Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2828
এ বিষয়ে আজ বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
(i) ঢাকা জেলার নতুন ডিসি হিসেবে আসছেন টাঙ্গাইলের বর্তমান ডিসি মো. শহীদুল ইসলাম।
(ii) টাঙ্গাইলে ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেরপুরের ডিসি মো. আতাউল গনি।
(iii) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব মো. শহীদুল ইসলাম চৌধুরী, ডিসি মেহেরপুর জেলা।
(iv) ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নিবাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান, ডিসি মৌলভীবাজার জেলা।
(v) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান, ডিসি যশোর জেলা।
(vi) ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান, ডিসি নোয়াখালী জেলা।
(vii) জননিরাপত্তা বিভাগের উপসচিব আব্দুল জলিল, ডিসি রাজশাহী জেলা।
(viii) প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মো. জিয়াউল হক, ডিসি বগুড়া জেলা।
(ix) বিসিএস প্রশাসন একাডেমির উপপরিচালক রহিমা খাতুন, ডিসি মাদারীপুর জেলা।
সংগৃহীত
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  802 Views
  by raju
  0 Replies 
  380 Views
  by sajib
  0 Replies 
  153 Views
  by sajib
  0 Replies 
  162 Views
  by tasnima
  0 Replies 
  180 Views
  by rafique