Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2972
# যেসব সংস্থার শুরুতে W এবং শেষে O তাদের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড।
যেমন-
• WIPO - ওয়ার্ল্ড
• WHO
• WMO
• WTO
• ILO
• ISO
• IMO- LONDON
লন্ডনে যেসব সংস্থার সদর দপ্তর অবস্থিত সেগুলোকে আমরা মনে রাখব এভাবে-
• I AM COMMON
I-IMO
AM- Amnesty international
Common- কমনওয়েলথ ভিত্তিক সব সংস্থা।

টাকা পয়সা বিষয়ক সংস্থার সদর দপ্তর Washington Dc- তে
যেমন:
• IMF
• World Bank

# Atomic/petroleum/industrial development বিষয়ক সব সংস্থার সদর দপ্তর অবস্থিত - ভিয়েনা, অস্ট্রিয়া।
যেমন:
• IAEA, (Atomic বিষয় ভিত্তিক)
• UNIDO,(industrial development বিষয় ভিত্তিক)
• OPEC (petroleum বিষয় ভিত্তিক)

# Economical & Educational থাকলে তাদের সদর দপ্তর- ফ্রান্সের প্যারিসে।
যেমন:
• UNESCO
• OECD
# কোন সংস্থার নামের সাথে UN এর সাথে E/F যুক্ত থাকরে সদর দপ্তর নিউইয়র্ক- এ
যেমন:
• UNIFEM
• UNICEF
• UNFPA
# নিউইয়র্ক- এ আরও যেসব সংস্থার সদর দপ্তর
• UN
• UNICEF
# যে সকল সংস্থার নামের মাধ্যমে খাদ্য নির্দেশ করে সেগুলোর সদর দপ্তর ইতালির রোমে।
যেমন:
• IFAD
• WEF
• FAO
# ‘I’ শুরু এবং A/B/C/D/E/F দিয়ে শেষ হলে সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি।
যেমন:
• IMF
• IFC
• IDA
• IDB
• IBRD
• ICSID
# আরও কিছু সদর দপ্তরের কোথায় তা জেনে নেই-
১। UNDP এর সদর দপ্তর - নিউইয়র্ক।
২। জাতিসংঘের সদর দপ্তর - নিউইয়র্ক।
৩। CIA এর সদর দপ্তর - ভার্জিনিয়া।
৪। OIC এর সদর দফতর - জেদ্দা।
৫। IRRI- এর সদর দপ্তর - ফিলিপাইন (লস ব্যানোস)।
৬। সার্কের সদর দপ্তর - নেপালের কাঠমান্ডুতে।
৭। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর - ব্রাসেলস।
৮। NATO এর সদর দপ্তর - ব্রাসেলস।
৯। ‘UNESCO’ এর সদর দপ্তর - প্যারিসে।
১০। WIPO এর সদর দপ্তর - জেনেভা।
১১। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের সদর দপ্তর - বার্লিন, জার্মানি।
১২। আন্তজার্তিক রেডক্রস এর সদর দপ্তর- জেনেভা।
১৩। এশীয় উন্নয়ন ব্যাংকের সদর দফতর - ম্যানিলা।
১৪। ইসলামী উন্নয়ন ব্যাংকের সদর দফতর - জেদ্দা।
১৫। World Bank এর সদর দপ্তর - ওয়াশিংটন।
১৬। আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর - হেগ।
১৭। IMF এর সদর দপ্তর - ওয়াশিংটন ডিসি।
১৮। ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় - হোয়াইট হল।
১৯। PLO এর সদর দপ্তর - রামাল্লা, ফিলিস্তিন।
২০। IAEA এর সদর দপ্তর - ভিয়েনা।
২১। WHO এর সদর দপ্তর - জেনেভা।
২২। FAO এর সদর দপ্তর - রোম আউটসাইড নলেজ।
২৩। BIMSTEC এর সদর দপ্তর - ঢাকা।
২৪। ‘সিরডাপ’ (CIRDAP) এর সদর দপ্তর - ঢাকা।
২৫। NAM এর সদর দপ্তর - বান্দুং (ইন্দোনেশিয়া)।
২৬। UNIDO এর সদর দপ্তর - ভিয়েনা।
২৭। ICJ (International Court of Justice) এর সদর দপ্তর - হেগ।
২৮। OPCW (Organisation for the Prohibition of Chemical Weapons) এর সদর দপ্তর - হেগ আউটসাইড নলেজ।
২৯। OPEC এর সদর দপ্তর - ভিয়েনা ।
৩০। WTO এর সদর দপ্তর - জেনেভা।
৩১। WLO এর সদর দপ্তর - জেনেভা্
৩২। ILO এর সদর দফতর - জেনেভা।
৩৩। ইউ এন উইমেন (UN Women) এর সদর দপ্তর - নিউইয়র্ক।
৩৪। জাতিসংঘের বিশেষ সংস্থা ইফাদ (IFAD) এর সদর দপ্তর - রোম।
৩৫। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল - এর সদর দপ্তর - লন্ডন।
৩৬। ইন্টারপোল সংস্থার সদর দপ্তর - লিও।
৩৭।UNICEF এর সদর দপ্তর - নিউইয়র্কে।
৩৮। UNCTD এর সদর দপ্তর - জেনেভা।
৩৯। ITU (Int’I Telecommunication Union) এর সদর দপ্তর - জেনেভা।
৪০। AFP এর সদর দপ্তর - প্যারিস, ফ্রান্স।
৪১। AP এর সদর দফতর - নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৪২। রয়টার্সের সদর দপ্তর - লন্ডন, ব্রিটেন।
৪৩। কমনওয়েলথ এর সদর দফতর - লন্ডন।
৪৪। D-8 (Developing 8) এর সদর দফতর - ইস্তাম্বুল, তুরস্ক।
৪৫। UNU (United Nation University) - টোকিও, জাপান।
৪৬। ফিফার (FIFA) সদর দপ্তর - জুরিখ, সুইজারল্যান্ড।
৪৭। আইসিসি এর সদর দপ্তর - দুবাই, (ইউনাইটেড আরব আমিরাত)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    57 Views
    by bdchakriDesk
    0 Replies 
    22775 Views
    by shanta
    0 Replies 
    166 Views
    by raja
    0 Replies 
    95 Views
    by rajib
    0 Replies 
    116 Views
    by sakib

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]