Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2848
#বাংলাদেশ বিষয়াবলী

০১. করোনাভাইরাসের প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার দেশের এসএমই খাতে কত টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে?
উত্তরঃ ২০ হাজার কোটি টাকা।

০২. বর্তমানে দেশে রাষ্ট্রীয় মালিকানাধীন কতটি পাটকল চালু আছে?
উত্তরঃ ২৫টি।
## মোট রাষ্ট্রায়ত্ত পাটকল – ২৬টি।
## ১৯৭২ সালে এর সংখ্যা ছিল – ৭৮টি।

০৩. বজ্রপাতকে দেশের জাতীয় দুর্যোগ হিসেবে কবে ঘোষণা দেওয়া হয়?
উত্তরঃ ২০১৬ সালে।

০৪. মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ফুটবল ৭১’ এর পরিচালক কে?
উত্তরঃ অনম বিশ্বাস।

০৫. কুকিছড়া পাহাড় কোথায় অবস্থিত?
উত্তরঃ দীঘিনালা, খাগড়াছড়ি।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. যুক্তরাষ্ট্রের কোন অঞ্চলকে ৫১তম অঙ্গরাজ্য করার প্রস্তাব করা হয়েছে?
উত্তরঃ ওয়াশিংটন ডিসি।

০২. Central Bureau of Investigation (CBI) কোন দেশের সরকারি গোয়েন্দা সংস্থা?
উত্তরঃ ভারত।

০৩. ভারতের কোন শহরকে উত্তর ভারতের ‘সাইবার হাব’ বলা হয়?
উত্তরঃ গুরুগ্রাম শহর, হরিয়ানা।

০৪. সবচেয়ে বেশি বার পাকিস্তানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ নওয়াজ শরিফ।
## তিনি তিন মেয়াদে প্রধানমন্ত্রী ছিলেন (১৯৯০-৯৩, ১৯৯৭-৯৯, ২০১৩-১৭)।

০৫. তানজানিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
উত্তরঃ জন ম্যাগুফুলি।

০৬. কালা আইগুয়াব্লাভা সমুদ্রসৈকত কোথায় অবস্থিত?
উত্তরঃ স্পেন।
## স্প্যানিশ ‘Aiguablava’ শব্দের অর্থ – নীল পানি।

০৭. সারা বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে যায় কবে?
উত্তরঃ ২৭ জুন, ২০২০.
## প্রথম সংক্রমণ – ৩১ ডিসেম্বর, ২০১৯; উহান, চীন।
## চীনের বাইরে প্রথম রোগী শনাক্ত হয় – থাইল্যান্ড; ১৩ জানুয়ারি, ২০২০.

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. ‘তানজানিয়াট’ কী?
উত্তরঃ একধরনের মুল্যবান পাথর।
## সম্প্রতি তানজানিয়ায় সানিনিউ লাইজার নামক এক ক্ষুদ্র খনি ব্যবসায়ী দুটি (মোট ১৫ কেজি) তানজানিয়াট পাথর প্রায় ২৯ কোটি টাকায় বিক্রয় করেন।

০২. দেহের উচ্চতার সঙ্গে ওজনের সামঞ্জস্য রক্ষা করার সূচককে কী বলা হয়?
উত্তরঃ দেহের ভরসূচি বা বিএমআই।

#খেলাধুলা

০১. এশিয়া অঞ্চলের ফুটবলের সর্বোচ্চ সংস্থা এএফসির সদস্য দেশগুলোতে থাকা ফুটবল একাডেমিগুলো সেদেশের ফুটবল ফেডারেশনের আওতায় আনার জন্য গৃহীত পদক্ষেপের নাম কী?
উত্তরঃ একাডেমি অ্যাক্রেডিটেশন স্কিম।

০২. গ্র্যান্ড স্লামে সবচেয়ে বেশি (৩৫১টি) ম্যাচে জয়ী হয়েছেন কে?
উত্তরঃ সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্র।

#সেরা_উক্তি
“মানুষের জীবনে কঠিন সময় আসাটা খুব দরকার। কঠিন সময়ের কারণেই মানুষ সাফল্য উপভোগ করতে পারে।”
– এ.পি.জে আব্দুল কালাম (পদার্থ বিজ্ঞানী, ভারতের সাবেক রাষ্ট্রপতি)।

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    25 Views
    by bdchakriDesk
    0 Replies 
    198 Views
    by tamim
    0 Replies 
    141 Views
    by mousumi
    0 Replies 
    486 Views
    by masum
    0 Replies 
    166 Views
    by raja

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]