Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#282
০১)প্রথম বাংলাদেশি হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করে?
__মোহাম্মদ পনির হোসেন।

০২)আকাশবীণা,হংসবলাকা,গাঙচিল ও রাজহংস কী?
__বাংলাদেশের প্রস্তাবিত ৪টি বিমানের নতুন নাম।

০৩)বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স সীমা কত?
__৫৯ বছর(পূর্বে ৬৭ বছর ছিল)

০৪)পাটের আঁশ থেকে পঁচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন কে?
__অধ্যাপক মোবারক আহমদ খান।

০৫) ২০১৮ সালে "গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড"পান কে?
__প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

০৬) ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন কত?
__৯১.৩১ বর্গ কিলোমিটার।

০৭)বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
__চীন(২য় ভারত)

০৮)বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
__Hong Kong-Zhuhai-Macau Bridge. (HKZMB)

০৯)বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।

১০) ২০১৮ সালে কোন দুটি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে?
__যুক্তরাষ্ট্র-চীন

১১) বিশ্বের প্রথম বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল কবে?
__১৯৩০ সালে।

১২) ২০১৮ সালে কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশগুলোর নাম কী?
__যুক্তরাজ্য, সিঙ্গাপুর,কানাডা
(বাংলাদেশ-২৪তম)

১৩) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হচ্ছে?
__সৈয়দপুরে।

১৪) বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে?
__২৩ এপ্রিল, ২০১৮।

১৫) জাতীয় ভোটার দিবস কবে?
__১ মার্চে। অন্যান্য দেশে পালন করে...
__ভারতে→২৫ জানুয়ারি
__নেপালে→১৯ ফেব্রুয়ারি
__শ্রীলংকা→১ জুন
__ভুটান→১৫ সেপ্টেম্বর
__আফগানিস্তান→২৬ সেপ্টেম্বর
__পাকিস্তান→৭ ডিসেম্বর
(রমজান)

১৬)প্রবাহমান ৭১'র ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
__মাদারীপুরে

১৭) বর্তমানে দেশে পৌরসভা কতটি?
__৩২৭টি(বিলুপ্ত হয় ময়মনসিংহ পৌ.)

১৮) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ও জিডিপি কত?
__১৭৫২ ও ১৬৭৭ মা.ড.(প্রবৃদ্ধি ৭.৬৫%)

১৯) ১৯ এপ্রিল, ২০১৮ সালে সোয়াজিল্যান্ড এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
__কিংডম অফ সোয়াজিল্যান্ড।

২০) এশিয়ার ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদরদপ্তর কোথায়?
__শ্রীলংকার কলম্বোতে।

২১) বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে?
__সংযুক্ত আরব আমিরাতে।

২২) মিয়ানমার,কিউবা,সিয়েরা লিওন ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রেসিডেনের নাম কী?
__উইন মিন্ট,
__মিগুয়েল দিয়াজ-কানেল,
__জুলিয়াস মাদা বাও ও
__পলা মে উইক।

২৩) ২০১৭ সালের প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৯ম)

২৪) বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৫ম)

২৫) সম্প্রতি(১২ নভেম্বর ১৯৩৮-২৪ এপ্রিল ২০১৮)মারা যাওয়া কবি বেলাল হোসেন কোন কোন ছদ্মনামে লিখতেন?
__বল্লাল সেন,ময়ূর বাহন,সবুক্তগীন।
#___রমজান__

২৬) বাংলাদেশের প্রথম নারী উপচার্য কে?
__আনোয়ারা বেগম
(রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের পত্নী)

২৭) "ইংরেজি ভাষা দিবস"কবে?
__২৩ এপ্রিলে।

২৮)"আটকে পড়া শব্দরাজি"ও বিপ্রতীপ,কার উপন্যাস?
__মাহমুদুর রহমান মান্নার।

২৯)বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" সম্প্রতি কোন ভাষায় অনূদিত হওয়ার জন্য মোড়ক উন্মোচন করা হয়?
__তুর্কি ভাষায়।

