- Mon Jun 25, 2018 8:54 pm#282
০১)প্রথম বাংলাদেশি হিসেবে কে পুলিৎজার পুরস্কার লাভ করে?
__মোহাম্মদ পনির হোসেন।
০২)আকাশবীণা,হংসবলাকা,গাঙচিল ও রাজহংস কী?
__বাংলাদেশের প্রস্তাবিত ৪টি বিমানের নতুন নাম।
০৩)বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স সীমা কত?
__৫৯ বছর(পূর্বে ৬৭ বছর ছিল)
০৪)পাটের আঁশ থেকে পঁচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন কে?
__অধ্যাপক মোবারক আহমদ খান।
০৫) ২০১৮ সালে "গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড"পান কে?
__প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬) ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন কত?
__৯১.৩১ বর্গ কিলোমিটার।
০৭)বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
__চীন(২য় ভারত)
০৮)বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
__Hong Kong-Zhuhai-Macau Bridge. (HKZMB)
০৯)বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।
১০) ২০১৮ সালে কোন দুটি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে?
__যুক্তরাষ্ট্র-চীন
১১) বিশ্বের প্রথম বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল কবে?
__১৯৩০ সালে।
১২) ২০১৮ সালে কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশগুলোর নাম কী?
__যুক্তরাজ্য, সিঙ্গাপুর,কানাডা
(বাংলাদেশ-২৪তম)
১৩) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হচ্ছে?
__সৈয়দপুরে।
১৪) বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে?
__২৩ এপ্রিল, ২০১৮।
১৫) জাতীয় ভোটার দিবস কবে?
__১ মার্চে। অন্যান্য দেশে পালন করে...
__ভারতে→২৫ জানুয়ারি
__নেপালে→১৯ ফেব্রুয়ারি
__শ্রীলংকা→১ জুন
__ভুটান→১৫ সেপ্টেম্বর
__আফগানিস্তান→২৬ সেপ্টেম্বর
__পাকিস্তান→৭ ডিসেম্বর
(রমজান)
১৬)প্রবাহমান ৭১'র ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
__মাদারীপুরে
১৭) বর্তমানে দেশে পৌরসভা কতটি?
__৩২৭টি(বিলুপ্ত হয় ময়মনসিংহ পৌ.)
১৮) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ও জিডিপি কত?
__১৭৫২ ও ১৬৭৭ মা.ড.(প্রবৃদ্ধি ৭.৬৫%)
১৯) ১৯ এপ্রিল, ২০১৮ সালে সোয়াজিল্যান্ড এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
__কিংডম অফ সোয়াজিল্যান্ড।
২০) এশিয়ার ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদরদপ্তর কোথায়?
__শ্রীলংকার কলম্বোতে।
২১) বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে?
__সংযুক্ত আরব আমিরাতে।
২২) মিয়ানমার,কিউবা,সিয়েরা লিওন ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রেসিডেনের নাম কী?
__উইন মিন্ট,
__মিগুয়েল দিয়াজ-কানেল,
__জুলিয়াস মাদা বাও ও
__পলা মে উইক।
২৩) ২০১৭ সালের প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৯ম)
২৪) বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৫ম)
২৫) সম্প্রতি(১২ নভেম্বর ১৯৩৮-২৪ এপ্রিল ২০১৮)মারা যাওয়া কবি বেলাল হোসেন কোন কোন ছদ্মনামে লিখতেন?
__বল্লাল সেন,ময়ূর বাহন,সবুক্তগীন।
#___রমজান__
২৬) বাংলাদেশের প্রথম নারী উপচার্য কে?
__আনোয়ারা বেগম
(রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের পত্নী)
২৭) "ইংরেজি ভাষা দিবস"কবে?
__২৩ এপ্রিলে।
২৮)"আটকে পড়া শব্দরাজি"ও বিপ্রতীপ,কার উপন্যাস?
__মাহমুদুর রহমান মান্নার।
২৯)বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" সম্প্রতি কোন ভাষায় অনূদিত হওয়ার জন্য মোড়ক উন্মোচন করা হয়?
__তুর্কি ভাষায়।
৩০) ইত:পূর্বে কোন কোন ভাষায় "অসমাপ্ত আত্মজীবনী"অনূদিত হয়েছে?
