Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2515
১. জাতিসংঘ গঠনের প্রধান উদ্যোক্তা কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
২. জাতিসংঘ এর নামকরণ করেন কে?
— মার্কিন প্রেসিডেন্ট এফডি রুজভেল্ট।
৩. জাতিসংঘের নামকরণ করা হয় কবে?
— ১ জানুয়ারি, ১৯৪২।
৪. জাতিসংঘের সচিবালয়ের প্রধান কে?
— মহাসচিব।
৫. জাতিসংঘের সদর দপ্তর কোথায়?
— নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
৬. জাতিসংঘের ইউরোপীয় র্কাযালয় কোথায়?
—জেনেভা, সুইজারল্যান্ড।
৭. জাতিসংঘের সদর দপ্তরের জায়গাটি কে দান করেন— জন ডি রকফেলার জুনিয়র।
৮.জাতিসংঘের সদর দপ্তরের স্থপতি
— ডব্লিউ হ্যারিসন।
৯.জাতিসংঘের সনদ স্বাক্ষরিত হয় কবে
— ২৬জুন,১৯৪৫ সালে।
১০. জাতিসংঘ সনদ কার্যকরী হয় কবে থেকে
— ২৪ অক্টোবর, ১৯৪৫।
১১.জাতিসংঘের সনদের রচয়িতা
— আর্চিবাল্ড ম্যাকলেইশ (Archibald Macleish)।
১২.প্রতিবছর জাতিসংঘ দিবস পালিত হয়
—২৪শে অক্টোবর।
১৩. জাতিসংঘের প্রত্যেক সদস্য দেশ কোন পরিষদের সদস্য?
— সাধারণ পরিষদের।
১৪. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রধানকে কি বলে — সভাপতি।
১৫. জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় কোথায়?
— লন্ডনের ওয়েস্ট মিনিস্টার হলে।
১৬. জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়
— ১ বছরের জন্য।
১৭. জাতিসংঘের সাধারণ পরিষদের নিয়মিত বার্ষিক অধিবেশন শুরু হয়
— সেপ্টেম্বর মাসের তৃতীয় মঙ্গলবার।
১৮. নিরাপত্তা পরিষদের সদস্যরাষ্ট্রের মোট সংখ্যা কত?
— ১৫টি।
১৯. নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র
— ৫টি ( চীন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র)।
২০. নিরাপত্তা পরিষদের অধিবেশন কতবার জাতিসংঘের সদরদপ্তরের ছাড়া অন্যত্র অনুষ্ঠিত হয়
— ২বার।
২১. নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য কত বছরের জন্য নির্বাচিত হয়
— ২ বছরের জন্য।
২২. নিরাপত্তা পরিষদের সভাপতি কত বছরের জন্য নির্বাচিত হয়
— ১ মাসের জন্য।
২৩. নিরাপত্তা পরিষদের কোনো সিদ্ধান্ত গ্রহণের জন্য কমপক্ষে কতটি সদস্য দেশের সম্মতির প্রয়োজন হয়
— ৯টি(৫টি স্থায়ী সদস্য রাষ্ট্রসহ অতিরিক্ত ৪টি সদস্য রাষ্ট্রের)।
২৪. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধিবেশন
সাধারণত বছরে কয়বার বসে
— বছরে দু’বার একমাস ব্যাপী।
২৫.অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য কত
বছরের জন্য নির্বাচিত হয়
— ৩ বছরের জন্য।
২৬. অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য দেশ কয়টি
— ৫৪টি।
২৭. প্রতিবছর কয়টি রাষ্ট্র ৩ বছর মেয়াদে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের সদস্য নির্বাচিত হয়
— ১৮টি।
২৮. আন্তর্জাতিক আদালত প্রতিষ্ঠিত হয়
— ২৪শে অক্টোবর,১৯৪৫ সালে।
২৯. আন্তর্জাতিক আদালতের বিচারকের সংখ্যা কত
— ১৫ জন।
৩০. আন্তর্জাতিক আদালতের বিচারকের মেয়াদকাল
— ৯ বছর।
৩১. জাতিসংঘের অফিসিয়াল ভাষা কয়টি ?
— ৬টি (ইংরেজি, আরবি, ফারসি, চীনা, রুশ ও স্প্যানিশ)।
৩২. জাতিসংঘের বাজেট কোন পরিষদে ঘোষিত হয়
— সাধারণ পরিষদে।
৩৩. জাতিসংঘ সনদে প্রথমে কতটি দেশ স্বাৰর করে
— ৫১টি দেশ।
৩৪. জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন
— ট্রাইগভে লাই (নরওয়ে) (১৯৪৬-১৯৫২)।
৩৫. জাতিসংঘ সচিবালয়ের কর্মকর্তা কর্মচারিগণ
তাদের কাজকর্মের ভাষা হিসেবে কোন ভাষা ব্যবহার করেন
— ইংরেজি অথবা ফরাসি।
৩৬. জাতিসংঘের কোন মহাসচিব শান্তিত মরণোত্তর নোবেল পুরস্কার পান
— দ্যাগ হ্যামারশোল্ড (১৯৬১ সালে) ।
৩৭. আয়তনে জাতিসংঘের ছোট দেশ কোনটি
— মোনাকো। (১.৯৫ বর্গ কি.মি.)।
৩৮.জনসংখ্যায় জাতিসংঘের ছোট দেশ কোনটি
— ট্রুভ্যালু।
৩৯. কোন দেশ প্রথমে জাতিসংঘ সনদে স্বাক্ষর না করেও জাতিসংঘের প্রতিষ্ঠাতা সদস্য হয়
— পোল্যান্ড।
৪০. জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত
— টোকিও (জাপান)।
৪১. জাতিসংঘের সর্বোচ্চ কর্মকর্তা কে
— মহাসচিব। [বর্তমান মহাসচিবঃ অ্যান্টেনিও গুতেরেস,পর্তুগাল]
৪২. অছি পরিষদ কার অধীনে কাজ করে
— সাধারণ পরিষদের।
৪৩. জাতিসংঘের কোন মহাসচিব বিমান দুর্ঘটনায়
মারা যান
— দ্যাগ হ্যামারশোল্ড (সুইডেন,১৯৬১)।
৪৪. জাতিসংঘের সদর দপ্তরটি কত একর জমির ওপর
প্রতিষ্ঠিত
— ১৭ একর।
৪৫. জাতিসংঘের আয়ের মূল উৎস কী
— সদস্য দেশসমূহের চাঁদা।
৪৬. জাতিসংঘের মহাসচিব কোন পরিষদের সুপারিশে নিযুক্ত হন
— নিরাপত্তা পরিষদের।
৪৭. জাতিসংঘের একমাত্র মুসলমান মহাসচিব কে
— কফি আনান (ঘানা) (৭ম)।
৪৮. উথান্ট কোন দেশের অধিবাসী ছিলেন
—মিয়ানমার।
৪৯. জাতিসংঘে দেয়া বাংলাদেশের চাঁদার পরিমাণ কত— নিজস্ব বাজেটের ০.০১% অংশ।
৫০. বাংলাদেশ জাতিসংঘের কততম অধিবেশনে সদস্য পদ লাভ করে?
— ২৯তম।

সংগৃহীত

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]