৩০) ইত:পূর্বে কোন কোন ভাষায় "অসমাপ্ত আত্মজীবনী"অনূদিত হয়েছে?
__৬টি(ইংরেজি,জাপানি,চীনা,আরবি, ফারসি ও হিন্দিতে)

৩১)প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
__হরিশ্চন্দ্র"মুক্তি পেয়েছিল ৩মে ১৯১৩।

৩২) সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
__২০০১ সালে।

৩৩) প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__কবি শামসুর রাহমান(বাংলাদেশ)

৩৪) ২০১৮ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__নাজিবুল্লাহ মানালাই(আফগানিস্তান)

৩৫) মালির রাজধানীর নাম কী?
__বামাকো।

৩৬) বিশ্বসেরা বেসরকারি উন্নয়ন সংস্থার নাম কী ও কোন দেশের?
__ব্র্যাক(বাংলাদেশ)

৩৭) কতটি অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে "ব্র্যাক"বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করেছে?
__৫০০টি।

৩৮) ২০১২ সালে প্রবর্তিক এ স্বীকৃতির মধ্যে ব্র্যাক কতবার শীর্ষস্থান দখল করেছে?
__৪ বার।

৩৯) ব্র্যাক"প্রতিষ্ঠিত হয় কত সালে?
__১৯৭২ সালে( প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ)

৪০) উইকিপিডিয়ার "মুক্ত বিশ্বকোষে"শীর্ষ ৩০ বাঙালির মাঝে প্রথম কে?
__রবীন্দ্রনাথ(২য় নজরুল,৩য় মুজিবুর..)

৪১)" দ্রগো" কী?
__জনপ্রিয় কার্টুনিস্ট যমজ মানিক ও রতনের তৈরি কার্টন চরিত্র "দ্রগো"।

৪২) ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কোন ছবি?
__ভিলেজ রকস্টার্স(হিন্দি)

৪৩) বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
__১৯৭৫ সাল থেকে।

৪৪) "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ পান কোন ছবি?
__অজ্ঞাতনামা(ফরিদুর রেজা সাগরের)

৪৫) কত সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে?
__১৯১৭ সাল থেকে।

৪৬) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
__৪ মে, ১৮০০ সালে।

৪৭) দেশের প্রথম জাতীয় হেল্পডেস্ক নম্বরটি কত ছিল?
__৯৯৯

৪৮) বর্তমানে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
__৫৭টি।

৪৯) HNB কোন দেশের ব্যাংক?
__Hatton National Bank(HNB)টি শ্রীলঙ্কার। বাংলাদেশে কার্যক্রম চালাবে।

৫০) ২৮ মার্চে শুরু হওয়া বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে 'বন্দিরা'মাসে কতবার কত মিনিট কথা বলতে পারবে?
__মাসে ২ বার ১০ মিনিট করে।

৫১)বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে প্রথম কথা বলেন কে?
__টাঙ্গাইল জেলার কারাগারের কয়েদি চুয়াডাঙ্গার রাশেদুল ইসলাম।

৫২) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা পাচ্ছে?
__নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর।

৫৩) খাবার স্যালাইন প্যাকেটজাত হয় কত সাল থেকে?
__১৯৮১(শুরু-১৯৬৮,চূড়ান্তরূপদান '৬৮)

৫৪) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মূল কাজ করে বাংলাদেশের--
__(icddr,b)বিজ্ঞানীরা

৫৫) শতাব্দির সেরা উদ্ভাবন(Oral Rehydration Solution বা ORS কত কোটি শিশুর জীবন রক্ষা করছে?
__প্রায় ৫ কোটি।

৫৬) বাংলাদেশের সংবিধান অনুসারে একজন ব্যক্ত সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারবে?
__২ বার।

৫৭) এলএলজি(LLG)কী?
__তরল প্রাকৃতিক গ্যাস।

৫৮) বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হলে বিশ্বের কততম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হবে বাংলাদেশ?
__৫৭তম(সম্ভাব্য তারিখ ৭ মে)

