Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2526
১। হোয়াইট হল কোথায় অবস্থিত?
- লন্ডন
২। কিডনির কার্যকরী একক কি?
- নেফ্রন
৩। গ্লুকোজের স্থুল সংকেত কি?
- CH₂O
৪। 'অ্যাবেল' পুরস্কার কোন বিষয়ের অবদানের জন্য দেওয়া হয়?
- গণিত
৫। মানুষের লালারসে কোন এনজাইম থাকে?
- টায়ালিন
৬। সরকারের আয়ের বৃহত্তম অংশ কি?
- মূল্য সংযোজন কর
৭। কোন নদীর অপর নাম কীর্তিনাশা?
- পদ্মা
৮। ২১ দফার প্রথম দাবি কি ছিল?
- বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি
৯। ফনোগ্রাম কি?
- শব্দগ্রহণ ও পুনরুৎপাদন যন্ত্র
১০। ইনসুলিন কে আবিষ্কার করেন?
- বেন্টিং
১১। ইসক্রা কাব্যগ্রন্থটি কার রচিত?
- নির্মলেন্দু গুণ
১২। 'সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই' চরণটির রচিয়তা কে?
- চন্ডীদাস
১৩। নিমন্ত্রণ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
- ধানখেত
১৪। মেঘনা নদীর শান্ত মেয়ে তিতাসে মেঘের মতো পাল উড়িয়ে কী ভাসে। এ লাইন দুটির রচিয়তা কে?
- আল মাহমুদ
১৫। তিতাস একটি নদীর নাম কি জাতীয় গ্রন্থ?
- উপন্যাস
১৬। সারেং বউ কোন জাতীয় রচনা?
- উপন্যাস
১৭। বড়াই ও রাধা চরিত্রদ্বয় এর স্রষ্টা কে?
- চণ্ডীদাস
১৮। বাংলার মিল্টন বলা হয় কোন লেখককে?
- হেমচন্দ্রকে
১৯। সত্য সুন্দর দাস কার ছদ্মনাম?
- মোহিতলাল মজুমদার
২০। রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন?
- ১৯০১ সালে
২১। 2x²–x–3 এর উৎপাদক কত?
- (2x–1) (x+1)
২২। একজন লোক কোন দেয়াল থেকে কমপক্ষে কত দূরে দাঁড়ালে নিজের কথার প্রতিধ্বনি শুনতে পরে?
- ৫৬ ফুট
২৩। সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৩৫° হলে তার বাহুর সংখ্যা কত?
- ৮
২৪। গণিতের প্রতীক চিহ্ন কয়টি?
- ৪ টি
২৫। ১৫ মিটার দৈর্ঘ্য, ৭ মিটার প্রস্থ ও ৫ মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে?
- ৫২৫ ঘন মিটার
২৬। যত দাতা প্রত্যেকে ততো ১০ টাকা দেয়াতে মোট ২৫০ টাকা হলে দাতার সংখ্যা কত?
- ৫ জন
২৭। দুটি রাশির যোগফল ২৪২ এবং তাদের অনুপাত ৬:৫ হলে সংখ্যাদ্বয় কত?
- ১৩২ ও ১১০
২৮। একটি বাক্সের দৈর্ঘ্য ২ মিটার, প্রস্থ ১ মিটার ৫০ সে.মি. ও উচ্চতা ১ মিটার। বাক্সটির আয়তন কত?
- ৩ ঘন মিটার
২৯। একটি আয়তাকার মসজিদের ১৫ মিটার দীর্ঘ্য এবং ১১ মিটার প্রশস্থ মেঝে ২.২ মিটার লম্বা ও ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে ঢাকা যাবে?
- ৬০ টি
৩০। একটি সংখ্যার ১২% নিলে ৯৬ পাওয়া যায়, সংখ্যাটি কত?
- ৮০০
৩১। বিশ্বের সর্ব প্রথম ইলেকট্রনিক কম্পিউটার হল–
- ENIC.
৩২। এনালগ এবং ডিজিটাল কম্পিউটারের সমন্বয়ে ঘটিত–
- হাইব্রিড কম্পিউটার
৩৩। কম্পিউটার সফটওয়্যার জগতে নামকরা প্রতিষ্ঠান–
- মাইক্রোসফট
৩৪। পৃথিবীর প্রথম গণনাযন্ত্রের নাম কি?
- অ্যবাকাস
৩৫। কম্পিউটারের মস্তিস্ক বা ব্রেন হিসেবে কাজ করে কোনটি?
- প্রসেসর
৩৬। বিশ্বের একমাত্র এবং প্রথম কম্পিউটার জাদুঘর কোথায় অবস্থিত?
- যুক্তরাষ্ট্রের আটলান্টায়
৩৭। সবচেয়ে শক্তিশালী কম্পিউটার কোনটি?
- সুপার কম্পিউটার
৩৮। কম্পিউটারের তথ্য দেখার জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কোনটি?
- কী বোর্ড
৩৯। কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে কি বলে?
- হার্ডওয়্যার
৪০। পাওয়ার পয়েন্ট কোন ধরনের প্যাকেজ প্রোগ্রাম?
- মাল্টিমিডিয়া
41. Who is called a ‘poet of beauty’?
- John Keats
42. Get over’ means_____
- overcome
43. The synonym of ‘mandatory’–
- Obligatory
44. Who, which, what are______
- Relative Pronoun
45. What is the antonym of the word ‘Pale’?
- Joyful
46. What kind of noun is “man”?
- Common
47. She was absent ________ her cold.
- because of
48. The meaning of ‘yield’ is_______
- Produce
49. We sat _________ the teacher
- beside
50. Every one ________ Ruma wants milk in the tea.
- except

সংগৃহীত
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    197 Views
    by tasnima
    1 Replies 
    867 Views
    by tasnima
    0 Replies 
    211 Views
    by mousumi
    0 Replies 
    91 Views
    by raihan
    0 Replies 
    939 Views
    by mousumi
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]