Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1970
#বাংলাদেশ_অংশ
♠ বর্তমানে ২২তম মন্ত্রী পরিষদ সচিব
☞ খন্দকার আনোয়ারুল ইসলাম।
♠ বাংলা একাডেমীর ১ম নারী মহাপরিচালক
☞ ড. নীলিমা ইব্রাহিম।
♠ সম্প্রতি দেশে আসা নতুন ভাইরাসের নাম
☞ ওয়েস্ট নাইল ভাইরাস।
♠ 'ওয়েস্ট নাইল ভাইরাস' সুপ্ত অবস্থায় থাকে
☞ কাকের দেহে।
♠ সম্প্রতি উদ্ভাবিত নতুন জাতের চেরি টমেটোর নাম
☞ বিউ চেরি টমেটো - ১।
♠ সম্প্রতি উদ্ভাবিত ' বিউ চেরি টমেটো-১' এর উদ্ভাবক
☞ অধ্যাপক মেহফুজ হাসান।
♠ সম্প্রতি ভারতের মর্যাদাপূর্ণ বিদ্যাসাগর পুরস্কার পান
☞ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
♠ তরুণদের দক্ষতা উন্নয়নে অসামান্য সাফল্যের স্বীকৃতি হিসেবে 'চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ' পুরস্কার লাভ করেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখায় 'ঠাকুর শান্তি পুরস্কার' লাভ করেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ সম্প্রতি আফ্রিকার দেশ বতসোয়ানায় জাতিসংঘের আবাসিক সমন্বয় পদে নিয়োগ পেয়েছেন
☞ বাংলাদেশের জিয়া চৌধুরী।
♠ চট্টগ্রাম অঞ্চলে সম্প্রতি গরু নতুন যে ভাইরাসজনিত রোগে আক্রান্ত হয়েছে
☞ নাম - ল্যাম্পি স্কিন ডিজিজ।
♠ ' ল্যাম্পি স্কিন ডিজিজ ' সর্বপ্রথম দেখা দেয়
☞ ১৯২৯ সালে আফ্রিকা অঞ্চলে।
♠ বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ' অগ্নিকন্যা, অগ্নিমানুষ, অগ্নিপুরুষ' উপন্যাসের রচয়িতা
☞ সাংবাদিক ও কথাসাহিত্যিক মোস্তফা কামাল।
♠ ওয়ার্ল্ড কমিউনিকেটরস কাউন্সিল ( ডাব্লিউসিসি) কর্তৃক ' বিশ্ব কারুশিল্প শহর' হিসেবে ঘোষণা করেছে
☞ নারায়াণগঞ্জের সোনারগাঁও কে।
♠ দেশের পুকুরে মাছ চাষের ঘটনাকে 'নীল বিপ্লব' বলে অভিহিত করেছে
☞ খাদ্যনীতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইন্টারন্যাশনাল ফুল পলিসি রিচার্স ইনস্টিটিউট ( ইফপ্রি)।
♠ বর্তমানে দেশে মাছ চাষ ও ব্যবসার সঙ্গে জড়িত
☞ প্রায় ১ কোটি ৮০ লাখ মানুষ।
♠ বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমীর ( বার্ড) নতুন মহাপরিচালক
☞ মো: শাহজাহান।
♠ সম্প্রতি দেশে নতুন ক্ষুদ্রতম স্তন্যপায়ী প্রাণী ' বামন চিকার' সন্ধান পাওয়া যায়
☞ চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ এলাকায়।
♠ বাংলাদেশ তৈল, গ্যাস ও খনিজ সম্পদ কর্পোরেশনের ( পেট্রোবাংলা) নতুন চেয়ারম্যান
☞ মো: রুহুল আমিন।
♠ ৯২তম অস্কারে বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবে
☞ 'আলফা' চলচ্চিত্র।
♠ অস্কারে অংশ নেয়া 'আলফা' ছবির পরিচালক
☞ নাসিরউদ্দিন ইউসুফ।
♠ বিশ্ব মানসিক স্বাস্থ্য নিয়ে সৃষ্টিশীল নারী নেতৃত্বে শততম তালিকায় স্থান পেয়েছে
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।
♠ বাংলাদেশ ব্যাংক রেমিটেন্স অ্যাওয়ার্ড লাভ করে
☞ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ( ২০১৮ সালের জন্য)।
♠ ২০১৯ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' নির্বাচিত হয়েছেন
☞ রাফা নানজিবা তোরসা।
♠ সম্প্রতি যৌথ মহড়া থেকে ফেরা বাংলাদেশের যুদ্ধজাহাজ দুটির নাম
☞ স্বাধীনতা ও আলী হায়দার।
