Get on Google Play

বিষয় ভিত্তিক প্রস্তুতি : বাংলদেশ ও বিশ্ব, দৈনন্দিন বিজ্ঞান এবং সাম্প্রতিক ঘটনাবলি
#1863
♠ জাতীয় বস্ত্র দিবস পালিত হবে
☞ ৪ ডিসেম্বর।
♠ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ( DMP) বর্তমান কমিশনার
☞ মোহাম্মদ শফিকুল ইসলাম।
♠ ঢাকায় প্রস্তাবিত পাতাল রেলের দৈর্ঘ্য হবে
☞ ২২ কিলোমিটার।
♠ ভারতে বাংলাদেশ টেলিভিশনের ( BTV) সম্প্রচার উদ্ধোধন
☞ ০২ সেপ্টেম্বর ২০১৯।
♠ দেশের ১ম সরকারি সৌরবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত
☞ কাপ্তাই, রাঙামাটি।
♠ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে যুক্ত হওয়া ৪র্থ ড্রিমলাইনার
☞ রাজহংস ( উদ্ধোধন ১৭ সেপ্টেম্বর ২০১৯)।
♠ জাতীয় মানবাধিকার কমিশনের ( NHRC) বর্তমান ও ১ম নারী চেয়ারম্যান
☞ নাছিমা বেগম।
♠ বর্তমানে বাংলাদেশ শিপিং কর্পোরেশনে মোট জাহাজের সংখ্যা
☞ ০৮ টি।
♠ বাংলার অগ্রগতি, বাংলার অগ্রযাত্রা, বাংলার জয়যাত্রা, বাংলার অর্জন, বাংলার অগ্রদূত, বাংলার সমৃদ্ধি জাহাজগুলো তৈরি
☞ চীনের।
♠ জাতিসংঘে বাংলাদেশের ২য় নারী স্থায়ী প্রতিনিধি
☞ রাবাব ফাতিমা।
♠ জাতিসংঘে বাংলাদেশের ১ম নারী স্থায়ী প্রতিনিধি
☞ ইসমাত জাহান।
♠ ১৭৫ তম দেশ হিসেবে মানব পাচার প্রতিরোধ প্রটোকল অনুমোদন করে
☞ বাংলাদেশ ( ১২ সেপ্টেম্বর ২০১৯)।
♠ বর্তমানে দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা
☞ ১০৪ টি।
♠ দেশের ১০৪ তম বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নাম
☞ ইউনিভার্সিটি অব স্কিল এনরিচমেন্ট অ্যান্ড টেকনোলজি, নারায়ণগঞ্জ।

#রিপোর্ট_সমীক্ষা_২০১৯
----------------------------------
♠ ভ্রমন ও পর্যটন সক্ষমতায় বাংলাদেশ
☞ ১২০ তম
♠ বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান
☞ ১৩৮ তম।
♠ নিরাপদ নগরী সূচকে ঢাকার অবস্থান
☞ ৫৬ তম।
♠ সবচেয়ে অনিরাপদ নগরীর তালিকায় ঢাকার অবস্থান
☞ ৫ম।
♠ বৈশ্বিক অভিবাসনে বাংলাদেশের অবস্থান
☞ ষষ্ঠ।
♠ বিশ্বের ১৩তম অর্থনীতির দেশ
☞ বাংলাদেশ।
♠ জিডিপিতে প্রবৃদ্ধির শীর্ষে
☞ বাংলাদেশ।
♠ শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ
☞ দ্বিতীয়।
♠ এশিয়ায় জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।
♠ মৎস্য উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান
☞ অষ্টম।
♠ বৈশ্বিক তুলা আমদানিতে বাংলাদেশের অবস্থান
☞ দ্বিতীয়।

