Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2090
১। জীবদেহে কোনটিকে রাসায়নিক কারখানা বলা হয়?
- কোষ
২। টিপাইমুখ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
-মণিপুর
৩। FBI কোন দেশের গোয়েন্দা সংস্থা?
- যুক্তরাষ্ট্রের
৪। একবিংশ শতাব্দীর প্রথম ধূমকেতুর নাম কি?
- লাইনিয়ার
৫। হাজার হ্রদের দেশ কোনটি?
- ফিনল্যান্ড
৬। নোবেল পুরস্কার কত সাল থেকে প্রচলিত হয়েছে?
- ১৯০১
৭। সর্বশেষ মোগল সম্রাট কে ছিলেন?
- দ্বিতীয় বাহাদুর শাহ
৮। বাংলাদেশ ও মিয়ানমার কে পৃথককারী নদী---
- নাফ
৯। WTO এর সদর দফতর কোথায়?
- জেনেভা
১০। পলাশী দিবস হল--
- ২৩ জুন
১১। বিশ্বের প্রথম নারী প্রধানমন্ত্রী কে?
- শ্রীমাভো বন্দরনায়েকে
১২। অপরাজেয় বাংলা কোথায় অবস্থিত
- ঢাকা মেডিকেল কলেজে
১৩। ইউরোপীয় ইউনিয়নের সদর দফতর কোথায়?
- ব্রাসেলস
১৪। আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
- ৮ মার্চ
১৫। বাংলার প্রাচীনতম জনপদ কোনটি?
- রূঢ়
১৬। বাংলাদেশ বিশ্বকাপ ক্রিকেটে প্রথম অংশ নেয়?
- ১৯৯৯ সালে
১৭। কাদেরকে বর্গী বলা হতো?
- মারাঠা দস্যুদের
১৮। নিশীথ সূর্যের দেশ কোনটি?
- নরওয়ে
১৯। ২০২০ সালে বিশ্ব অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে?
- টোকিও, জাপান
২০। জাতীয় শিশু দিবস?
- ১৭ মার্চ
২১। ইউরো মুদ্রার প্রবর্তক কে?
- রবার্ট মুন্ডেল
২২। নোবেল বিজয়ী প্রথম বাঙ্গালী কে?
- রবীন্দ্রনাথ ঠাকুর
২৩। রাষ্ট্র গঠনের উপাদান কয়টি?
- ৪ টি
২৪। ঘড়ির কাঁটার চলার পথকে কোন গতি বলে?
- পর্যায়
২৫। গোধুলীর কারণ কি?
- বিক্ষেপণ
২৬। ভারত-শ্রীলংকাকে পৃথক করেছে কোন প্রণালী?
- পক প্রণালী
২৭। ঢাকা সর্বপ্রথম কবে বাংলার রাজধানী হয়েছিলো?
- ১৬১০ সালে
২৮। সাফ গেমস অনুষ্ঠিত হয় কত বছর পর পর?
- ২ বছর
২৯। কোন রক্ত গ্রুপকে সর্বজনীন গ্রহীতা বলে?
- AB রক্ত গ্রুপ
৩০। নিউজিল্যান্ডের অধিবাসীদের কি বলে?
- মাউরি
৩১। গোল্ডেন জুবিলি টাওয়ার এর স্থপতি কে?
- মৃণাল হক
৩২। উপমহাদেশের প্রথম রেলপথ কোথায় স্থাপিত হয়?
- মুম্বাই
৩৩। কোন মুসলিম দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে?
- ইরাক
৩৪। মাদার অফ হিউম্যানিটি কাকে বলা হয়?
- শেখ হাসিনা
৩৫। বাংলাদেশ স্কয়ার কোথায় অবস্থিত?
- লাইবেরিয়া
৩৬। বাংলাদেশ কোন অলিম্পিক গেমসে প্রথম অংশগ্রহন করে?
- লস এঞ্জেলস
৩৭। এভিকালচার বলতে বুঝায়?
- পাখি পালন
৩৮। গ্রীনিচ মানমন্দির কোথায় অবস্থিত?
- যুক্তরাজ্যে
৩৯। প্রথম ভার্সাই চুক্তির ফলাফল কি?
