Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2478
১. অত্যাধুনিক কম্পিউটারের দ্রুত অগ্রগতির
মূলে রয়েছে- ইন্টিগ্রেটেড সার্কিট (আইসি);
২. কম্পিউটারের ব্রেইন হলো- Microprocessor
৩. আধুনিক কম্পিউটারের জনক বলা হয়- চার্লস
ব্যাবেজ কে;
৪. কম্পিউটারের আবিস্কারক- হাওয়ার্ড
অ্যইকেন;
৫. আধুনিক মুদ্রণ ব্যবস্থায় ধাতু নির্মিত
অক্ষরের প্রয়োজনীয়তা শেষ হওয়ার কারণ-
ফটো লিথোগ্রাফী;
৬. কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ
করে- সেন্ট্রাল প্রসেসিং ইউনিট;
৭. কম্পিউটারের কেন্দ্রীয় পক্রিয়াকরণ অংশ
গঠিত অভ্যন্তরীন স্মৃতি, গাণিতিক যুক্তি অংশ
ও নিয়ন্ত্রণ অংশের সমন্বয়ে;
৮. কম্পিউটারের যন্ত্রাংশ বা যন্ত্রকে বলা
হয়- হার্ডওয়্যার;
৯. কম্পিউটার পদ্ধতির দু’টি প্রধান অঙ্গ-
হার্ডওয়্যার ও সফটওয়্যার।
১০. কম্পিউটারের সমস্যা সমাধানের
উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে সাজানো
নির্দেশাবলীকে বলা হয়- প্রোগ্রাম;
১১. কম্পিউটার ভাইরাস হলো একটি
ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
১২. ইন্টারনেটের মাধ্যমে উনড়বত চিকিৎসা
পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন;
১৩. নাফিস বিন সাত্তার- বাংলাদেশী
সফটওয়্যার ইঞ্জিনিয়ার ২০০৭ সালে অস্কার
পুরস্কার অর্জন করেন;
১৪. কম্পিউটারের সফটওয়্যার বলতে বুঝায় এর
প্রোগ্রাম বা কর্মপরিকল্পনা কৌশল;
১৫. মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে
বলা হয়- এসেম্বলি;
১৬. প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের
ভাষায়;
১৭. বিশ্বব্যাপী বিপর্যয় সৃষ্টিকারী সিআইএইচ
(চেং-ইয়ং-হো) ভাইরাস ২৬ এপ্রিল ১৯৯৯
তারিখে আμমণ করে।
১৮. তারবিহীন দ্রুতগতির ইন্টারনেট সংযোগের
জন্য উপযোগী- ওয়াইম্যাক্স;
১৯. ঠঝঅঞ প্রযুক্তি ভূ-পৃষ্ঠ হতে স্যাটেলাইটে
যোগাযোগ করার জন্য ব্যবহার করা হয়;
২০. প্রম ল্যাপটপ কম্পিউটার- এপসন, ১৯৮২;
২১. পুনরাবৃত্তিমূলক কাজে কম্পিউটার বেশি
সুবিধাজনক;
২২. কম্পিউটারের ক্ষেত্রে তথ্য পরিবহনের
জন্য পরিবাহী পথকে বলা হয়- বাস;
২৩. উপাত্ত গ্রহণ ও নির্গমণ বাসের নাম
ডেটাবেস;
২৪. ওরাকল- একটি ডেটাবেস সফটওয়্যার;
২৫. ডেটাবেস সফটওয়্যার এর জন্মতারিখ হলো
একটি ফিল্ড;
২৬. শিক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে
ইঅঝওঈ প্রোগ্রাম;
