Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2901
সূত্রঃপত্রিকা ও কারেন্ট অ্যাফেয়ার্স
০১| BBC'র জরিপে(১৯৮৪) এশিয়া মহাদেশের বৃহত্তম বটগাছ অবস্থিত___ঝিনাইদ জেলায়+বটগাছটি
→২একর ৮ শতক জমিতে
→উচ্চতা ২৫০-৩০০ ফুট
→বর্তমান গাছটি ৫২টি খণ্ডরূপ নিয়েছে
→বয়স প্রায় ৩০০+
→পরিচিতি সুইতলা বটগাছ
০২| বাজেটের আকারের দিক থেকে বাংলাদেশ বিশ্বে___৬৪তম (১ম USA, ২য় চীন)
০৩| বাংলাদেশের সংবিধানের বাংলা অনুবাদক____ড.আনিসুজ্জামান (১৮ ফেব্রুয়ারি ১৯৩৭-১৪ মে ২০২০)
০৪| ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বিজয়ের খবর বেতারের মাধ্যমে প্রথমে পাঠ করেন____কামাল লোহানী(২৬ জুন ১৯৩৪-২০ জুন ২০২০)
০৫| বিশ্বের দ্রুততম কম্পিউটার___ জাপানের ফুগাকু সুপার কম্পিউটার। ২০২১ সালে কার্যক্রম শুরু করবে
০৬| ২০২০ সালে আইনের শাসন ক্যাটাগরিতে পুলিৎজার পুরস্কার পায় ৩টি দেশ___বাংলাদেশ(BELA), কলম্বিয়া,লেবানন।
০৭| "কুইনকুইন-নাট"বলা হয়___ফ্রান্সের প্রেসিডেন্ট ৫ বছর থাকা অবস্থায় নতুন প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়াকে
০৮| জীব ও জড়ের মধ্যে সংযোগ রক্ষাকারী হচ্ছে____ভাইরাস
০৯| দ্রুত সম্পদ বৃদ্ধির শীর্ষ দেশ___ বাংলাদেশ(১৪.৩%) ২য় ভিয়েতনাম(১৩.৯%)৩য় চীন(১৩.৫%)
১০| চাল উৎপাদনে বিশ্বে বাংলাদেশ___৩য়
১১| বিশ্বের ব্যয়বহুল শহরের তালিকায় ঢাকার অবস্থান___২৬তম(শীর্ষে হংকং)
১২| উদীয়মান অর্থনীতিতে বাংলাদেশ___৯ম
১৩| বাংলাদেশে প্রথমবারের মতো কভিট-১৯ রোগের টিকা আবিষ্কারের ঘোষণা দিয়েছে____ ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান "গ্লোব বায়োটেক" লিমিটেড। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় তেজগাঁও এ
১৪| "স্থাপত্যের আইনস্টাইন" নামে পরিচিত____এফ আর খান
১৫| বিশ্বের সবচেয়ে বড় সামরিক জোট___ন্যাটো
নোট রমজান
১৬| "ছেঁড়াদ্বীপ, দারুচিনি দ্বীপ,নারিকেল জিঞ্জিরা" অঞ্চলগুলো অবস্থিত____সেন্ট মার্টিন দ্বীপে
১৭| "সেন্ট মার্টিন দ্বীপের" আয়তন___সাড়ে আট বর্গমাইল
১৮| "সেন্ট মার্টিন দ্বীপটি" গবেষকদের কাছে___প্রবালদ্বীপ নামে পরিচিত(এখানে ৬৬ প্রজাতির প্রবাল পাওয়া যায়।
১৯| "সেন্ট মার্টিন দ্বীপের পাওয়া যায় বিশ্বের দুর্লভ প্রজাতির___অলিভ টার্টল
২০| "বৈশ্বিক লিঙ্গবিভাজন"সূচকে বাংলাদেশ___দ.এশিয়ায় ১ম ও বিশ্বে ৪৮তম
২১| "চীন ও ভিয়েতনামের"মধ্যে দীর্ঘ দিনের বিরোধ রয়েছে___প্যারাসেল আইসল্যান্ড নিয়ে
২২| "যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান (NHS) এর বর্ষ সেরা চিকিৎসক নির্বাচিত হয়েছেন___বাংলাদেশি বংশোদ্ভূত ডাক্তার ফারজানা হোসাইন
২৩| বিশ্লেষকদের মতে বর্তমানে দেশে দারিদ্র্যের হার ২০ শতাংশ থেকে বেড়ে দাড়িয়েছে___ ২০.২৫%
২৪| ILO এর প্রতিবেদনে করোনার প্রভাবে বিশ্বে বেকার হবে___১৬০ কোটি মানুষ
২৫| হয়রানির স্বীকার হওয়া ২১টি পক্ষকে নিয়ে চীনকে একঘরে করতে চেয়____ভারত

সংগৃহীত
    Similar Topics
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]