- Wed Jun 17, 2020 6:36 pm#2768
১। করোনা ভাইরাস সর্বপ্রথম কত সালে আবিষ্কৃত হয়?
- ১৯৬০ সালে
২। করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?
- মালেশিয়ায়
৩। Corona শব্দটি কোন ভাষার শব্দ?
- ল্যাটিন ভাষার শব্দ।
৪। IEDCR- পূর্ণরুপ কি?
- Institute of Epidemiology, Diseases Control & Research.
৫। IEDCR- কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭৬ সালে।
৬। IEDCR- এর সদর দপ্তর কোথায়?
- মহাখালী, ঢাকা।
৭। IEDCR এর বর্তমান পরিচালক কে?
- প্রফেসর ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
৮। IEDCR এর কাজ কি?
- রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা।
৯। PPE এর পূর্ণরুপ কী?
- Personal Protective Equipment.
১০। করোনা শব্দের অর্থ কি?
- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট্
১১। সম্প্রতি কোথা থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে?
- চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
১২। কত তারিখে উহানে করোনা ভাইরাসটি সনাক্ত হয়?
- ৩১ ডিসেম্বর, ২০১৯।
১৩। চীনে কত তারিখে প্রথম করোনা রোগী মারা যায়?
- ১১ জানুয়ারী, ২০২০।
১৪। চীনের পর কোন দেশে দ্বিতীয় দেশ হিসেবে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়?
- থাইল্যান্ড।
১৫। করোনা কোন প্রকৃতির ভাইরাস?
- RNA প্রকৃতির।
১৬। করোনা ভাইরাসের নাম কি?
- কোভিট-১৯, যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।
১৭। এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়?
- ৭টি।
১৮। কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করে?
- WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সদর দপ্তর, জেনেভা।
১৯। কত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষনা করেন?
- ১১ মার্চ ২০২০।
২০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর ডিরেক্টর কে?
- জেনারেল তেদ্রোস ঘেব্রেসাস।
২১। করোনা ভাইরাস কনার ব্যাস কত?
- ১২০ ন্যানোমিটার।
২২। বাংলাদেশের করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়?
- ৭ মার্চ, ২০২০।
২৩। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায়?
- ১৮ মার্চ, ২০২০।
২৪। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউন এলাকা কোনটি?
- শিবচর, মাদারীপুর।
২৫। করোনা ভাইরাস সংক্রমন অবস্থা প্রকাশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত কোন স্তরে আছে বাংলাদেশ?
- ২য় অবস্থানে।
২৬। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি দেশে জরুরী অবস্থা ঘোষনা করতে পারেন?
- ১৪১ (ক) নং অনুচ্ছেদ।
২৭। ইতালিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি কবে শনাক্ত হয়?
- ১৯ ফেব্রুয়ারী, ২০২০।
২৮। মার্স ভাইরাস কত সালে সনাক্ত হয়?
- ২০১২ সালে।
২৯। মার্স ভাইরাসে কত লোক মারা যায়?
- ৮৫৮ জন।
৩০। সার্স ভাইরাস কত সালে সনাক্ত হয়?
- ২০০৩ সালে।
৩১। সার্স ভাইরাসে কত জন লোক মারা যায়?
- ৭৭৪ জন।
- ১৯৬০ সালে
২। করোনা ভাইরাস ১ম কোথায় আবিষ্কৃত হয়েছিল?
- মালেশিয়ায়
৩। Corona শব্দটি কোন ভাষার শব্দ?
- ল্যাটিন ভাষার শব্দ।
৪। IEDCR- পূর্ণরুপ কি?
- Institute of Epidemiology, Diseases Control & Research.
৫। IEDCR- কত সালে প্রতিষ্ঠিত হয়?
- ১৯৭৬ সালে।
৬। IEDCR- এর সদর দপ্তর কোথায়?
- মহাখালী, ঢাকা।
৭। IEDCR এর বর্তমান পরিচালক কে?
- প্রফেসর ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
৮। IEDCR এর কাজ কি?
- রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা।
৯। PPE এর পূর্ণরুপ কী?
- Personal Protective Equipment.
১০। করোনা শব্দের অর্থ কি?
- পুষ্পমাল্য বা পুষ্পমুকুট্
১১। সম্প্রতি কোথা থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ে?
- চীনের হুবেই প্রদেশের উহান থেকে।
১২। কত তারিখে উহানে করোনা ভাইরাসটি সনাক্ত হয়?
- ৩১ ডিসেম্বর, ২০১৯।
১৩। চীনে কত তারিখে প্রথম করোনা রোগী মারা যায়?
- ১১ জানুয়ারী, ২০২০।
১৪। চীনের পর কোন দেশে দ্বিতীয় দেশ হিসেবে করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়?
- থাইল্যান্ড।
১৫। করোনা কোন প্রকৃতির ভাইরাস?
- RNA প্রকৃতির।
১৬। করোনা ভাইরাসের নাম কি?
- কোভিট-১৯, যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত।
১৭। এ পর্যন্ত করোনা ভাইরাসের কতটি টাইপ সনাক্ত হয়?
- ৭টি।
১৮। কোন সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারি হিসেবে ঘোষণা করে?
- WHO, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, সদর দপ্তর, জেনেভা।
১৯। কত তারিখে বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা ভাইরাসকে প্যানডেমিক বা মহামারী হিসেবে ঘোষনা করেন?
- ১১ মার্চ ২০২০।
২০। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এর ডিরেক্টর কে?
- জেনারেল তেদ্রোস ঘেব্রেসাস।
২১। করোনা ভাইরাস কনার ব্যাস কত?
- ১২০ ন্যানোমিটার।
২২। বাংলাদেশের করোনা ভাইরাস রোগী সনাক্ত হয়?
- ৭ মার্চ, ২০২০।
২৩। করোনা ভাইরাস আক্রান্ত হয়ে বাংলাদেশে প্রথম মারা যায়?
- ১৮ মার্চ, ২০২০।
২৪। করোনা ভাইরাস প্রতিরোধে দেশের প্রথম লকডাউন এলাকা কোনটি?
- শিবচর, মাদারীপুর।
২৫। করোনা ভাইরাস সংক্রমন অবস্থা প্রকাশের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা ঘোষিত কোন স্তরে আছে বাংলাদেশ?
- ২য় অবস্থানে।
২৬। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদ বলে রাষ্ট্রপতি দেশে জরুরী অবস্থা ঘোষনা করতে পারেন?
- ১৪১ (ক) নং অনুচ্ছেদ।
২৭। ইতালিতে প্রথম করোনা আক্রান্ত ব্যক্তি কবে শনাক্ত হয়?
- ১৯ ফেব্রুয়ারী, ২০২০।
২৮। মার্স ভাইরাস কত সালে সনাক্ত হয়?
- ২০১২ সালে।
২৯। মার্স ভাইরাসে কত লোক মারা যায়?
- ৮৫৮ জন।
৩০। সার্স ভাইরাস কত সালে সনাক্ত হয়?
- ২০০৩ সালে।
৩১। সার্স ভাইরাসে কত জন লোক মারা যায়?
- ৭৭৪ জন।