- Sat Jun 30, 2018 1:28 am#299
১। 'জাতিসংঘ' নামটি প্রস্তাব করেন- মার্কিন রাষ্ট্রপতি রুজভেল্ট
২। প্যালেস্টাইনের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহিত প্রস্তাব - ২৪২নং প্রস্তাব, ১৯৬৭ সালে গৃহিত।
৩। জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী আঞ্চলিক সমুদ্র সীমানা- ১২ নটিক্যাল মাইল
৪। ইউ.এন.ডি.পি. এর প্রধানকে বলা হয়- প্রশাসক
৫। ইউনেস্কো শান্তি পুরস্কারের অফিসিয়াল নাম- ফেলিক্স হোফেট বয়গ্নি পুরস্কার
৬। জর্ডান নদীর তীরে অবস্থিত- পশ্চিম তীর
৭। বিখ্যাত চৌদ্দ দফা পেশ করেন- মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
৮। গ্যাট এর উরুগুয়ে রাউন্ডের আলোচনা শুরু হয়- ১৯৮৬ সালে
৯। এজেন্ডা-২১ গৃহিত হয়- ধরিত্রী সম্মেলনে, ১৯৯২ সালে
১০। সার্ক সনদে লক্ষ্য আছে- ৮টি
১১।আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি-২০১৭ তে প্রথম সেঞ্চুরি করেন কে?
কজো রুট খ) বিরাট কোহলি গ) মরগ্যান ঘ) তামিম ইকবাল
উঃ তামিম ইকবাল
১২।চীন-ভারত যুদ্ধ হয় কত সালে?
ক) ১৯৫৫ খ) ১৯৬০ গ) ১৯৬২ ঘ) ১৯৬৫
উঃ ১৯৬২
১৩। ভারতের ২৯ তম রাজ্য কোনটি?
ক) হরিয়ানা খ) পুনে গ) তেলেঙ্গানা ঘ) তামিলনাড়ু
উঃ তেলেঙ্গানা
১৪। 'সম্প্রতি ইয়াহুকে কিনে নিয়েছে কোন প্রতিষ্ঠান?
ক) গুগল
খ) ফেইসবুক
গ) মাইক্রোসফট
ঘ) ভেরিজোন
উঃ ভেরিজোন
১৫। আইসিসির ১১ তম টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দেশ কোনটি?
ক) আয়ারল্যান্ড খ) আফগানিস্তান গ) নামিবিয়া ঘ) কানাডা
উঃ আয়ারল্যান্ড
১৬। হংকং পুনরায় চীনের অধীনে আসে কত সালে?
ক) ১৯৯৫ খ) ১৯৯৭ গ) ১৯৯৯ ঘ) ২০০৭
উঃ ১৯৯৭
১৭। 'এক দেশ এক কর' কোন দেশে চালু হয়েছে?
ক,ভারত খ) চীন গ) রাশিয়া ঘ) যুক্তরাজ্য
উঃ ভারত
১৮। সর্বপ্রথম কোন দেশে 'MOAB' বোমা নিক্ষেপ করা হয়?
ক) সিরিয়া খ) ইয়েমেন গ) ইরাক ঘ) আফগানিস্তান
উঃ আফগানিস্তান
১৯।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জন নারী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিয়ে রচিত বই প্রকাশিত হয়েছে কোন দেশ থেকে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) ভারত
উঃ যুক্তরাষ্ট্র
২০।জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
ক) রাশিয়া খ) ইংল্যান্ড গ) আমেরিকা ঘ) চীন
উঃ আমেরিকা
২১।বঙ্গোপসাগর ও আন্দামান সাগরকে পৃথক করেছে কোন দ্বীপ?
ক) শ্রীলংকা খ) আন্দামান ও নিকোবর গ) মালদ্বীপ ঘ) লাক্ষাদ্বীপ
উঃ আন্দামান ও নিকোবর
২২।সম্প্রতি উত্তর কোরিয়ার উৎক্ষেপিত আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে আঘাত আনতে সক্ষম?
ক) আলাস্কা খ) হাওয়াই গ) মিশিগান ঘ) নিউইয়র্ক
উঃ আলাস্কা
২৩।বর্তমানে পৃথিবীতে মেগাসিটি কতটি?
ক) ২১টি খ) ২৮ টি গ) ৩১টি ঘ) ৩৪টি
উঃ ৩১
২৪।সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত করেছে কোন সংস্থা?
ক) WHO খ) ILO গ) UNESCO ঘ) UNDP
উঃ WHO
২৫।এলএনজি আমদানির জন্য বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করেছে?