৫৯) "বাংলা চ্যানেলের"সুইমিং এর যাত্রা শুরু হয় কত সালে?
__১৪ জানুয়ারি ২০০২ সালে।

৬০)"বাংলা চ্যানেলের"সুইমিং যাত্রার স্বপ্নদ্রষ্টা কে?
__প্রয়াত কাজী হামিদুল হক।

৬১) বাংলাদেশের বিমান বহরে যুক্ত হওয়া
৬টি বিমানের নাম কী?
__পালকি,অরুণাচল,আকাশপ্রদীপ,রাঙাপ্রভাত,মেঘদূত ও ময়ূরপঙ্খী।

৬২) বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্যানভাসের নাম কী?
__জয় বাংলা(৪০ জন চিত্রশিল্পী)

৬৩) দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন করেন কোন বিশ্ববিদ্যালয়?
__জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
(২.৮ কি.মি.। ২য় স্থানে শাবিপ্রবি)

৬৪) "ময়মনসিংহ"জেলার পূর্বে কী কী নাম ছিল?
__নাসিরাবাদ,মোমেনশাহী, নসরতশাহী।

৬৫) বর্তমান কুমিল্লা'নামটি কত সালে করা হয়?
__১৯৬০ সালে(ত্রিপুরা থেকে কুমিল্লা)

৬৬) ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka করা হয় কত সালে?
__৫ অক্টোবর, ১৯৮২ সালে।

৬৭) কত সালে নবাবগঞ্জ নাম পরিবর্তন করে "চাপাইনবাবগঞ্জ"করা হয়?
__২০০১ সালের ১ আগস্টে।

৬৮) ময়মনসিংহ পৌরসভা কত সালে গঠন করা হয়েছিল?
__১৮৬৯ সালে।

৬৯) "গিনেস ওয়াল্ড রেকর্ড করা, পরিচ্ছিন্ন ঢাকাবাসীতে কতজন অংশগ্রহণ করেছিল?
__১৫৩১৩ জন।

৭০) পূর্বে এই রেকর্ডটি কাদের ছিল?
__ভারতের গুজরাটের(৫০৫৮ জন ছিল)

৭১) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশের নাম কী?
__যুক্তরাজ্য,সিঙ্গাপুর ও কানাডা।

৭২) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
__২৪তম(৫৩টির মধ্যে)

৭৩) মাথাপিছু কম মাংস গ্রহণের দেশ কোনটি?
__বাংলাদেশ(প্রতিজনে ৪কেজি)

৭৪) মাথাপিছু বেশি মাংস গ্রহণের দেশ কোনটি?
__যুক্তরাষ্ট্র(১২০.২ কেজি)

৭৫) বৈশ্বিক অভিবাসী ও প্রবাসী আয় সূচকে বাংলাদেশ কততম?
__৯ম(শীর্ষে ভারত)

৭৬) অভিবাসী হয়েছে এমন শীর্ষদেশের নাম কী?
__ভারত(১৬.৪মিলিয়ন)

৭৭) অভিবাসী হয়েছে এমন বাংলাদেশের অবস্থান কত?
__৫ নম্বরে(৭.৮ মিলিয়ন)

৭৮) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
__১৪৬

৭৯) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
__নরওয়ে(খারাপ উত্তর কোরিয়া)

৮০) বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের নাম কী?
__যুক্তরাষ্ট্র ও চীন।

৮১) আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে?
__বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ

৮২) এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে ২২বছর ক্ষমতায় থাকা একমাত্র প্রধানমন্ত্রীর নাম কী?
__মাহাথির মোহাম্মদ(৯২)

৮৩) বর্তমানে ফরাসি প্রেসিডেনের নাম কী?
__ইমানুয়েল ম্যাক্রোঁ।

৮৪) বর্তমানে ফরাসি প্রধানমন্ত্রীর নাম কী?
__এডওয়ার্ড ফিলিপ।

৮৫) বর্তমানে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে আসন সংখ্যা কত?
__৫৭৭টি ও ৩৪৮টি।

