Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2670
(সূত্র:পত্রিকা+কারেন্ট অ্যাফেয়ার্স)

০১| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তৃতীয় প্রকাশিত গ্রন্থের নাম কী?
উত্তর→আমার দেখা নয়াচীন ভ্রমণ
→সবগুলো বইয়ের ইংরেজিতে অনুবাদ করেন অধ্যাপক ড. ফকরুল আলম

০২| বঙ্গবন্ধুর লেখা "কারাগারের রোজনামচা"গ্রন্থের অসমীয়া ভাষায় অনুবাদ করেন?
উত্তর→সৌমেন ভারতীয়া

০৩| AIIB বর্তমান পূর্ণাঙ্গ সদস্য দেশ কতটি?
উত্তর→৭৬টি
→নতুন প্রেসিডেন্ট লিউ কুন(চীন)

০৪| বর্তমানে মাথাপিছু জাতীয় অায়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর→সুইজারল্যান্ড
→ক্রয়ক্ষমতায় শীর্ষে কাতার,
→GDP ও GNI তে শীর্ষে যুক্তরাষ্ট্র

০৫| বর্তমানে মোট বিশ্ব ঐতিহ্য কতটি?
উত্তর→১১২১টি
→সাংস্কৃতিক ৮৬৯,
→প্রাকৃতিক ২১৩টি,
→মিশ্র ৩৯টি

০৬| OIC'র বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর→সালমান বিন আব্দুল আজিজ (সৌদি আরব)
→ইউরোপীয় পার্লামেন্টের ডেভিড সাসোলি ইতালি

০৭| যুক্তরাজ্যের বর্তমান প্রেসিডেন্ট কে?
উত্তর→বরিস জনসন
→পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব
→মুসলিম অর্থমন্ত্রী সাজিদ জাভিদ

০৮| NAM'র ১৮তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল?
উত্তর→বাকু,আজারবাইজান
→২২-২৬ অক্টোবর ২০১৯

০৯| OIC'র ১৫তম শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর→২০২২ সালে(বানজুল,গাম্বিয়া)

১০| স্বর্ণের ভোক্তা দেশ হিসেবে শীর্ষ অবস্থানে কোন দেশ?
উত্তর→চীন

১১| প্রথম ক্ষমতাসীন মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার ভূখণ্ডে কবে প্রবেশ করেন?
উত্তর→৩০ জুন ২০১৯

১২| বর্তমানে দেশে জাতীয় উদ্যানের সংখ্যা কতটি?
উত্তর→১৯টি
→১৯তম শেখ জামাল ইনানী জাতীয় উদ্যান,কক্সবাজার

১৩| দেশের প্রথম বৈদ্যুতিক স্মার্ট প্রিপেইড মিটার কারখানা কোথায় অবস্থিত?
উত্তর→খুলনা

১৪| ২০১৮-১৯ অর্থবছরে সর্বাধিক রেমিট্যান্স এসেছে কোন দেশ থেকে?
উত্তর→সৌদি আরব

১৫| বর্তমান মন্ত্রীসভার মোট সদস্য সংখ্যা কত?
উত্তর→৪৮ জন।
→মন্ত্রীর সংখ্যা ২৬ জন
→নারী মন্ত্রী ৫ জন

১৬| কম্পিউটার বা অন্য ডিভাইসে ব্যবহৃত #পাসওয়ার্ড পদ্ধতির উদ্ভাবক কে?
উত্তর→ফার্নান্দো করবাতো

১৭| কর্কটক্রান্তি এবং ৯০ ডিগ্রি পূর্ব দ্রাঘিমার ছেদ বিন্দুটি দেশের কোথায় পড়েছে?
উত্তর→ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা নুরুল্যাগগঞ্জ ইউনিয়নের ভাঙারদদিয়া গ্রামে।

১৮| বঙ্গবন্ধু মানমন্দির কোথায় নির্মাণ করা হয়?
উত্তর→ভাঙ্গা,ফরিদপুর

১৯| বাংলাদেশের মানুষের গড় শিক্ষাকাল কত বছর?
উত্তর→৫.১ বছর(সূত্র বিশ্বব্যাংক রিপোর্ট ১৯)

২০| বর্তমানে কতটি আইন প্রচলিত আছে?
উত্তর→১১৪৮টি

২১| বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্য ও মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়?
উত্তর→৫০টি

