Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2091
১০১। বাংলাদেশ এশিয়ার কোন অঞ্চলে অবস্থিত?
- দক্ষিণ এশিয়া
১০২। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল (এমডিজি) অর্জনের জন্য কোন সন নির্ধারিত?
- ২০১৫
১০৩। দেশের সার্বিক উন্নয়ন নির্ভর করে_______এর উপর।
- শিক্ষা ব্যবস্থা
১০৪। বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে কিসের বিরুদ্ধে?
- সন্ত্রাস ও জংগিবাদ
১০৫। শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশন বাধ্যতামূলক করা হয়েছে কোন চেতনায়?
- দেশাত্মবোধ সৃষ্টির লক্ষ্য নিয়ে
১০৬। বাংলাদেশে বিসিএস ক্যাডার সার্ভিসে ক্যাডারের সংখ্যা কত?
- ২৬
১০৭। ট্র্যান্স প্যাসিফিক পার্টনারশীপ (টিপিপি) এর সম্ভাব্য নতুন নাম কি?
- টিপিপি মাইন্যাস ১
১০৮। ক্রিকেট বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন কে?
- ইংল্যান্ড
১০৯। আল শাবাব কোন দেশের সংগঠন?
- সোমালিয়া
১১০। ইন্টারপোলের সদরদপ্তর কোথায়?
- লিও
১১১। ISIS কোন দেশের সন্ত্রাসী সংগঠন?
- ইরাক ও সিরিয
১১২। ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে কবে শপথ নিয়েছেন?
- ২০ জানুয়ারি ২০১৭
১১৩। AU কোন মহাদেশের সংগঠন?
- আফ্রিকা
১১৪। NATO এর সদর দপ্তর কোথায়?
- বেলজিয়াম
১১৫। সুমাত্রা দ্বীপ কোন দেশের অংশ?
- ইন্দোনেশিয়া
১১৬। গুয়ানতানামো বে' কোথায় অবস্থিত?
- কিউবা
১১৭। দক্ষিণ ও উত্তর আমেরিকা কোন প্রবাহের দ্বারা যুক্ত?
- পানামা খাল
১১৮। এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
- নেপাল
১১৯। টেকসই উন্নয়ন লক্ষ্য মাত্রা (এসডিজি) অর্জনের সময় কাল কত?
- ২০১৬ থেকে ২০৩০
১২০। বিশ্বকাপ ফুটবলে সর্বশেষ বিজয়ী দেশ কোনটি?
- ফ্রান্স
১২১। জিকা ভাইরাস কিসের মাধ্যমে ছড়ায়?
- মশা
১২২। সৌরজগতের কোন গ্রহের উপগ্রহ নেই?
- বুধ
১২৩। GMT মানে কি?
- Greenwich Mean Time
১২৪। নবায়ণযোগ্য জ্বালানী কোনটি?
- পরমাণু শক্তি
১২৫। নাসা কোন ধরনের প্রতিষ্ঠান?
- মহাকাশ গবেষণা
১২৬। সর্বশেষ (২০১৭)বিশ্ব জলবায়ু সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে?
- মরোক্কোর মারাক্কেশে
১২৭। বিশ্বের সবচেয়ে বড় সংবিধান কোন দেশের?
- ভারত
১২৮ । পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের অবস্থান কোথায়?
- ক্যারিবিয়ান সাগর
১২৯। হরোপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতার অন্তর্ভুক্ত?
- সিন্ধু
১৩০। Six Machine কোন ক্রিকেটারের আত্নজীবনী?
- ক্রিস গেইল
১৩১। ধান উৎপাদনে বাংলাদেশ কততম?
- চতুর্থ
১৩২। পানামা খাল কোন মহাদেশে?
- উত্তর আমেরিকা
১৩৩। ভুটানের মুদ্রার নাম কি?
- গুলট্রাম
১৩৪। কোন দুই মাস নিয়ে হেমন্ত ঋতু হয় ?
- কার্তিক-অগ্রহায়ণ
১৩৫। মুজিবনগর দিবস কবে পালন করা হয়
- ১৭ এপ্রিল
১৩৬। দেশের একমাত্র পুলিশ একাডেমি কেন্দ্র অবস্থিত?
- রাজশাহী
১৩৭। ১৯৯৯ সালে একদিনের বিশ্বকাপ ক্রিকেট কোন দেশে অনুষ্ঠিত হবে?
- ইংল্যান্ড
১৩৮। বিশ্বের শীর্ষ চা উৎপাদনকারী দেশ কোনটি ?
- চীন
১৩৯। আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি- গানটির সুরকার কে?
- আলতাফ মাহমুদ
১৪০। সমাজবিজ্ঞান শব্দটির প্রবর্তক কে?