♠ জাতিসংঘের মানবাধিকার পরিষদে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের বিপক্ষে ভোট দেন
☞ চীন ও ফিলিপাইন।
♠ কথাসাহিত্যিক শওকত ওসমানের উপন্যাসকে কেন্দ্র করে পূর্ণদৈর্ঘ্য শিশুতোষ চলচ্চিত্র
☞ পঞ্চসঙ্গী ( পরিচালক - জা- নেসার ওসমান)।
♠ প্রধান বিচারপতির এজলাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতি টাঙানো হয়
☞ ১ অক্টোবর ২০১৯।
♠ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর বানিজ্যিক সেবা শুরু হয়
☞ ২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি যে দুটি মন্ত্রণালয়কে একীভূত করে একটি একক মন্ত্রণালয় গঠনের সুপারিশ করেছে সংস্কৃতি মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটি
☞ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও পর্যটনবিষয়ক মন্ত্রনালয়।
♠ বর্তমানে দেশে বাংলা দিনপঞ্জি অনুযায়ী ৩১ দিনে হওয়া ৬ টি মাস যথাক্রমে
☞ বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, ভাদ্র, আশ্বিন।
♠ সম্প্রতি জাপানের মেরিটাইম সেলফ ডিফেন্স ফোর্সের বাংলাদেশ সফরকারী জাহাজ দুটির নাম
☞ বানজো ও তাকাশিমা।
♠ ব্র‍্যাক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান
☞ তামারা হাসান আবেদ।
♠ সম্প্রতি দেশে যে বিশ্ববিদ্যালয় নিজস্ব মোবাইল অ্যাপস চালু করেছে
☞ জাতীয় বিশ্ববিদ্যালয়।
♠ 'ওআইসি' কর্তৃক ২০১৯ সালের জন্য ' ওআইসি সিটি অব ট্যুরিস্ট ' ঘোষণা করে
☞ ঢাকা শহরকে।
♠ ২০২১ সালের তথ্যপ্রযুক্তির বিশ্ব সম্মেলন 'ওয়ার্ল্ড কংগ্রেস অব ইনফরমেশন টেকনোলজি (ডব্লিউসিআইটি)' অনুষ্ঠিত হবে
☞ ঢাকায়।
♠ চলতি ২০১৯-২০ অর্থবছরে জুলাই মাসে দেশের সেবা রপ্তানির পরিমাণ
☞ ৫৩ কোটি মার্কিন ডলার।
♠ সম্প্রতি দেশে ট্যুরিস্ট বাস চালু হয়
☞ সিলেটে।
♠ বাংলদেশের পুকুর থেকে আসে উৎপাদিত মাছের
☞ ৫৬ শতাংশ।
♠ বর্তমানে দেশের মানুষের মাথাপিছু মাছ খাওয়ার পরিমাণ
☞ ৩০ কেজি।
♠ তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লেখা 'রূপান্তরিত মানুষের গল্প' গ্রন্থের লেখক
☞ লাজিনা মুনা।
♠ তৃতীয় লিঙ্গের মানুষ নিয়ে লেখা ' হিজড়া শব্দকোষ ' গ্রন্থের লেখক
☞ সেলিনা হোসেন।
♠ সম্প্রতি ৪৮ টি নদীর তথ্যভাণ্ডার তৈরি করার উদ্যোগ নিয়েছে
☞ বাংলাদেশ সরকার।
♠ জাতীয় মানবাধিকার কমিশনের বর্তমান চেয়ারম্যান
☞ নাছিমা বেগম।
♠ ১ম বাংলাদেশী নারী হিসেবে নাসায় নিয়োগ পেয়েছেন
☞ মাহজাবীন হক।
♠ ২০১৯ সালে ' রেমিটেন্স অ্যাওয়ার্ড ' দেওয়া হয়
☞ ৩৬ জন ব্যক্তিকে।
♠ সম্প্রতি রোহিঙ্গা প্রত্যাবাসনে যে দেশের মধ্যস্থতায় যৌথ ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়
☞ চীন।
♠ জাতিসংঘের ৭৪তম সাধারণ পরিষদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যু নিয়ে উত্থাপন করেন
☞ ৪ দফা প্রস্তাব।
♠ সম্প্রতি ১ম বারের মত 'বাংলাদেশ বানিজ্য মেলা' অনুষ্ঠিত হয়
☞ নিউইয়র্কে।
♠ বিশ্বের প্রভাবশালী ১০০ নারীর তালিকায় স্থান পাওয়া বাংলাদেশে জন্ম নেয়া রোহিঙ্গা তরুণীর নাম
☞ জেসমিন আক্তার ( বিবিসির জরিপে)।
♠ চলতি ১৪২৬ বঙ্গাব্দে ১ম বারের মত আশ্বিন মাসের গণনা শুরু হয়েছে
☞ ৩১ দিন ধরে।
