Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#326
👉 East London কোথায় অবস্থিত? ➯ দক্ষিণ আফ্রিকায়
👉 The South Pole is located in the _. ➯ Antarctic
👉 মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ? ➯ সনোরা লাইন
👉 হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ? ➯ কুনলুন পর্বত
👉 পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? ➯ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
👉 \’বান্দুং\’ শহরটি কোন দেশে অবস্থিত? ➯ ইন্দোনেশিয়া
👉 ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে? ➯ ভারত ও পাকিস্তান
👉 কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? ➯ ইতালি
👉 ‘বাতাসের শহর’ বলা হয় – ➯ শিকাগো
👉 বেরিং প্রণালী কাদের কে সংযুক্ত করেছে? ➯ উত্তর সাগর+বেরিং সাগর
👉 পক প্রণালী নিচের কোন দুটির সংযোগ করেছে? ➯ ভারত মহা সাগর+ আরব সাগর
👉 ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_ ➯ কর্কটক্রান্তি রেখা
👉 কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? ➯ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
👉 নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ➯ ১১টি
👉 কোনটি অন্তরীপ নয়? ➯ কিনসু
👉 আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? ➯ সিরিয়া
👉 আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ? ➯ বেরিং
👉 ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ➯ জিব্রাল্টার
👉 ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে? ➯ ইরাক
👉 নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ➯ ট্রপিক অব ক্যানসার
👉 উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী? ➯ জ্যামিতিক সীমারেখা
👉 পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? ➯ গ্রীণল্যান্ড
👉 কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ➯ নাউরু
👉 “লাইন অব ডিমারকেশন” কোন দুটি দেশের মধ‍্যকার সীমারেখা? ➯ পর্তুগাল ও স্পেন
👉 সূর্যোদয়ের দেশ— ➯ জাপান
👉 কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? ➯ রোম
👉 বাজারের শহর বলা হয় কোন শহরকে? ➯ কায়রো
👉 ইউরোপের দ্বার বলা হয় কাকে? ➯ ভিয়েনা
👉 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? ➯ প্রশান্ত মহাসগরে
👉 দক্ষিণ সুদান এর রাজধানী কোনটি? ➯ জুবা
👉 কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমা রেখা। ➯ ডুরান্ড লাইন
👉 সর্ববৃহৎ সুপেয় পানির লেক ‘ লেক সুপিরিয়র ‘ কোথায় অবস্থিত? ➯ উত্তর আমেরিকা
👉 ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী? ➯ ব্লু লাইন
👉 জাপানের সবচেয়ে বড় দ্বীপ – ➯ হনসু
👉 নিন্মের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? ➯ মালয়েশিয়া
👉 সোয়াত উপত্যকা কোন দেশে? ➯ পাকিস্তান
👉 গ্রানাইডের শহর বলা হয়— ➯ এভারডিন
👉 কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? ➯ নরওয়ে
👉 ডয়েচল‍্যান্ড কোন দেশের পূর্বনাম? ➯ জার্মানি
👉 নিরক্ষীয় অঞ্চলের পানি— ➯ উষ্ণ ও হালকা
👉 পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? ➯ আন্দিজ পর্বতমালা
👉 আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? ➯ আমেরিকা
👉 রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ➯ ভ্লাদিভস্টক
👉 সাইফুল মুল্লুক হ্রদ কোন দেশে অবস্থিত? ➯ পাকিস্তান
👉 ইউনেস্কো হেনিটেজ সাইট হিসেবে স্বীকৃত প্রাপ্ত নাজকা লাইন (Nazca Line) কোন দেশে অবস্থিত? ➯ পেরু
👉 Which of the following ecosystems covers the largest area of the earth’s surface ? ➯ Marine Ecosystem
👉 কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? ➯ রোমান
👉 ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মত? ➯ ইতালি
👉 গ্রামের মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত? ➯ উত্তরাঞ্চলে
👉 জোয়ার ভাটা হয়না কোন নদীতে? ➯ গোমতী
👉 বিরিশিরি কোথায় অবস্থিত? ➯ নেত্রকোনা
👉 ইনানী সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থতি ? ➯ কক্সবাজার
👉 লেনা নদীর উৎপত্তি কোথায়? ➯ বৈকাল হ্রদ
👉 কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? ➯ ০.১ সেকেন্ড
👉 টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? ➯ স্থায়ী চুম্বক
👉 টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়? ➯ 3
👉 .পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে? ➯ এপসন, ১৯৮১
👉 .যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয়, তার নাম কী? ➯ ট্রান্সফর্মার
👉 .বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়? ➯ কিলোওয়াট ঘণ্টায়
👉 .কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ➯ ক্যালসিয়াম কার্বনেট
👉 পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? ➯ সোডিয়াম
👉 চা পাতায় কোন ভিটামিন থাকে? ➯ ভিটামিন-বি কমপ্লেক্স
👉 উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? ➯ নাইট্রোজেনের
👉 মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? ➯ ১৮ ইঞ্চি(প্রায়)
👉 .ক্যান্সার রোগের কারণ কী? ➯ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
👉 ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ➯ অগ্ন্যাশয় হতে
👉 জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ? ➯ আলট্রা-ভ্যায়োলেট রশ্মি
👉 জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী ? ➯ প্রাকৃতিক পরিবেশ
👉 কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান ? ➯ নিরক্ষরেখায়
👉 ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে, তাকে কী বলে ? ➯ কসমিক ইয়ার
👉 নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-. ➯ ইউরিয়া
👉 বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? ➯ মেরুঅঞ্চলে
👉 জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে- ➯ কার্বনডাই অক্সাইড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    2799 Views
    by monideb21
    0 Replies 
    788 Views
    by bdchakriDesk
    0 Replies 
    793 Views
    by bdchakriDesk
    0 Replies 
    467 Views
    by bdchakriDesk
    1 Replies 
    425 Views
    by lipi
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]