Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#3004
২১। অস্ট্রীয়দের পালিত নববর্ষের নাম সিলভেস্টার‌্যাবেন্ড (Sylvesterabend)।
২২। ভারতীয়দের পালিত নববর্ষের নাম দিওয়ালি (Diwali) বা দোল উৎসব।
২৩। ওয়েলসে পালিত নববর্ষের নাম গালান (Nos Galan)।
২৪। থাইদের পালিত নববর্ষের নাম সংক্রান।
২৫। নতুন বছরে শুভেচ্ছা জানাতে বাংলায় বলা হয় - শুভ নববর্ষ
২৬। নতুন বছরে শুভেচ্ছা জানাতে ইংরেজিতে বলা হয় Happy New Year
২৭। নতুন বছরে শুভেচ্ছা জানাতে আরবি ভাষায় বলা হয় কুল আম আনতুম সালিমুন।
২৮। নতুন বছরে শুভেচ্ছা জানাতে চীনা ভাষায় বলা হয় চু সেন তান।
২৯। নতুন বছরে শুভেচ্ছা জানাতে ফরাসি ভাষায় বলা হয় বন্নে আন্নি।
৩০। নতুন বছরে শুভেচ্ছা জানাতে জার্মান ভাষায় বলা হয় প্রোসিট নেউযার।
৩১। নতুন বছরে শুভেচ্ছা জানাতে হিন্দি ভাষায় বলা হয় নয়া সাল মোবারক।
৩২। নতুন বছরে শুভেচ্ছা জানাতে রুশ ভাষায় বলা হয় এস নোভিম গুদম।
৩৩। নতুন বছরে শুভেচ্ছা জানাতে স্প্যানিশ ভাষায় বলা হয় ফেলিজ আনো নিউভো
৩৪। নতুন বছরে শুভেচ্ছা জানাতে উর্দু ভাষায় বলা হয় খোশ আমদেদ নয়া সাল।
৩৫। নতুন বছরে শুভেচ্ছা জানাতে ডাচ ভাষায় বলা হয় গুল্লুকিগ নাইয়ো যার।
৩৬। নতুন বছরে শুভেচ্ছা জানাতে ইতালিয়ান ভাষায় বলা হয় বুয়োন কাপোডান্নো।
৩৭। নতুন বছরে শুভেচ্ছা জানাতে পর্তুগিজ ভাষায় বলা হয় ফেলিজ আনো নোভা।
৩৮। নতুন বছরে শুভেচ্ছা জানাতে ভিয়েতনামিজ ভাষায় বলা হয় চুং চুক তান জুয়ান।
৩৯। নতুন বছরে শুভেচ্ছা জানাতে তুর্কি ভাষায় বলা হয় ইয়েনি ইয়েলিনিজ কুটলু ওলসান।
৪০। নতুন বছরে শুভেচ্ছা জানাতে জাপানি ভাষায় বলা হয় আকেমাশিতে ওমেডেতু গোজাইমাসু।