২২| "International Year of Plant Health" ঘোষিত হয় কোন সাল?
উত্তর→২০২০ সালকে।

২৩| আব্রামস ট্যাঙ্ক কোন দেশের তৈরি?
উত্তর→যুক্তরাষ্ট্রের

২৪| নতুন প্রজন্মের পরমাণু সাবমেরিন "সাফরেন"কোন দেশের তৈরি?
উত্তর→ফ্রান্সের

২৫| ট্যাঙ্কবিধ্বংসী "নাগ" ক্ষেপণাস্ত্র কোন দেশের তৈরি?
উত্তর→ভারতের

২৬| ২০২০ সালে পশ্চিম আফ্রিকার অর্থনৈতিক জোটভুক্ত দেশগুলো কী নামে অভিন্ন মুদ্রা চালু করে?
উত্তর→ইকো(Eco)

২৭| ১৫তম UNCTAD সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
উত্তর→২০২০ সালে

২৮| বর্তমান বিশ্বে "ক্রিপ্টোকারেস্নি গুরু" বলা হয় কাকে?
উত্তর→জন ম্যাকাফিকে(যুক্তরাষ্ট্র)

২৯| প্রথম সমবায় সমিতি প্রতিষ্ঠিত হয় কোথায়?
উত্তর→যুক্তরাজ্যে ১৮৪৪ সালে।

৩০| ২০১৯ সালে OIC City of Tourism ঘোষণা করা হয় কোন শহরকে?
উত্তর→ঢাকাকে

৩১| বিশ্বের বৃহত্তম সৌর বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তর→আবুধাবি,সংযুক্ত আরব আমিরাত,চালু ২৯ জুন ২০১৯।

৩২| ২০১৯ সালে অষ্টম নারী বিশ্বকাপে ফুটবলে চ্যাম্পিয়ন হয় কোন দেশ?
উত্তর→যুক্তরাষ্ট্র
→২০১৯ সালে ৪৬তম কোপা আমেরিকায় ব্রাজিল

৩৩| বাংলাদেশ কোন ক্রিকেটার বিশ্বকাপে সর্বাধিক ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়?
উত্তর→সাকিব অল হাসান

৩৪| বিশ্বকাপে এ পর্যন্ত কতটি ম্যাচে বাংলাদেশ জয় লাভ করেছে?
উত্তর→১৪টি

৩৫| বিশ্বকাপ ফুটবল এবং বিশ্বকাপ ক্রিকেট জয়ী একমাত্র দেশ কোনটি?
উত্তর→ইংল্যান্ড
.....নোট রমজান

৩৬| ১৫ আগস্ট ২০১৯ জাতিসংঘ সদর দপ্তরে জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে "Friend of the world বা বিশ্ব বন্ধু" হিসেবে আখ্যা দেন কে?
®__আনোয়ারুল করিম চৌধুরী

৩৭| মুক্তিযুদ্ধে নির্যাতিত এখন পর্যন্ত কতজন নারীকে "বীরাঙ্গনার"খেতাব দেয়া হয়েছে?
®__৩৩৯ জনকে

৩৮| বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
®__২৪টি(২৪তম ভোলাগঞ্জ)
(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)

৩৯| ২২ আগস্ট ২০১৯ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া তৃতীয় ড্রিমলাইনারের নাম কী ছিল?
®__গাঙচিল(বর্তমানে ৬টি ড্রিমলাইনার)

৪০| বৈশ্বিক রপ্তানি ও আমদানিতে বাংলাদেশ কততম?
®__রপ্তানিতে ৪২ ও আমদানিতে ৩০তম(বৈশ্বিক উদ্ভাবনী সূচকে ১১৬)

৪১| বর্তমানে কনটেইনার পরিবহনের সক্ষমতার দিক দিয়ে "চট্টগ্রাম বন্দরের"অবস্থান বিশ্বে কততম?
®__৬৪তম

৪২| বিশ্বের সবচেয়ে বড় চিরহরিৎ বনাঞ্চাল কোনটি?
®__আমাজন
(এ বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়।পৃথিবীর মোট অক্সিজেনের ২০% পাওয়া যায় এ বন থেকে।

৪৩| "জম্মু ও কাশ্মীর"রাজ্য পুনর্গঠন আইন-২০১৯ কবে কার্যক্রর হবে?
®__৩১ অক্টোবর ২০১৯
(জম্মু ও কাশ্মীর এবং নাদাখ' দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করা হয়)

