Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#266
১।"বাংলাদেশ দিবস" কোথায় পালিত হয় ?
-নেদারল্যান্ড
২।বিশ্বের সবচেয়ে কার্যকর সোলার এনার্জি সেল উদ্ভাবক কে ?
= ড.জামালউদ্দিন (বাংলাদেশ)
৩। বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত ?
=১২ নটিক্যাল মাইল।
৪।মেগাসিটির দিক থেকে ঢাকার অবস্থান কততম ?
= ১৯তম। মোট ২৭ টি রয়েছে
৫।দেশের প্রথম ভূগর্ভস্থ জাদুঘর (আন্ডারগ্রাউন্ড মিউজিয়াম) কোথায় অবস্থিত?
=সোহরাওয়ার্দী উদ্যান, ঢাকা। (নোট:মাটির নিচে প্রায় ২৪ ফুট গভীরে দ্বিতল ভবনবিশিষ্ট জাদুঘরটি ৭ মার্চ ২০১১ জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।)
৬।জাতিসংঘে বাংলাদেশে চাঁদার হার কত ?
=০.০১ শতাংশ।
৭।ওরে নীল দরিয়া.....
সালাম সালাম হাজার সালাম.....
তুমি কি দেখেছ কভু জীবনের পরাজয়....গানগুলো শিল্পী কে ?
= আব্দুল জব্বার
৮।কাগজবিহীন বাণিজ্য সহজীকরণ চুক্তিতে সর্বপ্রথম স্বাক্ষর করে
= বাংলাদেশ
৯।কটকা সমুদ্র সৈকত কোথায় অবস্থিত ?
= সুন্দরবনে
১০।২৯ - ৩০ জুলাই ২০১৭ 'পানি সম্মেলন' অনুষ্ঠিত হয়?
-- ঢাকা , বাংলাদেশ ।
১১। পার্বত্য চট্টগ্রামে প্রাচীন অধিবাসী কোনটি ?
= মুরং বা ম্রো
১২।খাসিয়ার গ্রামগুলো কী নামে পরিচিত ?
=পুঞ্জি
১৩।চাকমাদের গ্রামগুলো কী নামে পরিচিত ?
= আদাম
১৪।সাঁওতালদের গ্রাম প্রধানদের কী বলে ?
= মাজি
১৫।" লাওরা" রা কোন ধর্মের অনুসারী ?
= ইসলাম
১৬।"দামতুয়া জলপ্রপাত " কোথায় অবস্থিত ?
=আলীকদম, বান্দরবান।
১৭।২০১৭ সালের বৈশ্বিক জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান কততম?
- ৬ষ্ঠ
১৮।বাংলাদেশে থেকে প্রথমবারের মতো উচ্চ প্রযুক্তির কেনিয়ায় রপ্তানি হতে যাওয়া জাহাজের নাম কী?
= দরিয়া
১৯।জনসংখ্যার ঘনত্বে বাংলাদেশের অবস্থান কততম ?
=সপ্তম (নোট : জনসংখ্যায় বাংলাদেশ বিশ্বে-অষ্টম)
২০। ২০২১ সালের মধ্যে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করছে সরকার?
=২৪ হাজার মেগাওয়াট
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1368 Views
    by mousumi
    0 Replies 
    987 Views
    by raihan
    0 Replies 
    1921 Views
    by mousumi
    0 Replies 
    17436 Views
    by tasnima
    0 Replies 
    1359 Views
    by bdchakriDesk
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]