Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2413
🎯 আমার সফলতার ভিত্তিতে আমাকে বিচার করোনা, আমাকে বিচার কর আমার ব্যর্থতা এবং ব্যর্থতার পর ঘুরে দাঁড়ানোর ভিত্তিতে।
“Do not judge me by my successes, judge me by how many times I fell down and got back up again.”——–Nelson Mandela
🎯 “আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা কর, যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই”।
“I am not a saint, unless you think of a saint as a sinner who keeps on trying.”—–Nelson Mandela
ঘৃণা বিষয়ে:
“Hating clouds the mind. It gets in the way of strategy. Leaders cannot afford to hate.”——-Nelson Mandela
🎯 “ঘৃণা মনকে অন্ধকার করে দেয়। কৌশলের পথ রুদ্ধ করে দেয়। নেতাদের ঘৃণা করা সাজে না”।
🎯 “যদি কেউ ঘৃণা করতে শেখে তাহলে সে ভালবাসা শিখে নিতে পারে। ঘৃণা নয়,মানব হৃদয়ে স্বাভাবিকভাবে ভালবাসার জন্ম হয়”।
🎯 “ঘৃণা নিয়ে কেউ জন্ম গ্রহণ করে না…”।
ক্ষমা বিষয়ে:
🎯 “সাহসী মানুষের শান্তির জন্য ক্ষমা করতে ভীত নয়”।
🎯 “পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে আপনি যতটা অর্জন করতে পারবেন, তার চেয়ে ঢের বেশী অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে”।
খেলাধুলা বিষয়ে:
🎯 “যেখানে এক সময় থাকে বেদনার বসবাস, খেলাধুলা সেথায় করতে পারে আশাবাদের চাষ”।
নেতৃত্ব বিষয়ে:
🎯 “পেছন থেকে নেতৃত্ব দাও- আর সাথে অন্যদের বিশ্বাস দাও যে নেতার আছে সম্মুখসারিতে”।
বর্ণবাদ বিষয়ে:
🎯 “আমি বর্ণবাদকে ঘৃণা করি কারণ এটা একটা বর্বর বিষয়, তা সে কালো বা সাদা যে কোন মানুষের কাছ থেকে আসুক না কেন”।
দৃঢ়তা বিষয়ে :
🎯 “সবসময়, যতক্ষণ না কাজ সমাধা হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয়।”
🎯 “যে কোন কিছুতে ভীত নয়; সে নয়, বরঞ্চ যে ভয়কে জয় করে সেই হচ্ছে প্রকৃত সাহসী।”
🎯 “সম্মান তাদের প্রাপ্য, যারা কখনো সত্যকে পরিত্যাগ করে না, এমনকি যখন পরিস্থিতি অন্ধকারচ্ছন্ন এবং বেদনাদায়ক”
স্বাধীনতা বিষয়ে:
🎯 “কেবল শৃঙ্খলহীন হওয়া নয়, বরং স্বাধীন হওয়া মানে শ্রদ্ধা এবং অন্যের স্বাধীনতা বৃদ্ধির সাথে বসবাস”।
শিক্ষা সম্বন্ধে:
🎯 “শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যার মধ্যে দিয়ে পৃথিবীকে বদলে ফেলা যায়”।
বন্দীদশা সম্বন্ধে :
🎯 “বলা হয়ে থাকে যে সত্যিকার অর্থে কেউ একটি জাতিকে জানতে পারে না যতক্ষণ না কেউ একজন এর কারাগারে বন্দী থাকে”।
দায়িত্ব সম্বন্ধে :
🎯 “যখন একজন মানুষ বিবেচনা করা যে নিজ জাতি এবং স্বদেশের প্রতি সে তার দায়িত্ব পালন করেছে, তখন সে শান্তিতে মৃত্যু বরণ করতে পারে”।
🎯 ‘শেষ না হওয়া পর্যন্ত কোনো কাজ সব সময় অসম্ভব মনে হয়’
🎯 ‘সুউচ্চ পাহাড়ে ওঠার পরই কেউ আবিষ্কার করে, এ রকম আরো অনেক পাহাড় রয়েছে, যাতে আরোহণ করা যায়’
🎯 ‘পতনের ভয়ে থাকার চেয়ে মিথ্যার মধ্যে থাকা বেশি গৌরবের মনে হয় কিন্তু উত্থানের সময় আমরা বারবার পড়ে যাই’
🎯 ‘শত্রুর সঙ্গে শান্তি স্থাপন করতে চাইলে শত্রুর সঙ্গে কাজ করতে হবে’
🎯 ‘শিক্ষা সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যা বিশ্বটাকে বদলে দিতে ব্যবহার করা যায়’
🎯 ‘যখন একজন মানুষ তার বিশ্বাস মতো জীবনযাপন থেকে প্রত্যাখ্যাত হয়, তখন আইন অমান্য করা ছাড়া তার কোনো পথ থাকে না’
🎯 ‘একটি চিন্তাশীল মাথা ও একটি ভালো হৃদয়ের দারুণ সমন্বয় হতে পারে কিন্তু সেই সঙ্গে যখন একটি শিক্ষিত কণ্ঠ বা কলম যোগ করা হয় তখন তা হয় অসাধারণ সমন্বয়’
🎯 ‘পেছন থেকে নেতৃত্ব দাও এবং অন্যদের ভাবতে দাও- তারা সামনে আছে’
🎯 ‘সফলতা দিয়ে আমাকে বিচার কোরো নাআমি কতবার পরাস্ত হয়েছি এবং কতবার আবার ঘুরে দাঁড়িয়েছি তা দিয়ে আমাকে বিচার কোরো’
🎯 আমিই আমার হৃদয়ের রাজধানী’ !
🎯 “নেতৃত্ব দানের জন্য তোমাকে থাকতে হবে পেছনে এবং অন্যদের রাখতে হবে সামনে। বিশেষ করে বিজয় উৎসব ও সুন্দর ঘটনার সময় তোমার পেছনে থাকাই ভালো। তবে বিপজ্জনক মুহূর্তে তোমাকে অবশ্যই সামনে অবস্থান নিতে হবে। তাহলে জনগণ তোমার নেতৃত্বের প্রশংসা করবে।”
—————-নেলসন মেন্ডেলা

সংগৃহীত
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]