Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#326
👉 East London কোথায় অবস্থিত? ➯ দক্ষিণ আফ্রিকায়
👉 The South Pole is located in the _. ➯ Antarctic
👉 মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি ? ➯ সনোরা লাইন
👉 হোয়াংহো নদীর উৎপত্তি স্থল কোথায় ? ➯ কুনলুন পর্বত
👉 পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে? ➯ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর
👉 \’বান্দুং\’ শহরটি কোন দেশে অবস্থিত? ➯ ইন্দোনেশিয়া
👉 ‘লাইন অব কন্ট্রোল’ বলতে কোন দুটি দেশের সীমান্তবর্তী রেখাকে চিহিত করে? ➯ ভারত ও পাকিস্তান
👉 কোনটি স্ক্যান্ডিনেভীয় দেশ নয়? ➯ ইতালি
👉 ‘বাতাসের শহর’ বলা হয় – ➯ শিকাগো
👉 বেরিং প্রণালী কাদের কে সংযুক্ত করেছে? ➯ উত্তর সাগর+বেরিং সাগর
👉 পক প্রণালী নিচের কোন দুটির সংযোগ করেছে? ➯ ভারত মহা সাগর+ আরব সাগর
👉 ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ যে কাল্পনিক রেখাটি বাংলাদেশের ওপর দিয়ে গেছে_ ➯ কর্কটক্রান্তি রেখা
👉 কোন দিনগুলোতে পৃথিবীর সর্বত্র দিনরাত্রি সমান হয়? ➯ ২১ মার্চ ও ২৩ সেপ্টেম্বর
👉 নীল নদ কয়টি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ➯ ১১টি
👉 কোনটি অন্তরীপ নয়? ➯ কিনসু
👉 আলেপ্পো শহরটি কোথায় অবস্থিত? ➯ সিরিয়া
👉 আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী ? ➯ বেরিং
👉 ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান? ➯ জিব্রাল্টার
👉 ‘মেসোপটেমিয়া’ এলাকার বেশির ভাগ বর্তমানে কোন দেশে? ➯ ইরাক
👉 নিম্নলিখিত কোনটির উপর বাংলাদেশ অবস্থিত? ➯ ট্রপিক অব ক্যানসার
👉 উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী? ➯ জ্যামিতিক সীমারেখা
👉 পৃথিবীর বৃহত্তম দ্বীপ কোনটি? ➯ গ্রীণল্যান্ড
👉 কোন দেশটি ওশেনিয়া অঞ্চলের অন্তর্ভুক্ত? ➯ নাউরু
👉 “লাইন অব ডিমারকেশন” কোন দুটি দেশের মধ‍্যকার সীমারেখা? ➯ পর্তুগাল ও স্পেন
👉 সূর্যোদয়ের দেশ— ➯ জাপান
👉 কোনটি চিরশান্তির শহর নামে পরিচিত? ➯ রোম
👉 বাজারের শহর বলা হয় কোন শহরকে? ➯ কায়রো
👉 ইউরোপের দ্বার বলা হয় কাকে? ➯ ভিয়েনা
👉 গ্রেট ব্যারিয়ার রিফ কোথায় অবস্থিত? ➯ প্রশান্ত মহাসগরে
👉 দক্ষিণ সুদান এর রাজধানী কোনটি? ➯ জুবা
👉 কোনটি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সীমা রেখা। ➯ ডুরান্ড লাইন
👉 সর্ববৃহৎ সুপেয় পানির লেক ‘ লেক সুপিরিয়র ‘ কোথায় অবস্থিত? ➯ উত্তর আমেরিকা
👉 ইসরাইল ও লেবাননের সীমান্ত রেখার নাম কী? ➯ ব্লু লাইন
👉 জাপানের সবচেয়ে বড় দ্বীপ – ➯ হনসু
👉 নিন্মের কোনটি মধ্যপ্রাচ্যের দেশ নয়? ➯ মালয়েশিয়া
👉 সোয়াত উপত্যকা কোন দেশে? ➯ পাকিস্তান
👉 গ্রানাইডের শহর বলা হয়— ➯ এভারডিন
👉 কোন দেশকে ধীবরের দেশ বলা হয়? ➯ নরওয়ে
👉 ডয়েচল‍্যান্ড কোন দেশের পূর্বনাম? ➯ জার্মানি
👉 নিরক্ষীয় অঞ্চলের পানি— ➯ উষ্ণ ও হালকা
👉 পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী কোনটি? ➯ আন্দিজ পর্বতমালা
👉 আটলান্টিক মহাসাগরের পশ্চিম তীরে কোনটি অবস্থিত? ➯ আমেরিকা
