Page 1 of 1

সাধারণ_জ্ঞান পত্রিকা থেকে সংগৃহীত (৭ আগস্ট, ২০২০)

Posted: Mon Aug 10, 2020 5:51 pm
by sajib
#বাংলাদেশ বিষয়াবলী

০১. জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের কাজে যুক্ত বাংলাদেশ নৌবাহিনীর কোন জাহাজ বৈরুত বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে?
উত্তরঃ বিজয়।

০২. বাংলাদেশে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের সংগঠনের নাম কী?
উত্তরঃ Retired Armed Forces Officer's Welfare Association (RAOWA) বা রাওয়া।

০৩. পর্যটন স্থান আলুটিলা গুহা কোথায় অবস্থিত?
উত্তরঃ খাগড়াছড়ি।
## নীলগিরি, বগালেক, নাফাকুম, মেঘলা পর্যটন কেন্দ্র – বান্দরবান।
## শুভলং ঝরনা, কাপ্তাই লেক – রাঙামাটি।

০৪. ১৯০৭ খ্রিস্টাব্দে আয়োজিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম সভাপতি কে ছিলেন?
উত্তরঃ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
## রবীন্দ্রনাথ ঠাকুর মারা যান – ৭ আগস্ট, ১৯৪১.

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. পোর্ট অব বৈরুত কোথায় অবস্থিত?
উত্তরঃ লেবানন।
## সম্প্রতি লেবাননের এই বন্দরে ভয়াবহ বিস্ফোরণে দেড়শতাধিক মানুষ নিহত এবং চার হাজারের বেশি আহত হয়েছেন।

০২. জাতিসংঘে নিযুক্ত ভারতের বর্তমান স্থায়ী প্রতিনিধি কে?
উত্তরঃ টি এস তিরুমূর্তি।
## জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি – রাবাব ফাতিমা।

০৩. ভারতের গুজরাট রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তরঃ আহমেদাবাদ।

০৪. ‘অডি’ কোন দেশের গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান?
উত্তরঃ জার্মানি।

০৫. ‘The Adventures of Tom Sawyer’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ মার্ক টোয়েইন, যুক্তরাষ্ট্র।
## এই বইয়ের দুটো উল্লেখযোগ্য চরিত্র – টম সয়্যার এবং হাকলবেরি ফিন।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. কোন কণার উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়?
উত্তরঃ হিমোগ্লোবিন।

০২. কম্পিউটার মাউসকে কী বলা হয়?
উত্তরঃ পয়েন্টিং ডিভাইস।

#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
৬ আগস্ট, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৬৩৮ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন)।
মোট সুস্থ – ১ কোটি ২২ লাখ ৭ হাজার ৫২৪ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ৪৩ হাজার ৮২৪ জন)।
মোট মৃত্যু – ৭ লাখ ১২ হাজার ১৮৩ জন (বাংলাদেশে মৃত্যু – ৩ হাজার ৩০৬ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

#খেলাধুলা

০১. বিখ্যাত দৌড়বিদ উসাইন বোল্ট কোন দেশের নাগরিক?
উত্তরঃ জ্যামাইকা।

#সেরা_উক্তি
“সফল মানুষের সাথে অসফল মানুষের প্রধান পার্থক্য শক্তি বা জ্ঞান নয়। পার্থক্যটা হলো সত্যিকার সফল হওয়ার ইচ্ছা।”
– ভিন্স লম্বারডি (আমেরিকান ফুটবলার ও কোচ)

Collected