৪৪| "জম্মু ও কাশ্মীরেরর" বিধানসভার সদস্য সংখ্যা কত হবে?
®__১০৭ জন।
(৩১ অক্টোবর ২০১৯ জম্মু ও কাশ্মীর রাজ্যের মর্যাদা হারিয়েছে)

৪৫| জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ(NSDA) গভর্নিং বোর্ডের চেয়ারপার্সন কে?
®__প্রধানমন্ত্রী
(প্রধানমন্ত্রীর কার্যালয় মন্ত্রণালয়ের অধীন)

৪৬| বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে কতটি বাণিজ্যিক ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স পেয়েছে?
®__২১টি
(মাঠ পর্যায়ে কার্যক্রম পরিচালনা করছে ১৯টি)

৪৭| জাতীয় ক্রিকেট দলের নতুন কোচ কে?
®__রাসেল ডমিঙ্গো;দক্ষিণ আফ্রিকা

৪৮| মোংলা বন্দরের পূর্ব নাম কী?
®__চালনা বন্দর

৪৯| ফেসবুকে যুক্ত হওয়া বাংলাদেশের দ্বিতীয় ভাষা কোনটি?
®__চাকমা ভাষা

৫০| বিশ্বের প্রথম দেশ হিসেবে ভার্চুয়াল ব্যাংক অনুমোদন দেয় কোন দেশ?
®__তাইওয়ান

৫১| কোন দেশে"তিন তালাক" নিষিদ্ধ?
®__ভারতে

৫২| ৩১ অক্টোবর ২০১৯ এর পরে ভারতের রাজ্য সংখ্যা হয়েছে?
®__২৮টি
(কেন্দ্রশাসিত অঞ্চল ৯টি)

৫৩| বিশ্বে রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
(আমদানিতে যুক্তরাষ্ট্র)

৫৪| বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ কোনটি?
®__যুক্তরাষ্ট্র

৫৫| বস্ত্র আমদানিতে বাংলাদেশ কততম?
®__চতুর্থ

৫৬| পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ কোনটি?
®__চীন
(আমদানিতে যুক্তরাষ্ট্র)

৫৭| পোশাক রপ্তানিতে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম?
®__দ্বিতীয়

৫৮| ভারতের সংবিধানে জম্মু ও কাশ্মীরের জন্য প্রবর্তিত ৩৭০ অনুচ্ছেদ ও ৩৫(ক) ধারা বাতিল করা হয়েছে?
®__৫ আগস্ট ২০১৯ সালে

৫৯| যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে INF চুক্তি বাতিল করে কবে?
®__২ আগস্ট ২০১৯

৬০| সুদানের বর্তমান প্রধানমন্ত্রী কে?
®__আবদুল্লাহ হামদোক

৬১| বিশ্ব "মশা"দিবস কবে?
®__২০ আগস্টে

৬২| "স্বপ্ন পানসি" কার কাব্যগ্রন্থ?
®__মন্ত্রিসভার সদস্য বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। ১৯ আগস্টে প্রধানমন্ত্রী মোড়ক উন্মোচন করেছিলেন।

৬৩| "উত্তর পুরুষ(১৯৭৭),
বঙ থেকে বাংলা(১৯৭৮) উপন্যাসের লেখক কে?
®__রিজিয়া রহমান(২৮ ডিসেম্বর ১৯৩৯-১৬ আগস্ট ২০১৯)

৬৪| ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার "ভারতরত্ন-১৯"পান কে?
®__ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখার্জি এবং ভূপেন হাজারিকা ও নানাজি দেশমুখ।

৬৫| হিজরি সন প্রবর্তন করেন কে?
®__ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর(রা.)। প্রবর্তন করেন ৬৩৮ খ্রিস্টাব্দে এবং গণনা শুরু হয় ১৬ জুলাই ৬২২ সালে।
১হিজরি= ৩৫৪/৩৫৫ দিন।
নোট Md. Ramjan

৬৬| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের "আবক্ষ" ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®__কলকাতার বেকার হোস্টেলে

৬৭| সর্বপ্রথম ডেঙ্গু ভাইরাসের জীবন-রহস্য উন্মোচন করেন কে?
®__ড.মো.আলিমুল ইসলাম(বাকৃবি)