- অগাস্ট কোঁৎ
১৪১। পারমানবিক বোমার আবিষ্কারক কে?
- ওপেন হাইমার
১৪২। হিথ্রো বিমানবন্দর কোথায় অবস্থিত?
- লন্ডন
১৪৩। হিউম্যান রাইট ওয়াচ কোন দেশ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন?
- যুক্তরাষ্ট্র
১৪৪। ওপেকের বর্তমান সদস্য সংখ্যা কত?
- ১৫
১৪৫। বাংলাদেশের সবচেয়ে ছোট ইউনিয়ন কোনটি?
- হাজিপুর
১৪৬। ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন?
- ষোড়শ লুই
১৪৭। যে মৌল বা যৌগ ইলেকট্রন দান করে তাকে কি বলে?
- বিজারক
১৪৮। বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের উত্তরণ ঘটে কখন?
- ৬ আগস্ট, ১৯৯১
১৪৯। হিটলার কত সালে জার্মানির চ্যান্সেলর হন?
- ১৯৩৩
১৫০। তড়িৎ প্রবাহের একক কোনটি?
- অ্যাম্পিয়ার
১৫১। বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণকে কি বলে?
- ভর
১৫২। ক্যালকুলাস কে আবিষ্কার করেন?
- নিউটন
১৫৩। হোয়াইট হল কোথায় অবস্থিত?
- লন্ডন
১৫৪। বঙ্গভবন ব্রিটিশ আমলে কি নামে পরিচিত ছিলো?
- লাট ভবন
১৫৫। স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
- হেগে
১৫৬। টুগরিক কোন দেশের মুদ্রার নাম?
- মঙ্গোলিয়া
১৫৭। ইসলাম খান বাংলার রাজধানী রাজমহল থেকে কোথায় নেন?
- ঢাকা
১৫৮। কসোভোকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?
- আফগানিস্তান
১৫৯। রেশম চাষকে বলা হয়?
- Sericulture
১৬০। সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিলো?
- মেসোপোটেমিয়ায়
১৬১। কনফুসিয়াস হল-
- চীনের দার্শনিক
১৬২। আলীবর্দী খান জাতিতে কি ছিলেন?
- তুর্কি
১৬৩। ভার্সাই নগরী কোন দেশে অবস্থিত?
- ফ্রান্স
১৬৪। মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
- এনামেল
১৬৫। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর সদর দপ্তর
- বেইজিং, চীন।
১৬৬। এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংক এর প্রেসিডেন্ট
- জিন লিকুন।
১৬৭। World Meteorological Organization এর বর্তমান মহাসচিব
- ফিনল্যান্ডের নাগরিক পেত্তেরি তালাশ।
১৬৮। “টু কিল এ মকিং বার্ড ” উপন্যাসের রচয়িতা কে
- যুক্তরাষ্ট্রের হারপার লি।
১৬৯। “দ্য নেম অব দ্য রোজ ” উপন্যাসের রচয়িতা
- ইতালির উমবের্তো একো।
১৭০। গম উৎপাদনে শীর্ষ জেলা
- ফরিদপুর।
১৭১। বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি জনশক্তি রপ্তানি করা হয়
- ওমানে।
১৭২। প্রথম বাংলাদেশি হিসেবে UNDP ‘র শুভেচ্ছা দূত নিযুক্ত হয়
- মাশরাফি বিন মর্তুজা।
১৭৩। দেশে বর্তমান ইউনিয়ন পরিষদের সংখ্যা
- ৪৫৫৩ টি।
১৭৪। কবি রফিক আজাদের মৃত্যু হয়
- ১২ মার্চ ২০১৬।
১৭৫। আরব লীগের নতুন ও বর্তমান (৮ম) মহাসচিব
- আহমেদ আবুল ঘেইত।
১৭৬। “জননী ও গর্বিত বর্ণমালা “ভাস্কর্যের স্থপতি
- মৃণাল হক। এটি ঢাকার পরিবাগে অবস্থিত।
১৭৭। বাংলাদেশের সর্বোচ্চ চূড়া “সাকা হাফং ” এ প্রথম আরোহীর নাম
- জিঙ ফুলেন।
১৭৮। দেশের প্রথম ও একমাত্র বিশ্ব বাণিজ্য কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়
- চট্টগ্রামে, ৩০ জানুয়ারী, ২০১৬।
১৭৯। জিকা ভাইরাস কোন মশার মাধ্যমে ছড়ায়?
- এডিস।
১৮০। বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ উড়োজাহাজের নাম
- এয়ারল্যান্ডার ১০।
১৮১। মার্শাল দীপপুঞ্জের প্রথম নারী প্রেসিডেন্ট
- হিলদা হাইনে।
১৮২। Queen of facebook কে?