♠ সম্প্রতি চালু হওয়া অর্থ লেনদেনের নতুন অ্যাপের নাম
☞ ডি মানি।
♠ সম্প্রতি বাংলাদেশ যে দেশে ধান রপ্তানির ঘোষণা দেয়
☞ ভুটানে।
♠ 'রোটারি ইন্টারন্যাশনাল জাতিসংঘ সম্মাননা - ২০১৯' পেয়েছেন
☞ হাসিনা রহমান।
♠ সম্প্রতি ঢাকায় নিয়োগ পাওয়া পাকিস্তানের হাইকমিশনারের নাম
☞ ইমরান আহমেদ সিদ্দিকী।
♠ ফিফার বর্তমান সভাপতি জিয়ান্নি ইনিফাস্তিনোর ঢাকায় আসেন
☞ ১৬ অক্টোবর ২০১৯।
♠ জিয়ান্নি ইনফাস্তিনোর আগে বাংলাদেশ সফরকারী ফিফা সভাপতিগণ
☞ ১ম জোয়াও হ্যাভেলাঞ্জ ও ২য় সেপ ব্লাটার।
♠ সাম্প্রতিক চুক্তি অনুযায়ী ফেনী নদীর পানি ভারতের যে শহরে দেওয়া হবে
☞ সাব্রুম ( ত্রিপুরা)।
♠ নাইজেরিয়ায় আবুজা আন্তর্জাতিক বানিজ্য মেলায় শ্রেষ্ঠ বিদেশী দেশ হিসেবে পুরস্কার পেয়েছে
☞ বাংলাদেশ।
♠ সচিব মর্যাদা পেলেন যে চার সংস্থার প্রধান
☞ দূর্যোগ ব্যবস্থাপনা ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক এবং বিসিআইসি ও পেট্রোবাংলার চেয়ারম্যান।
________________
রিপোর্ট_সমীক্ষা
--------------------------
♠ চাষের মাছ উৎপাদনে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ পঞ্চম।
♠ বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর মধ্যে ঢাকার অবস্থান
☞ পঞ্চম।
♠ এশিয়ায় অশুল্ক বাধা প্রয়োগের ক্ষেত্রে বাংলাদেশ
☞ ২২ তম।
♠ মৎস্যসম্পদ ( মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক) উৎপাদনে বিশ্বে বাংলাদেশ
☞ সপ্তম।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচকে বিশ্বে বাংলাদেশ
☞ ৮৮ তম।
♠ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে বাংলাদেশ
☞ ১০৫ ( ১৪১ টি দেশের মধ্যে)।
♠ বর্তমানে 'ইজ অব ডুয়িং বিজনেস' সূচকে বাংলাদেশ
☞ ১৭৬ তম।
♠ বর্তমানে চাল উৎপাদনে ও ভোগে বাংলাদেশ
☞ চতুর্থ।
♠ সামরিক শক্তির বিচারে বর্তমান বিশ্বে বাংলাদেশ
☞ ৪৫তম ( ১৩৭ টি দেশের মধ্যে)।
♠ ২০১৮ সালে প্রবাসী আয়ে বাংলাদেশ
☞ দশম।
♠ অভিবাসী হওয়ার দৌড়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান
☞ ষষ্ঠ।
♠ ২০১৯ সাল পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশে বাস করা বাংলাদেশীর সংখ্যা
☞ ৭৮ লাখ।
♠ শরনার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।
♠ বর্তমানে তুলা আমদানিতে বাংলাদেশ
☞ দ্বিতীয়।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বনিম্ন গতিসম্পন্ন দেশের তালিকায় বাংলাদেশ
☞ দশম।
♠ ভারত ভ্রমণে শীর্ষে যে দেশের নাগরিক
☞ বাংলাদেশ।
♠ একজন মানুষের নূন্যতম পুষ্টি চাহিদা পূরণে বছরে খাদ্যতালিকায় ডিম থাকা দরকার
☞ ১০৪ টি ( জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার তথ্য অনুযায়ী)।
_________________
খেলাধুলা বিষয়ক
----------------------------
♠ ফিফার সর্বশেষ র‍্যাংকিয়ে বাংলাদেশ নারী ফুটবল দলের অবস্থান
☞ ১৩২ তম।
♠ অস্ট্রেলিয়ায় মেয়েদের বিগ ব্যাশ টি-২০ লীগে খেলতে যাওয়া দুই বাংলাদেশী ক্রিকেটারের নাম
☞ রুমানা আহমেদ ও নিগার সুলতানা জ্যোতি।
♠ সম্প্রতি জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপে সর্বোচ্চ দুইবার চ্যাম্পিয়ন হন
☞ রানী হামিদ।