৬৮| ইন্দোনেশিয়া ও মোজাম্বিকের বর্তমান প্রেসিডেন্ট কে?
®__জোকো উইদোদো(ইন্দোনেশিয়া)
®__ফিলিপ নিউসি(মোজাম্বিক)

৬৯| "কালিমান-তান"কোন দেশের কয়লা খনিসমৃদ্ধ বিশাল ভূ-খণ্ড?
®__ইন্দোনেশিয়ার।
(রাজধানী জাকার্তা সরিয়ে কালিমানতান নেওয়ার কথা হচ্ছে।
জনসংখ্যা ১ কোটি ৬০ লাখ)

৭০| চীন এক সন্তান নীতি গ্রহণ করেছিল কত সালে?
®__১৯৭৮ সালে
®__কার্যকর হয়েছিল ১৯৭৯ সালে
®__জন সংখ্যা হ্রাস পাওয়ায় বর্তমানে ৩ সন্তান নীতি গ্রহণের কথা হচ্ছে।

৭১| "বাংলাদেশে" কত সালে তিন তালাক নিষিদ্ধ করা হয়?
®__১৯৬৫ সালে
®__বিশ্বের প্রায় ২০টি দেশ তিন তালাক নিষিদ্ধ করেছে।

৭২| ইরানের বর্তমান মুদ্রার নাম কী?
®__তুমান(পূর্বে ছিল রিয়াল)
®__১৯৩২ সালে ইরানের মুদ্রা তুমানই ছিল

৭৩| পেরুর রাজধানীর নাম কী?
®__লিমা
(সম্প্রতি পেরুতে ৩৮'শ বছর আগের ম্যুরাল আঁকা দেয়ালের সন্ধান পাওয়া গেছে)

৭৪| বিশ্বের প্রথম ভার্চুয়াল ব্যাংক চালু হচ্ছে কোন দেশে?
®__তাইওয়ানে

৭৫| বিশ্বের শীর্ষ "বন্দর" কোনটি?
®__চীনের সাংহাই
(চট্টগ্রাম বন্দরের অবস্থান ৬৪তম)

৭৬| পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার মাসের ছিল?
®__জুলাই ২০১৯

৭৭| ইবোলা ভাইরাস রোগের উৎপত্তি কোন দেশ?
®__কঙ্গো ও সুদান
®__১৯৭৬ সালে প্রথম মহামারী আকার ধারণ করে

৭৮| ইবোলা ভাইরাসের নাম করণ হয়েছে কীভাবে?
®__কঙ্গোর ইবোলা নদীর নাম অনুসারে।

৭৯| ডেঙ্গু মশা কামড়ের কত দিন পর রোগের লক্ষ্মণ দেখা দেয়?
®__৪-১০ দিনের মধ্যে

৮০| ভারত কোন প্রদেশ থেকে ৬৪০ টন ওজনের রকেটে করে "চন্দ্রযান-২" পাঠায়?
®__অন্ধ্র প্রদেশের শ্রী হরিকোটা মহাকাশ স্টেশন থেকে

৮১| মহাকাশের প্রথম নভোচারী কে?
®__ইউরি গ্যাগরিন(রাশিয়া)

৮২| "জম্মু-কাশ্মীর ও নাদাখের" আয়তন কত বর্গকিলোমিটার?
®__জম্মু-কাশ্মীর→৪২,১৯১ বর্গ.কি.
নাদাখ→৫৯,১৪৬ বর্গকিলোমিটার।

৮৩| জাতিসংঘের মধ্যস্থতায় কবে ভারত-পাকিস্তানের মধ্যে "যুদ্ধবিরতি রেখা বা সিমলাচুক্তি" স্বাক্ষরিত হয়?
®__২ জুলাই ১৯৭২ সালে
®__হিমাচলের রাজধানী সিমলা

৮৪| কাশ্মীর সংক্রান্ত জাতিসংঘে পাশ হওয়া মোট প্রস্তাব কতটি?
®__১৮টি(আগস্ট ২০১৯)

৮৫| জম্মু-কাশ্মীর অঞ্চলে পাকিস্তান-ভারতের মধ্যকার সীমান্ত রেখাটির নাম কী?
®__লাইন অফ কন্ট্রোল(LoC) বা নিয়ন্ত্রণ রেখা

