- Sun Jul 05, 2020 6:06 pm#2872
#বাংলাদেশ বিষয়াবলী
০১. বর্তমানে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি আয়ের খাত কোনটি?
উত্তরঃ পাট ও পাটজাত পণ্য।
## শীর্ষে – পোশাক খাত, তৃতীয় – কৃষিজাত পণ্য, চতুর্থ – চামড়া ও চামড়াজাত পণ্য।
০২. জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) এর মতে এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়?
উত্তরঃ বাংলাদেশ।
০৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ১৯২১.
০৪. দেশের আলোচিত ঢাকার গুলশানের ‘হলি আর্টিজান হামলা’ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ২০১৬.
## এই হামলার বিষয়ে করা মামলার রায় – ২৭ নভেম্বর, ২০১৯.
০৫. বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
## মুসলিম মিল্লাত বাহিনীর উত্থানের মধ্য দিয়ে এর সূচনা হয়।
০৬. দেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসেবে কোনটির আমানতের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে?
উত্তরঃ ইসলামি ব্যাংক।
০৭. কত সাল থেকে দেশের কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রয়েছে?
উত্তরঃ ১৯৯০ সাল।
## পশম ছাড়ানো এই চামড়াকে বলা হয় ‘ওয়েট ব্লু’।
০৮. বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত?
উত্তরঃ ৭২.৬ বছর। (বেড়েছে ০.৩ বছর)।
## নারী – ৭৪.২ বছর এবং পুরুষ – ৭২.১ বছর।
০৯. দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭ শতাংশ।
## প্রজনন হার – ২.০৪ শতাংশ।
## সাক্ষরতার হার – ৭৪.৪ শতাংশ।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. চীন কবে হংকংয়ের জন্য চূড়ান্তভাবে নিরাপত্তা আইন পাস করে?
উত্তরঃ ৩০ জুন, ২০২০.
০২. মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ জেনারেল মিন অং হ্লাইং।
০৩. চীনের পার্লামেন্ট ‘National People's Congress (NPC)’ এর সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ২,৯৮০ জন।
## এটি পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন।
০৪. সম্প্রতি চীনে সন্ধান পাওয়া নতুন এক ধরনের সোয়াইন ফ্লু এর নাম কী?
উত্তরঃ G-4.
## বলা হচ্ছে করোনাভাইরাসের মতো এটিও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।
০৫. যুক্তরাষ্ট্রের মিনিয়েপোলিসে পুলিশি হত্যাকাণ্ডের শিকার হওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচার কবে শুরু হবে?
উত্তরঃ ৮ মার্চ, ২০২১.
## গত ২৫ মে এই হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হয় বর্ণবাদবিরোধী ‘Black Lives Matter’ আন্দোলন।
০৬. People's Liberation Army (PLA) কোন দেশের সামরিক বাহিনী?
উত্তরঃ চীন।
০৭. ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ নিকোলা মাদুরো।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকার সম্মিলিত করোনা টিকার নাম কী?
উত্তরঃ AZD 1222.
## যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্নার টিকার নাম – MRNA-1273.
## চীনের প্রতিষ্ঠান সানসিনোর টিকার নাম – Ad5-nCoV.
০২. প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?
উত্তরঃ ৪ মিনিট।
০৩. সর্বপ্রথম কবে Geographic Information Systems (GIS) এর ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৮৬৪ সালে।
#খেলাধুলা
০১. আফ্রিকান নেশনস কাপের ৩৩তম আসর কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২২; ক্যামেরুন।
## ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে দেওয়া হলো।
০২. ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এর নতুন নির্বাহীর নাম কী?
উত্তরঃ নিক হকলি।
০৩. অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়কের নাম কী?
উত্তরঃ অ্যারন ফিঞ্চ।
#সেরা_উক্তি
“অনেক সময় মানুষ ভাবে এক, হয় আর এক। এর জন্য তার ভাগ্য দায়ী নয়, দায়ী তার কর্মফল।”
– কার্লাইল।
সংগৃহীত
০১. বর্তমানে দেশের দ্বিতীয় শীর্ষ রপ্তানি আয়ের খাত কোনটি?
উত্তরঃ পাট ও পাটজাত পণ্য।
## শীর্ষে – পোশাক খাত, তৃতীয় – কৃষিজাত পণ্য, চতুর্থ – চামড়া ও চামড়াজাত পণ্য।
০২. জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA) এর মতে এশিয়ার কোন দেশে সবচেয়ে বেশি বাল্যবিবাহ হয়?
উত্তরঃ বাংলাদেশ।
০৩. ঢাকা বিশ্ববিদ্যালয় কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ১৯২১.
০৪. দেশের আলোচিত ঢাকার গুলশানের ‘হলি আর্টিজান হামলা’ কবে সংঘটিত হয়?
উত্তরঃ ১ জুলাই, ২০১৬.