♠ সম্প্রতি বিশ্ব আর্চারিতে সেরা পাঁচ-এ স্থান পাওয়া বাংলাদেশীর নাম
☞ রোমান সানা।
♠ সম্প্রতি অনুর্ধ-১৯ বাংলাদেশ ক্রিকেট যে দেশের বিপক্ষে জয় পায়
☞ নিউজিল্যান্ড।
♠ বাংলাদেশ সবচেয়ে বেশি টি-২০ খেলেছে
☞ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ( ১২ টি)।
♠ বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
☞ হ্যামিল্টন মাসাকাদজা, জিম্বাবুয়ে ( ৭১ টি)।
♠ আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছেন
☞ মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ ( ৭ টি)।
#আন্তর্জাতিক_অংশ
♠ বর্তমানে বিশ্বে মোট অভিবাসীর সংখ্যা
☞ ২৭ কোটি ২০ লাখ।
♠ আন্তর্জাতিক মুদ্রা তহবিল ( আইএমএফ) এর বর্তমান ২য় নারী প্রধানের নাম
☞ বুলগেরিয়ার অর্থনীতিবিদ ক্রিস্টালিনা জর্জিয়েভা।

♠ ১৯৩৭ সালে সর্বপ্রথম 'ওয়েস্ট নাইল ভাইরাস' সনাক্ত করা হয়
☞ আফ্রিকা মহাদেশের উগান্ডার ওয়েস্ট নাইল অঞ্চলে।
♠ ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাক মারা যান
☞ ২৬ সেপ্টেম্বর ২০১৯।
♠ সম্প্রতি চীনে উদ্ধোধন হওয়া স্টারফিশ আকৃতির বিমানবন্দরের নাম
☞ বেইজিং ড্রক্সিং ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ( স্থপতি - ইরানের জাহা হামিদ)।
♠ সম্প্রতি ভারতের ' ডটার অব দ্য নেশনস' উপাধি দেওয়া হয়
☞ সংগীতশিল্পী লতা মঙ্গেশকর।
♠ সম্প্রতি উদ্ধোধন হওয়া ' কারতারপুর করিডোর' অবস্থিত
☞ ভারত ও পাকিস্তান সীমান্তে।
♠ ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের ( পার্লামেন্ট) ১ম নারী স্পিকার
☞ পুয়ান মহারানি নক্ষত্র ক্যুশিলা।
♠ সম্প্রতি ' আন্তর্জাতিক রোবট ডি চ্যালেঞ্জ' প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়
☞ দক্ষিণ কোরিয়ায়।
♠ সম্প্রতি কাশ্মীর নিয়ে সোচ্চার হওয়ায় 'রয়াল ইসলামিক স্ট্র‍্যাটেজিক স্টাডিজ সেন্টার' ইমরান খানকে উপাধি দেয়
☞ মুসলিম ম্যান অব দ্য ইয়ার - ২০২০।
♠ ' রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ' এর অন্য নাম
☞ বিকল্প নোবেল।
♠ সম্প্রতি পদত্যাগকারী নেপালের স্পিকারের নাম
☞ কৃষ্ণা বাহাদুর মহারা।
♠ সম্প্রতি ভারতের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের জন্য স্পেশাল নিরাপত্তার জন্য তৈরি বিমানের নাম
☞ এয়ার ইন্ডিয়া ওয়ান।
♠ সম্প্রতি মহাকাশে জীবনের অস্তিত্ব খোঁজার জন্য তৈরিকৃত ডিভাইসের নাম
☞ ডিজিটাল হলোগ্রাফিক মাইক্রোস্কোপ।
♠ ' ডিজিটাল হলোগ্রাফিক মাইক্রোস্কোপ ' তৈরি করেন
☞ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ( ক্যালটেক)।
♠ ২০১৯ সালে ভারতের ধনীদের তালিকায় শীর্ষে
☞ মুকেশ আম্বানি।
♠ ২০১৯ সালে জলবায়ু পরিবর্তনে শিশুদের প্রতিবাদের নাম
☞ দ্য গ্লোবাল স্ট্রাইক ফর ক্লাইমেট।
♠ বিশ্বের সবচেয়ে বড় পানীয় উৎসবের নাম
☞ অক্টোবর ফেস্ট ( প্রতি বছর অক্টোবরে জার্মানিতে অনুষ্ঠিত হয়)।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্রের এনআরজি স্টেডিয়ামে নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের নাম
☞ হাউডি মোদি।
♠ জাতিসংঘের জলবায়ু প্রতিবেদন অনুযায়ী ইতিহাসের উষ্ণতম ৫ বছর হলো
☞ ২০১৫-১৯।
♠ মহাত্মা গান্ধীর দেহাভষ্ম চুরি হয়
