Page 1 of 1

৪১তম বিসিএস প্রস্তুতিঃ সাধারণ জ্ঞান - পর্বঃ০২

Posted: Tue Dec 03, 2019 1:26 pm
by masum
১০১। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
- দক্ষিণ এশিয়া
১০২। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
- ২০১৫
১০৩। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে_______এর উপর।
- শিক্ষা ব্যবস্থা
১০৪। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
- সন্ত্রাস ও জংগিবাদ
১০৫। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
- দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
১০৬। বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?
- ২৬
১০৭। ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
- টিপিপি মাইন্যাস ১
১০৮। ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
- ইংল্যান্ড
১০৯। আল শাবাব কোন দেশের সংগঠন?
- সোমালিয়া
১১০। ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
- লিও
১১১। ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
- ইরাক ও সিরিয
১১২। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
- ২০ জানুয়ারি ২০১৭
১১৩। AU কোন মহাদেশের সংগঠন?
- আফ্রিকা
১১৪। NATO এর সদর দপ্তর কোথায়?
- বেলজিয়াম
১১৫। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
- ইন্দোনেশিয়া
১১৬। গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
- কিউবা
১১৭। দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?
- পানামা খাল
১১৮। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
- নেপাল
১১৯। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?
- ২০১৬ থেকে ২০৩০
১২০। বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
- ফ্রান্স
১২১। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
- মশা
১২২। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
- বুধ
১২৩। GMT মানে কি?
- Greenwich Mean Time
১২৪। নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
- পরমাণু শক্তি
১২৫। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
- মহাকাশ গবেষণা
১২৬। সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
- মরোক্কোর মারাক্কেশে
১২৭। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
- ভারত
১২৮ । পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
- ক্যারিবিয়ান সাগর
১২৯। হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
- সিন্ধু
১৩০। Six Machine কোন ক্রিকেটারের আত্নজীবনী?
- ক্রিস গেইল
১৩১। ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
- চতুর্থ
১৩২। পানামা খাল কোন মহাদেশে?
- উত্তর আমেরিকা
১৩৩। ভুটানের মুদ্রার নাম কি?
- গুলট্রাম
১৩৪। কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু হয় ?
- কার্তিক-অগ্রহায়ণ
১৩৫। মুজিবনগর দিবস কবে পালন করা হয়
- ১৭ এপ্রিল
১৩৬। দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র অবস্থিত?
- রাজশাহী
১৩৭। ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ইংল্যান্ড
১৩৮। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি ?
- চীন
১৩৯। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- গানটির সুরকার কে?
- আলতাফ মাহমুদ
১৪০। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
- অগাস্ট কোঁৎ
১৪১। পারমানবিক বোমার আবিষ্কারক কে?
- ওপেন হাইমার
১৪২। হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত?
- লন্ডন
১৪৩। হিউম্যান রাইট ওয়াচ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন?
- যুক্তরাষ্ট্র
১৪৪। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ১৫
১৪৫। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
- হাজিপুর
১৪৬। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
- ষোড়শ লুই
১৪৭। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
- বিজারক
১৪৮। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
- ৬ আগস্ট, ১৯৯১
১৪৯। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন?
- ১৯৩৩
১৫০। তড়িৎ প্রবাহের একক কোনটি?
- অ্যাম্পিয়ার
১৫১। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে কি বলে?
- ভর
১৫২। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
- নিউটন
১৫৩। হোয়াইট হল কোথায় অবস্থিত?
- লন্ডন
১৫৪। বঙ্গভবন ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিলো?
- লাট ভবন
১৫৫। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
- হেগে
১৫৬। টুগরিক কোন দেশের মুদ্রার নাম?
- মঙ্গোলিয়া
১৫৭। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় নেন?
- ঢাকা
১৫৮। কসোভোকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
- আফগানিস্তান
১৫৯। রেশম চাষকে বলা হয়?
- Sericulture
১৬০। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
- মেসোপোটেমিয়ায়
১৬১। কনফুসিয়াস হল-
- চীনের দার্শনিক