__৬টি(ইংরেজি,জাপানি,চীনা,আরবি, ফারসি ও হিন্দিতে)
৩১)প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
__হরিশ্চন্দ্র"মুক্তি পেয়েছিল ৩মে ১৯১৩।
৩২) সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
__২০০১ সালে।
৩৩) প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__কবি শামসুর রাহমান(বাংলাদেশ)
৩৪) ২০১৮ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__নাজিবুল্লাহ মানালাই(আফগানিস্তান)
৩৫) মালির রাজধানীর নাম কী?
__বামাকো।
৩৬) বিশ্বসেরা বেসরকারি উন্নয়ন সংস্থার নাম কী ও কোন দেশের?
__ব্র্যাক(বাংলাদেশ)
৩৭) কতটি অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে "ব্র্যাক"বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করেছে?
__৫০০টি।
৩৮) ২০১২ সালে প্রবর্তিক এ স্বীকৃতির মধ্যে ব্র্যাক কতবার শীর্ষস্থান দখল করেছে?
__৪ বার।
৩৯) ব্র্যাক"প্রতিষ্ঠিত হয় কত সালে?
__১৯৭২ সালে( প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ)
৪০) উইকিপিডিয়ার "মুক্ত বিশ্বকোষে"শীর্ষ ৩০ বাঙালির মাঝে প্রথম কে?
__রবীন্দ্রনাথ(২য় নজরুল,৩য় মুজিবুর..)
৪১)" দ্রগো" কী?
__জনপ্রিয় কার্টুনিস্ট যমজ মানিক ও রতনের তৈরি কার্টন চরিত্র "দ্রগো"।
৪২) ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কোন ছবি?
__ভিলেজ রকস্টার্স(হিন্দি)
৪৩) বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
__১৯৭৫ সাল থেকে।
৪৪) "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ পান কোন ছবি?
__অজ্ঞাতনামা(ফরিদুর রেজা সাগরের)
৪৫) কত সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে?
__১৯১৭ সাল থেকে।
৪৬) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
__৪ মে, ১৮০০ সালে।
৪৭) দেশের প্রথম জাতীয় হেল্পডেস্ক নম্বরটি কত ছিল?
__৯৯৯
৪৮) বর্তমানে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
__৫৭টি।
৪৯) HNB কোন দেশের ব্যাংক?
__Hatton National Bank(HNB)টি শ্রীলঙ্কার। বাংলাদেশে কার্যক্রম চালাবে।
৫০) ২৮ মার্চে শুরু হওয়া বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে 'বন্দিরা'মাসে কতবার কত মিনিট কথা বলতে পারবে?
__মাসে ২ বার ১০ মিনিট করে।
৫১)বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে প্রথম কথা বলেন কে?
__টাঙ্গাইল জেলার কারাগারের কয়েদি চুয়াডাঙ্গার রাশেদুল ইসলাম।
৫২) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা পাচ্ছে?
__নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর।
৫৩) খাবার স্যালাইন প্যাকেটজাত হয় কত সাল থেকে?
__১৯৮১(শুরু-১৯৬৮,চূড়ান্তরূপদান '৬৮)
৫৪) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মূল কাজ করে বাংলাদেশের--
__(icddr,b)বিজ্ঞানীরা
৫৫) শতাব্দির সেরা উদ্ভাবন(Oral Rehydration Solution বা ORS কত কোটি শিশুর জীবন রক্ষা করছে?
__প্রায় ৫ কোটি।
৫৬) বাংলাদেশের সংবিধান অনুসারে একজন ব্যক্ত সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারবে?
__২ বার।
৫৭) এলএলজি(LLG)কী?
__তরল প্রাকৃতিক গ্যাস।
৫৮) বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হলে বিশ্বের কততম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হবে বাংলাদেশ?
__৫৭তম(সম্ভাব্য তারিখ ৭ মে)
৫৯) "বাংলা চ্যানেলের"সুইমিং এর যাত্রা শুরু হয় কত সালে?
__১৪ জানুয়ারি ২০০২ সালে।
৬০)"বাংলা চ্যানেলের"সুইমিং যাত্রার স্বপ্নদ্রষ্টা কে?
__প্রয়াত কাজী হামিদুল হক।
৬১) বাংলাদেশের বিমান বহরে যুক্ত হওয়া
৬টি বিমানের নাম কী?
