবাসী আয়ে
# এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) গবেষকেরা বলছেন, ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে এশিয়া-প্যাসিফিক দেশগুলোতে প্রবাসী আয় কম পাবে ৫৪ বিলিয়ন ডলার, সামগ্রিকভাবে কমবে ২০ শতাংশ।
# এশিয়া-প্যাসিফিকের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো। যেমন নেপালের কমবে ২৯ শতাংশ আর ভারতের ২৩ শতাংশ। তাদের প্রবাসী আয় দেশটির জিডিপির ২৭ শতাংশের সমান।
# বাংলাদেশের ক্ষেত্রে এই হার হবে ২৭.৮ শতাংশ। বাংলাদেশের আয় ১৫.৫ বিলিয়ন ডলার, যা জিডিপির ৫ শতাংশ।
# সবচেয়ে বেশি প্রবাসী আয় পায় ভারত, তারপরই চীন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোর পরই আছে ফিলিপাইন। এরপরই আছে পাকিস্তান ও বাংলাদেশ।
# এশিয়ার দেশগুলো প্রবাসী আয় সবচেয়ে বেশি পায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এরপরই আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
# এসব দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে, তেলের দাম কমে গেছে, কাজের আদেশ পাচ্ছে কম। ফলে কাজ হারাচ্ছেন প্রবাসীরা, ফিরে যেতে হচ্ছে নিজ নিজ দেশে। আর এতেই কমে যাচ্ছে প্রবাসী আয়।
সোর্সঃ প্রথম আলো
সংগৃহীত
# আইএমএফ প্রাক্কলন করে বলছে, করোনাভাইরাসের প্রভাবে ২০২০ সালে চীনের অর্থনীতি বাড়বে ১.২ শতাংশ হারে।
# আইএমএফের মতে, ২০২৪ পর্যন্ত সময়ে চীন ও যুক্তরাষ্ট্র তাদের বর্তমান অবস্থান ধরে রাখবে।
# এ সময়ের মধ্যে জার্মানিকে সরিয়ে সে স্থান দখল করবে এশিয়ার দেশ ইন্দোনেশিয়া। আর মনে করা হচ্ছে ২০৩০ সালের মধ্যে ভারত যুক্তরাষ্ট্রকেও হটিয়ে দেবে। তখনো চীনই থাকবে সবার ওপরে।
করোনায় অর্থনীতির কার কত ক্ষতি
# যুক্তরাষ্ট্রের অর্থনীতি সংকুচিত হয়েছে ৯.৫ শতাংশ হারে, যেটা বার্ষিক হিসাবে হবে ৩২.৯ শতাংশ।
# জার্মানির অর্থনীতি জানুয়ারি-মার্চ সময়ের তুলনায় এপ্রিল-জুন সময় সংকুচিত হয়েছে ১০.১ শতাংশ। আর জিডিপি কমেছে ২ শতাংশ।
# চীনের অর্থনীতি (জানুয়ারি-মার্চ) সংকুচিত হয় ৬.৮ শতাংশ হারে।
# দক্ষিণ কোরিয়ার অর্থনীতি সংকুচিত হয় ১.৪ শতাংশ হারে (জানুয়ারি-মার্চ), এপ্রিল-জুনে তা বেড়ে হয়েছে ৩.৩ শতাংশ হারে।
মুনাফা কমছে সবচেয়ে লাভজনক কোম্পানির
# ফরচুন গ্লোবাল ৫০০'র তথ্য অনুযায়ী, সৌদি আরবের তেল কোম্পানি সৌদি আরামকো এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।
# সৌদি আরামকোর মুনাফা অনেক কমে হয়েছে ৮৮ দশমিক ২ বিলিয়ন ডলার। এরপরও তারা এখনো বিশ্বের সবচেয়ে লাভজনক কোম্পানি।
# মূলত তেলের দাম কমে যাওয়া এবং ওপেকের সঙ্গে ঝগড়ার পরিণামে আশঙ্কা করা হচ্ছে, সামনে তাদের মুনাফা আরও কমতে পারে।
# সৌদি আরামকো পিছিয়ে পড়ায় সামনে এগিয়ে আসছে ওয়ারেন বাফেটের বিনিয়োগ কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে ও অ্যাপল।
করোনার বড় আঘাত এশিয়ার প্রবাসী আয়ে
# এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) গবেষকেরা বলছেন, ২০১৮ সালের তুলনায় ২০২০ সালে এশিয়া-প্যাসিফিক দেশগুলোতে প্রবাসী আয় কম পাবে ৫৪ বিলিয়ন ডলার, সামগ্রিকভাবে কমবে ২০ শতাংশ।
# এশিয়া-প্যাসিফিকের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ এশিয়ার দেশগুলো। যেমন নেপালের কমবে ২৯ শতাংশ আর ভারতের ২৩ শতাংশ। তাদের প্রবাসী আয় দেশটির জিডিপির ২৭ শতাংশের সমান।
# বাংলাদেশের ক্ষেত্রে এই হার হবে ২৭.৮ শতাংশ। বাংলাদেশের আয় ১৫.৫ বিলিয়ন ডলার, যা জিডিপির ৫ শতাংশ।
# সবচেয়ে বেশি প্রবাসী আয় পায় ভারত, তারপরই চীন। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোর পরই আছে ফিলিপাইন। এরপরই আছে পাকিস্তান ও বাংলাদেশ।
# এশিয়ার দেশগুলো প্রবাসী আয় সবচেয়ে বেশি পায় মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে। এরপরই আছে যুক্তরাষ্ট্র ও ইউরোপ।
# এসব দেশের অর্থনীতি সংকুচিত হয়েছে, তেলের দাম কমে গেছে, কাজের আদেশ পাচ্ছে কম। ফলে কাজ হারাচ্ছেন প্রবাসীরা, ফিরে যেতে হচ্ছে নিজ নিজ দেশে। আর এতেই কমে যাচ্ছে প্রবাসী আয়।
সোর্সঃ প্রথম আলো
সংগৃহীত