- আমেরিকার স্বাধীনতা লাভ
৪০। ন্যাম এর বর্তমান সদস্য সংখ্যা কত?
- ১২০
৪১। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
- নাটোর
৪২। লালন ফকিরের জন্মস্থান কোথায়?
- কুষ্টিয়া
৪৩। সাতছড়ি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত?
- হবিগঞ্জ
৪৪। ‘বাংলাদেশ ও বঙ্গবন্ধু’ গ্রন্থটির লেখক কে?
- মোনায়েম সরকার
৪৫। পাটের জিন বিন্যাস কে আবিষ্কার করেন?
- মোনায়েম সরকার
৪৬। বাংলাদেশের প্রথম EPZ কোথায় গড়ে উঠেছে?
- চট্টগ্রাম
৪৭। বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায় স্থাপিত হচ্ছে?
- পাবনা
৪৮। বাংলাদেশে কোথায় প্রথম তেলক্ষেত্র আবিষ্কৃত হয়?
- হরিপুর
৪৯। বাংলাদেশ ও বার্মার সীমান্ত নদী কোনটি?
- নাফ
৫০। সিকিমের পর্বত থেকে বাংলাদেশের কোন নদীর উৎপত্তি হয়েছে?
- করতোয়া
৫১। ম্যানগ্রোভ কি?
- উপকূলীয় বন।
৫২। বরেন্দ্র যাদুঘর কোন জেলায়?
- রাজশাহী
৫৩। স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষস্থানীয় দেশ কোনটি?
- চীন
৫৪। ২০১৯ সালে বিশ্বকাপ ক্রিকেট কোথায় অনুষ্ঠিত হবে?
- ইংল্যান্ডে
৫৫। হরপ্পা ও মহেঞ্জোদারোতে প্রাপ্ত সভ্যতা ইতিহাসে কোন সভ্যতা হিসেবে পরিচিত?
- সিন্ধু সভ্যতা
৫৬। কনফুসিয়াস কে?
- দার্শনিক
৫৭। তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
- মিশর
৫৮। শেখ সাদী কোন ভাষার কবি ছিলেন?
- ফারসি
৫৯। পৃথিবীর সবচেয়ে বেশি সংখ্যক লোক কোন ভাষায় কথা বলে?
- ম্যান্ডারিন
৬০। টমাস আলভা এডিসন আবিষ্কার করেন
- বৈদ্যুতিক বাল্ব
৬১। ফরাসী বিপ্লব সংঘটিত হয়?
- ১৭৮৯ সালে
৬২। হাজার হ্রদের দেশ কোনটি?
- ফিনল্যান্ড
৬৩। আফ্রিকাকে স্পেন থেকে আলাদা করেছে?
- জিব্রালটার প্রণালী
৬৪। গ্রীনিচ মানমন্দির কোন দেশে অবস্থিত?
- যুক্তরাজ্য
৬৫। সুন্দরবনকে ‘World Heritage Site’ হিসেবে ঘোষনা করেছে-
- UNESCO
৬৬। কোন বিখ্যাত ম্যাগাজিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজনীতির কবি হিসেবে আখ্যা দিয়েছিল?
- নিউজউইক্
৬৭। ‘Global Terrorism Index’ অনুযায়ী বিশ্বে সর্বাপেক্ষা ঝুঁকিপূর্ণ রাষ্ট্র-
- ইরাক
৬৮। বর্তমানে বাংলাদেশে মোট কয়টি বীমা প্রতিষ্ঠান রয়েছে?
- ৭৬
৬৯। মোবাইল কমিউনিকেশনে 4G এর ক্ষেত্রে 3G এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
- ব্রডব্যান্ড ইন্টারনেট সুবিধা
৭০। বাঙ্গলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে?
- চার্লস উইল্কিন্স
৭২। ‘মানব উন্নয়ন সূচক ২০১৫’ র‍্যাংকিংয়ে বিশ্বে প্রথম দেশ কোনটি?
- নরওয়ে
৭৩। ‘বীর প্রতিক’ খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশী মুক্তিযোদ্ধা-
- উইলিয়াম এ এস ওডারল্যান্ড
৭৪। বাংলাদেশের কোন চিত্রশিল্পী ফ্রান্সের সর্বোচ্চ উপাধি ‘Knight in order of Fine Arts and Humanities’ লাভ করেন?