- সঙ্গীত শিল্পী শাকিরা।
১৮৩। আর্থিক লেনদেনের বার্তা প্রদানকারী আন্তর্জাতিক নেটওয়ার্ক ব্যবস্থার নাম - - SWIFT (Society for Worldwide Interbank Financial Telecommunication)
১৮৪। জাতিসংঘের সাবেক মহাসচিব বুট্রোস ঘালি মারা যান
- ১৬ ফেব্রুয়ারি ২০১৬।
১৮৫। নৌবাহিনীর প্রধানের পদবী – এডমিরাল বিমান বাহিনীর প্রধানের পদবী—
– এয়ার চীফ মার্শাল। (১৭ জানুয়ারী ২০১৬ এ পরিবর্তন আনা হয়)
১৮৬। ১ ফেব্রুয়ারি ২০১৬ কোন সংস্থার সামনে একুশে ভাস্কর্য উন্মোচন করা হয়? – জাতিসংঘ।
১৮৭। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট পদক প্রাপ্ত বাংলাদেশী নাগরিক —
– সাঈফ সালাউদ্দীন।
১৮৮। “গ্লোবাল ম্যাকেঞ্জি ইন্সটিটিউট ” এর তালিকায় বিশ্বের মাথাপিছু ঋণ
– ২৭,২০০ মার্কিন ডলার।
১৮৯। দেশে এই পর্যন্ত কতবার রোহিঙ্গা শুমারি হয়?
– ১ বার (চলমান ১২ ফেব্রুয়ারি, ২০১৬)।
১৯০। বর্তমানে দেশে উপজেলার সংখ্যা কতটি?
- ৪৯০টি ( সর্বশেষ কর্ণফুলী। )
১৯১। বর্তমানে দেশে থানার সংখ্যা কতটি?
- ৬৩৯টি ( সর্বশেষ মহিপুর, পুটুয়াখালী )
১৯২। বর্তমানে দেশে পৌরসভার সংখ্যা কতটি?
- ৩২৬টি ( আলফাডাঙ্গা, ফরিদপুর )
১৯৩। বর্তমানে মাথাপিছু আয় কত মার্কিন ডলার?
- ১৪৬৬ মার্কিন ডলার
১৯৪। জনসংখ্যার ঘনত্ব (প্রতি বর্গ কি.মি.) কত?
- ১০৩০ জন
১৯৫। দেশে বর্তমানে সচিব পদের সংখ্যা কতটি?
- ১১০ টি
১৯৬। দেশে মোট স্থলবন্দর কয়টি?
- ২৩টি (বাল্লা, হবিগন্জ)
১৯৭। মোট সরকারি কলেজ কতটি?
- ৩২৪টি
১৯৮। ময়মনসিংহ বিভাগ সৃষ্টি করা হয় --
- ১৪ সেপ্টেম্বর ২০১৫ ( ৮ম, আয়তনে ক্ষুদ্র বিভাগ, জেলা- ৪টি)
১৯৯। ময়মনসিংহ বিভাগের সংসদীয় আসন --
- ২৪ টি।
২০০। জিডিপি প্রবৃদ্ধির হার কত?
- ৭.০৫%
২০১। সর্ববৃহৎ চুনাপাথরের খনি?
- তাজপুর, বদলগাছী, নওগাঁ
২০২। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপিত হবে কবে?
- ২০২১ সালে
২০৩। বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধশালী দেশে পরিণত হবে কত সালে?
- ২০৪১ সালে
২০৪। বিশ্ব ব্যাংকের ডুয়িং বিজনেস সূচকে ১৮৯ টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান কততম?
- ১৭৬ তম
২০৫। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
- ১৫টি ( ৫ টি স্থায়ী ও ১০ টি অস্থায়ী)
২০৬। মিয়ানমারের বিরুদ্ধে জাতিসংঘের বিবৃতিতে ভেটো প্রদান করে কোন দুটি দেশ?
-চীন ও রাশিয়া
২০৭। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাপ কোন কোন দেশের উপর নতুন ভ্রমণ নিষেধাবজ্ঞা দেন?
- ইরান, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া, সোমালিয়া ও সুদান
২০৮। বাংলাদেশে এ পর্যন্ত ঘোষিত স্থল বন্দর কয়টি?
- ২৩ টি
২০৯। নতুন ভ্যাট আইন ২০১২ কার্যকর হয় কবে?
- ২০১৭ সালের জুলাই থেকে
২১০। রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী কে?
- দিমিত্র মেদভেদেভ
🎯ভুল থাকলে কমেন্টে জানাবেন।

সংগৃহিতঃ-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1150 Views
    by masum
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]