Let's Discuss!

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2767
১। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম কত সালে?
- জন্মঃ ২৮ সেপ্টেম্বর, ১৯৪৭ সালে।
২। মাননীয় প্রধানমন্ত্রীর জন্মস্থান কোথায়?
- জন্মস্থানঃ টঙ্গিপাড়া গোপালগঞ্জ।
৩। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেসার কততম সন্তান?
- বঙ্গবন্ধু ও শেখ ফজিলাতুন্নেসার ১ম সন্তান।
৪। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমান বাংলাদেশের কততম প্রধানমন্ত্রী?
- বর্তমান বাংলাদেশের ১৪তম প্রধানমন্ত্রী।
৫। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়াশোনা করেন-
- টিকাটুলি নারীশিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়। আজিমপুর বালিকা বিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন।
৬। ১৯৭৫ সালে ১৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহেনা কোথায় ছিলেন?
- ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহেনা পশ্চিম জার্মানিতে অবস্থান করেছিলেন।
৭। ১৯৭৫ সালের পর প্রধান মন্ত্রী শেখ হাসিনা কবে দেশে ফিরেছিলেন?
- ১৯৭৫ এর পর প্রধান মন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরেন- ১৯৮১ সালের ১৭ মে।
৮। মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা আওয়ামীলীগ এর সভাপতি হন কবে?
- আওয়ামীলীগ এর সভাপতি হন- ১৯৮১ সালে।
৯। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কতবার প্রধানমন্ত্রী হন?
- এ পর্যন্ত তিন বার প্রধানমন্ত্রী হন। ১৯৯৬-২০০১, ২০০৮-২০১৩, ২০১৪- বর্তমান।
১০। সময়ের হিসেবে প্রধানমন্ত্রী কত বছর ক্ষমতায় ছিলেন?
- সময়ের হিসেবে সবচেয়ে বেশি দিন ক্ষমতায় ছিলেন- প্রায় ১৪ বছর।
১১। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার জন্য সন্ত্রাসীরা কতবার হামলা চালয়?
- ১৯ বার।
১২। বঙ্গবন্ধুর পর ২য় রাষ্ট্রপ্রধান হিসেবে জাতিসংঘে বাংলায় ভাষণ দেন কে?
- মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৩। বিশ্বের দীর্ঘস্থায়ী নারী সরকার প্রধান কে?
- প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
১৪। বিশ্বের সৎ নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম?
- ৩য়।
১৫। ২০১৮ সালে টাইম ম্যগাজিনের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা নাম এসেছে বাংলাদেশের কোন প্রধান মন্ত্রীর?
- প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
১৬। ২০১৮ সালের টাইম ম্যগাজিনের লির্ডাস ক্যাটাগরিতে ২৭ জন ব্যক্তির মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম?
- ২১ তম।
১৭। যুক্তরাষ্ট্রভিত্তিক সাময়িক ফোর্বসের বিশ্বের ক্ষমতাধর ১০০ নারীর তালিকায় শেখ হাসিনার অবস্থান কততম?
- ৩০ তম।
১৮। নারী ক্ষমতায়নে ১৫৫ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম?
- ৭ম।
১৯। লেডি অব ঢাকা উপাধি -
- ফোর্স কর্তৃক ।
২০। মাদার অব হিউম্যানিটি উপাধি দেন কে?
- মাদার অব হিউম্যানিটি- বৃটিশ মিডিয়া চ্যালেন ফোর কর্তৃক (জনাথন মিলার)।
২১। মাননীয় প্রধানমন্ত্রীর প্রকাশিত গ্রন্থসমূহঃ
১. শেখ মুজিব আমার পিতা
২. দারিদ্র্য বিমোচন, কিছু ভাবনা
৩. ওরা টোকাই কেন?
৪. বাংলাদেশে স্বৈরতন্ত্রের জন্ম
৫. আমার স্বপ্ন, আমার সংগ্রাম
৬. আমরা জনগণের কথা বলতে এসেছি
৭. সামরিকতন্ত্র বনাম গণতন্ত্র
৮. সাদা কালো
৯. সবুজ মাঠ পেরিয়ে
১০. Miles to Go
১১. The Quest for Vision - 2021

২২। প্রধানমন্ত্রীর পদক পুরস্কারঃ
- ২০১৮: মানবিক কারণে ১০ লাখের বেশি রোহিঙ্গাকে বাংলাদেশে আশ্রয় দিয়ে নজির স্থাপন করায় ইন্টারপ্রেস সার্ভিস (Inter Press Service) নিউজ এজেন্সি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবার ‘ইন্টারন্যাশনাল এচিভমেন্ট অ্যাওয়ার্ড’ দেবে।
- ২০১৮: রোহিঙ্গা সঙ্কটের সমাধানে দূরদর্শী নেতৃত্বের কারণে দাতব্য সংগঠন ‘গ্লোবাল হোপ কোয়ালিশন’ - এর পরিচালনা পর্ষদ শেখ হাসিনাকে’ স্পেশাল রিকগনিশন ফর আউটস্ট্যান্ডিং লিডারশিপ’ অ্যাওয়ার্ড’ দেবে।
- ২০১৮: যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল সামিট অব উইমেন শেখ হাসিনাকে নারী নেতৃত্বের সফলতার স্বীকৃতি হিসেবে ‘গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড’ পুরস্কার প্রদান করে।
- ২০১৬: লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ইউএন উইমেনের পক্ষ থেকে ‘প্লানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ ও গ্লোবাল পার্টনারশিপ ফোরাম এর পক্ষ থেকে ‘ এজেন্ট অব চেঞ্জ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০১৬: দুর্যোগ ব্যবস্থাপনায় সাফল্যের জন্য ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ সম্মাননা প্রদান করেন।
- ২০১৫: জলবায়ু পরিবর্তনে ঝুঁকি মোকাবিলায় অবদানের জন্য জাতিসংঘের পরিবেশবিষয়ক সর্বোচ্চ পুরষ্কার- চ্যাম্পিয়নস অব দ্য আর্থ পুরস্কার লাভ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
- ২০১৫: ডিজিটাল বাংলাদেশ গঠন ও তথ্য প্রযুক্তির উন্নয়নে বিশেষ অবদানের জন্য জাতিসংঘ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ITU (International Telecom Union) এর ‘আইসিটি টেকসই উন্নয়ন পুরস্কার’ এ ভূষিত করে।
- ২০১৫: রাজনীতিতে নারী পুরুষের বৈষম্য কমানোর ক্ষেত্রে দক্ষিণ ও দক্ষিণ - পূর্ব এশিয়ায় নেতৃস্থানীয় ভূমিকা পালনে “WIP (Women in Parliament) Global Award” দেওয়া হয়।
- ২০১৪: নারী ও শিশুশিক্ষা ও উন্নয়নে বিশেষ অবদানের জন্য ইউনেস্কো প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শান্তিবৃক্ষ পদকে (Peace Tree Award) ভূষিত করে।
  Similar Topics
  TopicsStatisticsLast post
  0 Replies 
  193 Views
  by Jahidhasan
  0 Replies 
  259 Views
  by shohag
  0 Replies 
  200 Views
  by shohag
  0 Replies 
  206 Views
  by shohag
  0 Replies 
  254 Views
  by shohag