- Wed Jul 22, 2020 8:07 pm#2950
#বাংলাদেশ বিষয়াবলী
০১. ‘জাতীয় মৎস সপ্তাহ ২০২০’ কর্মসূচি আয়োজনের সময়সীমা কোনটি?
উত্তরঃ ২১-২৭ জুলাই, ২০২০.
## স্লোগান – ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’।
০২. ‘জাতীয় চা দিবস’ কবে পালিত হবে?
উত্তরঃ ৪ জুন।
## গত ২০ জুলাই মন্ত্রিসভার ভারচ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
০৩. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) এর নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ১ হাজার ৮৮২টি।
০৪. World Trade Organization (WTO) এর ‘বাণিজ্য সহায়তা চুক্তি’ তে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?
উত্তরঃ ২০১৩ সালে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত কবে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশ অভিযান শুরু করে?
উত্তরঃ ২০ জুলাই, ২০২০.
## মহাকাশযান – আল আমল বা আশা (Hope).
## উৎক্ষেপণ কেন্দ্র – তানেগাশিমা মহাকাশ কেন্দ্র, জাপান।
## অভিযানে বৈজ্ঞানিক দলের নেতৃত্ব – নারী বিজ্ঞানী সারাহ আল আমিরি।
## মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করবে – ফেব্রুয়ারি, ২০২১.
০২. বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকার নাম কী?
উত্তরঃ বুর্জ খলিফা, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
০৩. হাঙ্গেরির রাজধানীর নাম কী?
উত্তরঃ বুদাপেস্ট।
০৪. সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?
উত্তরঃ সালমান বিন আবদুল আজিজ।
## তিনি ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন।
## বর্তমান যুবরাজ – মোহাম্মদ বিন সালমান।
০৫. ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তরঃ বেঙ্গালুরু।
০৬. ইরানের বিচার বিভাগের নাম কী?
উত্তরঃ মিজান।
## ইরানের রেভল্যুশনারি বাহিনীর কম্যান্ডার কাসেম সোলেমানি হত্যায় সহায়তা করায় সম্প্রতি মাহমুদ মৌসাভি মাজদ নামের এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করে দেশটির বিচার বিভাগ।
০৭. ক্ষুদ্র জাতিসত্তা ‘আরাপিয়াম’ কোন দেশে বাস করে?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
০৮. মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।
০৯. বিশ্বে বিলিয়নারের সংখ্যায় কোন দেশ শীর্ষে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র (মোট বিলিয়নারের ২৮ শতাংশ)।
## বিশ্বে মোট বিলিয়নারের সংখ্যা – ২ হাজার ৮২৫ জন (তাঁদের মোট সম্পদের মুল্য – ৯ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার)।
## অঞ্চলভেদে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি – ইউরোপে (৮৪৭ জন); দ্বিতীয় – উত্তর আমেরিকা (৮৩৪ জন); তৃতীয় – এশিয়া (৭৫৮ জন)।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. নাসা মঙ্গল গ্রহে কবে রোভার কিউরিওসিটি উৎক্ষেপণ করে?
উত্তরঃ ২০১১ সালে।
০২. প্ল্যাস্টিক দূষণের বিপর্যয় থেকে পরিবেশ রক্ষায় কোন সংস্থা ‘প্ল্যাস্টিকমুক্ত জুলাই’ কর্মসূচীর আয়োজন করেছে?
উত্তরঃ গ্রিন পিস।
## সদর দপ্তর – আমস্টারডাম, নেদারল্যান্ডস।
#খেলাধুলা
০১. ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ অক্টোবর-নভেম্বর, ২০২১; অস্ট্রেলিয়া।
## ২০২০ সালে ১৮ অক্টোবর - ১৫ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হলো।
## ২০২১ সালে ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এখন ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে।
## ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, অক্টোবর-নভেম্বরে।
০২. কোন সংস্থা ফুটবলের মর্যাদাপূর্ণ ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার দেয়?
উত্তরঃ ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
## করোনাভাইরাসের কারণে ২০২০ সালে এই পুরষ্কার প্রদান বাতিল করা হয়েছে।
## ১৯৫৬ সাল থেকে ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার দেওয়া হয়।
## ২০১৯ সালের ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার পেয়েছেন – লিওনেল মেসি, আর্জেন্টিনা।
০৩. স্পেনের প্রথম বিভাগ ফুটবল ক্লাব লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া পুরষ্কারের নাম কী?
উত্তরঃ পিচিচি ট্রফি (২০১৯-২০ মৌসুমে জিতেছেন – লিওনেল মেসি, বার্সেলোনা)।
## সেরা গোলরক্ষকের পুরষ্কার – জামোরা ট্রফি (২০১৯-২০ মৌসুমে জিতেছেন – থিবো কোর্তোয়া, রিয়াল মাদ্রিদ)।
#সেরা_উক্তি
“পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।”
– রবার্ট মুগাবে।
সংগৃহীত
০১. ‘জাতীয় মৎস সপ্তাহ ২০২০’ কর্মসূচি আয়োজনের সময়সীমা কোনটি?
উত্তরঃ ২১-২৭ জুলাই, ২০২০.
## স্লোগান – ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’।
০২. ‘জাতীয় চা দিবস’ কবে পালিত হবে?
উত্তরঃ ৪ জুন।
## গত ২০ জুলাই মন্ত্রিসভার ভারচ্যুয়াল বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।
০৩. Bangladesh Garment Manufacturers and Exporters Association (BGMEA) এর নিবন্ধিত প্রতিষ্ঠানের সংখ্যা কতটি?
উত্তরঃ ১ হাজার ৮৮২টি।
০৪. World Trade Organization (WTO) এর ‘বাণিজ্য সহায়তা চুক্তি’ তে বাংলাদেশ কবে স্বাক্ষর করে?
উত্তরঃ ২০১৩ সালে।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. প্রথম আরব দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত কবে মঙ্গল গ্রহের উদ্দেশ্যে মহাকাশ অভিযান শুরু করে?
