Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2875
সূত্র:দৈনিক পত্রিকা (জুন ২০২০)
০১| ২০২০-২১ অর্থবছরের বাজেটের আকার
→৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা
→ঘাটতি ১,৯০,০০০ কোটি টাকা
→মোট আয় ৩,৮২,০১৩ কোটি টাকা
→মোট রাজস্ব ৩,৭৮,০০০ কোটি টাকা
→ADP ২,০৫,১৪৫ কোটি টাকা
→প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ৮.২০ শতাংশ
→মুদ্রাস্ফীতি ৫.৪ শতাংশ
→অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ২য় বাজেট
→বাজেটের শিরোনাম "অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যৎ পথ পরিক্রমা"
→২০১৯-২০ বাজেট ছিল ৫,২৩,১৯০ কোটি টাকা
→সরকার পরিচালনার ব্যয় ৩,৪৮,১৮০ কোটি টাকা
→গত বছর প্রবৃদ্ধি ছিল ৮.১৩%
→সাধারণ মানুষের কর আয় সীমা ৩ লাখ টাকা
→স্বাস্থ্য খাতে বরাদ্দ ২৯,২৪৭ কোটি টাকা
০২| বাজেটের ঘাটতি মোকাবেলায় সরকারকে নির্ভর করতে হবে___ব্যাংক খাতের উপর
০৩| কভিট-১৯ এর কারণে আয় কমেছে___৯৫% মানুষের ও কাজ হারিয়েছে ৬২% নিম্ন আয়ের মানুষ
০৪| বিশ্বকে AIDS মুক্ত করার অঙ্গীকার__২০৩১ সালে। করোনাভাইরাসকে এইডসের চেয়ে শক্তিশালী বলা হয়েছে।
০৫| বর্তমানে দেশে ভিক্ষুক রয়েছে___২,৫০,০০০+(মোট জনসংখ্যার ০.১৭%)
০৬| ইউরোপীয় ইউনিয়নের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ___ইতালি
০৭| ইতিলির বর্তমান প্রধানমন্ত্রী___জুসেপ্পে কন্তে
০৮| সম্প্রতি যে দেশ তাদের মানচিত্রে লিপুলেখ,কালাপানি ও লিম্পিয়াধুরাকে অন্তর্ভুক্ত করেছে___নেপাল
০৯| ওয়াল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং প্রতিবেদন ২০২০-২১ এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান___১৭৯৪ তম
(১ম হার্ভাড)ভারতের ১৬টি, পাকিস্তানের ২টি ১হাজারে ভেতরে আছে।
১০| বিশ্বব্যাপী পরিবেশ দূষণে সবচেয়ে বেশি ৩০% দূষণ করে___চীন(বিশ্বে কার্বন নিঃসরণে ১ম)
১১| দেশে স্থাপিত কাগজ মিলের সংখ্যা___১০৬টি
নোট রমজান
১২| ফোর্বসের প্রতিবেদনে বর্তমানে বিশ্বের শীর্ষ ধনী___জেফ বেজোস। তার সম্পদ ১১৩ বিলিয়ন।২য় বিল গেটস(৯৮বি.)জুকার ৭ নম্বরে
১৩| করোনা প্রতিরোধে "ইনহেলার ভ্যাকসিন" তৈরি করেছে___যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়
১৪| তানজানিয়া রাজধানী___দোদোমা(সম্প্রতি করোনামুক্ত ঘোষণা করে)
১৫| লর্ড ক্লাইভের মূর্তি রয়েছে___পশ্চিম ইংল্যান্ডের শ্রেসবেরিতে(ইংল্যান্ডবাসী তাকে অত্যাচারের প্রতীক বলে)
১৬| "রয়টার্স"হচ্ছে___ব্রিটিশ সংবাদ সংস্থা
১৭| বিশ্বব্যাংকের মতে চলতি অর্থ বছরে প্রবৃদ্ধি ১.৬ শতাংশ কমতে পারে। গত বছর প্রবৃদ্ধি ছিল ৮.১৩% ২০২০-২১ অর্থ বছরে ৮.২০% লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
১৮| মার্কিন সেনেট বিমান বাহিনির প্রধান হিসেবে বেছে নিলেন___কৃষ্ণাঙ্গ চার্লস ব্রাউনকে
১৯| "গত ৫০ বছরের মধ্যে গোটা বিশ্ব খাদ্য সংকটের দ্বারপ্রান্তে"বলেছেন___ জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস
২০| বিশ্ব র‍্যাংকিং এ করোনাভাইরাস আক্রান্তের তালিকায় বাংলাদেশ এখন___১৬তম!

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]