ক) রাশিয়া খ) কাতার গ) কুয়েত ঘ) ইরান
উঃ কাতার।
২। প্যালেস্টাইনের ব্যাপারে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের গৃহিত প্রস্তাব - ২৪২নং প্রস্তাব, ১৯৬৭ সালে গৃহিত।
৩। জাতিসংঘের সমুদ্র বিষয়ক আইন অনুযায়ী আঞ্চলিক সমুদ্র সীমানা- ১২ নটিক্যাল মাইল
৪। ইউ.এন.ডি.পি. এর প্রধানকে বলা হয়- প্রশাসক
৫। ইউনেস্কো শান্তি পুরস্কারের অফিসিয়াল নাম- ফেলিক্স হোফেট বয়গ্নি পুরস্কার
৬। জর্ডান নদীর তীরে অবস্থিত- পশ্চিম তীর
৭। বিখ্যাত চৌদ্দ দফা পেশ করেন- মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসন
৮। গ্যাট এর উরুগুয়ে রাউন্ডের আলোচনা শুরু হয়- ১৯৮৬ সালে
৯। এজেন্ডা-২১ গৃহিত হয়- ধরিত্রী সম্মেলনে, ১৯৯২ সালে
১০। সার্ক সনদে লক্ষ্য আছে- ৮টি
১১।আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি-২০১৭ তে প্রথম সেঞ্চুরি করেন কে?
কজো রুট খ) বিরাট কোহলি গ) মরগ্যান ঘ) তামিম ইকবাল
উঃ তামিম ইকবাল
১২।চীন-ভারত যুদ্ধ হয় কত সালে?
ক) ১৯৫৫ খ) ১৯৬০ গ) ১৯৬২ ঘ) ১৯৬৫
উঃ ১৯৬২
১৩। ভারতের ২৯ তম রাজ্য কোনটি?
ক) হরিয়ানা খ) পুনে গ) তেলেঙ্গানা ঘ) তামিলনাড়ু
উঃ তেলেঙ্গানা
১৪। 'সম্প্রতি ইয়াহুকে কিনে নিয়েছে কোন প্রতিষ্ঠান?
ক) গুগল
খ) ফেইসবুক
গ) মাইক্রোসফট
ঘ) ভেরিজোন
উঃ ভেরিজোন
১৫। আইসিসির ১১ তম টেস্ট স্ট্যাটাস প্রাপ্ত দেশ কোনটি?
ক) আয়ারল্যান্ড খ) আফগানিস্তান গ) নামিবিয়া ঘ) কানাডা
উঃ আয়ারল্যান্ড
১৬। হংকং পুনরায় চীনের অধীনে আসে কত সালে?
ক) ১৯৯৫ খ) ১৯৯৭ গ) ১৯৯৯ ঘ) ২০০৭
উঃ ১৯৯৭
১৭। 'এক দেশ এক কর' কোন দেশে চালু হয়েছে?
ক,ভারত খ) চীন গ) রাশিয়া ঘ) যুক্তরাজ্য
উঃ ভারত
১৮। সর্বপ্রথম কোন দেশে 'MOAB' বোমা নিক্ষেপ করা হয়?
ক) সিরিয়া খ) ইয়েমেন গ) ইরাক ঘ) আফগানিস্তান
উঃ আফগানিস্তান
১৯।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৮ জন নারী প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নিয়ে রচিত বই প্রকাশিত হয়েছে কোন দেশ থেকে?
ক) যুক্তরাষ্ট্র খ) যুক্তরাজ্য গ) কানাডা ঘ) ভারত
উঃ যুক্তরাষ্ট্র
২০।জলবায়ু চুক্তি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে কোন দেশ?
ক) রাশিয়া খ) ইংল্যান্ড গ) আমেরিকা ঘ) চীন
উঃ আমেরিকা
২১।বঙ্গোপসাগর ও আন্দামান সাগরকে পৃথক করেছে কোন দ্বীপ?
ক) শ্রীলংকা খ) আন্দামান ও নিকোবর গ) মালদ্বীপ ঘ) লাক্ষাদ্বীপ
উঃ আন্দামান ও নিকোবর
২২।সম্প্রতি উত্তর কোরিয়ার উৎক্ষেপিত আন্তঃমহাদেশীয় ক্ষেপনাস্ত্র যুক্তরাষ্ট্রের কোন রাজ্যে আঘাত আনতে সক্ষম?
ক) আলাস্কা খ) হাওয়াই গ) মিশিগান ঘ) নিউইয়র্ক
উঃ আলাস্কা
২৩।বর্তমানে পৃথিবীতে মেগাসিটি কতটি?
ক) ২১টি খ) ২৮ টি গ) ৩১টি ঘ) ৩৪টি
উঃ ৩১
২৪।সায়মা ওয়াজেদ হোসেনকে দক্ষিণ-পূর্ব এশিয়ার শুভেচ্ছা দূত করেছে কোন সংস্থা?
ক) WHO খ) ILO গ) UNESCO ঘ) UNDP
উঃ WHO
২৫।এলএনজি আমদানির জন্য বাংলাদেশ কোন দেশের সাথে চুক্তি করেছে?
ক) রাশিয়া খ) কাতার গ) কুয়েত ঘ) ইরান
উঃ কাতার।