Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2780
1. । মুক্ত ভাস্কর্য 'দুর্জয় দুর্গ' কোথায় অবস্থিত?
Ans. Chaugachha, Jessore ( চৌগাছা, যশোর)
2. ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী সুখী দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কত?
Ans. 107
3. । এনআরবি বিশ্বব্যাংক লিমিটেডের নতুন নাম কি?
Ans. Global Islami Bank
4. । বাংলাদেশের সর্বপ্রথম অশিক্ষিত জেলা কোনটি?
Ans. Magura
5. । দেশের বর্তমান তফসিলি ব্যাংকের সংখ্যা কত
Ans. 60
6. । 'বঙ্গবন্ধু ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট' কোথায় অবস্থিত?
Ans. Khulna
7. । বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ কতটি?
Ans. 12
8. । বাংলাদেশ কতটি ওয়ানডে সিরিজ জিতেছে?
Ans. 25
9. । চাকমাদের নতুন বছর কাকে বলে?
Ans. Biju (বিজু)
10. । বাংলাদেশের একক বৃহত্তম বন কোনটি
Ans. সুন্দরবন
11. । বাংলাদেশের কোন জেলাকে সাগারকন্য বলা হয়?
Ans. পটুয়াখালী
12. । লন্ডন ভিত্তিক একটি গ্রুপ যা বাংলাদেশে মুক্তিযুদ্ধকালীন মানবিক সহায়তা নিয়েছে বলে পরিচিত ______
উত্তর । অপারেশন ওমেগা
13. স্টাউবাচ জলপ্রপাত কোথায় অবস্থিত ?
উত্তর । সুইজারল্যান্ড
14. গ্রেট স্যান্ডি মরুভূমি অবস্থিত ______
উত্তর । অস্ট্রেলিয়া
15. ইকোনমিক ইন্টেলিজেন্স ইউনিটের (ইআইইউ) প্রতিবেদন অনুযায়ী, বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর কোনটি?
উত্তর । সিঙ্গাপুর সিটি (সিঙ্গাপুর)
16. ফিনল্যান্ড পার্লামেন্টের নাম হল ______
উত্তর । এডুস্কুন্টা এডুস্কুন্টা
17. । ইন্টেলের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর । সান্তা ক্লারা, ক্যালিফোর্নিয়া
18. । দক্ষিণ আমেরিকার কোন দেশের সবচেয়ে বড় ভূমি এলাকা আছে?
Ans. Brazil
19. । কোন দুটি দেশ সিয়াচেন হিমবাহ দাবি করে?
Ans. Pakistan and India
20. টি ডাঙ্কেল প্রস্তাবের সাথে লেনদেন ______
উত্তর । গেট ।
21. ডাচ পার্লামেন্ট কাকে বলে?
উত্তর । স্ট্যাটেন জেনারেল
22. । বিশ্বের সবচেয়ে বড় প্রাকৃতিক গ্যাসের উৎপাদনকারী দেশটির নাম বলুন?
উত্তর । রাশিয়া
23. । আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) বর্তমান মহাপরিচালক কে?
উত্তর । রাফায়েল মারিয়ানো গ্রোসি
24. ল্যাপসের মতবাদের নীতি কে চালু করেছে?
Ans. Dalhousie (ডালহৌসি)
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    212 Views
    by tamim
    0 Replies 
    178 Views
    by raja
    0 Replies 
    155 Views
    by mousumi
    0 Replies 
    707 Views
    by kajol
    0 Replies 
    662 Views
    by raihan
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]