☞ ২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি ' ননফিল্টার মিউজিয়াম ' নামে সেলফি জাদুঘর চালু হয়
☞ অস্ট্রিয়ার ভিয়েনায়।
♠ ২০১৯ সালে বিশ্ব বসতি দিবসের প্রতিপাদ্য
☞ বর্জ্যকে সম্পদে পরিণত করতে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার।
♠ জাপানের সম্রাট নারুহিতোর অভিষেক অনুষ্ঠিত হয়
☞ ২২ অক্টোবর ২০১৯।
♠ সম্প্রতি যুক্তরাষ্ট্র যে চুক্তি থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে
☞ খোলা আকাশ চুক্তি।
♠ সম্প্রতি বন বাঁচিয়ে নরওয়ের কাছ থেকে ১২৬৭ কোটি টাকা পুরস্কার পায়
☞ মধ্য আফ্রিকার দেশ গ্যাবন।
♠ সম্প্রতি ভারতের বিজ্ঞান গবেষণায় সর্বোচ্চ সম্মাননা ' ভাটনগর পুরস্কার' লাভ করেন
☞ কলকাতার বাঙালি নারী বিজ্ঞানী নীনা গুপ্ত।
♠ টানা ২য় বারের মত ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন
☞ জোকো উইদোদো।
♠ ' গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন ( জিএভিআই)' হলো
☞ সুইজারল্যান্ড ভিত্তিক বিশ্বব্যাপী টিকাদান সংস্থা।
♠ সম্প্রতি ' পোকগোকসং - ৩' নামের নতুন ধরনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অনুভূমিক মাত্রায় নিক্ষেপ করে
☞ উত্তর কোরিয়া।
♠ জ্বালানি তেলের ভর্তুকি বাতিলের প্রতিবাদে সম্প্রতি আন্দোলন সংগঠিত হয়
☞ ইকুয়েডরে।
♠ সম্প্রতি জাতিসংঘের শান্তি রক্ষা মিশন থেকে বাদ পড়েছে
☞ শ্রীলঙ্কা।
♠ সম্প্রতি ইসরাইল থেকে ভারত যে ধরনের অস্ত্র পাচ্ছে তার নাম
☞ কিলার।
♠ সম্প্রতি ১ম বারের মত বিশ্বের জনগোষ্ঠীর জন্য ট্যুরিস্ট ভিসা চালু করেছে
☞ সৌদি আরব।
♠ সম্প্রতি চাঁদের উল্টো পিঠে এক ধরনের চ্যাটচ্যাটে জেলির সন্ধান পায়
☞ চীনের চন্দ্রযান।
♠ মেট্রোরেলের টিকিটের দাম বাড়া নিয়ে বিক্ষোভের পরিপ্রেক্ষিতে সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করা হয়
☞ চিলিতে।
♠ সম্প্রতি চীনা কমিউনিস্ট পার্টি পালন করেছে ক্ষমতা গ্রহণের
☞ ৭০তম বার্ষিকী।
♠ বিকল্প নোবেলখ্যাত ' লাইভলিহুড অ্যাওয়ার্ড ' লাভ করেন
☞ সুইডেনের কিশোরী গ্রেটা থুনবার্গ।
♠ পরিবেশ বিষয়ক ' ফ্রাইডেস ফর ফিউচার' আন্দোলনের উদ্যোক্তা
☞ গ্রেটা থুনবার্গ।
♠ আমাজানের চেয়েও দ্রুত ধবংসপ্রাপ্ত ' সেরাদো বন' অবস্থিত
☞ ব্রাজিলে।
♠ সম্প্রতি ৬.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে
☞ ইন্দোনেশিয়ায়।
♠ গত এক দশকে প্রাকৃতিক দূর্যোগে ঘরবাড়ি ছাড়া হয়েছে
☞ ৬৮ লাখ মানুষ।
♠ শব্দের চেয়ে ৫ গুন বেশি গতির হাইপারসনিক রকেট ইঞ্জিনচালিত উড়োজাহাজ তৈরি করেছে
☞ যুক্তরাজ্য।
♠ সম্প্রতি চীনা সরকারী কর্মকর্তাদের ওপর ভিসা নিষেধাজ্ঞা আরোপ করে
☞ যুক্তরাষ্ট্র।
♠ ' নট দ্য বুকার পুরস্কার' লাভ করেছেন
☞ ব্রিটিশ লেখক লারা উইলিয়ামস ( সুপার ক্লাব উপন্যাসের জন্য)।
♠ মহাশূন্যে হাঁটা ১ম ব্যক্তি ' আলেক্সি লিওনভ' মারা যান
☞ ১১ অক্টোবর ২০১৯।
______________________
সম্মেলন + বৈঠকসমূহ
------------------------------------
♠ সম্প্রতি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ভারতে।
♠ ২০২০ সালের 'জি- ৭' সম্মেলন অনুষ্ঠিত হবে
☞ যুক্তরাষ্ট্রে ( ১০-১২ জুন)।
♠ 'সি পাওয়ার কনফারেন্স' অনুষ্ঠিত হয়
