Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2653
☆ "level" শব্দটির অক্ষর গুলো উল্টে দিলেও
তা একই থাকবে!!
☆ "গ্রহরাজ" হিসেবে পরিচিত "বৃহস্পতি"
গ্রহটি পৃথিবীর চেয়ে ১৩০০ গুন বড়!!
☆ ‘রিভার ডি’ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম নদী!!
☆ ২৪ ঘণ্টায় ছেলেরা গড়পড়তা ২০০০ শব্দ
এবং মেয়েরা গড়পড়তা ৫০০০ শব্দ ব্যাবহার
করে থাকে!!
☆ ৯৯% লোকই যখন তাদের পাসোয়ার্ডের
একটি অক্ষর ভুল করে, তখুনি সে পুরো পাসোয়ার্ড
ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে ফেলে এবং পুনরায়
টাইপ করে!!
☆ DELL কম্পিউটার কোম্পানির মালিক মাইকেল ডেল
মাত্র ১৯ বছর বয়সে ১০০০ ডলার নিয়ে ব্যবসা শুরু
করেছিলেন!!
☆ E.Coli(ই.কলি)নামক ব্যাকটিরিয়ায় ডি.এন.এ.(DNA)এর
দৈর্ঘ্য প্রায় ১.৫ কিমি।
☆ অগাস্ট মাসে জন্মহার অন্য সব মাসের
চেয়ে বেশি?? অর্থাৎ, বিশ্বে অগাস্ট মাসেই
সবচেয়ে বেশি জন্মদিন পালন করা হয়!!
☆ অজগর একটি শিকারকে হত্যার পর সেটি পুরোটুকু
গিলে ফেলে!! বাদ দেয় না এক কানাকড়ি অংশ!!
☆ অজগর সাপ একসাথে ১২টি - ৩৬টি ডিম
পাড়তে পারে!!
☆ অজগর সাপ তার শিকারকে ছোবল বা বিষ
প্রয়োগে মারে না!! বরং, সেই শিকারকে নিজের
শরীর
দিয়ে পেঁচিয়ে ধরে জোরে জোরে চাপ
দেয়!! এক পর্যায়ে শিকারটি শ্বাস
নিতে না পেরে মারা যায়!!
☆ অধিকাংশ লিপস্টিক তৈরিতে মাছের আঁশ ব্যাবহার
করা হয়
☆ অনলাইনে প্রতি মিনিটে পর্নো দেখে প্রায় ২০
লাখ মানুষ!!
☆ অস্ট্রেলিয়াতে এক ধরনের কেঁচো পাওয়া যায়
যা লম্বায় ১০ ফুট পর্যন্ত হতে পারে!!
☆ অস্ট্রেলিয়াতে বাচ্চারা সিগারেট কিনতে পারবে না!!
কারণ এটা আইনবিরোধী!! কিন্তু সিগারেট খেতে/
টানতে পারবে!! এতে কোনো বাধা নেই!!
☆ অ্যান্টার্কটিকাতে সবচেয়ে মোটা (প্রস্থে)
বরফের টুকরাটি কতো মোটা জানেন?? ৩ মাইল!!
☆ আইসক্রিম সর্বপ্রথম চীনে তৈরী হয়েছিল, তাও
খ্রীস্টের জন্মের ২০০০ বছর আগে।
☆ আপনার বয়স ১৮ বছরের বেশি হলে এবং আপনার
ওজন ৫০ কেজির বেশি হলে আপনি রক্তদান
কর্মসূচীতে অংশ নিতে পারেন।।
☆ আপনার শরীরে যে পরিমান কার্বন
আছে তা দিয়ে ৯০০০ পেন্সিল বানানো যাবে!!
☆ আপনি কি জানেন, একটি মাছির গড় আয়ু মাত্র ১৭ দিন।
☆ আপনি জানেন কি, ফ্রেন্স ফ্রাইের আসল
জন্মস্থান ফ্রান্সে নয়, বরং বেলজিয়ামে??
