Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2546
১. "Parker Solar Probe " হচ্ছে - সূর্য অভিযানে নাসার প্রেরিত নভোযান।
২. ঐতিহাসিক "রোজ গার্ডেন " অবস্থিত - টিকাটুলি, ঢাকা।
৩. দেশের মোট গ্যাসক্ষেত্র - ২৭ টি (উৎপাদনরত- ১৯ টি)
৪. "রাজাধিরাজ রাজ্জাক" প্রামাণ্যচিত্রের নির্মাতা - শাইখ সিরাজ।
৫. উইজডন বর্ষসেরা তরুণ ক্রিকেটার ২০১৮ - কাগিসো রাবাদা (দঃ আফ্রিকা).।
৬. বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পাসপোর্ট -জাপান ও সিঙ্গাপুরের ( ১৮৯ টি দেশে বিনা ভিসায় ভ্রমন করতে পারেন)।
৭. নরওয়ের বিশ্ববিখ্যাত জরিপকারী জাহাজ - ফ্রিডজফ ন্যানসেন।
৮. পাটের ব্যাগ ব্যবহার বাধ্যতামূলক - ১৯ টি পণ্যে।
৯. বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে কেউ গুরুতর আহত বা নিহত হলে "সড়ক পরিবহন আইন ২০১৮" অনুযায়ী সাজা - সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ জরিমানা বা উভয় দন্ড।
১০. আওয়ামী মুসলিম লীগ (বর্তমান আওয়ামী লীগ) গঠিত হয় যেখানে- রোজ গার্ডেন, টিকাটুলি, ঢাকা (২৩ জুন, ১৯৪৯)।
১১. পাকিস্তানের পার্লামেন্ট ভবনের নাম - মজলিস-ই- শূরা।
১২. পাকিস্তানের ইতিহাসে ১ম অমুসলিম সংসদ সদস্য - মহেশ কুমার মালানি (পিপলস পার্টির)।
১৩. সম্প্রতি "মহাকাশ বাহিনী " গঠনের সিদ্ধান্ত নিয়েছে - USA.
১৪. বিশ্বের প্রথম ট্রিলিয়ন ডলারের পাবলিক কোম্পানি - "Apple Incorporated ".
১৫. সপ্তম আইসিসি T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে - অস্ট্রেলিয়ায়।
১৬. সম্প্রতি উদ্বোধনকৃত বাংলাদেশ বিমানের বোয়িং ড্রিমলাইনার উড়ো জাহাজটির নাম-- আকাশবীণা।
১৭. জাতিসংঘ মানব উন্নয়ন সূচক-২০১৮ তে বাংলাদেশের অবস্থান-- ১৩৬ তম। (শীর্ষে নরওয়ে)
১৮. আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস-- ৮ সেপ্টেম্বর।
১৯. বাংলাদেশে ক্ষুদ্র নৃগোষ্ঠী মোট জনসংখ্যার -- ১.১০% ভাগ।
২০. বাংলাদেশ সবচেয়ে বেশি ওষুধ রপ্তানি করে-- মিয়ানমারে।
২১. ন্যাটোর বর্তমান সদস্য -- ২৯ টি (সর্বশেষ মন্টিনিগ্রো)
২২. বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম-- Summit, USA এর।
২৩. বর্তমানে বীরাঙ্গনা মুক্তিযোদ্ধার সংখ্যা -- ২৩১ জন।
২৪. ট্রারিফ কমিশন - বানিজ্য মন্ত্রণালয়ের অধীন।
২৫. পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে -- ৬.১৫ কি.মি. এবং ১৮.১০ মি.।
২৬. মিয়ানমারে রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব হারায় -- ১৯৮২ সালে।
২৭. ২০১৮-১৯ অর্থবছরে মোট জাতীয় বাজেট-- ৪,৬৪,৫৭৩ কোটি টাকা।
২৮. ফলকেটিং ( Folketing) কোন দেশের আইনসভা-- ডেনমার্ক।
২৯. ২০১৮ সালের বিশ্ব পরিবেশ দিবসের প্রতিপাদ্য -- "প্লাস্টিক দূষণকে পরাজিত করি"।
৩০. দেশের প্রথম নারী প্রোগ্রামার-- শাহেদা মুস্তাফিজ।
৩১. জাতীয় মুক্তিযোদ্ধা দিবস-- ০১ ডিসেম্বর।
৩২. বাংলাদেশে সর্বপ্রথম মোবাইল ব্যাংকিং চালু করে- ডাচ-বাংলা ব্যাংক।
৩৩. BSEC এর চেয়ারম্যানের মেয়াদকাল-- ৪ বছর
৩৪. মোবাইল অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েডের মাসকটের নাম-- বাগড্রয়েড (Bugdroid)।
৩৫.সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি চালু হয়-- ৫ নভেম্বর, ১৯৭২।
৩৬.যুক্তরাজ্যের ব্রেক্সিট কার্যকর হবে-- ২০১৯ সালের ১৯ শে মার্চ।
৩৭. "Daily Telegraph" পত্রিকাটি-- যুক্তরাজ্যের।
৩৮. বাংলাদেশে "Agent Banking" চালু করে সর্বপ্রথম-- Bank Asia.
৩৯. " Agent Banking" এ শীর্ষে-- Dutch-Bangla Bank Limited.
৪০. দেশে "Agent Banking" এর কার্যক্রম শুরু হয়-- ২০১৩ সালে।
৪১. "বদ্বীপ - পরিকল্পনা ২১০০" প্রণয়ন করেছে-- পরিকল্পনা কমিশনের অর্থনীতি বিভাগ।
৪২. "বদ্বীপ পরিকল্পনা" এর ইংরেজি নাম-- Delta Plan.
৪৩. "বদ্বীপ পরিকল্পনা" প্রণয়ন করা হয়েছে যে দেশের ডেল্টা প্লানের আলোকে-- নেদারল্যান্ডস।
৪৪. "বদ্বীপ পরিকল্পনা" এর বৃহৎ পরিসরে মোট লক্ষ্য-- ০৩ টি (( ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্যতা দূর করা; ২০৩০ সালের মধ্যে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত এবং ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশের মর্যাদা অর্জন))।
৪৫."বদ্বীপ পরিকল্পনা" এর মেয়াদ-- ১০০ বছর।
৪৬. "বঙ্গবন্ধু ০১" এর পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়-- ৪ সেপ্টেম্বর, ২০১৮।
৪৭. FAO এর তথ্যনুযায়ী, ধান উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৪র্থ।
৪৮. FAO এর তথ্যনুযায়ী, মাছ উৎপাদনে বর্তমানে বাংলাদেশ বিশ্বে-- ৩য়।
৪৯. "Mobile Banking" এর মাধ্যমে দেশে প্রতিদিন গড়ে লেনদেন হচ্ছে- প্রায় ৯৯৪ কোটি টাকা।
৫০. বাংলাদেশের মানুষের গড় আয়ু-- ৭২.৮০ বছর।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    386 Views
    by sajib
    0 Replies 
    823 Views
    by rajib
    0 Replies 
    224 Views
    by kajol
    0 Replies 
    197 Views
    by tasnima
    0 Replies 
    83 Views
    by rafique
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]