__পালকি,অরুণাচল,আকাশপ্রদীপ,রাঙাপ্রভাত,মেঘদূত ও ময়ূরপঙ্খী।
৬২) বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্যানভাসের নাম কী?
__জয় বাংলা(৪০ জন চিত্রশিল্পী)
৬৩) দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন করেন কোন বিশ্ববিদ্যালয়?
__জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
(২.৮ কি.মি.। ২য় স্থানে শাবিপ্রবি)
৬৪) "ময়মনসিংহ"জেলার পূর্বে কী কী নাম ছিল?
__নাসিরাবাদ,মোমেনশাহী, নসরতশাহী।
৬৫) বর্তমান কুমিল্লা'নামটি কত সালে করা হয়?
__১৯৬০ সালে(ত্রিপুরা থেকে কুমিল্লা)
৬৬) ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka করা হয় কত সালে?
__৫ অক্টোবর, ১৯৮২ সালে।
৬৭) কত সালে নবাবগঞ্জ নাম পরিবর্তন করে "চাপাইনবাবগঞ্জ"করা হয়?
__২০০১ সালের ১ আগস্টে।
৬৮) ময়মনসিংহ পৌরসভা কত সালে গঠন করা হয়েছিল?
__১৮৬৯ সালে।
৬৯) "গিনেস ওয়াল্ড রেকর্ড করা, পরিচ্ছিন্ন ঢাকাবাসীতে কতজন অংশগ্রহণ করেছিল?
__১৫৩১৩ জন।
৭০) পূর্বে এই রেকর্ডটি কাদের ছিল?
__ভারতের গুজরাটের(৫০৫৮ জন ছিল)
৭১) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশের নাম কী?
__যুক্তরাজ্য,সিঙ্গাপুর ও কানাডা।
৭২) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
__২৪তম(৫৩টির মধ্যে)
৭৩) মাথাপিছু কম মাংস গ্রহণের দেশ কোনটি?
__বাংলাদেশ(প্রতিজনে ৪কেজি)
৭৪) মাথাপিছু বেশি মাংস গ্রহণের দেশ কোনটি?
__যুক্তরাষ্ট্র(১২০.২ কেজি)
৭৫) বৈশ্বিক অভিবাসী ও প্রবাসী আয় সূচকে বাংলাদেশ কততম?
__৯ম(শীর্ষে ভারত)
৭৬) অভিবাসী হয়েছে এমন শীর্ষদেশের নাম কী?
__ভারত(১৬.৪মিলিয়ন)
৭৭) অভিবাসী হয়েছে এমন বাংলাদেশের অবস্থান কত?
__৫ নম্বরে(৭.৮ মিলিয়ন)
৭৮) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
__১৪৬
৭৯) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
__নরওয়ে(খারাপ উত্তর কোরিয়া)
৮০) বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের নাম কী?
__যুক্তরাষ্ট্র ও চীন।
৮১) আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে?
__বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
৮২) এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে ২২বছর ক্ষমতায় থাকা একমাত্র প্রধানমন্ত্রীর নাম কী?
__মাহাথির মোহাম্মদ(৯২)
৮৩) বর্তমানে ফরাসি প্রেসিডেনের নাম কী?
__ইমানুয়েল ম্যাক্রোঁ।
৮৪) বর্তমানে ফরাসি প্রধানমন্ত্রীর নাম কী?
__এডওয়ার্ড ফিলিপ।
৮৫) বর্তমানে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে আসন সংখ্যা কত?
__৫৭৭টি ও ৩৪৮টি।
৮৬) সৌদি আরবে প্রথম প্রদর্শিত সিনেমার নাম কী?
__Black panther(১৮এপ্রিল,২০১৮)
৮৭) বিশ্বের সবচেয়ে বড় সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে কোন দেশে?
__সৌদি আরবে।
৮৮) বিশ্বের প্রথম বাণিজ্যিক "হাইপারলুপ"চালু হবে কোন দেশে?
__সংযুক্ত আরব আমিরাতে।
৮৯)"হাইপারলুপ"ঘণ্টায় কত কিলোমিটার পথ যাবে?
__১২০০কিলোমিটার বেগে।
৯০) "হাইপারলুপ"যাতায়াত ধারাণার প্রবর্তক কে?
