- Wed Aug 05, 2020 9:19 pm#2988
#বাংলাদেশ বিষয়াবলী
০১. ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত তম শোক দিবস পালন করা হবে?
উত্তরঃ ৪৫তম।
## ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়।
০২. শায়েস্তা খান কবে চট্টগ্রাম থেকে মগদের বিদায় করেন?
উত্তরঃ ১৬৬৬ সালে।
## মগ জলদস্যুরা তৎকালীন আরাকান (বর্তমান মিয়ানমার) অধিবাসি ছিলেন।
০৩. বাংলাদেশে চীনের কোন প্রতিষ্ঠানের করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে?
উত্তরঃ সিনোভ্যাক।
০৪. বিছানাকান্দি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ গোয়াইনঘাট, সিলেট।
০৫. চলতি ২০২০-২১ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।
## মোট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে – ৪হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচীর নাম কী?
উত্তরঃ Save our Future.
## কর্মসূচীর উদ্বোধন করা হয় – ৪ আগস্ট, ২০২০.
০২. যুক্তরাষ্ট্রের আলোচিত ‘H-1B Visa’ এর স্থগিতাদেশ কবে কার্যকর করা হয়?
উত্তরঃ ২৪ জুন, ২০২০.
## H-1B Visa হলো যুক্তরাষ্ট্রের এক ধরনের অ-অভিবাসী ভিসা। এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাত্ত্বিক বা কারিগরি অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ পদে বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে পারে।
০৩. কবে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়?
উত্তরঃ ৫ আগস্ট, ২০১৯.
## ভারতীয় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিল করে এই মর্যাদা রদ করা হয়।
০৪. ‘এএনএ’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
উত্তরঃ লেবানন।
## সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত শতাধিক।
০৫. ‘আল-জাজিরা’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম?
উত্তরঃ কাতার।
০৬. ঐতিহাসিক ‘টেম্পল অফ টুথ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ক্যান্ডি, শ্রীলঙ্কা।
০৭. ‘ইসালা পেরাহেরা’ কোন ধর্মীয় অনুসারীদের বিশেষ উৎসব?
উত্তরঃ বৌদ্ধ ধর্মাবলম্বী।
০৮. ‘Travels in the Mughal Empire’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ ফ্রাসোয়া বার্নিয়ে, ফ্রান্স।
## তিনি মোঘল সম্রাট আওরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
০৯. বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি?
উত্তরঃ অ্যাপল, যুক্তরাষ্ট্র (প্রযুক্তি প্রতিষ্ঠান)।
## দ্বিতীয় অবস্থান – আরামকো, সৌদি আরব (জ্বালানি প্রতিষ্ঠান)।
১০. করোনার কারণে ২০২০ সালে প্রবাসী আয় কমার দিকে এশিয়া অঞ্চলের শীর্ষে থাকবে কোন দেশ?
উত্তরঃ নেপাল।
## দ্বিতীয় – তাজিকিস্তান; তৃতীয় – বাংলাদেশ।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কম্পিউটার মাউসের সহ-আবিষ্কারক বিল ইংলিশ কবে মারা যান?
উত্তরঃ ২৬ জুলাই, ২০২০.
০২. বাতাসে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত?
উত্তরঃ ১৬৬০০ হার্জ।
## বাতাসে শব্দের বেগ – ৩৩২ মিটার/সেকেন্ড।
## বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য – ০.০২ মিটার।
#খেলাধুলা
০১. ইউরোপ অঞ্চলের ফুটবল লিগের ২০১৯-২০ সিজনের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ‘গোল্ডেন স্যু’ কে পেয়েছেন?
উত্তরঃ চিরো ইম্মোবিলে, লাৎসিও, ইতালি (গোল সংখ্যা – ৩৬টি)।
## গোলে সবচেয়ে বেশি সহায়তা – লিওনেল মেসি, বার্সেলোনা, স্পেন (অ্যাসিস্ট – ২১টি)।
০২. ইউরোপ অঞ্চলের ফুটবল লিগের ২০১৯-২০ সিজনে কোন দল সর্বোচ্চ গোল করেছে?
উত্তরঃ ম্যানসিটি, ইংল্যান্ড (১০২টি)।
## সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে – লিভারপুল, ইংল্যান্ড (৯৯ পয়েন্ট)।
০৩. আন্তর্জাতিক ক্রিকেটারের সংগঠনের নাম কী?
উত্তরঃ ফিকা।
#সেরা_উক্তি
“যে কোন কিছুতে ভীত নয়; সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী।”
– নেলসন ম্যান্ডেলা।
Collected
০১. ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কত তম শোক দিবস পালন করা হবে?
উত্তরঃ ৪৫তম।
## ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করা হয়।
০২. শায়েস্তা খান কবে চট্টগ্রাম থেকে মগদের বিদায় করেন?
উত্তরঃ ১৬৬৬ সালে।
## মগ জলদস্যুরা তৎকালীন আরাকান (বর্তমান মিয়ানমার) অধিবাসি ছিলেন।
০৩. বাংলাদেশে চীনের কোন প্রতিষ্ঠানের করোনা টিকার পরীক্ষামূলক প্রয়োগ করা হবে?