৮৬) সৌদি আরবে প্রথম প্রদর্শিত সিনেমার নাম কী?
__Black panther(১৮এপ্রিল,২০১৮)

৮৭) বিশ্বের সবচেয়ে বড় সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে কোন দেশে?
__সৌদি আরবে।

৮৮) বিশ্বের প্রথম বাণিজ্যিক "হাইপারলুপ"চালু হবে কোন দেশে?
__সংযুক্ত আরব আমিরাতে।

৮৯)"হাইপারলুপ"ঘণ্টায় কত কিলোমিটার পথ যাবে?
__১২০০কিলোমিটার বেগে।

৯০) "হাইপারলুপ"যাতায়াত ধারাণার প্রবর্তক কে?
_মার্কিন উদ্ভাবক ইলন মাস্ক(২০১৩সালে)

৯১) কমনওয়েলথ কত সালে গঠন করা হয়?
__১৯৩১ সালে।

৯২)কমনওয়েলথ এর বর্তমান প্রধান কে?
_প্রিন্স চার্লস(রানী ২য়এলিজাবেথের পুত্র)

৯৩) বর্তমানে কমনওয়েলথ জুটের সদস্য সংখ্যা কত?
__৫৩টি(১৬টি দেশের প্রধান ব্রিটিশ রাজ)

৯৪) সোয়াজিল্যান্ডের নতুন নাম "ইসওয়াতিনি"শব্দের অর্থ কী?
__সোয়াজিদের ভূমি।

৯৫) সোয়াজিল্যান্ড কোন দেশের কাছ থেকে কত সালে স্বাধীনতা লাভ করে?
__যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৬৮ সালে

৯৬) পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা কে?
__মারভিয়া মালিক।

৯৭) ভারতে মাতৃত্বকালীন ছুটি কত মাস করা হয়েছে?
__৬ মাস।

৯৮) কাতারের বর্তমান আমির কে?
__তামিম বিন হামাদ আল-থানি

৯৯) কাতারের সেনাবাহিনিতে অবশ্যই ১ বছর চাকরি করতে হবে কত বছর বয়স্ক পুরুষদের?
__১৮-৩৫(না করলে কারা ভোগ অথবা ১৩,৭০০-৮২০০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে)

১০০) তুরস্কের সবচেয়ে বড় দ্বীপের নাম কী?
__গোকসিয়াডা

১০১) জাপানে বর্তমানে কতটি সক্রিয় আগ্নেয়গিরি আছে?
__১১০টিরও বেশি।

১০২) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
__হেনরি ডুনাল্ড।

১০৩) উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি কে?
__প্রেসিডেন্ট কিমের স্ত্রী রি সোল জুক।

১০৪) কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু(HKZMB)চালু হতে যাচ্ছে?
__চীনে(১ জুলাই,২০১৮)

১০৫) Hong Kong-Zhuhai-Macau Bridge(HKZMB) কত কিলো/মাইল/লম্বা?
__৫৫ কিমি/৩৪ মাইল।

১০৬) বিশ্বের সবচেয়ে বড় প্রকল্পের নাম কী?
__চীনের "আকাশ নদী নেটওর্য়াক"।

১০৭) বিশ্বের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্রের নাম কী?
__কিউবা।

১০৮) কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে?
__মিগুয়েল দিয়াজ-কানেল
(১৮ এপ্রিল,২০১৮)

১০৯) ৫৭ বছর বয়সী মিগুয়েল কানেল কতটি ভোটে প্রেসিডেন্টট পদে জয়ী হন?
__৬০৪ ভোটের মধ্যে ৬০৩ ভোট পেয়ে।

১১০) কিউবার রাজধানীর নাম কী?
__হাভানা
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1008 Views
    by rana
    0 Replies 
    2799 Views
    by monideb21
    0 Replies 
    2604 Views
    by ahasan01921
    1 Replies 
    1415 Views
    by anwar
    2 Replies 
    1912 Views
    by bakeer
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]