_মার্কিন উদ্ভাবক ইলন মাস্ক(২০১৩সালে)
৯১) কমনওয়েলথ কত সালে গঠন করা হয়?
__১৯৩১ সালে।
৯২)কমনওয়েলথ এর বর্তমান প্রধান কে?
_প্রিন্স চার্লস(রানী ২য়এলিজাবেথের পুত্র)
৯৩) বর্তমানে কমনওয়েলথ জুটের সদস্য সংখ্যা কত?
__৫৩টি(১৬টি দেশের প্রধান ব্রিটিশ রাজ)
৯৪) সোয়াজিল্যান্ডের নতুন নাম "ইসওয়াতিনি"শব্দের অর্থ কী?
__সোয়াজিদের ভূমি।
৯৫) সোয়াজিল্যান্ড কোন দেশের কাছ থেকে কত সালে স্বাধীনতা লাভ করে?
__যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৬৮ সালে
৯৬) পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা কে?
__মারভিয়া মালিক।
৯৭) ভারতে মাতৃত্বকালীন ছুটি কত মাস করা হয়েছে?
__৬ মাস।
৯৮) কাতারের বর্তমান আমির কে?
__তামিম বিন হামাদ আল-থানি
৯৯) কাতারের সেনাবাহিনিতে অবশ্যই ১ বছর চাকরি করতে হবে কত বছর বয়স্ক পুরুষদের?
__১৮-৩৫(না করলে কারা ভোগ অথবা ১৩,৭০০-৮২০০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে)
১০০) তুরস্কের সবচেয়ে বড় দ্বীপের নাম কী?
__গোকসিয়াডা
১০১) জাপানে বর্তমানে কতটি সক্রিয় আগ্নেয়গিরি আছে?
__১১০টিরও বেশি।
১০২) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
__হেনরি ডুনাল্ড।
১০৩) উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি কে?
__প্রেসিডেন্ট কিমের স্ত্রী রি সোল জুক।
১০৪) কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু(HKZMB)চালু হতে যাচ্ছে?
__চীনে(১ জুলাই,২০১৮)
১০৫) Hong Kong-Zhuhai-Macau Bridge(HKZMB) কত কিলো/মাইল/লম্বা?
__৫৫ কিমি/৩৪ মাইল।
১০৬) বিশ্বের সবচেয়ে বড় প্রকল্পের নাম কী?
__চীনের "আকাশ নদী নেটওর্য়াক"।
১০৭) বিশ্বের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্রের নাম কী?
__কিউবা।
১০৮) কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে?
__মিগুয়েল দিয়াজ-কানেল
(১৮ এপ্রিল,২০১৮)
১০৯) ৫৭ বছর বয়সী মিগুয়েল কানেল কতটি ভোটে প্রেসিডেন্টট পদে জয়ী হন?
__৬০৪ ভোটের মধ্যে ৬০৩ ভোট পেয়ে।
১১০) কিউবার রাজধানীর নাম কী?
__হাভানা
__মোহাম্মদ পনির হোসেন।
০২)আকাশবীণা,হংসবলাকা,গাঙচিল ও রাজহংস কী?
__বাংলাদেশের প্রস্তাবিত ৪টি বিমানের নতুন নাম।
০৩)বর্তমানে বিজ্ঞানীদের অবসরে যাওয়ার বয়স সীমা কত?
__৫৯ বছর(পূর্বে ৬৭ বছর ছিল)
০৪)পাটের আঁশ থেকে পঁচনশীল পলিমার ব্যাগ তৈরির পদ্ধতি উদ্ভাবন কে?
__অধ্যাপক মোবারক আহমদ খান।
০৫) ২০১৮ সালে "গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড"পান কে?
__প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬) ১২তম ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়তন কত?
__৯১.৩১ বর্গ কিলোমিটার।
০৭)বিশ্বে মোবাইল ফোন সেট উৎপাদনে শীর্ষ দেশের নাম কী?
__চীন(২য় ভারত)
০৮)বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতুর নাম কী?
__Hong Kong-Zhuhai-Macau Bridge. (HKZMB)
০৯)বর্তমানে বিশ্বে তেল আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
__চীন।
১০) ২০১৮ সালে কোন দুটি দেশ বাণিজ্যযুদ্ধে জড়িয়ে পড়ে?
__যুক্তরাষ্ট্র-চীন
১১) বিশ্বের প্রথম বাণিজ্যযুদ্ধ শুরু হয়েছিল কবে?
