Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2548
1) বুদ্ধিুমান লোক জরুরী কাজেই তার জীবন ব্যয় করে-প্লেটো।
2) কেউ এতো বেশি চালাক হয় না যে, অন্যে তাকে অতিক্রম করতে পারে না-জর্জ হার্বার্ট।
3) সুন্দরী স্ত্রী এবং পিছনের দরজা যে কোন মুহূরর্তে একজন ধনী লোককে গরীব করতে পারে-টিএল পিকক
4) একটি সুন্দর মুখের চেয়ে একটি কুৎচিত মুখের মধুর কথা অধিকতর সুন্দর-এমার্সন।
5) নিরবতা এক ধরনের অলস্কার যা মহিলাদের জন্য অত্যন্ত শোভনীয়-হেনরীডেজন।
6) বিখ্যাত হওয়ার প্রথম পদক্ষেপ হচ্ছে বিশ্বাসী হওয়া-ওয়ান্ট হুইটম্যান।
7) সত্য কথা বলা এবং সুন্দর করে লেখা অভ্যাসের ওপর নির্ভরকরে-রাসকিন।
8) জ্ঞানী লোকেরা আমাকে এই বলে সতর্ক করে যে, জীবন হচ্ছে পদ্ম পাতার জলের মত- রবীন্দ্রনাথ ঠাকুর।
9) ভালো খাদ্য বস্তু পেট ভরে কিন্ত ভাল বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে – স্পিনোজা ।
10) ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা -দেকার্তে
11) দেকার্তে বলেন: ভালো বই পড়া মানে গত শতাব্দীর সেরা মানুষদের সাথে কথা বলা ।
12) ইউরোপ কাপানো নেপোলিয়ান বলেন: অন্তত ষাট হাজার বই সঙ্গে না থাকলে জীবন অচল ।
13) জন মেকলে বলেন: প্রচুর বই নিয়ে গরীব হয়ে চিলোকোঠায় বসবাস করব তবু এমন রাজা হতে চাই না যে বই পড়তে ভালবাসে না ।
14) নর্মান মেলর বলেন: আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়।
15) যারা প্রত্যেক বস্তুরই দাম জানেন কিন্তু কোনও বস্তুরই প্রকৃত মূল্য জানেন না তারাই সমালোচক। – ওসকার ওয়াইড।
16) অনেক দিন আগেই আমি বুঝেছি যে শুয়োরের সঙ্গে দ্বন্দ্বযুদ্ধ করতে নেই। শরীর নোংরা হয়ে যাবে এবং শুয়োরটি এইটিই পছন্দ করবে। – সাইরাস চিং
17) যদি মনে কর তুমি পারবে, কিংবা মনে কর তুমি পারবেনা, দুই ক্ষেত্রেই তোমার বিশ্বাস সঠিক। – হেনরি ফোড।
18) পৃথিবীর সুন্দরতম ও শ্রেষ্টতর সড কিছুই স্পর্শ ও দৃষ্টির অতীত। সেগুলি হৃদয় দিয়ে অনুভব করা হয়। – হেলেন কিলা।
19) এমনভাবে অধ্যায়ন করবে, যেন তোমার সময়াভাব নেই, তুমি চিরজীবি। এমনভাবে জীবনযাত্রা নির্বাহ করবে, যান মনে হয় তুমি আগামীকালই মারা যাবে। – মহাত্মা গান্ধী।
20) কোন কোনও পরাজয় জয়ের থেকে বেশি বিজয়োল্লাস কারণ হয়। -মাইকেল ডি মনটাগনি।
21) সফল মানুষ হওয়ার চেষ্টা করার থেকে বরং মূল্যবোধ সম্পন্ন মানুষ হওয়ার চেষ্টা করো। – আলবার্ট আনিস্টাইন ।
22) শিক্ষাকে যদি দুর্মূল্য মনে হয় তবে অজ্ঞতাই বাঞ্চনীয়। – ডেরেক বক।
23) আত্মহত্যা একটি সাময়িক সমস্যার চিসস্থায়ী সমাধান। -আবিগাল ভান।
24) আমি ভেড়ার নেতৃত্বে সিংহ বাহিনীকে ভয় পাই না, কিন্তু সিংহের অধীনে ভেড়ার পালকে ভয় পাই। -আলেকজান্ডার
25) দুঃখ যত গভীর হয়, সুখ তত নিকতে আসে।
26) সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না।
27) অনুতাপে পাপ খন্ডায় তার অহমিকায় পূন্য খন্ড হয়।(হযরতওমর(রা)
28) ধংসের মধ্যে দাঁড়িয়ে যেজনের কথা বলতে পারে সেইতো সত্যিকার অর্থে তোজোদ্দীপ্ত পুরুষ-হেনরী ক্যাসন।
29) প্রতিটি মানুষ চাঁদের ,মতো যার একটা অন্ধকার দিক আছে যেদিবসে কাউকে দেখতে চায়না –মার্খ টোয়াইন।
30) সুন্দরর্য যেমন দেহের উৎকর্ষ বৃদ্ধি করে তেমনি আবার মনের সৌন্দর্যও বৃদ্ধি করে-ইমারসন।
31) যে ব্যক্তি পাপের মত পূণ্যকেও গোপন রাখে সে-ই খাঁটিলোক-সূফি ইয়াকুব।
32) প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকাউচিৎ-উইলিয়াম ব্রাক।