২৭. System softwareথাকে Startup disc G
২৮. পাওয়ার অপেন- একটি অপারেটিং
সিস্টেম;
২৯. প্রম সফল কম্পিউটার বাজারে আসে ১৯৭৬
সালে।
৩০. কম্পিউটারের কোন বুদ্ধি বিবেচনা নেই;
৩১. কম্পিউটার ভাইরাস হলো একটি
ক্ষতিকারক প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩২. মেকিনটোশ কম্পিউটারের সাহায্যে
পৃথিবীর সব ভাষা ব্যবহারের প্র ম সুযোগ
আসে;
৩৩. কমপ্লেক্স কম্পিউটারের নক্সা তৈরী
করেন- ড. স্টিবিজ;
৩৪. ইউনিক্স অপারেটিং সিস্টেমে দুইশ’র
অধিক কমান্ড ব্যবহার করতে হয়;
৩৫. মেশিন ল্যাঙ্গুয়েজ দুইটি সংকেত সমন্বয়ে
গঠিত;
৩৬. প্রাচীন ব্যাবিলনে গণনার পদ্ধতি ছিল ২
ধরনের;
৩৭. হেক্সাডেসিমেল গণনার মৌলিক অংশ
১৬টি;
৩৮. বিশ্বের প্রম ওয়েব ব্রাউজার- মোজাইক;
৩৯. প্র ম কম্পিউটার প্রোগ্রামিং
ল্যাঙ্গুয়েজ- ফরট্রান;
৪০. লিনাক্স অপারেটিং সিস্টেমের জনক-
ট্যাভেলড লিনাক্স;
৪১. পৃথিবীর প্র ম স্বয়ংμিয় গণনার যন্ত্র-
মার্ক ১; যন্ত্রটি লম্বায় ছিল ৫১ ফুট দৈর্ঘ্য:
৪২. সবচেয়ে দ্রুতগতিসম্পনড়ব টেপ-
ম্যাগনেটিক টেপ;
৪৩. ইন্টারপ্রেটার- অনুবাদক প্রোগ্রাম;
৪৪. কম্পিউটার নেটওয়ার্ক তিন ধরনের- খঅঘ,
গঅঘ, ডঅঘ;
৪৫. কম্পিউটারে দেয়া অপ্রয়োজনীয়
ইনফরমেশনকে বলা হয়- এরননবৎরংয;
৪৬. ঋষধংয সড়ারব তে তিন ধরনের ংুসনড়ষ
ব্যবহার করা হয়।
৪৭. চযড়ঃড়ংযড়ঢ় এ এ্যাংকর পয়েন্ট ৫ প্রকার;
৪৮. তথ্য প্রযুক্তি একটি সমন্বিত প্রযুক্তি;
৪৯. বাংলাদেশে অনলাইন ইন্টারনেট সেবা
চালু হয়- ৪ জুন, ১৯৯৬ তারিখে;
৫০. বিশ্বের প্রম কম্পিউটার নেটওয়ার্ক
আরপানেট চালু হয় ১৯৬৯ সালে;
৫১. কম্পিউটার নেটওয়ার্কের বর্তমান
পরিচিতি ইন্টারনেট চালু হয় ১৯৯৪ সালে।
৫২. প্রম কম্পিউটার প্রোগ্রামার- লেডি
অ্যডা অসাস্টা বায়রন (কবি লর্ড অ্যডা
বায়রনের কন্যা);
৫৩. ম্যাক্সেমিডিয়া ফ্লাশ- একটি এনিমেশন
সফটওয়্যার;
৫৪. স্কোটিয়া- রাশিয়ার অ্যবাকাস;
৫৫. সরোবর্ণ- জাপানের অ্যবাকাস;
৫৬. ক্যলকুলেটরের সর্বেচ্চ ক্ষমতা
প্রোগ্রামিং করা;
৫৭. কী বোর্ডে ফাংশনাল কী ১২টি;
৫৮. কম্পিউটারের সুইচ অন করার সাথে সাথে
RAM এর জায়গার পরিমাণ পরীক্ষা করে
operating system
৫৯. Ok এবং Cancel অথবা Close বোতাম থাকে
Dialogue Boxএ;
৬০. বর্ণভিত্তিক অপারেটিং সিস্টেম DOS,
UNIX
৬১. Visual Basicএ দুই ধরনের ধ্রুবক থাকে;
৬২. Visual Basic এর Project এ ব্যবহৃত Object-