__১৯৩০ সালে।
১২) ২০১৮ সালে কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশগুলোর নাম কী?
__যুক্তরাজ্য, সিঙ্গাপুর,কানাডা
(বাংলাদেশ-২৪তম)
১৩) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় হচ্ছে?
__সৈয়দপুরে।
১৪) বাংলাদেশ-ভারত-নেপাল বাস সার্ভিস চালু হয় কবে?
__২৩ এপ্রিল, ২০১৮।
১৫) জাতীয় ভোটার দিবস কবে?
__১ মার্চে। অন্যান্য দেশে পালন করে...
__ভারতে→২৫ জানুয়ারি
__নেপালে→১৯ ফেব্রুয়ারি
__শ্রীলংকা→১ জুন
__ভুটান→১৫ সেপ্টেম্বর
__আফগানিস্তান→২৬ সেপ্টেম্বর
__পাকিস্তান→৭ ডিসেম্বর
(রমজান)
১৬)প্রবাহমান ৭১'র ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
__মাদারীপুরে
১৭) বর্তমানে দেশে পৌরসভা কতটি?
__৩২৭টি(বিলুপ্ত হয় ময়মনসিংহ পৌ.)
১৮) বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় ও জিডিপি কত?
__১৭৫২ ও ১৬৭৭ মা.ড.(প্রবৃদ্ধি ৭.৬৫%)
১৯) ১৯ এপ্রিল, ২০১৮ সালে সোয়াজিল্যান্ড এর নাম পরিবর্তন করে কী রাখা হয়?
__কিংডম অফ সোয়াজিল্যান্ড।
২০) এশিয়ার ক্রিকেট কাউন্সিলের বর্তমান সদরদপ্তর কোথায়?
__শ্রীলংকার কলম্বোতে।
২১) বিশ্বের কোন দেশে প্রথম বাণিজ্যিক হাইপারলুপ চালু হচ্ছে?
__সংযুক্ত আরব আমিরাতে।
২২) মিয়ানমার,কিউবা,সিয়েরা লিওন ও ত্রিনিদাদ এন্ড টোবাগোর প্রেসিডেনের নাম কী?
__উইন মিন্ট,
__মিগুয়েল দিয়াজ-কানেল,
__জুলিয়াস মাদা বাও ও
__পলা মে উইক।
২৩) ২০১৭ সালের প্রবাসী আয় বা রেমিটেন্স অর্জনে শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৯ম)
২৪) বিশ্বে অভিবাসী হওয়ায় শীর্ষ দেশের নাম কী?
__ভারত(বাংলাদেশ ৫ম)
২৫) সম্প্রতি(১২ নভেম্বর ১৯৩৮-২৪ এপ্রিল ২০১৮)মারা যাওয়া কবি বেলাল হোসেন কোন কোন ছদ্মনামে লিখতেন?
__বল্লাল সেন,ময়ূর বাহন,সবুক্তগীন।
#___রমজান__
২৬) বাংলাদেশের প্রথম নারী উপচার্য কে?
__আনোয়ারা বেগম
(রাষ্ট্রপতি ইয়াজউদ্দিনের পত্নী)
২৭) "ইংরেজি ভাষা দিবস"কবে?
__২৩ এপ্রিলে।
২৮)"আটকে পড়া শব্দরাজি"ও বিপ্রতীপ,কার উপন্যাস?
__মাহমুদুর রহমান মান্নার।
২৯)বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" সম্প্রতি কোন ভাষায় অনূদিত হওয়ার জন্য মোড়ক উন্মোচন করা হয়?
__তুর্কি ভাষায়।
৩০) ইত:পূর্বে কোন কোন ভাষায় "অসমাপ্ত আত্মজীবনী"অনূদিত হয়েছে?
__৬টি(ইংরেজি,জাপানি,চীনা,আরবি, ফারসি ও হিন্দিতে)
৩১)প্রথম ভারতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম কী?
__হরিশ্চন্দ্র"মুক্তি পেয়েছিল ৩মে ১৯১৩।
৩২) সার্ক সাহিত্য পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে?
__২০০১ সালে।
৩৩) প্রথম সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__কবি শামসুর রাহমান(বাংলাদেশ)
৩৪) ২০১৮ সালে সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন কে?