☞ সিডনি, অস্ট্রেলিয়া।
♠ সম্প্রতি ৬৪তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্স' অনুষ্ঠিত হয়
☞ উগান্ডায়।
♠ সম্প্রতি ১৪১তম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের ( আইপিইউ) সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ সার্বিয়ার রাজধানী বেলগ্রেড।
♠ সম্প্রতি ৪র্থ ইউরেশীয় কনফারেন্স অনুষ্ঠিত হয়
☞ কাজাখস্তানে ( ২৩- ২৪ অক্টোবর ২০১৯)।
♠ জোট নিরপেক্ষ আন্দোলনের ( ন্যাম) শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ আজারবাইজানের রাজধানী বাকুতে ( ২৫-২৬ অক্টোবর ২০১৯)।
♠ বিশ্ব অর্থনৈতিক ফোরামের ( ডাব্লিউইএফ) ৩৩তম ভারতীয় অর্থনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ভারতের নয়াদিল্লিতে।
♠ জলবায়ু কর্ম সম্মেলন (Climate Action Summit) অনুষ্ঠিত হয়
☞ নিউইয়র্কে ( ২১-২৩ সেপ্টেম্বর ২০১৯)।
_______________
রিপোর্ট সমীক্ষা
------------------------
♠ সামরিক শক্তির বিচারে শীর্ষ দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ১৩৭ টি দেশের মধ্যে)।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বোচ্চ গতিসম্পন্ন দেশ
☞ দক্ষিণ কোরিয়া।
♠ ইন্টারনেটের ডাউনলোডে সর্বনিম্ন গতিসম্পন্ন দেশ
☞ ইরাক।
♠ বর্তমানে অভিবাসী হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে
☞ ভারত।
♠ ২০১৮ সালে প্রবাসী আয়ে শীর্ষ দেশ
☞ ভারত।
♠ ২০১৮ সালে বিশ্বব্যাপী বিভিন্ন দেশ প্রবাসী আয় পেয়েছে
☞ ৫২৯০০ কোটি মার্কিন ডলার।
♠ শরনার্থী আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দ. এশিয়ার শীর্ষ দেশ
☞ পাকিস্তান।
♠ এশিয়ায় অশুল্ক বাধা প্রয়োগে সবচেয়ে বেশি এগিয়ে
☞ চীন।
♠ মৎস্যসম্পদ ( মাছ, আবরণযুক্ত জলজ প্রাণী ও শামুক) উৎপাদনে শীর্ষে
☞ চীন।
♠ বর্তমানে তুলা উৎপাদনে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বর্তমান বিশ্বে দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে
☞ নয়াদিল্লি ( ২য় - ওলানবাটর)।
♠ বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা সূচকে শীর্ষ দেশ
☞ সিঙ্গাপুর ( ১৪১ টি দেশের মধ্যে)।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচক -২০১৯ এ ভালো অবস্থানে থাকা দেশগুলো যথাক্রমে
☞ বেলারুশ, বসনিয়া, চিলি ও কোস্টারিকা।
♠ বৈশ্বিক ক্ষুধা সূচক-২০১৯ এ চরম ক্ষুধার মধ্যে থাকা দেশগুলো যথাক্রমে
☞ মধ্য আফ্রিকা, মাদাগাস্কার, ইয়েমেন ও চাঁদ।
♠ চাল উৎপাদন ও ভোগে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বিশ্বে যত চাল খাওয়া হয় তার ৯০% উৎপাদন হয়
☞ এশিয়ায়।
♠ বর্তমান বিশ্বের ৩৫০ কোটি মানুষের প্রধান খাদ্য
☞ ভাত
_________________
খেলাধুলা বিষয়ক
---------------------------

♠ সম্প্রতি যে দেশের ক্রিকেট টিমের অধিনায়ককে বরখাস্ত করেছে
☞ পাকিস্তানের।
♠ এক টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড
☞ ভারতের রোহিত শর্মার ( ১৩ টি)।
♠ টেস্ট ক্রিকেটে ওপেনার হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরি
☞ সুনীল গাভাস্কার, ভারত ( ৩৩ টি)।
♠ টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বার ২৫০ রান করেছেন