☆ আপনি জানেন কি, ভারতে অন্য
যেকোনো দেশের চেয়ে বেশি সংখ্যক
পোস্ট অফিস রয়েছে??
☆ আপনি জানেন কি, সুইজারল্যান্ডের
মানুষরা বিশ্বে সবচেয়ে বেশি চকোলেট খায়??
কতো বেশি জানেন?? গড়ে প্রতিজন খায়
বছরে প্রায় ১০ কেজি করে!!
☆ আপনি যদি খুব বেশি পরিমাণ গাজর খান তবে আপনার
গাঁয়ের রঙে কিছুটা পরিবর্তন চলে আসবে!!
☆ আফ্রিকা মহাদেশে অন্য যেকোনো প্রাণীর
আক্রমনের চেয়ে জলহস্তীর
আক্রমনে বছরে বেশি মানুষ মারা যায়!!
☆ আফ্রিকান সিসাডা মাছি (cicada fly) ১৭ বছর
ঘুমিয়ে কাটায়!! ঘুম ভাঙার পর এরা মাত্র ২ সপ্তাহ
বেঁচে থাকে!! সেই সময়ে এদের প্রধান কাজ
হলো বংশবৃদ্ধিতে অংশগ্রহন!!
☆ আমেরিকার ওকল্যান্ড ব্রীজ পৃথিবীর বৃহত্তম
ব্রীজ!!
☆ আমেরিকার নিউইয়র্কে বছরে ১,৬০০ লোক
অন্য মানুষের কামড়ে আহত হয়!!
☆ আমেরিকার নিউইয়র্কে কোনো উঁচু
বিল্ডিং থেকে লাফিয়ে পড়ার শাস্তি হলো মৃত্যুদণ্ড!!
(অর্থাৎ, কেউ লাফিয়ে পড়ে যদি বেঁচে যায়
তবে তাকে সুস্থ করে বাঁচিয়ে তুলে এরপর আবার
মেরে ফেলা হবে!!)
☆ আমেরিকার
ফ্লোরিডাতে আপনি যদি পার্কিং স্পটে কোনো হাতি বেঁধে রাখেন,
তবে আপনাকে সেই হাতির জন্য
পার্কিং ফি দিতে হবে!!
☆ আলবার্ট আইনস্টাইন ১৯৫২ সালে ইসরাইলের
প্রেসিডেন্ট হবার অফার পান!!
☆ ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!!
☆ ইংরেজি বর্ণমালায় সর্বাধিক ব্যাবহার করা বর্ণ
হলো "E" এবং সবচেয়ে কম ব্যাবহার করা বর্ণ
হলো "Q"
☆ এক ব্যাগ রক্ত দিতে সময় লাগে ৪৫ থেকে ৬০
মিনিট।।
☆ একজন পরিণত মানুষের দেহে কোশের
সংখ্যা প্রায় ৭৫ ট্রিলিয়ন(৭৫×১০12)।
☆ একজন মানব শিশু হাঁটা শেখার পূর্বে গড়ে ১৫০
কিলোমিটারের মতো হামাগুড়ি দেয়!
☆ একজন মানুষ এর পক্ষে কখনই চোখ
খোলা রেখে হাঁচি দেয়া সম্ভব না!!
☆ একজন মানুষ কোনো খাবার
না খেয়ে বাঁচতে পারে এক মাস, কিন্তু পানি পান
না করলে এক সপ্তাহের বেশি বাঁচতে পারে না!!
☆ একটা মানুষের শরীরের সবটুকু রক্ত
খেয়ে ফেলতে কয়টি মশার প্রয়োজন জানেন??
১,২০০,০০০!!
☆ একটা হাতি ৩ মাইল দূর থেকে পানির গন্ধ পায়!!
☆ একটি জিরাফের বাচ্চা জন্মানোর সময় প্রায় ৫ ফিট
উপর থেকে মাটিতে পড়ে, কিন্তু অধিকাংশ সময়ই
এরা ব্যাথা পায় না বা আহত হয় না!!
☆ একটি ডিমে শুধু ভিটামিন সি বাদে অন্য সব প্রকার
ভিটামিন থাকে!!