৮৬| পৃথিবীর সবচেয়ে উচ্চতম যুদ্ধক্ষেত্রের নাম কী?
®__সিয়াচেন হিমবাহ(১৯৮৪ সালে এটি ভারত দখল করে নেয়)

৮৭| উজবেকিস্তানে ভারত-পাকিস্তান যে চুক্তি স্বাক্ষরিত হয় তার নাম কী?
®__তাসখন্দ চুক্তি

৮৮| কাশ্মীর শব্দের অর্থ কী?
®__জল শুষ্ক(জল শুকিয়ে যে স্থলভাগের উৎপত্তি তাই কাশ্মীর।ঋষী
কাশ্যপ থেকে কাশ্মীর ও রাজা জম্মুলোচন থেকে জম্মু নামকরণ হয়।

৮৯| ভারতের বর্তমান রাজ্য সংখ্যা কতটি?
®__২৮টি(কেন্দ্রশাসিত এলাকা ৯টি)

৯০| পৃথিবীতে কত প্রজাতির মশা আছে?
®__প্রায় ৩৫১২ প্রজাতির।বাংলাদেশে আছে ১১৪ প্রজাতির মশা

৯১| বাংলাদেশে প্রথম কত সালে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব ঘটে?
®__১৯৬২ সালে।

৯২| প্রথম কোন দেশ নদীকে "জীবন্ত সত্তা"হিসেবে ঘোষণা করে?
®__কলম্বিয়া→আত্রাতো নদীকে
ভারত→গঙ্গাকে, বাংলাদেশ তুরাগকে, আইন পাশের মাধ্যমে নদীকে জীবন্ত সত্তা ঘোষণা করে। প্রথম ঘোষণা করে নিউজিল্যান্ড হোয়াংগানুই নদীকে।

৯৩| বাংলাদেশের সুইজারল্যান্ড খ্যাত জায়গাটি কোথায় অবস্থিত?
®__টেকেরঘাটে(এটি সুনামগঞ্জের তাহিরপুরে অবস্থিত)

♥ বিভিন্ন সংস্থার প্রতিষ্ঠাকাল...
→বিশ্ব পর্যটন সংস্থা(UNWTO)-১৯২৫
→জীববৈচিত্র্য সংরক্ষণবাদী সংস্থা (IUCN)---১৯৪৮
→আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা (IMO)---১৯৪৮
→বিশ্ব আবহওয়া সংস্থা(WMO)--- ১৯৫১
→পরিবেশবাদী সংস্থা(গ্রিনপিস)--- ১৯৭১
→জাতিসংঘের পরিবেশ কর্মসূচি (UNEP)---১৯৭২
→Water Aid---১৯৮১

৯৪| বাংলাদেশে প্রবাহিত মোট নদ-নদী কতটি?
®__৩১০টি(দৈর্ঘ্য ২৪১৪০ কি.মি)

৯৫| বাংলাদেশে প্রবাহিত আন্তঃসীমান্ত বা অভিন্ন নদী কতটি?
®__৫৭টি(বাংলাপিডিয়া ৫৮টি)
(বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত

৯৬|বাংলাদেশ-ভারতের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?
®__৫৪টি

৯৭| বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে প্রবাহিত আন্তঃসীমান্ত নদী কতটি?
®__৩টি(নাফ,সাঙ্গু,মাতামুহুরী)

৯৮| ভুটান-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
®__দুধকুমার

৯৯| চীন-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদ/নদীর নাম কী?
®__ব্রহ্মপুত্র

১০০| নেপাল-ভারত-বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত নদীর নাম কী?
®__গঙ্গা

১০১|বাংলাদেশের দীর্ঘতম-প্রশস্ততম-গভীরতম নদীর নাম কী?
®__মেঘনা(দৈর্ঘ্য ৩৩০কি.মি,গভীরতা ২৭ মিটার)

১০১| বাংলাদেশের ক্ষুদ্রতম নদীর নাম কী?
®__গোবরা(দৈর্ঘ্য ৪ কি.মি)

১০২| বাংলাদেশ-ভারত নদী কমিশন কবে গঠিত হয়?
®__১৯ মার্চ ১৯৭২ সালে।

১০৩| জাতীয় নদী রক্ষা কমিশন কবে গঠিত হয়?
®__৩ আগস্ট ২০১৪(কার্যালয় ঢাকা)