☞ স্যার ডন ব্র‍্যাডম্যান, অস্ট্রেলিয়া ( ৫ বার)।
♠ তিন সংস্করণের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ফাইনাল খেলেছে
☞ সনাৎ জয়সুরিয়া, শ্রীলঙ্কা ( ৪২ টি)।
♠ ২০১৯ সালে ইংলিশ বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন
☞ বেন স্টোকস।
♠ আন্তর্জাতিক টি-২০ তে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন
☞ শোয়েব মালিক।
♠ বর্তমানে আফগানিস্তানের ক্রিকেটের প্রধান কোচ
☞ ল্যান্স ক্লুজনার, দক্ষিণ আফ্রিকা।
♠ ২০১৯ সালে ক্যারিবিয়ান প্রিমিয়ার লীগে চ্যাম্পিয়ন হয়েছে
☞ বার্বাডোজ ট্রাইডেন্টস।

♠ ৬ষ্ঠ ফুটবলার হিসেবে ৭০০ গোলের মাইলফলক ছুঁয়েছেন
☞ ক্রিস্টিয়ানো রোনালদো, পর্তুগাল।
♠ উয়েফা চ্যাম্পিয়ন লীগে এশীয়দের মধ্যে সর্বোচ্চ গোলদাতা
☞ সন হিয়ুং - মিন, দক্ষিণ কোরিয়া ( ১২ টি)।
♠ উয়েফা চ্যাম্পিয়ন লীগে আফ্রিকানদের মধ্যে সর্বোচ্চ গোলদাতা
☞ দিদিয়ের দ্রগবা, আইভেরিকোস্ট ( ৪৪ টি)।

♠ সম্প্রতি বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে দ্রুততম মানবী হয়েছেন
☞ শেলি অ্যান ফ্রেজার প্রাইস, জ্যামাইকা।
♠ ' বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপ -২০১৯' এ ছেলেদের ১০০০০ মিটারে স্বর্ণপদক জয়ী
☞ যশুয়া চেপত্তেগেই, উগান্ডা।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে মেয়েদের ৪০০ মিটারে রেকর্ড গড়েছেন
☞ হার্ডলস, যুক্তরাষ্ট্র।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে শীর্ষ পদক জয়ী দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ২৯ টি)।
♠ সম্প্রতি কাতারে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশীপে সর্বোচ্চ স্বর্ণপদক জয়ী দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ১৪ টি)।

♠ ২০২১ সালে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে
☞ ইউজিন, যুক্তরাষ্ট্র।
♠ রাগবিতে সবচেয়ে বেশি বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়
☞ নিউজিল্যান্ড।
♠ বর্তমান বিশ্বের দ্রুততম মানবের নাম
☞ যুক্তরাষ্ট্রের প্রিন্টার ( ১০০ মিটার ৯.৭৬ সেকেন্ডে অতিক্রম করে)।
♠ সম্প্রতি প্যান প্যাসিফিক ওপেন-এ চ্যাম্পিয়ন হয়েছেন
☞ জাপানের নাওমি ওসাকা।
♠ সম্প্রতি চীনা ওপেন টেনিসের শিরোপা জিতেছেন
☞ ডমিনিক থিয়েম।

♠বিশ্ব যুব দাবা চ্যাম্পিয়নশিপ এর আসর বসে
☞ ভারতের মুম্বাইয়ে।

___________________________
সাহিত্য পুরস্কার 'বুকার - ২০১৯'
----------------------------------------------
♠ প্রথমবারের মতো যৌথভাবে সম্মানজনক সাহিত্য পুরস্কার 'বুকার' জিতেছেন
☞ মার্গারেট অটউড ( কানাডা) ও বার্নারডাইন এভারিস্টো ( যুক্তরাজ্য)।
♠ বুকারজয়ী ১ম কৃষ্ণাঙ্গ নারী হলেন
☞ ব্রিটিশ ঔপন্যাসিক বার্নারডাইন এভারিস্টো
♠ সবচেয়ে বয়স্ক বুকারজয়ী ব্যক্তি হলেন
☞ কানাডীয় ঔপন্যাসিক মার্গারেট অটউড।
♠ মার্গারেট অটউড বুকার পুরস্কার পান
☞ টেস্টামেন্টস সিরিজের ' দ্য হ্যান্ডমেইডস টেল' উপন্যাসের জন্য।
♠ ২০১৯ সালে ২য় বারের মত বুকার পুরস্কার জিতেন
☞ মার্গারেট অটউড ( ১ম বার ‘ব্লাইন্ড অ্যাসাসিয়ান’ বইয়ের জন্য ২০০০ সালে)