☆ একটি মশার ওজন হতে পারে ২.৫ মিলিগ্রাম অর্থাৎ
০.০০২৫ গ্রাম!
☆ কলা এবং সবুজ আপেল ওজন কমাতে সাহায্য করে!!
☆ কানাডায় যেই পরিমাণ লেক আছে, সমগ্র
পৃথিবীতে একত্রেও সেই পরিমাণ লেক নেই।।
☆ কিং কোবড়া পৃথিবীর একমাত্র সাপ যে বাসা বাধে।
☆ গবেষণায় দেখা গেছে, জীবিত মানুষদের
মধ্যে ২৫% লোকের
জীবনে কোনো না কোনো সময়ে রক্তের
প্রয়োজন হয়।।
☆ গোল্ড ফিস ৩ সেকেন্ডের জন্যে তার
স্মৃতিশক্তি ধরে রাখতে পারে ।
☆ ঘোড়ার লেজ কাটা পড়লে সেটা মারা যায়!!
☆ চিতা হল স্থল☆ প্রাণীদের
মধ্যে সবচেয়ে দ্রুতগতির প্রাণী!! এটা ঘণ্টায় ১২০
কিলোমিটার গতিতে দৌড়াতে পারে!! আর মাত্র ৩
সেকেন্ডে এটা শূন্য থেকে ঘণ্টায় ১০০
কিলোমিটার
গতি তুলতে পারে যা প্রাণিজগতে অদ্বিতীয়!!
☆ জাপানের মোট স্থলভাগের ৭০% এর
বেশি হলো পাহাড়!! এর মধ্যে আছে ২০০ এর
বেশি আগ্নেয়গিরি!!
☆ জিরাফের লম্বা গলায় মোট ৭টি হাড় আছে।
☆ টাইগার শার্ক (হাঙরের একটি প্রজাতি) এর
বাচ্চারা মায়ের পেটে থাকাকালীন অবস্থায়
একে অপরের সাথে মারামারি শুরু করে।।
যেটা বেঁচে থাকে সেটা জন্ম নেয়।।
অন্যটা পেটেই মারা যায়!!
☆ থাইল্যান্ডে গাড়ি চালানোর জন্য অবশ্যই
আপনাকে শার্ট পড়তে হবে!! অর্থাৎ,
আপনি খালি গায়ে গাড়ি চালাতে পারবেন না!!
☆ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ধাতুর স্বল্পতার কারনে,
ঐ সময়ের অস্কারের খেতাব স্বরূপ মূর্তিটি কাঠের
তৈরি ছিল!!
☆ নারহোয়েল (Narwhal) এক প্রকার তিমি মাছ। যার
দাঁত ৮ ফিট লম্বা হয়ে থাকে।
☆ নীল তিমি সবচেয়ে বড় প্রাণী। এর ওজন গড়
পড়তা ১২৫ টন হয়ে থাকে। যা প্রায় ১৮০০ জন
মানুষের ওজনের যোগফল।
☆ পাখিদের খাদ্য গেলার জন্য অভিকর্ষজ বলের
প্রয়োজন হয়?? অর্থাৎ,
কোনো পাখিকে যদি চাঁদে নিয়ে খাবার
খেতে দেয়া হয় তবে সেটি খাবার
গিলতে পারবে না!!
☆ পানি ছাড়া কে বেশি দিন বেঁচে থাকবে?? মরুর
জাহাজ খ্যাত উট?? নাকি বই কাটার ওস্তাদ ইঁদুর??
জানি অনেকেই ভুল করবেন।। কিন্তু
সত্যি হলো পানি ছাড়া একটি ইঁদুর, একটি উটের
চেয়ে বেশীদিন বেঁচে থাকে!!
☆ পিঁপড়েরা তাদের দেহের ওজনের দশগুণ
বেশি ওজন বহন করতে পারে
☆ পৃথিবীতে মোট ৩০০০ এরও বেশি প্রজাতির
মশা আছে!!