👉 রাশিয়ার পূর্বাঞ্চলের সর্ববৃহৎ শহর কোনটি? ➯ ভ্লাদিভস্টক
👉 সাইফুল মুল্লুক হ্রদ কোন দেশে অবস্থিত? ➯ পাকিস্তান
👉 ইউনেস্কো হেনিটেজ সাইট হিসেবে স্বীকৃত প্রাপ্ত নাজকা লাইন (Nazca Line) কোন দেশে অবস্থিত? ➯ পেরু
👉 Which of the following ecosystems covers the largest area of the earth’s surface ? ➯ Marine Ecosystem
👉 কোনটি নদীমাতৃক সভ্যতা নয়? ➯ রোমান
👉 ইউরোপের কোন দেশের আকৃতি অনেকটা জুতার মত? ➯ ইতালি
👉 গ্রামের মানুষ খাবার পানি, চাষাবাদ ও পশুপালনের জন্য সরাসরি বৃষ্টির ওপর নির্ভরশীল। গ্রামটি কোন অঞ্চলে অবস্থিত? ➯ উত্তরাঞ্চলে
👉 জোয়ার ভাটা হয়না কোন নদীতে? ➯ গোমতী
👉 বিরিশিরি কোথায় অবস্থিত? ➯ নেত্রকোনা
👉 ইনানী সমুদ্র সৈকত কোন জেলায় অবস্থতি ? ➯ কক্সবাজার
👉 লেনা নদীর উৎপত্তি কোথায়? ➯ বৈকাল হ্রদ
👉 কোন শব্দ শোনার পরে কত সেকেন্ড পর্যন্ত এর রেশ আমাদের মস্তিষ্কে থাকে? ➯ ০.১ সেকেন্ড
👉 টেপ রেকর্ডার এবং কম্পিউটারের স্মৃতির ফিতায় কী ধরনের চুম্বক ব্যবহৃত হয়? ➯ স্থায়ী চুম্বক
👉 টেলিভিশনে রঙ্গিন ছবি উৎপাদনের জন্যে কয়টি মৌলিক রং এর ছবি ব্যবহার করা হয়? ➯ 3
👉 .পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটি তৈরি করে? ➯ এপসন, ১৯৮১
👉 .যে যন্ত্রের সাহায্যে পরবর্তী উচ্চ বিভবকে নিম্ন বিভবে এবং নিম্ন বিভবকে উচ্চ বিভবে রূপান্তরিত করা হয়, তার নাম কী? ➯ ট্রান্সফর্মার
👉 .বিদ্যুৎ বিলের হিসাব কীভাবে করা হয়? ➯ কিলোওয়াট ঘণ্টায়
👉 .কোনটি পানিতে দ্রবীভূত হয় না? ➯ ক্যালসিয়াম কার্বনেট
👉 পারমাণবিক চুল্লিতে তাপ পরিবাহক হিসেবে কোন ধাতু ব্যবহৃত হয়? ➯ সোডিয়াম
👉 চা পাতায় কোন ভিটামিন থাকে? ➯ ভিটামিন-বি কমপ্লেক্স
👉 উদ্ভিদের পাতা হলদে হয়ে যায় কিসের অভাবে? ➯ নাইট্রোজেনের
👉 মানুষের স্পাইনাল কর্ডের দৈর্ঘ্য কত? ➯ ১৮ ইঞ্চি(প্রায়)
👉 .ক্যান্সার রোগের কারণ কী? ➯ কোষের অস্বাভাবিক বৃদ্ধি
👉 ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে? ➯ অগ্ন্যাশয় হতে
👉 জীবজগতের জন্যে সবচেয়ে ক্ষতিকারক রশ্বি কোনটি ? ➯ আলট্রা-ভ্যায়োলেট রশ্মি
👉 জনসংখ্যা বৃদ্ধির ফলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে কী ? ➯ প্রাকৃতিক পরিবেশ
👉 কোথায় দিন-রাত্রি সর্বত্র সমান ? ➯ নিরক্ষরেখায়
👉 ছায়াপথ তার নিজ অক্ষকে কেন্দ্র করে ঘুরে আসতে যে সময় লাগে, তাকে কী বলে ? ➯ কসমিক ইয়ার
👉 নাইট্রোজেন গ্যাস থেকে কোন সার প্রস্তুত করা হয়-. ➯ ইউরিয়া
👉 বস্তুর ওজন কোথায় সবচেয়ে বেশি? ➯ মেরুঅঞ্চলে
👉 জীবাশ্ম জ্বালানি দহনের ফলে বায়ুমণ্ডলে যে গ্রীন হাউজ গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি বৃদ্ধি পাচ্ছে- ➯ কার্বনডাই অক্সাইড
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1730 Views
    by rafique
    0 Replies 
    650 Views
    by mun
    0 Replies 
    2415 Views
    by sajib
    0 Replies 
    1990 Views
    by kajol
    0 Replies 
    2412 Views
    by rajib
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]