উত্তরঃ ২০ জুলাই, ২০২০.
## মহাকাশযান – আল আমল বা আশা (Hope).
## উৎক্ষেপণ কেন্দ্র – তানেগাশিমা মহাকাশ কেন্দ্র, জাপান।
## অভিযানে বৈজ্ঞানিক দলের নেতৃত্ব – নারী বিজ্ঞানী সারাহ আল আমিরি।
## মহাকাশযানটি কক্ষপথে প্রবেশ করবে – ফেব্রুয়ারি, ২০২১.
০২. বিশ্বের সবচেয়ে উঁচু অট্টালিকার নাম কী?
উত্তরঃ বুর্জ খলিফা, দুবাই, সংযুক্ত আরব আমিরাত।
০৩. হাঙ্গেরির রাজধানীর নাম কী?
উত্তরঃ বুদাপেস্ট।
০৪. সৌদি আরবের বর্তমান বাদশাহ কে?
উত্তরঃ সালমান বিন আবদুল আজিজ।
## তিনি ২০১৫ সাল থেকে সৌদি আরব শাসন করছেন।
## বর্তমান যুবরাজ – মোহাম্মদ বিন সালমান।
০৫. ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানীর নাম কী?
উত্তরঃ বেঙ্গালুরু।
০৬. ইরানের বিচার বিভাগের নাম কী?
উত্তরঃ মিজান।
## ইরানের রেভল্যুশনারি বাহিনীর কম্যান্ডার কাসেম সোলেমানি হত্যায় সহায়তা করায় সম্প্রতি মাহমুদ মৌসাভি মাজদ নামের এক গুপ্তচরের ফাঁসি কার্যকর করে দেশটির বিচার বিভাগ।
০৭. ক্ষুদ্র জাতিসত্তা ‘আরাপিয়াম’ কোন দেশে বাস করে?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
০৮. মেক্সিকোর বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
উত্তরঃ ম্যানুয়েল লোপেজ ওব্রাদর।
০৯. বিশ্বে বিলিয়নারের সংখ্যায় কোন দেশ শীর্ষে?
উত্তরঃ যুক্তরাষ্ট্র (মোট বিলিয়নারের ২৮ শতাংশ)।
## বিশ্বে মোট বিলিয়নারের সংখ্যা – ২ হাজার ৮২৫ জন (তাঁদের মোট সম্পদের মুল্য – ৯ লাখ ৪০ হাজার কোটি মার্কিন ডলার)।
## অঞ্চলভেদে বিলিয়নারের সংখ্যা সবচেয়ে বেশি – ইউরোপে (৮৪৭ জন); দ্বিতীয় – উত্তর আমেরিকা (৮৩৪ জন); তৃতীয় – এশিয়া (৭৫৮ জন)।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. নাসা মঙ্গল গ্রহে কবে রোভার কিউরিওসিটি উৎক্ষেপণ করে?
উত্তরঃ ২০১১ সালে।
০২. প্ল্যাস্টিক দূষণের বিপর্যয় থেকে পরিবেশ রক্ষায় কোন সংস্থা ‘প্ল্যাস্টিকমুক্ত জুলাই’ কর্মসূচীর আয়োজন করেছে?
উত্তরঃ গ্রিন পিস।
## সদর দপ্তর – আমস্টারডাম, নেদারল্যান্ডস।
#খেলাধুলা
০১. ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ অক্টোবর-নভেম্বর, ২০২১; অস্ট্রেলিয়া।
## ২০২০ সালে ১৮ অক্টোবর - ১৫ নভেম্বর পর্যন্ত এই টুর্নামেন্ট আয়োজিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা স্থগিত করা হলো।
## ২০২১ সালে ভারতে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সেটি এখন ২০২২ সালের অক্টোবর-নভেম্বরে পিছিয়ে দেওয়া হয়েছে।
## ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে, অক্টোবর-নভেম্বরে।
০২. কোন সংস্থা ফুটবলের মর্যাদাপূর্ণ ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার দেয়?
উত্তরঃ ফ্রান্স ফুটবল ম্যাগাজিন।
## করোনাভাইরাসের কারণে ২০২০ সালে এই পুরষ্কার প্রদান বাতিল করা হয়েছে।
## ১৯৫৬ সাল থেকে ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার দেওয়া হয়।
## ২০১৯ সালের ‘ব্যালন ডি’অর’ পুরষ্কার পেয়েছেন – লিওনেল মেসি, আর্জেন্টিনা।
০৩. স্পেনের প্রথম বিভাগ ফুটবল ক্লাব লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া পুরষ্কারের নাম কী?
উত্তরঃ পিচিচি ট্রফি (২০১৯-২০ মৌসুমে জিতেছেন – লিওনেল মেসি, বার্সেলোনা)।
## সেরা গোলরক্ষকের পুরষ্কার – জামোরা ট্রফি (২০১৯-২০ মৌসুমে জিতেছেন – থিবো কোর্তোয়া, রিয়াল মাদ্রিদ)।
#সেরা_উক্তি
“পৃথিবীতে কোনো মেয়েই ছয়টা গাড়ীর মালিক ছেড়ে সিক্স প্যাক ওয়ালা ছেলেদের সাথে যাবে না, তাই জিমে যাওয়া বন্ধ করে কাজে যাও।”
– রবার্ট মুগাবে।
সংগৃহীত