Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3010
০১| ২০২০-২০২১ অর্থবছরে বাংলাদেশের রপ্তানী আয়ের লক্ষ্যমাত্রা কত?
®___৪৮ বিলিয়ন মা.ডলার

০২| বর্তমানে বাংলাদেশ রপ্তানী করে কতটি পণ্য?
®___৭৫০টি(১ম পোশাক,চা রপ্তানীতে ৬৪তম)

০৩| ২০১৯-২০২০ অর্থবছরে গড় মুদ্রাস্ফীতি কত?
®____৫.৬৫%

০৪| বাংলাদেশ ব্যাংকের বর্তমান(আগস্ট-২০২০) বৈদেশিক রিজার্ভ কত?
®____৩৭.২৮৭ বিলিয়ন মা.ড.

০৫| SDG প্রতিবেদন সূচক-২০২০ এ বাংলাদেশ কততম?
®____১০৯ তম(শীর্ষে সুইডেন, নিম্নে মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র)

০৬| পল্লি বিদ্যুৎ দেশের কতটি উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করছে?
®____৪৬১টি

০৭| বর্তমানে বিশ্বের কতটি দেশে (আগস্ট-২০২০) শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে?
®____১৬০টি দেশে

০৮| পৃথিবীর সর্ববৃহৎ ওয়াকফ(দান) করা বাগান কোথায় অবস্থিত
®____সৌদির আল কাশিম শহরে একটি পাম বাগান। সাড়ে ১৩হাজার কোটি টাকা

০৯| দেশে টিকা উৎপাদন করতে পারে কতটি প্রতিষ্ঠান?
®___২টি(ইনসেপ্টা ও পপুলার ফার্মা)

১০| বিশ্বকাপ বাছাইপর্বে দেশের হয়ে ১ম গোল ও আন্তর্জাতিক ফুটবলে ১ম হ্যাটট্রিক করে কে?
®___আশরাফ উদ্দিন চুন্নু
®___নোট রমজান

১১| কাশ্মীরি ভাষায়"গালওয়ান" শব্দের অর্থ কী?
®____ডাকাত(গালওয়ান উপত্যকা ভারত-চীন সীমান্তে)

১২| আদিবাসী ভাষা দশকের সময়কাল কত সাল পর্যন্ত?
®____২০২২-২০৩২ সাল পর্যন্ত ১০ বছর

১৩| টিকটক কোন দেশের জনপ্রিয় মোবাইল ভিডিয়ো ও শেয়ার করার অ্যাপ?
®____চীনের, প্রতিষ্ঠাতা ঝাং ইয়েমিং

১৪| ZOOM কোন দেশের তৈরি জনপ্রিয় অডিয়ো-ভিডিয়ো যোগাযোগের অন্যতম প্লাটফর্ম?
®____যুক্তরাষ্ট্রের(প্রতিষ্ঠাতা এরিক ইউয়ান)

১৫| বিশ্বের বৃহত্তম বাঁধ কোথায় অবস্থিত?
®____চীনের হুবেই প্রদেশের ইচাং শহরের ইয়াংচি নদীর উপর

১৬| ওয়েবিনার কী?
®____ইন্টারনেটের মাধ্যমে হওয়া সেমিনার

১৭| ২০২০ অনুযায়ী বিশ্বের মোট জনসংখ্যা কত?
®____৭৭৯.৫০ কোটি(বাংলাদেশ ১৬.৭৪ কোটি)

১৮| বর্তমানে মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় কতটি?
®____৬৫,৬২০টি

১৯| দেশে রাষ্ট্রায়াত্ত পাটকল বন্ধ ঘোষণা করা হয় কবে?
®____১ জুলাই, ২০২০

২০| বিশ্বব্যাকের মতে বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় কত মা.ড.?
®____১৯৪০ মা.ড.(বিশ্বে ১৪৯তম)
®____পরিসংখ্যান ব্যুরোর মতে ২০৬৪ মা.ড.

Collected

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]