উত্তরঃ সিনোভ্যাক।
০৪. বিছানাকান্দি পর্যটন কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ গোয়াইনঘাট, সিলেট।
০৫. চলতি ২০২০-২১ অর্থবছরে দেশের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা কত নির্ধারণ করা হয়েছে?
উত্তরঃ ৪ হাজার ১০০ কোটি মার্কিন ডলার।
## মোট রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে – ৪হাজার ৮০০ কোটি মার্কিন ডলার।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. করোনা মহামারির কবল থেকে ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে জাতিসংঘের গৃহীত কর্মসূচীর নাম কী?
উত্তরঃ Save our Future.
## কর্মসূচীর উদ্বোধন করা হয় – ৪ আগস্ট, ২০২০.
০২. যুক্তরাষ্ট্রের আলোচিত ‘H-1B Visa’ এর স্থগিতাদেশ কবে কার্যকর করা হয়?
উত্তরঃ ২৪ জুন, ২০২০.
## H-1B Visa হলো যুক্তরাষ্ট্রের এক ধরনের অ-অভিবাসী ভিসা। এই ভিসার মাধ্যমে যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো তাত্ত্বিক বা কারিগরি অভিজ্ঞতার ভিত্তিতে বিশেষ পদে বিদেশি নাগরিকদের নিয়োগ দিতে পারে।
০৩. কবে ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল করা হয়?
উত্তরঃ ৫ আগস্ট, ২০১৯.
## ভারতীয় সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদ বাতিল করে এই মর্যাদা রদ করা হয়।
০৪. ‘এএনএ’ কোন দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা?
উত্তরঃ লেবানন।
## সম্প্রতি লেবাননের রাজধানী বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ৫০ জনের বেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে, আহত শতাধিক।
০৫. ‘আল-জাজিরা’ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম?
উত্তরঃ কাতার।
০৬. ঐতিহাসিক ‘টেম্পল অফ টুথ’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ক্যান্ডি, শ্রীলঙ্কা।
০৭. ‘ইসালা পেরাহেরা’ কোন ধর্মীয় অনুসারীদের বিশেষ উৎসব?
উত্তরঃ বৌদ্ধ ধর্মাবলম্বী।
০৮. ‘Travels in the Mughal Empire’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ ফ্রাসোয়া বার্নিয়ে, ফ্রান্স।
## তিনি মোঘল সম্রাট আওরঙ্গজেবের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন।
০৯. বর্তমান বিশ্বের সবচেয়ে দামি কোম্পানি কোনটি?
উত্তরঃ অ্যাপল, যুক্তরাষ্ট্র (প্রযুক্তি প্রতিষ্ঠান)।
## দ্বিতীয় অবস্থান – আরামকো, সৌদি আরব (জ্বালানি প্রতিষ্ঠান)।
১০. করোনার কারণে ২০২০ সালে প্রবাসী আয় কমার দিকে এশিয়া অঞ্চলের শীর্ষে থাকবে কোন দেশ?
উত্তরঃ নেপাল।
## দ্বিতীয় – তাজিকিস্তান; তৃতীয় – বাংলাদেশ।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কম্পিউটার মাউসের সহ-আবিষ্কারক বিল ইংলিশ কবে মারা যান?
উত্তরঃ ২৬ জুলাই, ২০২০.
০২. বাতাসে শব্দ তরঙ্গের কম্পাঙ্ক কত?
উত্তরঃ ১৬৬০০ হার্জ।
## বাতাসে শব্দের বেগ – ৩৩২ মিটার/সেকেন্ড।
## বাতাসে শব্দ তরঙ্গের দৈর্ঘ্য – ০.০২ মিটার।
#খেলাধুলা
০১. ইউরোপ অঞ্চলের ফুটবল লিগের ২০১৯-২০ সিজনের সর্বোচ্চ গোলদাতার পুরষ্কার ‘গোল্ডেন স্যু’ কে পেয়েছেন?
উত্তরঃ চিরো ইম্মোবিলে, লাৎসিও, ইতালি (গোল সংখ্যা – ৩৬টি)।
## গোলে সবচেয়ে বেশি সহায়তা – লিওনেল মেসি, বার্সেলোনা, স্পেন (অ্যাসিস্ট – ২১টি)।
০২. ইউরোপ অঞ্চলের ফুটবল লিগের ২০১৯-২০ সিজনে কোন দল সর্বোচ্চ গোল করেছে?
উত্তরঃ ম্যানসিটি, ইংল্যান্ড (১০২টি)।
## সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে – লিভারপুল, ইংল্যান্ড (৯৯ পয়েন্ট)।
০৩. আন্তর্জাতিক ক্রিকেটারের সংগঠনের নাম কী?
উত্তরঃ ফিকা।
#সেরা_উক্তি
“যে কোন কিছুতে ভীত নয়; সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী।”
– নেলসন ম্যান্ডেলা।
Collected