Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2799
1. । কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য কত?
Ans. 18 km
2. । পদ্মা নদীর পূর্ব নাম কি?
Ans. Kirtinasha
3. । বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
Ans. Harukandi, Faridpur
4. । 2019 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন কতজন?
Ans. 10
5. । 'দোয়েল চত্ত্বর' ভাস্কর্যের স্থপতি কে?
Ans. Azizul Jalil Pasha
6. । বাংলাদেশের প্রথম হাতে লেখা সংবিধানের মূল লেখক কে?
Ans. Abdur Rouf
7. । বর্তমানে দেশে কয়টি গ্যাস ক্ষেত্র আছে?
Ans. 28
8. । বাংলাদেশের সুন্দরবনের আয়তন
উত্তর। 6550 বর্গ কিমি
9. । রাখাইন উপজাতি প্রধানত কোথায় থাকে?
Ans. Patuakhali
10. । অর্থ মন্ত্রণালয়ের কয়টি বিভাগ?
উত্তর । চার-চার
11. । 1972 সালে জাতীয়করণ এর পূর্বে বর্তমান জনতা ব্যাংক লিঃ এর সাবেক নাম ছিল ______
উত্তর । ইউনাইটেড ব্যাংক লিমিটেড
12. । প্রাচীনকালে সিলেট কোন শহরের অধিভুক্ত ছিল?
Ans. Harikel (হরিকেল)
13. 'কালো সোমবার' সম্পর্কিত ______
Ans. Stock Market
14. Vettisfossen (ভেতিসফসেন) is a beautiful waterful located in ______
উত্তর । নরওয়ে নরওয়ে
15. কারাকুম মরুভূমি অবস্থিত ______
Ans. Turkmenistan (তুর্কমেনিস্তান)
16. । গুগল উইং কোন দেশে হোম ডেলিভারি ড্রোন সার্ভিস চালু করে?
উত্তর । অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া
17. । জাস্টিন স্কয়ার কোন দেশে অবস্থিত?
Ans. Saudi Arabia
18. । কলাপানি কোন দুই রাজ্যের মধ্যে একটি অসমাপ্ত অঞ্চল?
উত্তর । ভারত ও নেপাল
19. অস্ট্রিয়া পার্লামেন্টের নাম হল ______
উত্তর । ফেডারেল সমাবেশ
20. কৃষি উন্নয়ন (আইএফএডি) আন্তর্জাতিক তহবিল এর সদর দপ্তর অবস্থিত
উত্তর । রোম রোম
21. । কোন দেশটি না হিসেবে স্থান পেয়েছে । বিশ্বের সামগ্রিকভাবে 1 টি সেরা দেশ?
উত্তর । সুইজারল্যান্ড
22. । ক্রিকেট বাদুড় বানানোর জন্য কোন কাঠ ব্যবহার করা হয়?
উত্তর । উইলো উইলো
23. মার্টিন কুপার তার আবিষ্কারের জন্য পরিচিত
Ans. Mobile Phone
24. মার্কিন কংগ্রেসের প্রথম মহিলা স্পিকারের নাম বলুন ______
উত্তর । ন্যান্সি পালোসি
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    201 Views
    by shohag
    0 Replies 
    356 Views
    by sajib
    0 Replies 
    813 Views
    by rajib
    0 Replies 
    203 Views
    by kajol
    0 Replies 
    191 Views
    by tasnima

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]