__নাজিবুল্লাহ মানালাই(আফগানিস্তান)
৩৫) মালির রাজধানীর নাম কী?
__বামাকো।
৩৬) বিশ্বসেরা বেসরকারি উন্নয়ন সংস্থার নাম কী ও কোন দেশের?
__ব্র্যাক(বাংলাদেশ)
৩৭) কতটি অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে "ব্র্যাক"বিশ্ব সেরা হওয়ার গৌরব অর্জন করেছে?
__৫০০টি।
৩৮) ২০১২ সালে প্রবর্তিক এ স্বীকৃতির মধ্যে ব্র্যাক কতবার শীর্ষস্থান দখল করেছে?
__৪ বার।
৩৯) ব্র্যাক"প্রতিষ্ঠিত হয় কত সালে?
__১৯৭২ সালে( প্রতিষ্ঠা করেন স্যার ফজলে হাসান আবেদ)
৪০) উইকিপিডিয়ার "মুক্ত বিশ্বকোষে"শীর্ষ ৩০ বাঙালির মাঝে প্রথম কে?
__রবীন্দ্রনাথ(২য় নজরুল,৩য় মুজিবুর..)
৪১)" দ্রগো" কী?
__জনপ্রিয় কার্টুনিস্ট যমজ মানিক ও রতনের তৈরি কার্টন চরিত্র "দ্রগো"।
৪২) ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কোন ছবি?
__ভিলেজ রকস্টার্স(হিন্দি)
৪৩) বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার কত সাল থেকে দেওয়া হচ্ছে?
__১৯৭৫ সাল থেকে।
৪৪) "জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৬ পান কোন ছবি?
__অজ্ঞাতনামা(ফরিদুর রেজা সাগরের)
৪৫) কত সাল থেকে পুলিৎজার পুরস্কার দেওয়া হচ্ছে?
__১৯১৭ সাল থেকে।
৪৬) কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
__৪ মে, ১৮০০ সালে।
৪৭) দেশের প্রথম জাতীয় হেল্পডেস্ক নম্বরটি কত ছিল?
__৯৯৯
৪৮) বর্তমানে সব মিলিয়ে তফসিলি ব্যাংকের সংখ্যা কত?
__৫৭টি।
৪৯) HNB কোন দেশের ব্যাংক?
__Hatton National Bank(HNB)টি শ্রীলঙ্কার। বাংলাদেশে কার্যক্রম চালাবে।
৫০) ২৮ মার্চে শুরু হওয়া বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে 'বন্দিরা'মাসে কতবার কত মিনিট কথা বলতে পারবে?
__মাসে ২ বার ১০ মিনিট করে।
৫১)বন্দিদের ফোনালাপ কাৃযক্রমে প্রথম কথা বলেন কে?
__টাঙ্গাইল জেলার কারাগারের কয়েদি চুয়াডাঙ্গার রাশেদুল ইসলাম।
৫২) দেশের চতুর্থ আন্তর্জাতিক বিমানবন্দর মর্যাদা পাচ্ছে?
__নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর।
৫৩) খাবার স্যালাইন প্যাকেটজাত হয় কত সাল থেকে?
__১৯৮১(শুরু-১৯৬৮,চূড়ান্তরূপদান '৬৮)
৫৪) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্রের মূল কাজ করে বাংলাদেশের--
__(icddr,b)বিজ্ঞানীরা
৫৫) শতাব্দির সেরা উদ্ভাবন(Oral Rehydration Solution বা ORS কত কোটি শিশুর জীবন রক্ষা করছে?
__প্রায় ৫ কোটি।
৫৬) বাংলাদেশের সংবিধান অনুসারে একজন ব্যক্ত সর্বোচ্চ কতবার রাষ্ট্রপতি হতে পারবে?
__২ বার।
৫৭) এলএলজি(LLG)কী?
__তরল প্রাকৃতিক গ্যাস।
৫৮) বঙ্গবন্ধু স্যাটেলাইট উদ্বোধন করা হলে বিশ্বের কততম স্যাটেলাইট ক্ষমতাধর দেশ হবে বাংলাদেশ?
__৫৭তম(সম্ভাব্য তারিখ ৭ মে)
৫৯) "বাংলা চ্যানেলের"সুইমিং এর যাত্রা শুরু হয় কত সালে?
