Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2364
১)স্যার ফজলে হাসান আবেদ মারা যান=২০ ডিসেম্বর, ২০১৯
২)শিক্ষাক্ষেত্রে বিশ্বে সবচেয়ে বড় পুরস্কার ইদান পুরস্কার(২০১৯) পান =ফজলে হাসান আবেদ(এটি দেয়া হয় হংকং থেকে,একে শিক্ষা ক্ষেত্রের নোবেল পুরস্কার বলা হয়)
৩)ম্যান বুকার পুরস্কার ২০১৯ পান=জোখা আরহারথি(ওমান)
৪) শাখারভ পুরস্কার ২০১৯ পান=অধ্যাপক ইলহাম তোহতি
৫)সার্ক সাহিত্য পুরস্কার ২০১৯ পান=অধ্যাপক আনিসুজ্জামান (১ম বাংলাদেশী হিসাবে এ পুরস্কার পান=শামসুর রহমান, ২০০১ সালে)
৬)প্রথম বারের মত যৌথ ভাবে সসম্মানজনক সাহিত্য পুরস্কার বুকার পুরস্কার-২০১৯ পান ২ নারী।
#মার্গারেট অডউট(কানাডা)
#বার্নারডাইন এভারিস্টো(যুক্তরাজ্য)
৭)৯২ তম অস্কার পুরস্কার পায় =প্যারাসাইট চলচিত্র (পরিচালক =বং জুন-হো),এটি দক্ষিণ কোরিয়ার চলচিত্র।
৮)নোবেল পুরস্কার-২১০৯
#শান্তি=আবি আহমেদ আলী(ইথিওপিয়ান)
#সাহিত্য =পিটার হ্যান্ডস(২০১৯,অস্ট্রিয়া)
ওলগা তোকারজুক(২০১৮,পোল্যান্ড)
#অর্থনীতি =অভিজিৎ ব্যনার্জি,এস্থার দুফলো,মাইকেল ক্রেমার।
৯)ঠাকুর শান্তি পুরস্কার ২০১৮ পান =শেখ হাসিনা (দেয় কলকাতা এশিয়াটিক সোসাইটি)
১০)ড.কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সিলেন্স পুরস্কার পান=শেখ হাসিনা
১১)স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ পুরস্কার পিএম শেখ হাসিনা দেন =ইউনিসেফ
১২)ভ্যাক্সিন হিরো পুরস্কার পান=মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা(দেয় জিএভিয়াই)
১৩)২১ এ পদক ২০২০ পায় ২১ জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠান,, প্রতিষ্ঠান্টির নাম= বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট।
১৪)বঙ্গবন্ধু কে নিয়ে নির্মিত চলচ্চিত্র পরিচালনা করবেন= শ্যাম বেনেগাল
১৫)জাতির জনক বঙ্গবন্ধুর ৩য় গ্রন্থ= আমার দেখা নয়া চীন।
#প্রকাশকাল =বাংলা একাডেমি, ২ ফেব্রুয়ারি ২০২০,অমর একুশে বই মেলায়।
#ইংরেজিতে অনুবাদক=অধ্যাপক ফকরুল আলম
#বইটির ভূমিকা লিখেন=শেখ হাসিনা
১৬)অসমাপ্ত আত্মজীবনী প্রকাশিত হয়=জুন ২০১২
#প্রকাশ ক'রে =দি ইউনিভার্সিটি প্রেস
#অনূদিত ভাষা =১৩ টি(সর্বশেষ =ইতালীয়)
#প্রকাশিত ভাষা=১৪
#ইংরেজি অনুবাদক =অধ্যাপক ফকরুল আলম
১৭)জাতিসংঘ তে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি =রাবাব ফাতিমা
১৮)OIC এর ইয়ুথ ক্যাপিটাল ২০২০ নির্বাচিত হয়েছে= ঢাকা
১৯)জাতিসংঘের ৭৪ তম অধিবেশনে যে দেশের প্রেসিডেন্ট অংশগ্রহণ করেনি= রাশিয়া
২০)সার্ক এর ১৪ তম মহাসচিব = এসালা ওয়েরাকুন(শ্রীলঙ্কা)
২১)ন্যাটো এর বর্তমান সদস্য =২৯, সর্বশেষ = মন্টিনিগ্রো
২২)AIIB এর বর্তমান সদস্য =৭৬,সর্বশেষ =আলজেরিয়া
২৩)ইন্টারপোল এর বর্তমান সদস্য =১৯৪,সর্বশেষ = ভানুয়াতু
২৪)আন্তর্জাতিক অপরাধ আদালত এর বর্তমান সদস্য =১২৩,সর্বশেষ =কিরিবাতি
২৫)আইএমএফ এর প্রধান নির্বাহী =বুলগেরিয়ার ক্রিস্টালিনা জর্জিয়েভা
২৬)ফিফার বর্তমান প্রেসিডেন্ট =জিয়ান্নি ইনফান্তিনো(সুইজারল্যান্ড)
২৭)বিশ্বব্যাংকের ১৩ তম প্রেসিডেন্ট =ড্যাভিট ম্যাল্পাস(আমেরিকা)
২৮)কমনওয়েলথ এর বর্তমান চেয়ারপার্সন=বরিস জনসন(যুক্তরাজ্য)
২৯)দেশের তৈরি নতুন লেপটপ= তালপাতা
৩০)দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে ১১৯ তম দেশ হিসাবে বাংলাদেশে ই-পাসপোর্ট কার্যক্রম শুরু হয়=২২ জানুয়ারি ২০২০
৩১)ই-পাসপোর্ট হবে ৫ বছর ও ১০ বছর মেয়াদি (১৮ বছরের নিচে & ৫৫ বছরের বেশি বয়সিদের দেয়া হবে ৫ বচ্ছর মেয়াদি পাসপোর্ট)
৩২)ই-পাসপোর্ট এ ৩৮ ধরনের নিরাপত্তা ফিচার আছে।

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]