☆ পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড
করা হয়েছিল ৩ সেপ্টেম্বর ১৯২২ সালে লিবিয়ার
আল জিজিয়া নামক স্থানে।। সেখানে তাপ মাত্র
রেকর্ড করা হয়েছিল ১৩৬,৪ ডিগ্রী ফারেনহাইট
অর্থাত ৫৮ ডিগ্রী সেলসিয়াস!!
☆ পৃথিবীর প্রথম নভোচারী কিন্তু মানুষ নয়,
একটি কুকুর।
☆ পৃথিবীর মানুষের মোট ওজোন, পৃথিবীর
পিপড়ার মোট ওজোনের সমান।
☆ পৃথিবীর মোট উৎপাদিত খেলনার মধ্যে ৭০% ই
চীন তৈরি করে থাকে!!
☆ পৃথিবীর মোট জীবিত প্রানির ৮৫ ভাগই
পানিতে বাস করে (সমুদ্রে)!!
☆ পৃথিবীর সব সাগরে যে পরিমাণ লবণ
আছে তা দিয়ে পৃথিবীকে ৫০০ ফুট পুরু লবণের
স্তূপ দিয়ে ঢেকে ফেলা যাবে!!
☆ পৃথিবীর সবচেয়ে দুর্লভ মৌল
হলো "এস্তেতিন"!! সারা পৃথিবীতে মাত্র ২৮ গ্রাম
এস্তেতিন আছে!!
☆ পেঙ্গুইন মাটি/বরফ থেকে ৬ ফিট পর্যন্ত
লাফিয়ে উঠতে পারে!!
☆ প্রতি বছর ভারতে প্রায় ৩০০ মিলিয়ন ছবির টিকেট
বিক্রি হয়ে থাকে!!
☆ প্রতি মিনিটে পুরো বিশ্বে ৬০০০ বা তার অধিকবার
বজ্রপাত হয়!!
☆ প্রতিদিন বিশ্বের প্রায় ৮২০০ মানুষ এইডসে (HIV
ভাইরাস) আক্রান্ত হচ্ছে!!
☆ প্রতিদিন মানুষ ২.৯ পাউন্ড পানি/তরল গ্রহন
করে (সকল প্রকার তরল মিলিয়ে)!!
☆ প্রতিদিন মানুষ ৩.২৫ পাউন্ড খাদ্য গ্রহন করে!!
☆ প্রতিদিন মানুষ ঘুমের মধ্যে ২৫☆ ২৬ বার
নড়াচড়া করে!!
☆ প্রতিদিন মানুষের চুল ০.০৫ ইঞ্চি বৃদ্ধি পায়!!
☆ প্রতিদিন মানুষের নখ ০.০০০০৭ ইঞ্চি বৃদ্ধি পায়!!
☆ প্রতিদিন মানুষের ফুসফুস ২৩,০৪৫ বার শ্বাসপ্রশ্বাসিত
করে!!
☆ প্রতিদিন মানুষের রক্ত ১৬,৮০,০০০ মাইল প্রবাহিত
হয়!!
☆ প্রতিদিন মানুষের হৃদপিন্ড ১,০৩,৬৮৯ বার স্পন্দিত
হয়!!
☆ প্রতিদিন মানুষেরা শ্বাসপ্রশ্বাসের জন্য ৪৩৮ ঘনফুট
বাতাস গ্রহন করে!!
☆ প্রাচীনকালে মিশরে মমি পুড়িয়ে আগুন
তৈরি করা হতো?? কারণ, সেখানে কাঠের
সল্পতা ছিলো, কিন্তু মমির কোনও সল্পতা ছিলো না!!
☆ প্রাচীনকালে রোমান সৈন্যরা এক ধরনের
বিশেষ পোশাক পরত, এখন মেয়েদের কাছে ওই
বিশেষ পোশাকটাই ব্যাপকভাবে জনপ্রিয়!!
পোশাকটার নাম স্কার্ট!!
☆ বর্তমান সময়ে প্রতি ২ বিলিয়ন, আবারো জানাচ্ছি,
প্রতি ২ বিলিয়নে মাত্র একজন মানুষ ১১৬
বা তারচেয়ে বেশি বছর বেঁচে থাকে!!
