Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1984
#বাংলাদেশ বিষয়াবলী

০১. বাংলাদেশ বিমানবাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জমান সেরনিয়াবত।
০২. অনলাইনে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম শুরু হয় কবে?
উত্তরঃ ৫ নভেম্বর, ২০১৯.
০৩. অনলাইনে প্রবাসীদের ভোটার হওয়ার কার্যক্রম প্রথম শুরু হয় কোন দেশের প্রবাসীদের জন্য?
উত্তরঃ মালয়েশিয়া।
০৪. বাংলাদেশের কারাগারগুলোতে মোট বন্দী ধারণ ক্ষমতা কত?
উত্তরঃ ৪০ হাজার ৬৬৪ জন।
০৫. বাংলাদেশি বংশোদ্ভূত কোন ব্রিটিশ সাহিত্যিক বুকার পুরস্কার পেয়েছেন?
উত্তরঃ মনিকা আলী।
০৬. বাংলাদেশের বর্তমান রেলমন্ত্রী কে?
উত্তরঃ মোঃ নূরুল ইসলাম।
০৭. বর্তমানে দেশে মোট কতটি প্রতিষ্ঠান মোবাইল ব্যাংকিং সেবা দিচ্ছে?
উত্তরঃ ১৬টি।

#আন্তর্জাতিক বিষয়াবলী

০১. বেঙ্গালুরু শহরটি ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ কর্ণাটক রাজ্যে।
০২. ভারত কত সালে মহাকাশে মানুষ পাঠাবে?
উত্তরঃ ২০২২ সালে।
০৩. ‘রসকসমস’ কোন দেশের মহাকাশ সংস্থা?
উত্তরঃ রাশিয়া।
০৪. ভারতের মহাকাশ সংস্থার নাম কি?
উত্তরঃ ইসরো।
০৫. ‘ইন্ডিয়া গেইট’ কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের রাজধানী নয়া দিল্লিতে।
০৬. সংযুক্ত আরব আমিরাতের মুদ্রার নাম কি?
উত্তরঃ দিরহাম।
০৭. ইরানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি?
উত্তরঃ হাসান রুহানি।
০৮. ‘সোনোরা রাজ্য’ টি কোন দেশে অবস্থিত?
উত্তরঃ মেক্সিকো।
০৯. গ্রিসের সর্ববৃহৎ দ্বীপের নাম কি?
উত্তরঃ ক্রিট।
১০. উত্তর কোরিয়ার রাজধানীর নাম কি?
উত্তরঃ পিয়ংইয়ং।
১১. ‘সিনহুয়া’ কোন দেশের সংবাদ মাধ্যম?
উত্তরঃ চীন।
১২. ভারতের মুকেশ আম্বানি বিশ্বের কত তম ধনী ব্যক্তি?
উত্তরঃ ১৪তম।
১৩. আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ জেনেভা, সুইজারল্যান্ড।
১৪. প্যারিস জলবায়ু চুক্তি থেকে যুক্তরাষ্ট্র কবে বেরিয়ে যাবে?
উত্তরঃ ২০২০ সালে।
১৫. যুক্তরাষ্টের বর্তমান অর্থমন্ত্রী কে?
উত্তরঃ স্টিভেন মানুচিন।
১৬. লেবাননে কবে থেকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে?
উত্তরঃ ১৭ অক্টোবর, ২০১৯.
১৭. লেবাননের রাজধানীর নাম কি?
উত্তরঃ বৈরুত।

#বিজ্ঞান ও প্রযুক্তি

০১. ‘ডিপ্লোডিয়া’ কিসের রোগ?
উত্তরঃ চোখের।
০২. মাইক্রোসফ্টের প্রধান নির্বাহী কর্মকর্তা কে?
উত্তরঃ সত্য নাদেলা।
০৩. এক টুকরো কাচে তথ্য সংরক্ষণ করার প্রযুক্তি তৈরির মাইক্রোসফ্টের এই প্রকল্পের নাম কি?
উত্তরঃ প্রজেক্ট সিলিকা।
০৪. হারিয়ে বা পালিয়ে যাওয়া ব্যক্তিদের সহজে খুঁজে বের করার প্রযুক্তিগত কৌশলকে কি বলা হয়?
উত্তরঃ Remotely Piloted Aircraft System (RPAS). (ড্রোনের মাধ্যমে)
০৫. তথ্য প্রযুক্তি সম্মেলন ‘Web Summit-2019’ কোথায় শুরু হয়েছে?
উত্তরঃ লিসবন, পর্তুগাল।
০৬. সম্মেলনটি কবে শুরু হয়েছে?
উত্তরঃ ৪ নভেম্বর, ২০১৯.
০৭. ‘প্রোজেরিয়া’ কি?
উত্তরঃ শিশু বয়সে বুড়িয়ে যাওয়া রোগ।

#খেলাধুলা

০১. বাংলাদেশ কবে প্রথমবারের মতো গোলাপি বলে টেস্ট (দিবা-রাত্রি টেস্ট) ম্যাচ খেলবে? (ভারতের জন্যও প্রথম)
উত্তরঃ ২২ নভেম্বর, ২০১৯. (প্রতিপক্ষ – ভারত)।
০২. সম্প্রতি অনুষ্ঠিত টেনিস প্রতিযোগিতা ‘প্যারিস মাস্টার্স’ ট্রফি জিতেছেন কে?
উত্তরঃ নোভাক জোকোভিচ।
০৩. এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপ -২০২০ কোথায় অনুষ্ঠিত হবে?
উত্তরঃ উজবেকিস্তান।
khaled uz Zaman sonju

    ] Global China Hardware & Trading Ltd. is[…]

    Thanks for the information.

    ইবনে সিনা ট্রাস্ট নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ নিয়োগ বিজ[…]

    Achieving the best SEO (Search Engine Optimization[…]