__১৪ জানুয়ারি ২০০২ সালে।
৬০)"বাংলা চ্যানেলের"সুইমিং যাত্রার স্বপ্নদ্রষ্টা কে?
__প্রয়াত কাজী হামিদুল হক।
৬১) বাংলাদেশের বিমান বহরে যুক্ত হওয়া
৬টি বিমানের নাম কী?
__পালকি,অরুণাচল,আকাশপ্রদীপ,রাঙাপ্রভাত,মেঘদূত ও ময়ূরপঙ্খী।
৬২) বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্যানভাসের নাম কী?
__জয় বাংলা(৪০ জন চিত্রশিল্পী)
৬৩) দেশের দীর্ঘতম আলপনা অঙ্কন করেন কোন বিশ্ববিদ্যালয়?
__জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
(২.৮ কি.মি.। ২য় স্থানে শাবিপ্রবি)
৬৪) "ময়মনসিংহ"জেলার পূর্বে কী কী নাম ছিল?
__নাসিরাবাদ,মোমেনশাহী, নসরতশাহী।
৬৫) বর্তমান কুমিল্লা'নামটি কত সালে করা হয়?
__১৯৬০ সালে(ত্রিপুরা থেকে কুমিল্লা)
৬৬) ঢাকার ইংরেজি বানান Dacca থেকে Dhaka করা হয় কত সালে?
__৫ অক্টোবর, ১৯৮২ সালে।
৬৭) কত সালে নবাবগঞ্জ নাম পরিবর্তন করে "চাপাইনবাবগঞ্জ"করা হয়?
__২০০১ সালের ১ আগস্টে।
৬৮) ময়মনসিংহ পৌরসভা কত সালে গঠন করা হয়েছিল?
__১৮৬৯ সালে।
৬৯) "গিনেস ওয়াল্ড রেকর্ড করা, পরিচ্ছিন্ন ঢাকাবাসীতে কতজন অংশগ্রহণ করেছিল?
__১৫৩১৩ জন।
৭০) পূর্বে এই রেকর্ডটি কাদের ছিল?
__ভারতের গুজরাটের(৫০৫৮ জন ছিল)
৭১) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে শীর্ষ দেশের নাম কী?
__যুক্তরাজ্য,সিঙ্গাপুর ও কানাডা।
৭২) কমনওয়েলথ উদ্ভাবনী সূচকে বাংলাদেশের অবস্থান কত?
__২৪তম(৫৩টির মধ্যে)
৭৩) মাথাপিছু কম মাংস গ্রহণের দেশ কোনটি?
__বাংলাদেশ(প্রতিজনে ৪কেজি)
৭৪) মাথাপিছু বেশি মাংস গ্রহণের দেশ কোনটি?
__যুক্তরাষ্ট্র(১২০.২ কেজি)
৭৫) বৈশ্বিক অভিবাসী ও প্রবাসী আয় সূচকে বাংলাদেশ কততম?
__৯ম(শীর্ষে ভারত)
৭৬) অভিবাসী হয়েছে এমন শীর্ষদেশের নাম কী?
__ভারত(১৬.৪মিলিয়ন)
৭৭) অভিবাসী হয়েছে এমন বাংলাদেশের অবস্থান কত?
__৫ নম্বরে(৭.৮ মিলিয়ন)
৭৮) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কত?
__১৪৬
৭৯) গণমাধ্যমের স্বাধীনতা সূচকে ১৮০টি দেশের মধ্যে শীর্ষ দেশ কোনটি?
__নরওয়ে(খারাপ উত্তর কোরিয়া)
৮০) বিশ্বের প্রথম ও দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশের নাম কী?
__যুক্তরাষ্ট্র ও চীন।
৮১) আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় কাকে?
__বর্তমান প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ
৮২) এশিয়ার সবচেয়ে দীর্ঘ সময় গণতান্ত্রিকভাবে ২২বছর ক্ষমতায় থাকা একমাত্র প্রধানমন্ত্রীর নাম কী?
__মাহাথির মোহাম্মদ(৯২)
৮৩) বর্তমানে ফরাসি প্রেসিডেনের নাম কী?
__ইমানুয়েল ম্যাক্রোঁ।
৮৪) বর্তমানে ফরাসি প্রধানমন্ত্রীর নাম কী?
__এডওয়ার্ড ফিলিপ।
৮৫) বর্তমানে ফ্রান্সের পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে আসন সংখ্যা কত?