- শাহাবুদ্দিন আহমেদ
৭৫। World Trade Organization (WTO)- এর বর্তমান প্রধানের নাম কি?
- রবার্তো কার্ভালহো আজেভিদো
৭৬। বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার কে?
- এ.এন. সাহা
৭৭। বাংলাদেশের কোন নারী সম্প্রতি পরিবেশ রক্ষায় বিশেষ ভূমিকার জন্য ‘ওয়াঙ্গারী মাথাই’ পুরস্কার পেয়েছেন?
- খুরশীদা বেগম।
৭৮। মূল্য সংযোজন কখন থেকে চালু করা হয়?
- ১ জুলাই ১৯৯১
৭৯। আসাদ গেট কোন স্মৃতি রক্ষার্থে নির্মিত?
- ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
৮০। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট-
- জিম ইয়ং কিম
৮১। সাধারণ বীমা কর্পোরেশন কবে প্রতিষ্ঠা লাভ করে?
- ১৪ মে ১৯৭৩।
৮২। ‘গোল্ডেন ট্রায়াঙ্গল’ কোন অঞ্চল নিয়ে গঠিত?
- মিয়ানমার, থাইল্যান্ড ও লাওস।
৮৩। বাংলাদেশে ইন্স্যুরেন্স কোম্পানীগুলোর ক্রেডিট রেটিং এ কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
- CAMELS
৮৪। “I have not seen the Himalays, I have seen Sheikh Mujib” উক্তিটি কার?
- ফিদেল কাস্ত্রো
৮৫। প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকির মাত্রার ভিত্তিতে পরিমাপকৃত World Risk Index, 2016 অনুযায়ী বাংলাদেশ বিশ্বের কততম ঝুঁকিপূর্ণ দেশ?
- পঞ্চম
৮৬। বাংলাদেশের রণসংগীতের রচয়িতা কে?
- কাজী নজরুল ইসলাম
৮৭। বর্তমানে যে যে নোট সরকারী মুদ্রা-
- ১,২ ও ৫ টাকা
৮৮। বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার-
- ১.২%
৮৯। সেন্টমার্টিন দ্বীপের অপর নাম কী?
- জিনজিরা
৯০। ২০১৬ সালে কোন সংস্থা স্বাধীনতা পুরস্কার লাভ করে?
- বাংলাদেশ নৌবাহিনী
৯১। সম্প্রতি বাংলাদেশের কোন অনুষ্ঠানটি জাতিসংঘের ইউনেসকো সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয়?
- মঙ্গল শোভাযাত্রা
৯২। বরেন্দ্র মিউজিয়াম কোথায় অবস্থিত?
- রাজশাহী
৯৩। বাংলাদেশের জাতীয় সংসদের আসন কয়টি?
- ৩৫০টি
৯৪। বাংলাদেশের জাতীয় দিবস কোনটি?
- ২৬ মার্চ
৯৫। বাংলাদেশের পোশাক খাতের প্রধান বৈদেশিক বাজার কোন দেশ?
- যুক্তরাষ্ট্র
৯৬। বাংলা ভাষাকে দেশের দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে কোন দেশ?
- সিয়েরা লিয়ন
৯৭।সুচিত্রা সেনের পৈতৃক নিবাস কোথায়?
- পাবনা
৯৮। খাসিয়া উপজাতি বাংলাদেশের কোন অঞ্চলে বাস করে?
- সিলেট
৯৯। নির্মাণাধীন পদ্মা সেতুর দৈর্ঘ্য কত হবে?
- ৬.১৫ কি.মি
১০০। বাংলাদেশের সর্ববৃহৎ জেলা কোনটি?
- রাঙ্গামাটি

সংগৃহিতঃ-
    Similar Topics
    TopicsStatisticsLast post
    2 Replies 
    1154 Views
    by masum
    0 Replies 
    546 Views
    by parthosen500
    0 Replies 
    775 Views
    by parvezpstu62
    0 Replies 
    939 Views
    by omorfaruk613
    0 Replies 
    741 Views
    by omorfaruk613
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]