♠ বার্নারডাইন এভারিস্টো বুকার পুরস্কার পান
☞ ‘গার্ল, ওম্যান, আদার’ বইটির জন্য।
_______________________________________
#নোবেল_পুরস্কার_২০১৯
________________________
চিকিৎসা বিজ্ঞানে - ৩ জন
-----------------------------------------
১। উইলিয়াম জি কাইলিন জুনিয়র - যুক্তরাষ্ট্র।
২। স্যার পিটার জে রেটক্লিফ - যুক্তরাজ্য।
৩। গ্রেগ এল সেমেনজা - যুক্তরাষ্ট্র।
অবদান - কীভাবে কোষগুলি উপলব্ধি করে এবং অক্সিজেনের সহজলভ্যতার সাথে খাপ খায়।
____________________
পদার্থবিজ্ঞানে - ৩ জন
----------------------------------
১। জেমস পিবলস - যুক্তরাষ্ট্র ( ফিজিক্যাল কসমোলোজি বিষয়ে গবেষণার জন্য)।
২। মাইকেল মেয়র ও দিদিয়ের কুলোজ - সুইডেন ( সূর্যের মতো নক্ষত্রকে পরিভ্রমণরত এক্সোপ্লানেটের আবিষ্কারের জন্য)।
_____________________
রসায়নবিজ্ঞানে - ৩ জন
------------------------------------
১। জন বি. গুডেনাফ - যুক্তরাষ্ট্র।
২। এম. স্ট্যানলি হুইটিংহাম - যুক্তরাষ্ট্র।
৩। অকিরা ইয়োসিনো - জাপান।
অবদান- লিথিয়াম আয়রন ব্যাটারি আবিস্কারের জন্য।
_____________________________________
সাহিত্যে - ১ জন (২০১৯) + ১ জন (২০১৮)
---------------------------------------------------------------
১। লেখক পিটার হ্যান্ডকে - অস্ট্রিয়া ( ২০১৯)
অবদান - ভাষার সৌন্দর্য এবং মানবিক অভিজ্ঞতার প্রান্তিক ও সুনির্দিষ্টতা উন্মোচনের জন্য ।
২| লেখক ওলগা তোকারচুক - পোল্যান্ড ( ২০১৮)।
অবদান - মানবজীবনের নানা সীমা অতিক্রমের গল্প নিজের কল্পনার তুলিতে ফুটিয়ে তোলার জন্য।
_______________
শান্তিতে - ১ জন
--------------------------
১। ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি ( ১ম ইথিওপিয়ান)।
অবদান- শান্তি অর্জন এবং আর্ন্তজাতিক সহযোগিতার' প্রচেষ্টার জন্য।
___________________
অর্থনীতিতে - ৩ জন
---------------------------------
১। অভিজিৎ ব্যানার্জি - ভারত
২। এস্থার ডুফলো - ফ্রান্স ( অভিজিৎ এর স্ত্রী)।
৩। মাইকেল ক্লেমার - যুক্তরাষ্ট্র।
অবদানঃ উন্নয়ন অর্থনীতির মধ্য দিয়ে দারিদ্র বিমোচনে অবদানে ভূমিকা রাখেন।
♠ নোবেল ইতিহাসের সবচেয়ে বয়স্ক নোবেলজয়ী ব্যক্তি
☞ জন বি গুডেনাফ, যুক্তরাষ্ট্র ( ৯৭ বছর)।
♠ ১ম ইথিওপিয়ান হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অ্যাবি আহমেদ আলী।
♠ ৪র্থ বাঙালি হিসেবে নোবেল পুরস্কার পান
☞ অভিজিৎ ব্যানার্জি।
♠ অর্থনীতিতে নোবেলজয়ী সর্বকনিষ্ঠ ব্যক্তি হলেন
☞ এস্তার ডুফলো ( ৪৭ বছর)।
♠ ২য় নারী অর্থনীতিবিদ হিসেবে অর্থনীতিতে নোবেল পুরস্কার পান
☞ এস্তার ডুফলো।
♠ ৫ম দম্পতি হিসেবে একই বিভাগে নোবেল পুরস্কার পান
☞ অভিজিৎ - ডুফলো দম্পতি।

নোট: Md Roman
    Similar Topics
    TopicsStatisticsLast post
    0 Replies 
    1939 Views
    by bdchakriDesk
    0 Replies 
    788 Views
    by bdchakriDesk
    0 Replies 
    793 Views
    by bdchakriDesk
    0 Replies 
    467 Views
    by bdchakriDesk
    0 Replies 
    2799 Views
    by monideb21
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]