Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2587
১। বাংলাদেশের সাংবিধানিক নাম কি?
উঃ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
২। বাংলাদেশের সরকার পদ্ধতি কিরূপ?
উঃ সংসদীয় গণতন্ত্র।
৩। বাংলাদেশ কোন ধরনের রাষ্ট্র?
উঃ এককেন্দ্রীক রাষ্ট্র।
৪। সমগ্র বাংলাদেশকে কয়টি অঞ্চলে ভাগ করা হয়েছে?
উঃ ২১ টি অঞ্চলে (পুরাতন প্রত্যেকটি জেলা)
৫। ১৯৯৬ সালে প্রনীত রুলস অব বিজনেস অনুযায়ী মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?
উঃ মন্ত্রী।
৬। সচিবগণের পদোন্নতির ধাপ গুলো হ’ল?
উঃ সহকারী সচিব- সিনিয়র সহকারী সচিব- উপ সচিব- যুগ্ম সচিব- অতিরিক্ত সচিব- সচিব।
৭। রাষ্ট্রপতির সচিবালয়ের প্রধান কে?
উঃ মুখ্য সচিব।
৮। প্রধানমন্ত্রীর সচিবালয়ের প্রধান কে?
উঃ মুখ্য সচিব।
৯। মন্ত্রণালয়ের প্রশাসনিক প্রধান কে?
উঃ সচিব।
১০। প্রশাসনে সচিব পদের সংখ্যা কত?
উঃ ৬৬ টি।
১১। বাংলাদেশে কতটি মন্ত্রণালয় আছে?
উঃ ৩৯ টি।
১২। বাংলাদেশে মেট্রোমলিটন সিটির সংখ্যা কতটি?
উঃ ৬ টি।
১৩। বাংলাদেশে পৌরসভার সংখ্যা কতটি?
উঃ ৩০৮ টি।
১৪। বাংলাদেশে থানার সংখ্যা কতটি?
উঃ ৬০৯ টি।
১৫। দেশে বর্তমানে মোট উপজেলা কতটি?
উঃ ৪৮১ টি।
১৬। বাংলাদেশে নৌ থানার সংখ্যা কতটি?
উঃ ৪ টি।
১৭। বাংলাদেশে রেলওয়ে থানার সংখ্যা কতটি?
উঃ ২১ টি।
১৮। বাংলাদেশে গ্রামের সংখ্যা কতটি?
উঃ ৮৭,৩২০ টি।
১৯। বাংলাদেশে ইউনিয়নের সংখ্যা কতটি?
উঃ ৪,৪৯৮ টি।
২০। বাংলাদেশে মৌজার সংখ্যা কতটি?
উঃ ৫৯,৯৯০ টি।
২১। বঙ্গদেশের প্রথম জেলা গঠিত হয় কবে?
উঃ ১৬৬৬ সালে।
২২। বঙ্গদেশের সর্ব প্রথম জেলা কোনটি?
উঃ চট্টগ্রাম (১৬৬৬ সালে।)
২৩। ১৯৮৪ সালের পূর্বে বাংলাদেশে কতটি জেলা ছিল?
উঃ ২১ টি।
২৪। বর্তমানে বাংলাদেশে কতটি জেলা আছে?
উঃ ৬৪ টি।
২৫। বর্তমানে বাংলাদেশে কতটি বিভাগ আছে?
উঃ 7 টি।
২৬। বিভাগের প্রশাসনিক প্রধান কে?
উঃ বিভাগীয় কমিশনার।
২৭। ব্রিটিশ ভারত বঙ্গদেশে প্রতিষ্ঠিত মহকুমা কোনটি?
উঃ খুলনা (১৮৪২ সালে।)
২৮। সর্ব প্রথম জেলা প্রশাসকের পদ সৃষ্টি হয় কবে?
উঃ ১৭৬৬ সালে।
২৯। দেশের সকল থানাকে কবে প্রথম উপজেলায় রুপান্তর
করা হয়?
উঃ ১৯৮৫ সালে।
৩০। দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
উঃ সিলেট।
৩১। বাংলাদেশের সবচেয়ে বড় বিভাগ কোনটি?
উঃ রাজশাহী বিভাগ।
৩২। বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি?
উঃ সিলেট।
৩৩। বাংলাদেশের সবচেয়ে ক্ষুদ্রতম ইউনিয়ন কোনটি?
উঃ সেন্ট মার্টিন।
৩৪। মেট্রোপলিটন পুলিশের প্রধান কে?
উঃ পুলিশ কমিশনার।
৩৫। বাংলাদেশে মোট কারাগার সংখ্যা কত?
উঃ ৬৭ টি।
৩৬। ঢাকা পৌরসভা কবে গঠিত হয়?
উঃ ১৮৬৪ সালে।
৩৭। ঢাকা মেট্রোপলিটন এলাকার মোট থানা কয়টি?
উঃ ৪০ টি।
৩৮। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয়?
উঃ ১৮৮৪ সালে।
৩৯। ঢাকা পৌরসভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান কে?
উঃ আনন্দ চন্দ্র রায়।
৪০। ঢাকা পৌরসভার প্রথম মনোনিত চেয়ারম্যান কে?
উঃ মিঃ স্কিনার।
৪১। কবে ঢাকা পৌরসভাকে পৌর কর্পোরেশন করা হয়?
উঃ ১৯৭৮ সালে।
৪২। ঢাকা পৌর কর্পোরেশনের প্রথম মেয়র কে?
উঃ ব্যারিস্টার আবুল হাসনাত।
৪৩। কবে ঢাকা পৌর কর্পোরেশনকে সিটি কর্পোরেশন করা হয়?
উঃ ১৯৮৯ সালে।
৪৪। ঢাকা সিটি কর্পোরেশনের মোট ওয়ার্ড সংখ্যা কতটি?
উঃ ১০০ টি।
৪৫। পুলিশের নতুন পোশাক কবে চালু হয়?
উঃ ১০ জানুয়ারী, ২০০৪।
৪৬। বাংলাদেশ পুলিশের মনোগ্রাম থেকে কি বাদ দেয়া হয়েছে?
উঃ নৌকা।
৪৭। বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কতটি?
উঃ ৩১ টি।
৪৮। রেপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)
৪৯। কবে আনুষ্ঠানিকভাবে গঠিত হয়?
উঃ ২৬ মার্চ, ২০০৪
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    505 Views
    by masum
    0 Replies 
    4243 Views
    by bdchakriDesk
    0 Replies 
    4435 Views
    by bdchakriDesk
    0 Replies 
    286 Views
    by bdchakriDesk
    0 Replies 
    213 Views
    by tamim
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]