Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#2047
সাম্প্রতিক MCQ নভেম্বর ২০১৯
=====================

বাংলাদেশ

১. দেশের ২২তম মন্ত্রিপরিষদ সচিব কে ?
- খন্দকার আনোয়ারুল ইসলাম
২. বিশ্বব্যাংকে বাংলাদেশের নতুন বিকল্প নির্বাহী পরিচালক কে?
- মোহাম্মদ শফিউল আলম
৩. ২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী, বর্তমানে দেশে ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সংখ্যা কয়টি?
- ৫০টি
৪. বাংলাদেশ কবে জাতিসংঘের পরমাণু অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি অনুসমর্থন করে?
- ২৬ সেপ্টেম্বর ২০১৯
৫. বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগানের সংখ্যা কত?
- ১৬৭টি
৬. বর্তমানে বাংলাদেশে মোট হাইওয়ে থানা কয়টি?
- ৩৬টি
৭. বর্তমানে দেশে পৌরসভা কতটি?
- ৩২৮টি
৮. দেশের ৩২৮তম পৌরসভা কোনটি?
- বিশ্বনাথ (সিলেট)
৯. বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?
- হালিশহর, চট্রগ্রাম

অসমাপ্ত আত্মজীবনী

১০. ২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ কতটি ভাষায় অনূদিত হয়েছে?
- ১২টি
১১. ‘অসমাপ্ত আত্মজীবনী’ সর্বশেষ কোন ভাষায় অনূদিত হয়েছে?
- রুশ ভাষা
১২. রুশ ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- ভিতালি ভি নাওমকিন
১৩. উর্দু ভাষায় ‘অসামাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- ইয়াওয়ার আমান
১৪. নেপালি ভাষায় ‘অসমাপ্ত আত্মজীবনী’ অনুবাদ করেছেন কে?
- অর্জুন বাহাদুর থাপা ও মহেশ পৌদেল

আন্তর্জাতিক

১৫. ২৬ অক্টোবর ২০১৯ পর্যন্ত কতজন মুসলিম মহাকাশে যান?
- ১১ জন
১৬. তিউনিশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কী?
- কায়েস সাঈদ
১৭. International Year of Plant Health কোন সাল?
- ২০২০ সাল
১৮. International Year of Peace and Trust কোন সাল?
- ২০২১ সাল
১৯. নেলসন ম্যান্ডেলা শান্তি দশকের (Nelson Mandela Decade of Peace) সময়কাল কত?
- ২০১৯-২০২৮ সাল
২০. United Nations Decade on Ecosystem Restoration সময়কাল কত?
- ২০২১-২০৩০ সাল

সম্মেলন

২১. NAM’র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হয়?
- ২৫-২৬ অক্টোবর ২০১৯
২২. NAM’র অষ্টাদশ শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
- বাকু, আজারবাইজান
২৩. ৪৬তম G7 শীর্ষ সম্মেলন কখন অনুষ্ঠিত হবে?
- ১০-১২ জুন ২০২০
২৪. ৪৬তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে?
- যুক্তরাষ্ট্র

সংস্থার প্রধান

২৫. ২৫ অক্টোবর ২০১৯ NAM’র চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন কে?
- ইলহাম আলিয়েভ (আজারবাইজান)
২৬. অর্থনৈতিক এবং সামাজিক কাউন্সিল (ECOSOC) এর বর্তমান ও পঞ্চম নারী প্রেসিডেন্ট কে?
- মোনা জুল (নরওয়ে)
২৭. ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রথম নারী প্রেসিডেন্ট কে?
- ক্রিস্তিন লাগার্দ (ফ্রান্স)
২৮. ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট কে?
- চার্লস মিশেল (বেলজিয়াম)

রিপোর্ট-সমীক্ষা

২৯. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
- সিঙ্গাপুর
৩০. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে সর্বনিম্ম দেশ কোনটি?
- শাদ
৩১. ২০১৯ সালের বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতা প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান কততম?
- ১০৫তম
৩২. স্বর্ণ উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- চীন
৩৩. স্বর্ণ মজুদে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- যুক্তরাষ্ট্র
৩৪. রৌপ্য উৎপাদনে বিশ্বে শীর্ষ দেশ কোনটি?
- মেক্সিকো

নোবেল পুরস্কার ২০১৯

৩৫. ২০১৯ সালে কতজন ব্যক্তি নোবেল পুরস্কার লাভ করেন?
- ১৪ জন
৩৬. চিকিৎসাবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- উইলিয়াম জি কেইলিন জুনিয়র, স্যার পিটার জে. র‌্যাটক্লিফ ও গ্রেগ এল সেমেনজা
৩৭. পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- জেমস পিবলস, মিশেল মেয়র, ও দিদিয়ার কুয়েলজ
৩৮. রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- জন বি গুডেনফ, এম স্ট্যানলি হুইটিংহ্যাম ও আকিরা ইয়োশিনো
৩৯. সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- পিটার হ্যান্ডকে
৪০. শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- আবি আহমেদ আলী
৪১. অর্থনীতিতে নোবেল পুরস্কার লাভ করেন কে, কে?
- মাইকেল ক্রেমার, এস্থার দুফলো ও অভিজিৎ ব্যানার্জি

পুরস্কার
৪২. ২০১৯ সালের ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
- মার্গারেট অ্যাটউড (কানাডা), বার্নারডাইন এভরিস্টো (যুক্তরাজ্য)
৪৩. ২০১৯ সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন কে?
- ওলগা তোকারচুক (পোল্যান্ড)

সাহিত্য-সংস্কৃতি

৪৪. বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে?
- অতুল তিওয়ারি
৪৫. ‘ইনডেমনিটি’ পথনাটকের রচয়িতা কে?
- মান্নান হীরা
৪৬. The Testaments উপন্যাসের লেখক কে?
- মার্গারেট অ্যাটউড (কানাডা)
৪৭. Girl, Woman, Other উপন্যাসের লেখক কে?
- বার্নারডাইন এভারিস্টো (যুক্তরাজ্য)

ক্রীড়াঙ্গন

৪৮. ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)-এর বর্তমান সভাপতি কে?
- সৌরভ গাঙ্গুলী
৪৯. ১ অক্টোবর ২০১৯ প্রথম অব্রিটিশ ব্যক্তি হিসেবে কে মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (MCC) প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন?
- কুমার সাঙ্গারা (শ্রীলংকা)
৫০. ১৯ অক্টোবর ২০১৯ আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে একাদশ হ্যাটট্রিক করেন কে?
- নোমান ভানুয়া (পাপুয়া নিউগিনি)
Abir liked this
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1932 Views
    by bdchakriDesk
    0 Replies 
    784 Views
    by bdchakriDesk
    0 Replies 
    787 Views
    by bdchakriDesk
    0 Replies 
    462 Views
    by bdchakriDesk
    0 Replies 
    767 Views
    by pcsarker9733
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]