## এই হামলার বিষয়ে করা মামলার রায় – ২৭ নভেম্বর, ২০১৯.
০৫. বাংলাদেশে জঙ্গিবাদের সূচনা হয় কবে?
উত্তরঃ ১৯৮৬ সালে।
## মুসলিম মিল্লাত বাহিনীর উত্থানের মধ্য দিয়ে এর সূচনা হয়।
০৬. দেশের বেসরকারি খাতের প্রথম ব্যাংক হিসেবে কোনটির আমানতের পরিমাণ ১ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে?
উত্তরঃ ইসলামি ব্যাংক।
০৭. কত সাল থেকে দেশের কাঁচা চামড়া রপ্তানি বন্ধ রয়েছে?
উত্তরঃ ১৯৯০ সাল।
## পশম ছাড়ানো এই চামড়াকে বলা হয় ‘ওয়েট ব্লু’।
০৮. বাংলাদেশের মানুষের বর্তমান গড় আয়ু কত?
উত্তরঃ ৭২.৬ বছর। (বেড়েছে ০.৩ বছর)।
## নারী – ৭৪.২ বছর এবং পুরুষ – ৭২.১ বছর।
০৯. দেশে বর্তমানে জনসংখ্যা বৃদ্ধির হার কত?
উত্তরঃ ১.৩৭ শতাংশ।
## প্রজনন হার – ২.০৪ শতাংশ।
## সাক্ষরতার হার – ৭৪.৪ শতাংশ।
#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. চীন কবে হংকংয়ের জন্য চূড়ান্তভাবে নিরাপত্তা আইন পাস করে?
উত্তরঃ ৩০ জুন, ২০২০.
০২. মিয়ানমারের সশস্ত্র বাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ জেনারেল মিন অং হ্লাইং।
০৩. চীনের পার্লামেন্ট ‘National People's Congress (NPC)’ এর সদস্য সংখ্যা কত জন?
উত্তরঃ ২,৯৮০ জন।
## এটি পৃথিবীর সবচেয়ে বড় সংসদ ভবন।
০৪. সম্প্রতি চীনে সন্ধান পাওয়া নতুন এক ধরনের সোয়াইন ফ্লু এর নাম কী?
উত্তরঃ G-4.
## বলা হচ্ছে করোনাভাইরাসের মতো এটিও মহামারি আকারে ছড়িয়ে পড়তে পারে।
০৫. যুক্তরাষ্ট্রের মিনিয়েপোলিসে পুলিশি হত্যাকাণ্ডের শিকার হওয়া কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের মৃত্যুর জন্য দায়ী পুলিশ সদস্যদের বিচার কবে শুরু হবে?
উত্তরঃ ৮ মার্চ, ২০২১.
## গত ২৫ মে এই হত্যাকাণ্ডের জেরে যুক্তরাষ্ট্রে শুরু হয় বর্ণবাদবিরোধী ‘Black Lives Matter’ আন্দোলন।
০৬. People's Liberation Army (PLA) কোন দেশের সামরিক বাহিনী?
উত্তরঃ চীন।
০৭. ভেনেজুয়েলার বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তরঃ নিকোলা মাদুরো।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. অক্সফোর্ড ইউনিভার্সিটি ও ব্রিটিশ প্রতিষ্ঠান অ্যাস্ট্রাজেনিকার সম্মিলিত করোনা টিকার নাম কী?
উত্তরঃ AZD 1222.
## যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান মডার্নার টিকার নাম – MRNA-1273.
## চীনের প্রতিষ্ঠান সানসিনোর টিকার নাম – Ad5-nCoV.
০২. প্রতি এক ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য কত সময়ের ব্যবধান হয়?
উত্তরঃ ৪ মিনিট।
০৩. সর্বপ্রথম কবে Geographic Information Systems (GIS) এর ব্যবহার শুরু হয়?
উত্তরঃ ১৮৬৪ সালে।
#খেলাধুলা
০১. আফ্রিকান নেশনস কাপের ৩৩তম আসর কবে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ জানুয়ারি-ফেব্রুয়ারি, ২০২২; ক্যামেরুন।
## ২০২১ সালের জানুয়ারি-ফেব্রুয়ারিতে এই আসর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে তা পিছিয়ে দেওয়া হলো।
০২. ক্রিকেট অস্ট্রেলিয়া (CA) এর নতুন নির্বাহীর নাম কী?
উত্তরঃ নিক হকলি।
০৩. অস্ট্রেলিয়া ক্রিকেট দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়কের নাম কী?
উত্তরঃ অ্যারন ফিঞ্চ।
#সেরা_উক্তি
“অনেক সময় মানুষ ভাবে এক, হয় আর এক। এর জন্য তার ভাগ্য দায়ী নয়, দায়ী তার কর্মফল।”
– কার্লাইল।
সংগৃহীত