Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#254
১.কলিঙ্গের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ২৬১(খ্রি.)
রাজা অশোক বনাম কলিঙ্গরাজ।
২.বদরের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ৬২৪(খ্রি.)
মুসলিম বনাম মক্কার পৌত্তলিক।
৩.উহুদের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ৬২৫(খ্রি.)
মুসলিম বনাম মক্কার পৌত্তলিক।
৪.খন্দকের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ৬২৭(খ্রি.)
মুসলিম বনাম কুরাইশ
৫.তাবুকের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ৬৩৭(খ্রি.)
মুসলিম বনাম রোমান
৬.শতবর্ষের ‍যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৩৩৮-১৪৫৩খ্রি.)
ইংরেজ বনাম ফরাসি-বীরকন্যা
জোয়ান অব আর্ক ফ্রান্সের সেনাপতিত্ব করেন।
৭.পানিপথের ১ম যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৫২৬(খ্রি.)
বাবর বনাম ইব্রাহিম লোদী।
৮.পানিপথের ২য় যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৫৫৬ (খ্রি)
বৈরাম খাঁ বনাম হিমু।
৯.পানিপথের ৩য় যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৭৬১(খ্রি)
আহমেদ শাহ আবদালী বনাম মারাঠা।
১০.পলাশীর ‍যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৭৫৭(খ্রি)
সিরাজ-উদ-দৌলা বনাম লর্ড ক্লাইভ-মীর জাফরের বিশ্বাসঘা তকতায় বাংলার নবাব
সিরাজ-উদ-দৌলা পরাজিত হন।
১১.বক্সারের যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৭৬৪( খ্রি)
ইংরেজ বনাম মীর জাফর,সুজা-উদ-দৌলা ও দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী।
১২.আমেরিকার স্বাধীনতা সংগ্রাম কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর :১৭৭৬-৮৩(খ্রি.)
আমেরিকা বনাম বৃটিশ,
জর্জ ওয়াশিংটনের নেতৃত্বে আমেরিকা স্বাধীন হয়।
১৩.ট্রাফালগার যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৮০৫(খ্রি.)
ইংরেজ বনাম ফ্রান্স ও স্পেনের যৌথ বাহিনী
এ যুদ্ধে বৃটিশরা জয়ী হওয়ায় নেপোলিয়নের ইংল্যান্ড আক্রমণের পরিকল্পনা ব্যর্থ হয়
ট্রাফালগার স্কয়ার বর্তমান লন্ডনে অবস্থিত।
১৪.ক্রিমিয়ার যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৮৫৪-৫৬(খ্রি.)
ফ্রান্স, ইংল্যান্ড ও তুরস্ক বনাম রাশিয়া।
১৫.সিপাহী বিপ্লব কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর: ১৮৫৭(খ্রি.),
বৃটিশদের বিরুদ্ধে দেশীয় সিপাহীদের জাতীয়তাবাদী অভ্যূত্থান।
১৬.কোরিয়া যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৯৫০-৫৩(খ্রি.)
উত্তর কোরিয়া বনাম দক্ষিণ কোরিয়া
জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে অবসান।
১৭.পাক-ভারত যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৯৬৫-৬৬(খ্রি),
পাকিস্তান বনাম ভারত,কাশ্মীর নিয়ে যুদ্ধ রাশিয়ার মধ্যস্থতায় তাসখন্দ চুক্তির মাধ্যমে অবসান হয়।
১৮.ভিয়েতনাম যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৯৫৬-৭৩(খ্রি.)
উত্তর ভিয়েতনাম বনাম দক্ষিণ ভিয়েতনাম শান্তি ‍চুক্তির মাধ্যমে অবসান
১৯.ইরাক-ইরান যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৯৮০-৮৮(খ্রি.)
ইরাক বনাম ইরান শাত-ইল-আরব জলাধারকে কেন্দ্র করে।
২০.ওয়াটারলুর যুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৮১৫(খ্রি.)
নেপোলিয়ন (ফ্রান্স) বনাম ডিউক অব ওয়েলিংটন (বৃটেন)
নেপোলিয়ন পরাজিত হয়, তাকে সেন্ট হেলেনা দ্বীপে নির্বাসিত করা হয়,
ওয়াটারলু- বেলজিয়ামে (ব্রাসেলসের দক্ষিণে)
২১.ফরাসি বিপ্লব কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : ১৭৮৯-৯৯(খ্রি.)
১৪ জুলাই বাস্তিল দূর্গ আক্রমণের মাধ্যমে শুরু হয়
ফরাসি বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় আসেন- নেপোলিয়ান বোনাপার্ট
রুশো, ভল্টেয়ার- লেখনীর মাধ্যমে ফরাসি বিপ্লবে অনুপ্রেরণা যুগিয়েছিলেন
ফরাসি বিপ্লবের শ্লোগান- স্বাধীনতা, সাম্য ভ্রাতৃত্ব
২২.প্রথম বিশ্বযুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর : সময়কাল- ১৯১৪-১৮
শুরু হয়- ২৮ জুলাই ১৯১৪
অক্ষশক্তি= জার্মানি, অস্ট্রিয়া, হাঙ্গেরি, তুরস্ক ও বুলগেরিয়া
মিত্রশক্তি=ফ্রান্স, বৃটেন, রাশিয়া, ইতালি, যুক্তরাষ্ট্র, রুমানিয়া, জাপান, বেলজিয়াম, সার্বিয়া, গ্রিস, পর্তুগাল ও মন্টিনিগ্রো।
(মিএশক্তি জয়ী)
২৩.দ্বিতীয় বিশ্বযুদ্ধ কখন হয় এবং এর পক্ষে বিপক্ষে কারা অংশগ্রহন করে?
উওর: সময়কাল-১৯৩৯-৪৫
শুরু হয়- ১ সেপ্টেম্বর ১৯৩৯(খ্রি)
অক্ষশক্তি=জার্মানি, ইতালি, জাপান,এর সথে হাঙ্গেরি, রুমানিয়া, বুলগেরিয়া ও থাইল্যান্ড।
মিত্রশক্তি=রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন, চিন, ফ্রান্স ও পোল্যান্ড এর সাথে কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, যুগোশ্লাভিয়া, গ্রিস, নরওয়ে, নেদারল্যান্ড, বেলজিয়াম, চেকোস্লোভাকিয়া, ফিলিপাইন ও ব্রাজিল।
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    3412 Views
    by rana
    0 Replies 
    2006 Views
    by romen
    0 Replies 
    994 Views
    by raja
    0 Replies 
    1780 Views
    by sakib
    0 Replies 
    1407 Views
    by tumpa

    ১.৩ জানুয়ারি : বাংলাদেশ চিকিৎসা শিক্ষা অ্যাক্রেডি[…]

    ১. সমাজকল্যাণ ও সমাজকর্মের মধ্যে পার্থক্য হচ্ছে- প[…]

    ১৩ জানুয়ারি ২০২৫ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (ICC)[…]

    ৭ নভেম্বর-১৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত অনুষ্ঠিত হয় ইন[…]