Procedure
৬৩. E-mail ঠিকানার ডোমেন নামের সর্বশেষ
অংশকে বলা হয় Top Level Domain (TLD)
64. LAN Ges LAN Topology- BUS, STAR, RING;
৬৫. Flash প্রোগ্রামের ভিত্তি Timeline;
৬৬. সুইজারল্যান্ডের বিজ্ঞানীগণ www
ব্যবস্থাটি উদ্ভাবন করেন ১৯৯১ সালে;
৬৭. ১৯৯৩ সালে প্রথম আবিস্কৃত ব্রাউজারের
নাম মোজাইক, আবিস্কারক- মার্ক এড্রিসন;
৬৮. ইন্টারনেট লিংক থেকে লিংকে গমণ
করাকে বলা হয় লগ ইন;
৬৯. Dial up internet connectionএ টেলিফোন
লাইন প্রয়োজন;
৭০. টেলিফোন আবিস্কৃত হয় আলেকজান্ডার
গ্রাহাম বেল কর্তৃক ১৭৮৬ সালে।
৭১. Zoom out—image ছোট করা;
৭২. Gray scale ইমেজকে সাদা-কালোতে
রূপান্তরিত করা যায় Threshold কমান্ড;
৭৩. বাংলাদেশে ইন্টারনেট সেবাদানকারী
প্রতিষ্ঠান- প্রশিকানেট, গ্রামীণ সাইবার
নেট, বাংলাদেশ অনলাইন;
৭৪. সর্বপ্রম ফটোশপ ব্যবহার হয় Apple Macintosh
কম্পিউটারে;

৭৫. ইন্টারনেটের জনক- ভিন্টন গ্রে কার্ফ;
৭৬. ডিজিটাল ক্যামেরার জনক- স্টিভেন জে
সিসোন (যুক্তরাষ্ট্র);
৭৭. ব্যাংকিং খাতে এটিএম পদ্ধতির জনক-
জন শেফার্ড ব্যারন;
৭৮. মাইক্রোসফট এর জনক- বিল গেটস (১৯৭৫);
৭৯. ওর্য়াল্ড ওয়াইড ওয়েব (WWW) এর জনক-
টিম বার্নাডস লি (সুইজারল্যান্ড, ১৯৯১);
৮০. মোবাইল ফোনের জনক- মার্টিন কুপার
(যুক্তরাষ্ট্র, ১৯৭৩);
৮১. ইয়াহু’র জনক- জেরি ইয়াং (তাইওয়ান) ও
ডেভিড ফেলো (যুক্তরাষ্ট্র),১৯৯৫;
৮২. গুগল- এর জনক- সার্জেই ব্রিন (যুক্তরাষ্ট্র,
১৯৯৮);
৮৩. ফেসবুকের জনক- মার্ক জুকারবার্গ
(যুক্তরাষ্ট্র, ২০০৪);
৮৪. টুইটারের জনক- জ্যাক ডোরসেই
(যুক্তরাষ্ট্র, ২০০৬);
৮৫. ই-বুক এর জনক- মাইকেল এস হার্ট;
৮৬. ই-মেইলের জনক- র্যা য়মন্ড স্যামুয়েল
টমলিনসন (যুক্তরাষ্ট্র);
৮৭. উইকিলিকস (সুইডেন ভিত্তিক)- এর
প্রতিষ্ঠাতা- জুলিয়ান এস্যাঞ্জ
(অষ্ট্রেলিয়া);
৮৮. কমপ্যাক্ট ডিস্ক (সিডি) এর জনক-
নোরিও ওহগা (জাপান);
৮৯. কম্পিউটার মাউসের জনক- ডগলাস
এঙ্গেলবার্ট (যুক্তরাষ্ট্র);
৯০. আধুনিক ল্যাপটপের জনক- বিল
মোগারিজ;
৯১. সার্চ ইঞ্জিনের জনক- এলান এমটাজ;
৯২. কম্পিউটার নির্মাতা প্রতিষ্ঠান অ্যপলের
প্রতিষ্ঠাতা- স্টিভ জবস (সানফ্রান্সিসকো,
যুক্তরাষ্ট্র);
৯৩. পাঞ্চ কার্ডের উদ্ভাবক- জোসেফ
ম্যারী জ্যাকুয়ার্ড;
৯৪. লগারিদম এর উদ্ভাবক- জন নেপিয়ার।

সংগৃহীত
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]