Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2936
#বাংলাদেশ বিষয়াবলী
০১. মুজিব বর্ষ উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ সরকার সারা দেশে কতটি গাছের চারা বিতরণ ও রোপণের উদ্যোগ নিয়েছে?
উত্তরঃ ১ কোটি।
০২. কাতারে নিযুক্ত বাংলাদেশের বর্তমান রাষ্ট্রদূতের নাম কী?
উত্তরঃ আশহুদ আহমেদ।
০৩. বাংলাদেশের ক্ষমতাসীন দল ‘বাংলাদেশ আওয়ামী লীগ’ কবে ‘শেখ হাসিনার কারাবন্দী দিবস’ পালন করে?
উত্তরঃ ১৬ জুলাই।
## দেশে জরুরি অবস্থা চলাকালে ২০০৭ সালের ১৬ জুলাই তাঁকে গ্রেফতার করা হয়।
## ২০০৮ সালের ১০ জুন পর্যন্ত তিনি দীর্ঘ ১১ মাস কারগারে ছিলেন।
০৪. দেশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)’ এর বর্তমান চেয়ারম্যান কে?
উত্তরঃ আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।
০৫. তিস্তা নদী বাংলাদেশের কোন অঞ্চল দিয়ে প্রবেশ করেছে?
উত্তরঃ দহগ্রাম, পাটগ্রাম, লালমনিরহাট।
০৬. দেশের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ কবে গঠন করা হয়?
উত্তরঃ ২০১৮ সালে।
## জাতীয় দক্ষতা উন্নয়ন নিতিমালা প্রণয়ন – ২০১১ সালে।
০৭. ২০১৯-২০ অর্থবছরে কোন দেশ থেকে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে?
উত্তরঃ সৌদি আরব (আয়ের পরিমাণ – ৪০১ কোটি ডলার)।
## দ্বিতীয় সর্বোচ্চ আয় এসেছে - সংযুক্ত আরব আমিরাত (আয়ের পরিমাণ – ২৪৭ কোটি ডলার)।
## তৃতীয় সর্বোচ্চ আয় এসেছে - যুক্তরাষ্ট্র (আয়ের পরিমাণ – ২৪০ কোটি ডলার)।
০৮. বাংলাদেশের বর্তমান গভর্নর ফজলে কবিরের নতুন নিয়োগ কত দিন পর্যন্ত বর্ধিত করা হয়েছে?
উত্তরঃ ৪ জুলাই, ২০২২.
## নতুন নিয়মে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের অবসরের বয়সসীমা করা হয়েছে – ৬৭ বছর।
০৯. সদ্য প্রয়াত সাঈদ হায়দার কিসের জন্য সমাদৃত ছিলেন?
উত্তরঃ ভাষা আন্দোলন।
## ভাষা আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া এই ভাষাসংগ্রামী গত ১৫ জুলাই মৃত্যুবরণ করেন।
## ২০১৬ সালে তাঁকে একুশে পদকে ভূষিত করা হয়।

#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. হংকংক কে চীনের কাছে হস্তান্তরে যুক্তরাজ্য-চীন কবে চুক্তি সম্পাদন করে?
উত্তরঃ ১৯ ডিসেম্বর, ১৯৮৪ সালে।
## চুক্তির নাম – Sino-British Joint Declaration.
## চুক্তি অনুযায়ী হস্তান্তর – ১ জুলাই, ১৯৯৭.
০২. নিশান কোন দেশের গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠান?
উত্তরঃ জাপান।
০৩. সৌদি নেতৃত্বাধীন জোট (বাহরাইন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিসর) কবে কাতারের বিরুদ্ধে আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে?
উত্তরঃ ২০১৭ সালে।
## কাতারের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা সম্প্রতি আন্তর্জাতিক বিচার আদালত (ICJ) খারিজ করে দেয়।
০৪. ‘দ্য ল্যানসেট’ পত্রিকায় প্রকাশিত গবেষণা প্রতিবেদন অনুসারে ২১০০ সালে কোন দেশের জনসংখ্যা সবচেয়ে বেশি হবে?
উত্তরঃ ভারত (১১০ কোটি)।
## দ্বিতীয় সর্বোচ্চ জনসংখ্যা হবে – নাইজেরিয়া (৮০ কোটি)।
## বিশ্বের জনসংখ্যা দাঁড়াবে – ৮৮০ কোটি।
০৫. কেনিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ নাইরোবি।
০৬. কোন বিমানবন্দরকে যুক্তরাজ্যের ‘এভিয়েশন হাব’ বলা হয়?
উত্তরঃ হিথরো বিমানবন্দর।
## এভিয়েশন হাব – কোনও দেশের যে বিমানবন্দর দিয়ে অভ্যন্তরীণ ও বহিরাগত রুটের প্রায় সব বিমানই অবতরন ও উড্ডয়ন করে।
০৭. Joint Comprehensive Plan of Action (JCPOA) বা ইরান চুক্তি কবে সম্পাদিত হয়?
উত্তরঃ ১৪ জুলাই, ২০১৫.

#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. কোনও স্থানের বহু বছরের আবহাওয়ার গড় অবস্থাকে কী বলা হয়?
উত্তরঃ জলবায়ু।
০২. কোন গ্রহে পৃথিবীর এক দিনে দুবার সূর্য ওঠে ও দুবার অস্ত যায়?
উত্তরঃ বৃহস্পতি।

#খেলাধুলা
০১. ২০২২ সালের কাতার বিশ্বকাপ কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ২১ নভেম্বর - ১৮ ডিসেম্বর, ২০২২.
## উদ্বোধনী ম্যাচের ভেন্যু – আল বায়েত স্টেডিয়াম।
## ফাইনাল ম্যাচের ভেন্যু – লুসাইল স্টেডিয়াম (ধারণক্ষমতা – ৮০ হাজার)।
০২. টাইগার উডস কোন খেলার কিংবদন্তী খেলোয়াড়?
উত্তরঃ গলফ।

#সেরা_উক্তি
“সাফল্য একটি বিজ্ঞান। সঠিক উপাদান মেশালে তুমি সঠিক ফলাফল পাবে।”
– অস্কার ওয়াইল্ড (বিশ্বখ্যাত আইরিশ কবি, লেখক ও নাট্যকার)।

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]