Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2902
পত্রিকা থেকে সংগৃহীত (৯ জুলাই, ২০২০)
#বাংলাদেশ বিষয়াবলী
০১. 'অসমাপ্ত আত্মজীবনী'র মতো প্রকাশিত হতে যাওয়া বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক আরেকটি বইয়ের নাম কী?
উত্তরঃ বঙ্গবন্ধুর স্মৃতিকথা।
## বঙ্গবন্ধুর আত্মজীবনীমূলক অন্য তিনটি বই – ‘অসমাপ্ত আত্মজীবনী’, ‘কারাগারের রোজনামচা’, ‘আমার দেখা নয়াচীন’।
০২. ‘বাংলাদেশের নাগরিক ছাড়া অন্য কেউ কিংবা বিদেশি নাগরিকত্ব অর্জনকারী কেউ দেশের সাংসদ হতে পারবেন না’ এটি সংবিধানের কোন অনুচ্ছেদে উল্লেখ আছে?
উত্তরঃ ৬৬ নং অনুচ্ছেদে।
০৩. প্রাণিসম্পদ অধিদপ্তরের বর্তমান মহাপরিচালকের নাম কী?
উত্তরঃ আবদুল জব্বার শিকদার।
০৪. অভিবাসীদের ওপর করোনাভাইরাসের বিরুপ প্রভাব মোকাবেলায় আন্তর্জাতিক শ্রম সংস্থা (ILO) আয়োজিত অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয় দফা প্রস্তাব পেশ করেন?
উত্তরঃ তিন দফা।
০৫. Bangladesh Jute Mills Corporation – BJMC কবে গঠিত হয়?
উত্তরঃ ২৬ মার্চ, ১৯৭২.
## প্রতিষ্ঠাকালে পাটকলের সংখ্যা ছিল – ৭৮টি।
## বর্তমানে আছে – ২৬টি।
০৬. মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মোকাবেলায় দেশের ৫০ লাখ পরিবারের প্রতিটিকে ২৫০০ টাকা করে দেওয়া কর্মসূচীর কার্যক্রম উদ্বোধন করেন কবে?
উত্তরঃ ১৪ মে, ২০২০.
০৭. বাংলাদেশে প্রথম কবে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়?
উত্তরঃ জানুয়ারি, ২০১৪.
## প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু করে – ব্যাংক এশিয়া।
## দেশে বর্তমানে এজেন্ট ব্যাংকিং সেবা দিচ্ছে – ২২টি ব্যাংক; মোট এজেন্ট – ৮,২৬০টি; মোট আউটলেট – ১১,৮৭৫টি।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) থেকে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে কবে বেরিয়ে যাবে?
উত্তরঃ ৬ জুলাই, ২০২১.
## গত মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণা দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
## আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন – ৭ জুলাই, ২০২০.
০২. বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর বর্তমান সদস্য দেশ কতটি?
উত্তরঃ ১৯৪টি।
## যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে ৬ জুলাই, ২০২১ এর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর সদস্য দেশ হবে ১৯৩টি।
০৩. ‘আনাদোলু এজেন্সি’ কোন দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থা?
উত্তরঃ তুরস্ক।
০৪. এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বস্তির নাম কী?
উত্তরঃ ধারাবি বস্তি, মুম্বাই, ভারত।
## এই বস্তির আয়তন – ২.৫ বর্গকিমি।
## ২০০৮ সালে অস্কার পাওয়া চলচ্চিত্র ‘স্লামডগ মিলিয়নিয়ার (Slumdog Millionaire)’ এই বস্তিতেই নির্মাণ করা হয়।
০৫. নর্থ মেসিডোনিয়ার রাজধানীর নাম কী?
উত্তরঃ স্কোপজে।
## সম্প্রতি অবৈধ ভাবে গ্রিসে যাওয়ার পথে এই দেশ থেকে ১৪৪ বাংলাদেশিকে আটক করা হয়েছে।
০৬. ‘এয়ারক্র্যাফট ক্যারিয়ার কিলার’ কোন দেশের তৈরি যুদ্ধজাহাজ?
উত্তরঃ চীন।
## এয়ারক্র্যাফট ক্যারিয়ার কিলার এর দুইটি মডেল – ‘ডিএফ-২১ডি’ ও ‘ডিএফ-২৬’।
০৭. বিশ্বের কোন দেশে প্রথম এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয়?
উত্তরঃ ব্রাজিল।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. সর্বপ্রথম ‘Attom’ শব্দটি কে ব্যবহার করেন?
উত্তরঃ ডেমোক্রিটাস।
০২. কে সর্বপ্রথম গবেষণাগারে রসায়নের গবেষণা করেন?
উত্তরঃ জাবির ইবনে হাইয়ান।
০৩. কপারের সাথে কোন ধাতু মিশিয়ে ব্রোঞ্জ তৈরি করা হয়?
উত্তরঃ টিন।
#খেলাধুলা
০১. Asian Cricket Council (ACC) এর বর্তমান সভাপতি কে?
উত্তরঃ নাজমুল হাসান পাপন, বাংলাদেশ।
০২. করোনাভাইরাসের কারণে কত দিনের বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেট মাঠে ফিরলো?
উত্তরঃ ১১৭ দিন।
#সেরা_উক্তি
“যখন তোমার পকেট ভর্তি টাকা থাকবে তখন শুধুমাত্র তুমি ভুলে যাবে যে ‘তুমি কে’; কিন্তু যখন তোমার পকেট ফাঁকা থাকবে তখন সমগ্র দুনিয়া ভুলে যাবে ‘তুমি কে’।”
– বিল গেটস, মাইক্রোসফট এর প্রতিষ্ঠাতা।

সংগৃহীত

    Thanks for the information.

    Achieving the best SEO (Search Engine Optimization[…]

    Creating a website easily on WordPress is a popula[…]

    Creating a website on BigCommerce offers a seamles[…]