Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2137
সাম্প্রতিক MCQ নভেম্বর ১৯

বাংলাদেশ
১. ষষ্ঠ জনশুমারি ও গৃহগণনা কবে অনুষ্ঠিত হবে?
- ২-৮ জানুয়ারি ২০২১
২. ভাওয়াইয়া ইনস্টিটিউট কোথায় স্থাপিত হবে?
- চিলমারী, কুড়িগ্রাম
৩. বর্তমানে দেশে প্রত্নত্ত্ব জাদুঘর কতটি?
- ২১টি
৪. দেশের ২১তম প্রত্নতত্ত্ব জাদুঘর কোনটি?
- আমঝুপি নীলকুঠী জাদুঘর, মেহেরপুর
৫. ১১ নভেম্বর ২০১৯ বিশ্বের কোন স্টক এক্সচেঞ্জে প্রথম ‘টাকা বন্ড’ চালু হয়?
- London Stock Exchange
৬. লন্ডন স্টক এক্সচেঞ্জে (LSE) তালিকাভুক্ত টাকা বন্ডের নামকরণ কী করা হয়েছে?
- বাংলা বন্ড
৭. দেশে ‘ই-নামজারি’ চালু হয় কবে?
- ১ জুলাই ২০১৯
৮. বর্তমানে কতটি কমিউনিটি রেডিও’র সম্প্রচার কার্যক্রম চলমান রয়েছে?
- ১৮টি
৯. দেশের ১৮তম কমিউনিটি রেডিও কোনটি?
- রেডিও বড়াল


শিক্ষা
১০. বর্তমানে কার্যক্রম চলছে এমন সরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
- ৪৬টি
১১. দেশে ৪৬তম সরকারি বিশ্ববিদ্যালয় কোনটি?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়
১২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর কে?
- এয়ার ভাইস মার্শাল এএইচএম ফজলুল হক
১৩. চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপাচার্য কে?
- অধ্যাপক ড. শিরীণ আখতার
১৪. ৩০ অক্টোবর ২০১৯ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পান কে?
- অধ্যাপক ড. আতিউর রহমান
১৫. বর্তমানে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি কোন বিশ্ববিদ্যালয়ের অধীন?
- বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোম্পেস বিশ্ববিদ্যালয়


আন্তর্জাতিক
১৬. আর্জেন্টিনার বর্তমান প্রেসিডেন্ট কে?
- আলবার্তো ফার্নান্দেজ
১৭. শ্রীলংকার বর্তমান প্রেসিডেন্ট কে?
- গোতাবায়ে রাজাপাকসে
১৮. ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের বর্তমান স্পিকার কে?
- লিন্ডসে হোয়েল
১৯. বলিভিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট কে?
- জানিন আনেজ
২০. যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে কবে বের হয়ে যাবে?
- ৪ নভেম্বর ২০২০
২১. বর্তমানে ভারতের রাজ্য সংখ্যা কতটি?
- ২৮টি
২২. ৩১ অক্টোবর ২০১৯ ভারতের কোন রাজ্যটি রাজ্যের মর্যাদা হারায়?
- জম্মু ও কাশ্মীর
২৩. বর্তমানে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল কতটি?
- ৯টি
২৪. ৩১ অক্টোবর ২০১৯ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে আত্নপ্রকাশ করে কোনটি?
- জম্মু, কাশ্মীর ও লাদাখ
২৫. শ্রীলংকার বর্তমান প্রধানমন্ত্রী কে?
- মাহিন্দা রাজাপাকসে
২৬. বুগেনভিল বর্তমানে কোন দেশের একটি প্রদেশ?
- পাপুয়া নিউগিনি
২৭. ২০১৯ সালে অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ কোনটি?
- Climate Emergency

সংস্থার প্রধান
২৮. আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (IAEA) ষষ্ঠ মহাপরিচালক কে?
- রাফায়েল মারিয়ানো গ্রসি (আর্জেন্টিন)
২৯. ৪ নভেম্বর ২০১৯ আর্কএশিয়ার (ARCASIA) প্রেসিডেন্ট নির্বাচিত হন কে?
- ড. আবু সাঈদ এম আহমেদ (বাংলাদেশ)

সংস্থার সদস্য
৩০. ১ জানুয়ারি ২০২০ কোন দেশ OPEC ত্যাগ করবে?
- ইকুয়েডর
৩১. বর্তমানে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর পূর্ণাঙ্গ সদস্য দেশ কতটি?
- ৭৫টি
৩২. ১ নভেম্বর ২০১৯ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক (AIIB)-এর ৭৫তম পূর্ণাঙ্গ সদস্যপদ লাভ করে কোন দেশ?
- ইকুয়েডর
৩৩. ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স (WSA)-এর সদস্য দেশ কতটি?
- ৩৪টি
৩৪. ১৭ নভেম্বর ২০১৯ ওয়ার্ল্ড স্পোর্টস অ্যালায়েন্স (WSA)-এর ৩৪তম সদস্যপদ লাভ করে কোন দেশ?
- বাংলাদেশ


সম্মেলন
৩৫. ৩৫তম আসিয়ান শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়?
- ২-৪ নভেম্বর ২০১৯
৩৬. ৩৫তম আসিয়ান শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- ব্যাংকক, থাইল্যান্ড
৩৭. ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 25) কবে অনুষ্ঠিত হবে?
- ২-১৩ ডিসেম্বর ২০১৯
৩৮. ২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন (COP 25) কোথায় অনুষ্ঠিত হবে?
- মাদ্রিদ, স্পেন
৩৯. দশম D8 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- এপ্রিল ২০২০
৪০. দশম D8 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- ঢাকা, বাংলাদেশ

রিপোর্ট-সমীক্ষা
৪১. ২০১৯ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র
৪২. ২০১৯ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- নিরক্ষীয় গিনি
৪৩. ২০১৯ সালের বৈশ্বিক স্বাস্থ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ১১৩তম
৪৪. ২০১৯ সালের বৈশ্বিক দানশীলতা সূচকে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র
৪৫. ২০১৯ সালের বৈশ্বিক দানশীলতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি?
- চীন
৪৬. ২০১৯ সালের বৈশ্বিক দানশীলতা সূচকে বাংলাদেশের অবস্থান কততম?
- ৮১ তম
৪৭. ২০১৮ সালে জাহাজ ভাঙায় শীর্ষ দেশ কোনটি?
- বাংলাদেশ


ক্রীড়াঙ্গন
৪৮. ১০ নভেম্বর ২০১৯ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বাদশ হ্যাটট্রিক করেন কে?
- দীপক চাহার (ভারত)
৪৯. বাংলাদেশের ১১তম ও বর্তমান টেস্ট অধিনায়ক কে?
- মুমিনুল হক
৫০. ৩ নভেম্বর ২০১৯ টি২০ ক্রিকেটের ১০০০তম ম্যাচটিতে জয়লাভ করে কোন দেশ?
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1872 Views
    by masum
    0 Replies 
    4349 Views
    by apple
    0 Replies 
    6 Views
    by tasnima
    0 Replies 
    1514 Views
    by bdchakriDesk
    0 Replies 
    1843 Views
    by bdchakriDesk

    ৬ হাজারি ক্লাবে প্রথম বাংলাদেশি : প্রথম বাংলাদেশি […]

    ১. পিএল ও কখন গঠিত হয়?- ১৯৬৪ সালে । ২. পিএলও এর স[…]

    ১.যুদ্ধ পরাধীদের বিচার সংক্রান্ত সংবিধানের অনুচ্ছে[…]