Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2047
সাম্প্রতিক MCQ নভেম্বর ২০১৯
=====================

বাংলাদেশ

১. দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব কে ?
- খন্দকার আনোয়ারুল ইসলাম
২. বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
- মোহাম্মদ শফিউল আলম
৩. ২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী, বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সংখ্যা কয়টি?
- ৫০টি
৪. বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে?
- ২৬ সেপ্টেম্বর ২০১৯
৫. বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা কত?
- ১৬৭টি
৬. বর্তমানে বাংলাদেশে মোট হাইওয়ে থানা কয়টি?
- ৩৬টি
৭. বর্তমানে দেশে পৌরসভা কতটি?
- ৩২৮টি
৮. দেশের ৩২৮তম পৌরসভা কোনটি?
- বিশ্বনাথ (সিলেট)
৯. বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?
- হালিশহর, চট্রগ্রাম

অসমাপ্ত আত্মজীবনী

১০. ২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কতটি ভাষায় অনূদিত হয়েছে?
- ১২টি
১১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
- রুশ ভাষা
১২. রুশ ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- ভিতালি ভি নাওমকিন
১৩. উর্দু ভাষায় ‘অসামাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- ইয়াওয়ার আমান
১৪. নেপালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- অর্জুন বাহাদুর থাপা ও মহেশ পৌদেল

আন্তর্জাতিক

১৫. ২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত কতজন মুসলিম মহাকাশে যান?
- ১১ জন
১৬. তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- কায়েস সাঈদ
১৭. International Year of Plant Health কোন সাল?
- ২০২০ সাল
১৮. International Year of Peace and Trust কোন সাল?
- ২০২১ সাল
১৯. নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের (Nelson Mandela Decade of Peace) সময়কাল কত?
- ২০১৯-২০২৮ সাল
২০. United Nations Decade on Ecosystem Restoration সময়কাল কত?
- ২০২১-২০৩০ সাল

সম্মেলন

২১. NAM’র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
- ২৫-২৬ অক্টোবর ২০১৯
২২. NAM’র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- বাকু, আজারবাইজান
২৩. ৪৬তম G7 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
- ১০-১২ জুন ২০২০
২৪. ৪৬তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- যুক্তরাষ্ট্র

সংস্থার প্রধান

২৫. ২৫ অক্টোবর ২০১৯ NAM’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ইলহাম আলিয়েভ (আজারবাইজান)
২৬. অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল (ECOSOC) এর বর্তমান ও পঞ্চম নারী প্রেসিডেন্ট কে?
- মোনা জুল (নরওয়ে)
২৭. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
- ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
২৮. ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কে?
- চার্লস মিশেল (বেলজিয়াম)

রিপোর্ট-সমীক্ষা

২৯. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
- সিঙ্গাপুর
৩০. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে সর্বনিম্ম দেশ কোনটি?
- শাদ
৩১. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
- ১০৫তম
৩২. স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- চীন
৩৩. স্বর্ণ মজুদে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র
৩৪. রৌপ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- মেক্সিকো

নোবেল পুরস্কার ২০১৯

৩৫. ২০১৯ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
- ১৪ জন
৩৬. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে. র‌্যাটক্লিফ ও গ্রেগ এল সেমেনজা
৩৭. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- জেমস পিবলস, মিশেল মেয়র, ও দিদিয়ার কুয়েলজ
৩৮. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- জন বি গুডেনফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো
৩৯. সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- পিটার হ্যান্ডকে
৪০. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- আবি আহমেদ আলী
৪১. অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- মাইকেল ক্রেমার, এস্থার দুফলো ও অভিজিৎ ব্যানার্জি

পুরস্কার
৪২. ২০১৯ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
- মার্গারেট অ্যাটউড (কানাডা), বার্নারডাইন এভরিস্টো (যুক্তরাজ্য)
৪৩. ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- ওলগা তোকারচুক (পোল্যান্ড)

সাহিত্য-সংস্কৃতি

৪৪. বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে?
- অতুল তিওয়ারি
৪৫. ‘ইনডেমনিটি’ পথনাটকের রচয়িতা কে?
- মান্নান হীরা
৪৬. The Testaments উপন্যাসের লেখক কে?
- মার্গারেট অ্যাটউড (কানাডা)
৪৭. Girl, Woman, Other উপন্যাসের লেখক কে?
- বার্নারডাইন এভারিস্টো (যুক্তরাজ্য)

ক্রীড়াঙ্গন

৪৮. ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)-এর বর্তমান সভাপতি কে?
- সৌরভ গাঙ্গুলী
৪৯. ১ অক্টোবর ২০১৯ প্রথম অব্রিটিশ ব্যক্তি হিসেবে কে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
- কুমার সাঙ্গারা (শ্রীলংকা)
৫০. ১৯ অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একাদশ হ্যাটট্রিক করেন কে?
- নোমান ভানুয়া (পাপুয়া নিউগিনি)
Abir liked this

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]