Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2901
সূত্রঃপত্রিকা ও কারেন্ট অ্যাফেয়ার্স
০১| BBC'র জরিপে(১৯৮৪) এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ অবস্থিত___ঝিনাইদ জেলায়+বটগাছটি
→২একর ৮ শতক জমিতে
→উচ্চতা ২৫০-৩০০ ফুট
→বর্তমান গাছটি ৫২টি খণ্ডরূপ নিয়েছে
→বয়স প্রায় ৩০০+
→পরিচিতি সুইতলা বটগাছ
০২| বাজেটের আকারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে___৬৪তম (১ম USA, ২য় চীন)
০৩| বাংলাদেশের সংবিধানের বাংলা অনুবাদক____ড.আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭-১৪ মে ২০২০)
০৪| ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের খবর বেতারের মাধ্যমে প্রথমে পাঠ করেন____কামাল লোহানী(২৬ জুন ১৯৩৪-২০ জুন ২০২০)
০৫| বিশ্বের দ্রুততম কম্পিউটার___ জাপানের ফুগাকু সুপার কম্পিউটার। ২০২১ সালে কার্যক্রম শুরু করবে
০৬| ২০২০ সালে আইনের শাসন ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পায় ৩টি দেশ___বাংলাদেশ(BELA), কলম্বিয়া,লেবানন।
০৭| "কুইনকুইন-নাট"বলা হয়___ফ্রান্সের প্রেসিডেন্ট ৫ বছর থাকা অবস্থায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়াকে
০৮| জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হচ্ছে____ভাইরাস
০৯| দ্রুত সম্পদ বৃদ্ধির শীর্ষ দেশ___ বাংলাদেশ(১৪.৩%) ২য় ভিয়েতনাম(১৩.৯%)৩য় চীন(১৩.৫%)
১০| চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ___৩য়
১১| বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান___২৬তম(শীর্ষে হংকং)
১২| উদীয়মান অর্থনীতিতে বাংলাদেশ___৯ম
১৩| বাংলাদেশে প্রথমবারের মতো কভিট-১৯ রোগের টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে____ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান "গ্লোব বায়োটেক" লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় তেজগাঁও এ
১৪| "স্থাপত্যের আইনস্টাইন" নামে পরিচিত____এফ আর খান
১৫| বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট___ন্যাটো
নোট রমজান
১৬| "ছেঁড়াদ্বীপ, দারুচিনি দ্বীপ,নারিকেল জিঞ্জিরা" অঞ্চলগুলো অবস্থিত____সেন্ট মার্টিন দ্বীপে
১৭| "সেন্ট মার্টিন দ্বীপের" আয়তন___সাড়ে আট বর্গমাইল
১৮| "সেন্ট মার্টিন দ্বীপটি" গবেষকদের কাছে___প্রবালদ্বীপ নামে পরিচিত(এখানে ৬৬ প্রজাতির প্রবাল পাওয়া যায়।
১৯| "সেন্ট মার্টিন দ্বীপের পাওয়া যায় বিশ্বের দুর্লভ প্রজাতির___অলিভ টার্টল
২০| "বৈশ্বিক লিঙ্গবিভাজন"সূচকে বাংলাদেশ___দ.এশিয়ায় ১ম ও বিশ্বে ৪৮তম
২১| "চীন ও ভিয়েতনামের"মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে___প্যারাসেল আইসল্যান্ড নিয়ে
২২| "যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান (NHS) এর বর্ষ সেরা চিকিৎসক নির্বাচিত হয়েছেন___বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার ফারজানা হোসাইন
২৩| বিশ্লেষকদের মতে বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২০ শতাংশ থেকে বেড়ে দাড়িয়েছে___ ২০.২৫%
২৪| ILO এর প্রতিবেদনে করোনার প্রভাবে বিশ্বে বেকার হবে___১৬০ কোটি মানুষ
২৫| হয়রানির স্বীকার হওয়া ২১টি পক্ষকে নিয়ে চীনকে একঘরে করতে চেয়____ভারত

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3235 Views
    by apple
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    357 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    204 Views
    by kajol

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]