১০৪| নদী রক্ষার অবদানের জন্য কোন পদক দেওয়া হয়?
®__বঙ্গবন্ধু নদী পদক(প্রবর্তন ২০১৯)

১০৫| বৈশ্বিক শরণার্থী গ্রহণে শীর্ষদেশ কোনটি?
®__তুরস্ক

১০৬| "ডুকলাম"ত্রিমুখী সীমান্তটি কোন কোন দেশকে সংযুক্ত করেছে?
®__চীন-ভারত-ভুটানকে

১০৭| মিয়ানমার থেকে প্রথম কত সালে রোহিঙ্গা শরণার্থীদের বাংলাদেশে আগমন ঘটে?
®__১৯৭৮ সালে

১০৮|জনসংখ্যার ঘনত্বে শীর্ষ দেশ কোনটি?
®__মোনাকো
(বাংলাদেশের ঘনত্ব ১১০৩ জন বর্গ.কি বিশ্বে ৭ম)

১০৯| জাতীয় বীমামা, ভোটার ও পাট দিবস কবে?
®__১মার্চে বীমা, ২ মার্চে জাতীয় ভোটার দিবস ও ৬ মার্চে জাতীয় পাট দিবস।

১১০| দেশের একমাত্র কৃষিভিত্তিক EPZ কোথায় অবস্থিত?
®__উত্তরা,নীলফামারী

১১১|দেশের প্রথম সাবমেরিন ঘাটি কোথায় অবস্থিত?
®__চট্টগ্রামে(২০০৬)
®__নোট রমজান

১১২| বাংলাদেশের প্রথম ইকোপার্ক কোথায় অবস্থিত?
®__সীতাকুণ্ড, চট্টগ্রাম

১১৩| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?
®__১৯৪৭ সালে আইন বিভাগে।

১১৪| কোন চুক্তির ভিত্তিতে ছয়দফা রচিত হয়?
®__তাসখন্দ চুক্তি

১১৫| বাংলাদেশের সবচেয়ে বড় সেচ প্রকল্পের নাম কী?
®__তিস্তা সেচ প্রকল্প

১১৬| বাংলাদেশের কোথায় চা বোর্ড অবস্থিত?
®__চট্টগ্রামে

১১৭| দেশের প্রথম ওষুধ শিল্প পার্ক কোথায় অবস্থিত?
®__গজারিয়া,মুন্সিগঞ্জে

১১৮| বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কোনটি?
®__নারায়ণগঞ্জ(৬৮৪.৩৭ বর্গকি.মি)

১১৯| নাৎসি আন্দোলন প্রথম শুরু হয় জার্মানির কোন শহর থেকে?
®___মিউনিক

১২০| কে সর্বপ্রথম পানি দূষণ সমস্যাকে চিহ্নিত করেন?
®__হিপোক্রেটিস

১২১| OPEC শান্তিতে নোবেল পুরস্কার পায় কবে?
®__২০১৩ সালে

১২২| ট্রান্সপারেসি ইন্টারন্যাশনালের প্রতিষ্ঠিতা কে?
®__পিটার হাজন

১২৩| ২০১৭ সালের পর থেকে দেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ কোথায় অবস্থিত?
®__দিনাজপুরে

১২৪| বাপেক্স কবে গঠিত হয়?
®__১৯৮৯ সালে
(আবিষ্কৃত তাদের গ্যাসক্ষেত্র ৬টি)

১২৫| জেব্রা ক্রসিং সর্বপ্রথম কোন দেশে ব্যবহৃত হয়?
®__যুক্তরাজ্যে

১২৬| বাংলাদেশের কোথায় স্বাধীনতার ইশতেহার ঘোষণা করা হয়?
®__পল্টন ময়দানে

১২৭| ২০২০-২০২১ সালের সম্ভাব্য বাজেট কত?
®___৫ লক্ষ ৫৬ হাজার ৯৭৮ কোটি

১২৮| ২০২০-২০২১ সালের সম্ভাব্য বাজেটে মুদ্রাস্ফীতি?
®___৫.৪%

১২৯| ২০২০-২০২১ সালের সম্ভাব্য বাজেটে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা?
®___৮.২%

১৩০| ২০২০-২০২১ সালের সম্ভাব্য বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি?
®___২ লক্ষ ৫ হাজার ১৪৫ কোটি

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]