☆ বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে,
এরা হাঁটতে পারে না!!
☆ বিড়ালের দেহের স্বাভাবিক তাপমাত্রা ১০০.৪
ডিগ্রী ফারেনহাইট থেকে ১০২.৫
ডিগ্রী ফারেনহাইট।
☆ বৃদ্ধি ও পরিস্ফুরনের সময়
মানবদেহে প্রতি মিনিটে ৩০০ মিলিয়ন নতুন কোষ
উৎপন্ন হয়।
☆ বৃহত্তম ক্যাকটাস সাগুয়ারো(saguaro)প্রায়
৬তলা বাড়ির সমান উঁচু।
☆ ব্রাজিলে বর্তমানে ৪ মিলিয়নেরও
বেশি গাড়ি "গেসোহল" নামক জ্বালানি দিয়ে চলছে।।
এই "গেসোহল" নামক জ্বালানীটি তৈরি হয় আখ
বা Sugarcane থেকে!!
☆ মানুষের ডি.এন.এ.(DNA)এর মোট দৈর্ঘ্য
পৃথিবী থেকে সূর্যে ৭০বার যাতায়াতের সমান।
☆ মারলবোরো কোম্পানির প্রথম মালিক ফুসফুস
ক্যানসারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন!
☆ মেয়েদের হার্ট(Heart) ছেলেদের হার্টের
চেয়ে দ্রুত স্পন্দিত হয়।
☆ যতক্ষণ পর্যন্ত কোনো খাবার আপনার মুখের
লালার সাথে না মিশে আপনি ততক্ষণ সেই খাবারের
স্বাদ উপভোগ করতে পারেন না!!
☆ যুক্তরাষ্টের ৭০ শতাংশ নাগরিক চাঁদে অবতরণের
ঘটনাটি বিশ্বাস করে না!!
☆ রক্ত তৈরি করা যায় না।। এরমানে, কারো যদি রক্ত
লাগে তবে শুধুমাত্র একজন ইচ্ছুক ব্যাক্তিই পারেন
ঐ মানুষটিকে রক্ত দিয়ে সাহায্য করতে।।
☆ রক্তদানের পর যেটুকু রক্ত আপনি দিন তা পুনরায়
আপনার শরীরে তৈরি হতে সময় নেয় মাত্র ২৪☆ ৪৮
ঘণ্টা।।
☆ রঙ্গিন টেলিভিশন আবিস্কারের পর
থেকে মানুষের সাদাকাল স্বপ্ন দেখার হার
কমে গেছে!!
☆ রাবার ব্যান্ড ফ্রিজে রেখে দিলে বেশিদিন
টিকে!!
☆ বর্তমান বিশ্বে প্রায় ২ মিলিয়নেরও বেশি বাচ্চা HIV
ভাইরাস নিয়ে বেঁচে আছে!!
☆ শিম্পাঞ্জি অন্যান্য প্রাণীর চেয়ে (মানুষ ছাড়া)
বেশী যন্ত্রপাতি ব্যবহার করতে পারে।
☆ শুধু মানুষ নয়, আয়না দেখে নিজেদের
চিনতে পারে আরো দুটো প্রানি,
শিম্পাঞ্জি এবং ডলফিন!!
☆ শ্বেত ভালুক কোনোরকম বিশ্রাম
না নিয়ে একটানা ৬০ মাইল পর্যন্ত সাতার কাটতে পারে!
☆ সিংহের গর্জন ৫ মাইল দূর থেকেও
দিব্যি শোনা যায়।
☆ সুইজারল্যান্ডে শব্দ করে গাড়ির
দরজা আটকানো বেআইনি!!
☆ সূর্য পৃথিবী থেকে ৩৩০৩৩০ গুন বড়!!

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1154 Views
    by masum
    0 Replies 
    2794 Views
    by monideb21
    1 Replies 
    295 Views
    by tasnima
    0 Replies 
    2598 Views
    by ahasan01921
    0 Replies 
    546 Views
    by parthosen500
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]