Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1972
তথ্যসূত্র:কারেন্ট অ্যাফেয়ার্স

০১| বঙ্গবন্ধুর "অসমাপ্ত আত্মজীবনী" কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®__১২টি(সর্বশেষ রুশ ভাষায়)

০২| ২৩ মার্চ ২০১৯ প্রকাশিত গেজেট অনুযায়ী বর্তমানে দেশে ক্ষুদ্র-নৃ-গোষ্ঠীর সংখ্যা কয়টি?
®__৫০টি

০৩| বাংলাদেশ চা বোর্ড কর্তৃক নিবন্ধনকৃত মোট চা বাগান কতটি?
®__১৬৭টি

০৪| পেঁয়াজের বৈজ্ঞানিক নাম কী?
®__Allium Cepa

০৫| পেঁয়াজ উৎপাদন-রপ্তানি ও আমদানিতে শীর্ষ দেশের নাম কী?
®__উৎপাদনে চীন
®__রপ্তানিতে নেদারল্যান্ড
®__আমদানিতে যুক্তরাষ্ট্র

০৬| বর্তমানে দেশে পৌরসভা কতটি?
®__৩২৮টি(সর্বশেষ সিলেটের বিশ্বনাথ)

০৭| বাংলাদেশ রেলওয়ে ট্রেনিং একাডেমি কোথায় অবস্থিত?
®__হালিশহর,চট্টগ্রাম

০৮| International Year of Plant Health ঘোষণা করা হয় কোন সাল কে?
®__২০২০ সালকে

০৯| International Year of Peace and Trust ঘোষণা করা হয় কোন সাল কে?
®__২০২১ সালকে

১০| NAM এর ১৮তম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
®__বাকু, আজারবাইজান

১১| ৪৬তম G7 শীর্ষ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হবে?
®__১০-১২ জুন ২০২০ যুক্তরাষ্ট্রে

১২| ২০১৯ বৈশ্বিক প্রতিযোগিতার সক্ষমতার প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি?
®__সিঙ্গাপুর(বাংলাদেশ ১০৫)

১৩| স্বর্ণ উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ কোনটি?
®__চীন(মজুদে যুক্তরাষ্ট্র)

১৪| ২০১৯ সালে ম্যান বুকার পুরস্কার লাভ করেন কে?
®__মার্গারেট অ্যাটউড(The Testaments) ও এভারিস্টো(Girl, Woman, Other) উপন্যাসের জন্য।

১৫| ২০১৮ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান কে?
®__ওলগা তোকারচুক(পোল্যান্ড)

®__নোট রমজান

১৬| ২০১৯ সালে সাহিত্যে নোবেল পান কে?
®__পিটার হান্ডক(অস্ট্রিয়া)

১৭| বঙ্গবন্ধুর বায়োপিকের চিত্রনাট্য লিখেছেন কে?
®__অতুল তিওয়ারি

১৮| "ইনডেমনিটি"(নিরাপত্তা) পথনাটকের রচয়িতা কে?
®__মান্নান হীরা

১৯| ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি কে?
®__সৌরভ গাঙ্গুলি

২০| ২০১৯ সালে শান্তিতে নোবেল পানকে?
®__আবি আহমেদ আলী

২১| দেশের প্রথম ভাসমান সৌর বিদ্যুৎ প্ল্যান্ট কোথায় অবস্থিত?
®__মোংলা,বাগেরহাট

২২| দেশের বৃহত্তম পানি শোধানাগার কোনটি?
®__পদ্মা জলদিয়া, লৌহজং,মুন্সিঞ্জ

২৩| দেশে প্রথম হাইব্রিড বিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
®__সোনাগাজী ফেনী

২৪| দেশে গাড়ি তৈরির প্রথম কারখানা কোথায় স্থাপিত হচ্ছে?
®__বঙ্গবন্ধু?শেখ মুজিব শিল্পনগর

২৫| ফেনী নদীর উৎপত্তি কোথায়?
®__খাগড়াছড়ি জেলার পার্বত্য এলাকায়

২৬| EU এর বর্তমান প্রেসিডেন্ট কে?
®__ডেভিড সাসোলি,ইতালি

২৭| বিশ্বের সবচেয়ে আধুনিক ইসলামী জাদুঘর(Museum of Islamic Arts) কোথায় অবস্থিত?
®__দোহা, কাতার

২৮| ১ কিউসেক পানি সমান কত?
®__২৮.৩১৮ লিটার বা সেকেন্ড

২৯| চতুর্থ বাঙালি হিসেবে নোবেল জয় করেন কে?
®__অভিজিৎ ব্যানার্জি
(৬ষ্ঠ দম্পতি হিসেবে নোবেল পায়)

৩০| ডুয়িং বিজনেস ২০২০ অনুযায়ী সহজে ব্যবসা করার সুযোগে বাংলাদেশ কততম?
®__১৬৮তম।
®__শীর্ষে নিউজিল্যান্ড
®__সোমালিয়া

নোট MD. Ramjan Ali

    বিষয় : রাষ্ট্রপতির কার্যালয়, আপন বিভাগের “[…]

    বিষয় : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্[…]

    Amendment of Vacancy announcement for the post of […]