১৬২। আলীবর্দী খান জাতিতে কি ছিলেন?
- তুর্কি
১৬৩। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
- ফ্রান্স
১৬৪। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
- এনামেল
১৬৫। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর সদর দপ্তর
- বেইজিং, চীন।
১৬৬। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর প্রেসিডেন্ট
- জিন লিকুন।
১৬৭। World Meteorological Organization এর বর্তমান মহাসচিব
- ফিনল্যান্ডের নাগরিক পেত্তেরি তালাশ।
১৬৮। “টু কিল এ মকিং বার্ড ” উপন্যাসের রচয়িতা কে
- যুক্তরাষ্ট্রের হারপার লি।
১৬৯। “দ্য নেম অব দ্য রোজ ” উপন্যাসের রচয়িতা
- ইতালির উমবের্তো একো।
১৭০। গম উৎপাদনে শীর্ষ জেলা
- ফরিদপুর।
১৭১। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয়
- ওমানে।
১৭২। প্রথম বাংলাদেশি হিসেবে UNDP ‘র শুভেচ্ছা দূত নিযুক্ত হয়
- মাশরাফি বিন মর্তুজা।
১৭৩। দেশে বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা
- ৪৫৫৩ টি।
১৭৪। কবি রফিক আজাদের মৃত্যু হয়
- ১২ মার্চ ২০১৬।
১৭৫। আরব লীগের নতুন ও বর্তমান (৮ম) মহাসচিব
- আহমেদ আবুল ঘেইত।
১৭৬। “জননী ও গর্বিত বর্ণমালা “ভাস্কর্যের স্থপতি
- মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে অবস্থিত।
১৭৭। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া “সাকা হাফং ” এ প্রথম আরোহীর নাম
- জিঙ ফুলেন।
১৭৮। দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়
- চট্টগ্রামে, ৩০ জানুয়ারী, ২০১৬।
১৭৯। জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়?
- এডিস।
১৮০। বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজের নাম
- এয়ারল্যান্ডার ১০।
১৮১। মার্শাল দীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্ট
- হিলদা হাইনে।
১৮২। Queen of facebook কে?
- সঙ্গীত শিল্পী শাকিরা।
১৮৩। আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম - - SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)
১৮৪। জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি মারা যান
- ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
১৮৫। নৌবাহিনীর প্রধানের পদবী – এডমিরাল বিমান বাহিনীর প্রধানের পদবী—
– এয়ার চীফ মার্শাল। (১৭ জানুয়ারী ২০১৬ এ পরিবর্তন আনা হয়)
১৮৬। ১ ফেব্রুয়ারি ২০১৬ কোন সংস্থার সামনে একুশে ভাস্কর্য উন্মোচন করা হয়? – জাতিসংঘ।
১৮৭। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদক প্রাপ্ত বাংলাদেশী নাগরিক —
– সাঈফ সালাউদ্দীন।
১৮৮। “গ্লোবাল ম্যাকেঞ্জি ইন্সটিটিউট ” এর তালিকায় বিশ্বের মাথাপিছু ঋণ
– ২৭,২০০ মার্কিন ডলার।
১৮৯। দেশে এই পর্যন্ত কতবার রোহিঙ্গা শুমারি হয়?
– ১ বার (চলমান ১২ ফেব্রুয়ারি, ২০১৬)।
১৯০। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
- ৪৯০টি ( সর্বশেষ কর্ণফুলী। )
১৯১। বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
- ৬৩৯টি ( সর্বশেষ মহিপুর, পুটুয়াখালী )
১৯২। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি?
- ৩২৬টি ( আলফাডাঙ্গা, ফরিদপুর )
১৯৩। বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
- ১৪৬৬ মার্কিন ডলার
১৯৪। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) কত?
- ১০৩০ জন
১৯৫। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?
- ১১০ টি
১৯৬। দেশে মোট স্থলবন্দর কয়টি?
- ২৩টি (বাল্লা, হবিগন্জ)
১৯৭। মোট সরকারি কলেজ কতটি?
- ৩২৪টি
১৯৮। ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় --
- ১৪ সেপ্টেম্বর ২০১৫ ( ৮ম, আয়তনে ক্ষুদ্র বিভাগ, জেলা- ৪টি)
১৯৯। ময়মনসিংহ বিভাগের সংসদীয় আসন --
- ২৪ টি।
২০০। জিডিপি প্রবৃদ্ধির হার কত?
- ৭.০৫%
২০১। সর্ববৃহৎ চুনাপাথরের খনি?
- তাজপুর, বদলগাছী, নওগাঁ
২০২। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কবে?
- ২০২১ সালে
২০৩। বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে কত সালে?
- ২০৪১ সালে
২০৪। বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
- ১৭৬ তম
২০৫। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
- ১৫টি ( ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
২০৬। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের বিবৃতিতে ভেটো প্রদান করে কোন দুটি দেশ?
-চীন ও রাশিয়া
২০৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাপ কোন কোন দেশের উপর নতুন ভ্রমণ নিষেধাবজ্ঞা দেন?
- ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান
২০৮। বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত স্থল বন্দর কয়টি?
- ২৩ টি
২০৯। নতুন ভ্যাট আইন ২০১২ কার্যকর হয় কবে?
- ২০১৭ সালের জুলাই থেকে
২১০। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
- দিমিত্র মেদভেদেভ
🎯ভুল থাকলে কমেন্টে জানাবেন।

সংগৃহিতঃ-

Re: ৪১তম বিসিএস প্রস্তুতিঃ সাধারণ জ্ঞান - পর্বঃ০২

Posted: Mon Dec 09, 2019 9:33 pm
by Sagordas19
স্থল বন্দর ২৪ টি... সর্বশেষ ভোলাগঞ্জ