__৫৭৭টি ও ৩৪৮টি।
৮৬) সৌদি আরবে প্রথম প্রদর্শিত সিনেমার নাম কী?
__Black panther(১৮এপ্রিল,২০১৮)
৮৭) বিশ্বের সবচেয়ে বড় সোলার প্রজেক্ট তৈরি হচ্ছে কোন দেশে?
__সৌদি আরবে।
৮৮) বিশ্বের প্রথম বাণিজ্যিক "হাইপারলুপ"চালু হবে কোন দেশে?
__সংযুক্ত আরব আমিরাতে।
৮৯)"হাইপারলুপ"ঘণ্টায় কত কিলোমিটার পথ যাবে?
__১২০০কিলোমিটার বেগে।
৯০) "হাইপারলুপ"যাতায়াত ধারাণার প্রবর্তক কে?
_মার্কিন উদ্ভাবক ইলন মাস্ক(২০১৩সালে)
৯১) কমনওয়েলথ কত সালে গঠন করা হয়?
__১৯৩১ সালে।
৯২)কমনওয়েলথ এর বর্তমান প্রধান কে?
_প্রিন্স চার্লস(রানী ২য়এলিজাবেথের পুত্র)
৯৩) বর্তমানে কমনওয়েলথ জুটের সদস্য সংখ্যা কত?
__৫৩টি(১৬টি দেশের প্রধান ব্রিটিশ রাজ)
৯৪) সোয়াজিল্যান্ডের নতুন নাম "ইসওয়াতিনি"শব্দের অর্থ কী?
__সোয়াজিদের ভূমি।
৯৫) সোয়াজিল্যান্ড কোন দেশের কাছ থেকে কত সালে স্বাধীনতা লাভ করে?
__যুক্তরাজ্যের কাছ থেকে ১৯৬৮ সালে
৯৬) পাকিস্তানের প্রথম হিজড়া সংবাদ পাঠিকা কে?
__মারভিয়া মালিক।
৯৭) ভারতে মাতৃত্বকালীন ছুটি কত মাস করা হয়েছে?
__৬ মাস।
৯৮) কাতারের বর্তমান আমির কে?
__তামিম বিন হামাদ আল-থানি
৯৯) কাতারের সেনাবাহিনিতে অবশ্যই ১ বছর চাকরি করতে হবে কত বছর বয়স্ক পুরুষদের?
__১৮-৩৫(না করলে কারা ভোগ অথবা ১৩,৭০০-৮২০০০ ডলার পর্যন্ত জরিমানা দিতে হবে)
১০০) তুরস্কের সবচেয়ে বড় দ্বীপের নাম কী?
__গোকসিয়াডা
১০১) জাপানে বর্তমানে কতটি সক্রিয় আগ্নেয়গিরি আছে?
__১১০টিরও বেশি।
১০২) রেডক্রসের প্রতিষ্ঠাতা কে?
__হেনরি ডুনাল্ড।
১০৩) উত্তর কোরিয়ার ফার্স্ট লেডি কে?
__প্রেসিডেন্ট কিমের স্ত্রী রি সোল জুক।
১০৪) কোন দেশে বিশ্বের বৃহত্তম সমুদ্র সেতু(HKZMB)চালু হতে যাচ্ছে?
__চীনে(১ জুলাই,২০১৮)
১০৫) Hong Kong-Zhuhai-Macau Bridge(HKZMB) কত কিলো/মাইল/লম্বা?
__৫৫ কিমি/৩৪ মাইল।
১০৬) বিশ্বের সবচেয়ে বড় প্রকল্পের নাম কী?
__চীনের "আকাশ নদী নেটওর্য়াক"।
১০৭) বিশ্বের একমাত্র কমিউনিস্ট রাষ্ট্রের নাম কী?
__কিউবা।
১০৮) কিউবার বর্তমান প্রেসিডেন্ট কে?
__মিগুয়েল দিয়াজ-কানেল
(১৮ এপ্রিল,২০১৮)
১০৯) ৫৭ বছর বয়সী মিগুয়েল কানেল কতটি ভোটে প্রেসিডেন্টট পদে জয়ী হন?
__৬০৪ ভোটের মধ্যে ৬০৩ ভোট পেয়ে।
১১০) কিউবার রাজধানীর নাম কী?
__হাভানা