Page 1 of 1

#আজকের_সাধারণ_জ্ঞান #পত্রিকা থেকে সংগৃহীত (২৩ জুলাই, ২০২০)

Posted: Fri Jul 24, 2020 11:05 am
by sajib
বাংলাদেশ বিষয়াবলি

০১. স্বাদু পানির মাছের উৎপাদন বৃদ্ধির হারে বিশ্বে বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ দ্বিতীয়।
## দেশে সামুদ্রিক মাছ – পৌনে ৫০০ প্রজাতির; স্বাদু পানির মাছ – ২৫০ প্রজাতির।

০২. দেশের প্রথম প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ তাজউদ্দীন আহমদ।
## ১৯২৫ সালের ২৩ জুলাই তিনি জন্মগ্রহণ করেন।

০৩. ‘আত্মচরিত’ উপন্যাসটি কে লিখেছেন?
উত্তরঃ আচার্য প্রফুল্ল চন্দ্র রায়।

০৪. আখাউরা স্থলবন্দর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্রাহ্মণবাড়িয়া।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. চীন ও পাকিস্তান সীমান্তে নজরদারি বাড়াতে সম্প্রতি মোতায়েন করা ভারতের ড্রোনের নাম কী?
উত্তরঃ ভারত।

০২. চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের বর্তমান মুখপাত্র কে?
উত্তরঃ ওয়াং ওয়েনবিন।

০৩. ‘টাইপ ০৭৫’ কোন দেশের তৈরি উভচর যুদ্ধজাহাজ?
উত্তরঃ চীন।
## চীনা নৌবাহিনীর জন্য প্রথমবারের মতো এমন জাহাজ বানানো হয়েছে।

০৪. বিশ্বের কোন দেশ প্রথমবারের মতো কৃত্রিমবুদ্ধিমত্তা বিষয়ক মন্ত্রীর নাম ঘোষণা করে?
উত্তরঃ সংযুক্ত আরব আমিরাত; ২০১৭ সালে।

০৫. প্রতি বছর কত তারিখে নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান আয়োজিত হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
## করোনাভাইরাসের কারণে ২০২০ সালের নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছে তবে পুরষ্কার যথারীতি ঘোষণা করা হবে।
## এর আগে ১৯৫৬ সালে এবং প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নোবেল পুরষ্কার বিতরণ অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

০৬. ‘The Changing Face of Bengal: A Study in Riverine Economy’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ রাধাকমল মুখার্জী।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. অ্যাসিটিক অ্যাসিডের শতকরা ৫ ভাগ দ্রবণকে কী বলে?
উত্তরঃ ভিনেগার।

০২. পৃথিবী তার নিজ অক্ষের চারদিকে একবার আবর্তন করার সময়কে কী বলে?
উত্তরঃ সৌর দিন।
## আবর্তন করার গতি – আহ্নিক গতি।

#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২২ জুলাই, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১ কোটি ৫১ লাখ ৫১ হাজার ৭৩৮ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ১৩ হাজার ২৫৪ জন)।
মোট সুস্থ – ৯১, ৬২, ৯৪৩ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ১৭ হাজার ২০২ জন)।
মোট মৃত্যু – ৬ লাখ ২১ হাজার ১২২ জন (বাংলাদেশে মৃত্যু – ২ হাজার ৭৫১ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

#খেলাধুলা

০১. বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর বর্তমান প্রধান নির্বাহী কে?
উত্তরঃ নিজাম উদ্দিন চৌধুরী।
## সভাপতি – নাজমুল হাসান পাপন।

#সেরা_উক্তি
“সাফল্য মানে ৯ বার পড়ে গিয়ে ১০ম বার উঠে দাঁড়ানো।”
– বন জোভি (বিশ্ব বিখ্যাত রক মিউজিশিয়ান)।

সংগৃহীত