Page 1 of 1

বাংলাদেশের বিভিন্ন ব্যাংক সম্পর্কিত জ্ঞানমূলক প্রশ্নোত্তরঃ

Posted: Mon Jun 22, 2020 7:36 pm
by rafique
১/ বাংলাদেশে মোট ব্যাংক কয়টি
=> ৬৬ টি। কেন্দ্রীয় ব্যাংক ১ টি। তফসিলী ব্যাংক ৬০ টি, অ তসসিলী ব্যাংক ৫ টি
২/ সর্বশেষ তফসিলী ব্যাংক কোনটি?
=> বেঙ্গল কমার্শিয়াল ব্যাংক
৩/ বিশেষায়িত ব্যাংক কয়টি?
=> ৩ টি। কৃষি ব্যাংক, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, প্রবাসী কল্যাণ ব্যাংক
৪/ বিদেশী ব্যাংক কয়টি?
=> ৯ টি। যেমণঃ Woori Bank
৫/ ইসলামি শরিয়া ব্যাংক কয়টি?
= ১০ টি। যেমণঃ Union Bank। সর্বশেষ ২ টি ইসলামি ব্যাংক হচ্ছে Standard Bank Ltd ও NRB Global ব্যাংক।
৬/ রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক কয়টি?
=> ৬ টি। সোনালী, রূপালী, জনতা, আগ্রণী, বিসিক,বিডিবিএল
৮/ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক কয়টি?
=> ৩২ টি
৯/ নন ব্যাংক ফিন্যান্স ইস্টিটিউশান কয়টি?
=> ৩৪ টি
১০/ বিশ্বের ১ম ব্যাংক?
=> শান্সি ব্যাংক( খ্রিস্ট পূর্ব ৬০০ অব্দ,চীন)
১১/ ১ম সরকারি ব্যাংক?
=> ব্যাংক অফ ভ্যানিস( ১১৫৭, ইতালি)
১২/১ম কেন্দ্রীয় ব্যাংক?
=>রিকস্ ব্যাংক অফ সুইডেন(১৬৬৮)
১৩/১ম খাঁটি কেন্দ্রীয় ব্যাংক?
=> দ্যা ব্যাংক অফ ইংল্যান্ড(১৬৯৪)
১৪/১ম কমার্শিয়াল ব্যাংক?
=> Banca Monte dei paschi di seina( Italy 1472)
১৫/ ১ম আধুনিক/ সাংগঠনিক ব্যাংক?
=> ব্যাংক অফ বার্সিলোনা (১৪০১, স্পেন)
১৬/উপমহাদেশের ১ম ব্যাংক?
=> দ্যা হিন্দুস্হান ব্যাংক (১৭০০,ইন্ডিয়া)
১৭/ ভারতের ১ম কেন্দ্রীয় ব্যাংক?
=> ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া
১৮/ পাকিস্তানের ১ম ব্যাংক?
=> হাবিব ব্যাংক ও মুসলিম কমার্শিয়াল ব্যাংক।
১৯/বাংলাদেশের বৃহত্তম বানিজ্যিক ব্যাংক?
=> সোনালী ব্যাংক
২০/বৃহত্তম বেসরকারি ব্যাংক?
=> পূবালী ব্যাংক। পূর্ব নাম ইস্ট মার্কেন্টাইল ব্যাংক।
২১/ বাংলাদেশে ব্যাংক জাতীয়করণ নীতি করা হয়
=> ১৯৭২ সালে।এই সময়ে ৬ টি ব্যাংক গড়ে উঠে। সোনালি, রূপালী, জনতা, অগ্রণী, পূবালী, উত্তরা ব্যাংক।
২২/বেসরকারি ভাবে ১ম ব্যাংক প্রতিষ্ঠার অনুমোদন পায়?
=> ১৯৮১ সালে
২২/ ১ম বেসরকারি ব্যাংক?
=> এবি ব্যাংক পূর্ব নাম আরব বাংলাদেশ ব্যাংক।
২৩/ব্যাংক বিরাষ্ট্রীকরণ নীতি বাস্তবায়ন?
=> ১৯৮৩ সালে। এতে করে পূবালী, উত্তরা ব্যাংক সরকারি হতে বেসরকারি ব্যাংক এ পরিণত হয়।
২৪/বাংলাদেশ ব্যাংক কবে গঠিত হয়?
=> Bangladesh Bank Order-1972 এর 127 নং অনুচ্ছেদ বলে। তবে কার্যক্রম শুরু ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর।
২৫/ বাংলাদেশ ব্যাংক এর শাখা?
=> ১০ টি। বগুড়া হচ্ছে বিভাগীয় শহর বাদে একমাত্র শাখা। সর্বশেষ শাখা ময়মনসিংহ।
২৬/মালদ্বীপ এর কেন্দ্রীয় ব্যাংক হিসাবে কাজ করে?
=> IFIC Bank
২৭/তফসিলী ব্যাংক কোন আদেশ মেনে চলে?
=>Bangladesh Bank Order 1972 and Bank Comoany Act 1991.

সংগৃহীত