Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3013
১। বিশ্বে মোট জনসংখ্যা কত?
উ: ৭৭৯.৫০ কোটি।
২। বিশ্বে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ: ১.১%।
৩। নারী প্রতি সর্বাধিক প্রজনন হারের দেশ কোনটি?
উ: নাইজার; ৬.৭ জন।
৪। সার্কভুক্ত কোন দেশে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক?
উ: আফগানিস্তান; ৩.৪%।
৫। সার্কভুক্ত কোন দেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উ: শ্রীলংকা; ০.৫%।

বাংলাদেশের জনসংখ্যা ও জনতাত্ত্বিক সূচক ২০১৯ অনুযায়ী
৬। বাংলাদেশের মোট জনসংখ্যা কত?
উ: ১৬৭.৪৩ মিলিয়ন; ১ জানুয়ারী ২০২০ (প্রাক্কলিত)।
৭। জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধির হার কত?
উ: ১.৩২%।
৮। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গকিমি) কত?
উ: ১,১২৫ জন।
৯। সাক্ষরতার হার (৭+) কত?
উ: ৭৪.৪%।
১০। প্রত্যাশিত আয়ুষ্কাল কত?
উ: ৭২.৬%।

১১। ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
উ: সুইডেন।
১২। ২০২০ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদনে সর্বনিম্ন দেশ কোনটি?
উ: মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র।
১৩। বিশ্বের বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত?
উ: চীনের হুবেই প্রদেশের ইচাং শহরে ইয়াংজি নদীর ওপর।
১৪। ওয়েবিনার (Webinar) কী?
উ: ইন্টারনেটের মাধ্যমে যে সেমিনার হয়ে থাকে তাকে ওয়েবিনার বলে।
১৫। কাশ্মীরি ভাষায় ‘গালওয়ান’ শব্দের অর্থ কী?
উ: ডাকাত।
১৬। মার্কিন যুদ্ধবিমানে প্রথম কৃষ্ণাঙ্গ নারী পাইলটের নাম কী?
উ: ম্যাডেলিন সুইগেল।
১৭। আদিবাসী ভাষা দশকের সময়কাল কত?
উ: ২০২২-২০৩২ সাল।
১৮। Tik Tok কোন দেশের জনপ্রিয় মোবাই ভিডিও তৈরি ও শেয়ার করার অ্যাপ?
উ: চীন; প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং।
১৯। Zoom কোন দেশের তৈরিকৃত জনপ্রিয় অডিও-ভিডিও যোগাযোগের অন্যতম প্ল্যাটফর্ম?
উ: যুক্তরাষ্ট্র; প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3592 Views
    by raihan
    0 Replies 
    3801 Views
    by raja
    0 Replies 
    6000 Views
    by tamim
    0 Replies 
    6430 Views
    by tamim
    0 Replies 
    3341 Views
    by raja

    প্রসারিত-- সংকুচিত প্রকাশ্য-- গোপনীয়/অপ্রকাশ্য/প্[…]

    প্রতিকূল-- অনুকূল প্রকাশ্যে-- নেপথ্যে প্রায়শ-- কদ[…]

    নামা-- ওঠা নিশ্চয়তা-- অনিশ্চয়তা নিন্দুক/নিন্দক--[…]

    নাবালক-- সাবালক নীরস-- সরস নিন্দা-- প্রশংসা নিরবকা[…]