33) চোখের পানি যার ফেলতে হয়নি চোখের পানির মর্যাদা তারকাছে নেই-জেফারসন।
34) তোমাদের মধ্যে সেই লোকই আমার নিকট অধিকতর প্রিয় যেঅধিকতর চরিত্রবান-আল-কোরআন।
35) প্রতিভা বলে কোন জিনিসই নাই। পরিশ্রম কর, সাধনা কর প্রতিভাকে অগ্রাহ্য করতে পারবে-ভলটেয়ার।
36) পিতার আত্ম নিয়ন্ত্রণই ছেলে-মেয়েদের পক্ষে সর্বশ্রেষ্ঠ উদাহরণ-ডেমোত্রিটাস।
37) মানুষ যখন তার যোগ্য মর্য়াদা হারিয়ে ফেলে, তখন সে যেখানে ইচ্ছা সেখানেই যেতে পারে-শেখ সাদী।
38) আমার শৈশবের বন্ধুরা আমার নিকট এক একটি বিশ্বাসের স্তম্ভ-জি,এম,হিলার্ড।
39) কামনা হইতে ক্রান্তি জন্মে, ত্রান্তি হইতে অধর্ম জন্মে-বঙ্কিম চন্দ্র।
40) যে সৎ চিন্তায় নিমগ্ন থাকে, কলুষতা তাকে স্পর্শ করতে পারেনা-জর্জ লির্ণলে।
41) সুন্দরভাবে বেঁচে থাকা একটা আর্ট, যার জন্য সাধনার প্রয়োজন হয়-জন ম্যাকি।
42) যে পরিশ্রমি সে অন্যের সহানুভূতির প্রত্যাশী নয়-এডমণু বার্ক।
43) তোমার হাতা পা-ই হচ্ছে তোমার দুযোগ মুহূর্তে সবচেয়ে বড় আপন-জর্জ মেরিডিথ।
44) জ্ঞানসাধকের দোয়াতের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র-আল-হাদীস।
45) ব্যায়ামের দ্বারা যেমন শরীরের উন্নতি হয়, পড়াশুনার দ্বারা মনেরও তেমনি উন্নতি হয়ে থাকে-এডিসন।
46) মানুষ ক্রোধের বশবর্তী হয়ে যা বলে তা হালকা ভাবে গ্রহণকর-মেরী কুইন।
47) একজন অল্প বয়স্কা তরুণী, স্ত্রী হিসাবে অথবা মা হিসাবেকোনটাতেই ভাল নয়-জন এডামস্।
48) গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার আগে শত ব্যস্ততার মধ্যেও একটুদাঁড়াও, চিন্তা কর-জন ক্লার্ক।
49) তোমার প্রার্থনা আল্লাহ তায়ালা মঞ্জুর করিবেন-এইরূপ দৃঢ় বিশ্বাস করিয়া তাঁহার নিকট প্রার্থনা কর-আল-হাদীস।
50) ঠোঁট যত সুন্দরই হোক, হাসতে না জানলে সে ঠোঁটের সৌন্দর্য ম্লান হয়ে যাবে-ম্যানিঞ্জার।
51) যা তুমি স্বয়ং করনা বা করতে চাওনা তা অন্যকে করতে উপদেশ দিওনা-হযরত আলী(রাঃ)।
52) অলস লোকেরা অবসরের আনন্দ পায় না-এমিলি ডিকেনসন।
53) আমি কোন জিনিস গচ্ছিত রাখিনা তাই হারানোর ভয়ে আমি চিন্তিত নই-সক্রেটিস।
54) শান্তিতে প্রতিবেশীর সাথে বসবাস করতে হলে সব সময় তার খোঁজ-খবর রাখতে হবে-জনক্লেথ।
55) প্রতিটি মুহূর্তের একটি নিজস্ব অর্থ আছে-এডমন্ড বার্ক।
56) একজন জ্ঞানী লোকই সংসারে তৃপ্তিহীন বেশি-সুইবন্ট।
57) একজনের ভুল ধরিয়ে দেয়া আর তাকে সত্যের সন্ধান দেয়াদুয়ের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে-জন লুক।
58) মেঘ যদি না থাকতো তবে আমরা সূরর্যকে এমন ভাবে উপভোগ করতে পরতাম না-জনরে।
59) প্রত্যেক লোকের তার কর্মক্ষমতার উপর আস্থা থাকা উচিত-উইলিয়াম ব্রাক।
60) জীবনে হউক, জীবনাবসানেই হউক, একজন ভাল ব্যক্তির মন্দ কিছুই ঘটতে পারে না-সক্রেটিস।
61) ধর্ম মানুষের প্রয়োজনেই সৃষ্টি, তাই ধর্ম মানুষের মঙ্গলের কথাইবলে-স্টেপ হেন।
62) জ্ঞানী পুত্র পিতার আনন্দ বর্ধন করে কিন্তু নির্বোধ পুত্র মাতার কষ্টের কারণ-হযরত সোলায়মান(রাঃ)।
63) নৈতিকতার জন্য যদি তুমি কাজ করতে চাও তবে ধৈর্য ধরতেহবে-ই. ওয়াই মুলীস।
64) একজন দরিদ্র লোক ভালবাসতে এবং প্রার্থনাই করতে পারে-জন ফ্লোরিও।
65) সবাই প্রশ্ন করতে পারে না। দুদ্ধিমানেরা প্রশ্ন করে, বোকারা তর্ক করে-বাট্রান্ড রাসেল।
66) তোমার ক্রোধকে আয়ত্তে রাখ, নচেৎ ক্রোধই তোমাকে আয়ত্ত করবে-হোরেস।

সংগৃহীত
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]