Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2849
#বাংলাদেশ বিষয়াবলী

০১. ‘দ্য ইকোনমিস্ট’ এর তৈরি করা বিশ্বের সবল অর্থনীতির ৬৬টি দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত তম?
উত্তরঃ নবম।
## ২০২০ সালের ২ মে এই তালিকাটি প্রকাশ করা হয়।
০২. সম্প্রতি ঢাকার বুরিগঙ্গা নদীতে ডুবে যাওয়া লঞ্চটির নাম কী?
উত্তরঃ এমএল মর্নিং বার্ড।
## এই দুর্ঘটনায় ৩২ জনের বেশি মারা গেছেন।
০৩. ‘রূপ-নারানের কূলে’ কবিতাটি কে লিখেছেন?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
## এই কবিতার একটি বিখ্যাত পঙক্তি হলো, “সত্য যে কঠিন,/ কঠিনেরে ভালোবাসিলাম – / সে কখনও করে না বঞ্চনা”।
০৪. ‘যেভাবে বেড়ে উঠি’ – এটি কার আত্মজৈবনিক উপন্যাস?
উত্তরঃ আল মাহমুদ।
০৫. বঙ্গবন্ধু সাফারি পার্ক কোথায় অবস্থিত?
উত্তরঃ শ্রীপুর, গাজীপুর।
০৬. বাংলাদেশের বাইরে চাকমারা কোথায় বাস করে?
উত্তরঃ মিজোরাম, ভারত।
০৭. দেশে বর্তমানে কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তরঃ ১৫টি।

#আন্তর্জাতিক বিষয়াবলী
০১. সম্প্রতি কোন দেশ যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে?
উত্তরঃ ইরান।
## এ বছরের গত ৩ জানুয়ারি ইরানের জেনারেল কাসেম সোলাইমানি সহ কয়েকজনকে হত্যা করার জন্য এই পরোয়ানা জারি করে দেশটি।
০২. ইন্টারপোলের সদর দফতর কোথায় অবস্থিত?
উত্তরঃ লিও, ফ্রান্স।
০৩. পাকিস্তানের সবচেয়ে বড় শহর কোনটি?
উত্তরঃ করাচি।
## সম্প্রতি এই শহরের স্টক এক্সচেঞ্জে সন্ত্রাসী হামলায় ৭ জন নিহত হয়েছেন।
০৪. করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চীনের বাইরে প্রথম কোন দেশে একজন রোগী মারা যান?
উত্তরঃ ফিলিপাইন (২ ফেব্রুয়ারি, ২০২০)।
## চীনের বাইরে প্রথম শনাক্ত – থাইল্যান্ড (১৩ জানুয়ারি, ২০২০)।
০৫. Asian News International (ANI) কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ ভারত।
০৬. ‘বয়-বাম্বা লোক’ কোন দেশের ঐতিহ্যবাহী উৎসব?
উত্তরঃ ব্রাজিল।
০৭. ‘Online Courts and the Future of Justice’ বইটি কে লিখেছেন?
উত্তরঃ রিচার্ড সাসকিন্ড, যুক্তরাজ্য।
০৮. ‘Voice of Jihad’ কোন সংগঠনের অফিসিয়াল ওয়েবসাইট?
উত্তরঃ তালেবান।
#বিজ্ঞান ও প্রযুক্তি
০১. WHO কবে করোনাভাইরাসের কারণে সৃষ্ট রোগের নাম দেয় ‘COVID-19’?
উত্তরঃ ১১ ফেব্রুয়ারি, ২০২০.
০২. কোনও নির্দিষ্ট স্থানের অক্ষাংশ, দ্রাঘিমাংশ, উচ্চতা ও দূরত্ব জানা যায় কোনটির মাধ্যমে?
উত্তরঃ Global Positioning System (GPS).

#খেলাধুলা
০১. কোন টুর্নামেন্টকে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ’ বলা হয়?
উত্তরঃ সাফ চ্যাম্পিয়নশিপ।
০২. ইংল্যান্ড ক্রিকেট দলের বর্তমান টেস্ট অধিনায়ক কে?
উত্তরঃ বেন স্টোকস।
#সেরা_উক্তি
“যারা অপেক্ষা করে তারাই পায়, আর তারাই হারায় যারা তাড়াহুড়া করে।”
– আব্রাহাম লিঙ্কন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট।

Collected

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]