Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2949
#বাংলাদেশ বিষয়াবলী

০১. চট্টগ্রাম বন্দর ব্যবহার করে ভারতের উত্তর-পূর্ব রাজ্যে পণ্য পরিবহনে কবে চুক্তি হয়?
উত্তরঃ অক্টোবর, ২০১৮; দিল্লি, ভারত।
## প্রথম চালান চট্টগ্রাম বন্দরে পৌঁছায় – ২১ জুলাই, ২০২০.

০২. পাকিস্তানে নিযুক্ত হতে যাওয়া বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার কে?
উত্তরঃ মো. রুহুল আমিন সিদ্দিক।
## তিনি বর্তমানে পর্তুগালে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত।

০৩. খাসি নৃগোষ্ঠীর ভাষার নাম কী?
উত্তরঃ মনখেমে।
## সমাজব্যবস্থা – মাতৃতান্ত্রিক; পোশাক – ফুংগ মারুং; দেবতা – উব্লাই নাংথউ।

০৪. বাংলাদেশে ফোর জি নেটওয়ার্ক কবে চালু করা হয়?
উত্তরঃ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮.
## দেশে বর্তমানে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা – ৯ কোটি ৪০ লাখ।
## ফোর জি গ্রাহক – মোট ব্যবহারকারীর ১০ শতাংশ।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. গত ২০ জুলাই অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ভারত ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়ার নাম কী?
উত্তরঃ PASSEX (Passing Exercise).
## স্থান – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
## মহড়ায় ব্যবহৃত যান – ৮টি।

০২. সাবমেরিন ধ্বংসকারী বিমান ‘পি-৮ আই’ কোন দেশের তৈরি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।

০৩. বিশ্ব জুড়ে চীনের প্রভাব মোকাবেলায় গঠিত ‘কোয়াড’ জোটের সদস্য দেশ কারা?
উত্তরঃ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান ও ভারত।

০৪. প্রখ্যাত সাংবাদিক মতিউল্লাহ জান কোন দেশের নাগরিক?
উত্তরঃ পাকিস্তান।
## সম্প্রতি তিনি নিখোঁজ হয়েছেন।

০৫. সম্প্রতি কিশোরী পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ কে কোন পুরস্কারে ভূষিত করা হয়?
উত্তরঃ গুলবেনকিয়ান প্রাইজ ফর হিউম্যানিটি।
## পুরষ্কার প্রদান করে – পর্তুগাল।
## ১.১৫ মিলিয়ন ডলার পুরষ্কারের বড় একটা অংশ তিনি পরিবেশ সুরক্ষায় দান করেছেন।

০৬. যুক্তরাষ্ট্রের ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সাথে সংহতি জানিয়ে দেশটিতে শুরু হওয়া শ্রমিক ধর্মঘটের নাম কী?
উত্তরঃ The Strike for Black Lives.

০৭. বেলজিয়ামের রাজধানীর নাম কী?
উত্তরঃ ব্রাসেলস।
## বর্তমান প্রধানমন্ত্রী – সোফি উইলমেস।

০৮. যুক্তরাষ্ট্র কবে ‘Marshall Plan’ নামের অর্থব্যবস্থা চালু করে?
উত্তরঃ ১৯৪৮ সালে।

০৯. করোনাভাইরাস মোকাবেলায় ইউরোপীয় দেশগুলোর জন্য ইইউ এর বরাদ্দের পরিমাণ কত?
উত্তরঃ ৭৫ হাজার কোটি ইউরো।
## সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়া হবে – ৩৯ হাজার কোটি ইউরো; বাকি ৩৬ হাজার কোটি ইউরো স্বল্প সুদে ঋণের আওতায় দেওয়া হবে জোটের বাকি দেশগুলোকে।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. মানবদেহের শরীরে শতকরা কত ভাগ পানি কমে গেলে সংজ্ঞা লোপ পায় বা জ্ঞান হারায়?
উত্তরঃ ১০ ভাগ।

০২. অ্যানিমিয়া রোগ হয় কোন ভিটামিনের অভাবে?
উত্তরঃ পিরিডক্সিন (ভিটামিন বি-৬)।

#করোনাভাইরাস COVID-19 আপডেট - (2019-nCoV)
২১ জুলাই, ২০২০ পর্যন্ত – সারা বিশ্বে
মোট আক্রান্ত – ১ কোটি ৪৮ লাখ ৮৮ হাজার ৪৭৮ জন (বাংলাদেশে আক্রান্ত – ২ লাখ ১০ হাজার ৫১০ জন)।
মোট সুস্থ – ৮৯, ৪৩, ৭২৭ জন (বাংলাদেশে সুস্থ – ১ লাখ ১৫ হাজার ৩৯৭ জন)।
মোট মৃত্যু – ৬ লাখ ১৪ হাজার ৯৮ জন (বাংলাদেশে মৃত্যু – ২ হাজার ৭০৯ জন)।
সংক্রমণের বিস্তার – বিশ্বের প্রায় ২১৫টি দেশ ও অঞ্চলে।

#খেলাধুলা

০১. মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ বাংলাদেশ; জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২১.

০২. আইসিসির সর্বশেষ প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী শীর্ষ টেস্ট অলরাউন্ডার কে?
উত্তরঃ বেন স্টোকস, ইংল্যান্ড।
## দ্বিতীয় – জেসন হোল্ডার, ওয়েস্ট ইন্ডিজ।

#সেরা_উক্তি
“একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সবকিছু নিজের হাতে যাচাই করো।”
– হেনরি জেমস (বিখ্যাত লেখক)।

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]