♠' হে বন্ধু বঙ্গবন্ধু ' শিরোনামের গানটির গীতিকার
☞ গাজী মাজহারুল আনোয়ার।
♠ ২০২০ সালের একাডেমি অ্যাওয়ার্ডের ৯২ তম আসরে ' বিদেশী ভাষার ছবি' বিভাগের জন্য বাংলাদেশ থেকে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র
☞ আলফা।
♠ দেশের ১ম সরকারী সৌরবিদ্যুৎ কেন্দের নাম
☞ কাপ্তাই ( ৭.৪ মেগাওয়াট সোলার পিডি গ্রিড কানেকটেড বিদ্যুৎকেন্দ্র)।
♠ নবগঠিত জাতীয় মহিলা ও শিশু উন্নয়ন পরিষদ (NCWCD) এর সভাপতি
☞ প্রধানমন্ত্রী।
♠ আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের প্রধানের বর্তমান পদবী
☞ পরিচালক ( পূর্বে ছিল মহাপরিচালক)।
♠ বর্তমানে বাংলাদেশে সাক্ষরতার হার
☞ ৭৩.৯% ( সূত্রঃ প্রধানমন্ত্রী; ৮ সেপ্টেম্বর ২০১৯)।
♠ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও মুজিববর্ষ
☞ ১৭ মার্চ ২০২০ - ১৭ মার্চ ২০২১।
♠ বাংলাদেশের পুলিশ কল্যাণ ট্রাস্টের 'কমিউনিটি ব্যাংক বাংলাদেশ লিমিটেড ' এর কার্যক্রম উদ্ধোধন
☞ ১১ সেপ্টেম্বর ২০১৯ ( উদ্ধোধক প্রধানমন্ত্রী)
♠ ডাক বাক্সের আদলে বাংলাদেশ ডাক বিভাগের নবনির্মিত 'ডাক ভবন' অবস্থিত
☞ আগারগাঁও, ঢাকা।
♠ নবনির্মিত ডাক ভবনের স্থপতি
☞ কৌশিক বিশ্বাস।
♠ বাংলাদেশের ১ম এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প
☞ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
♠ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য
☞ ১৯.৭৩ কিলোমিটার ( Rampসহ মোট দৈর্ঘ্য ৪৬.৭৩ কিলোমিটার)।
♠ দেশে ১ম ডিজিটাল পদ্ধতিতে মামলার সাক্ষ্য উপস্থাপন করা হয়
☞ ফেনীর সোনাগাজীর নুসরাত হত্যা মামলার ( ২৭ আগস্ট ২০১৯)।
♠ রাজধানীতে অ্যাপভিত্তিক পরিবহন সেবার অনুমোদন দেয়
☞ বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (BRTA).
♠ বাংলাদেশ কাস্টমের ১ম নারী কমিশনার
☞ হাসিনা খাতুন ( ১৯৭৯ সালে বিসিএসের মাধ্যমে এ পদে যোগ দেন)।
♠ ভারত - বাংলাদেশ মৈত্রী সেতু - ১ নির্মিত হচ্ছে
☞ ফেনী নদীর উপর ( অবস্থানঃ রামগড়, খাগড়াছড়ি ও সাব্রুম, ভারত)।
♠ আয়তনের দিক থেকে দেশের ২য় বৃহত্তম বনাঞ্চল
☞ সোনার চর বনাঞ্চল, রাঙাবালী, পটুয়াখালী ( সূত্রঃ বন বিভাগ)।
♠ World Crafts Council (WCC) 'World Craft City For Jamdani' হিসেবে স্বীকৃতি প্রদান করে
☞ সোনারগাঁও কে (নারায়ণগঞ্জ)।
♠ ২০১৯ সালের এশিয়া কাপ আর্চারি ওয়ার্ল্ড র‍্যাংকিং স্টেজ-৩ টুর্নামেন্টে রিকার্ভ পুরুষ এককে স্বর্ন পদক জয় করেন
☞ বাংলাদেশের রোমান সানা।
♠ বর্তমানে প্রশাসনে সচিব ও সচিব পর্যায়ের কর্মকর্তার সংখ্যা
☞ ৮২ জন।
♠ বাংলাদেশ চা বোর্ডের বর্তমান চেয়ারম্যান
☞ মেজর জেনারেল মোঃ সোহায়েল হোসেন খান।
♠ মোংলা বন্দর কর্তৃপক্ষের বর্তমান চেয়ারম্যান
☞ রিয়ার এডমিরাল মোহাম্মদ মোজাম্মেল হক।
♠ বাংলাদেশ ট্যারিফ কমিশনের বর্তমান চেয়ারম্যান
☞ মোঃ নূর-উর রহমান ( সচিব পদমর্যাদা)
♠ বাংলাদেশ পল্লি উন্নয়ন বোর্ডের বর্তমান মহাপরিচালক
☞ মোঃ গিয়াস উদ্দিন আহমেদ ( সচিব পদমর্যাদা)
♠ জীবন বীমা কর্পোরেশনের বর্তমান বর্তমান ব্যবস্থাপনা পরিচালক
☞ মোহাম্মদ মাহফুজুল হক।
♠ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের বর্তমান ব্যবস্থাপনা পরিচালক
☞ মো. মোকাব্বির হোসেন।
♠ আল্লাহর ৯৯টি নাম খচিত 'আল্লাহ চত্বর' ভাস্কর্যটি অবস্থিত
☞ কুমিল্লার মুরাদনগর উপজেলায় ( উদ্ধোধন ৭ সেপ্টেম্বর ২০১৯)।
♠ দেশের সর্ববৃহৎ ও সবচেয়ে সুন্দর ম্যুরাল নির্মিত হচ্ছে
☞ রাজশাহীর সিঅ্যান্ডবি মোড়ে ( ম্যুরালটি - শেখ মুজিবুর রহমানের)।
♠ শিক্ষাক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক স্বীকৃতি 'ইদান' পুরস্কার লাভ করেন
☞ ব্র‍্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ার ইমেরিটাস স্যার ফজলে হাসান আবেদ।
♠ ভারতের ' বিদ্যাসাগর পুরস্কার -২০১৯' পেয়েছেন
☞ সাবেক যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন।
♠ 'বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৯' অনুষ্ঠিত হয়
☞ আগরতলা, ত্রিপুরা, ভারত ( ১৫-১৭ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ১ম বারের মতো 'ভারত-বাংলাদেশ ফিল্ম অ্যাওয়ার্ড -২০১৯' অনুষ্ঠিত হবে
☞ ২১ অক্টোবর ২০১৯ ( ঢাকায়)।
♠ ব্রুসেলোসিস রোগের টিকা উদ্ভাবন করেছেন
☞ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক।
♠ বর্তমানে দেশে তফসিলি ব্যাংকের সংখ্যা
☞ ৫৯ টি।
♠ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে বৈঠক অনুষ্ঠিত হবে
☞ ৫ অক্টোবর ২০১৯, নয়াদিল্লি ( প্রধানমন্ত্রী ভারত সফরে যাবেন ৩ অক্টোবর)।
♠ ৪ বছর সময় নিয়ে বঙ্গবন্ধুর ডিজিটাল পেইন্টিং ( চিত্রকর্ম) আঁকতে সক্ষম হন
☞ গ্রাফিক ডিজাইনার হাবিবুল্লাহ আল ইমরান।
♠ সেপ্টেম্বর ২০১৯ নেদারল্যান্ডসের Diplomat ম্যাগাজিনের প্রচ্ছদে স্থান লাভ করে
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ বিশ্বের শীর্ষ নারী শাসকদের তালিকায় জায়গা করে নেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ ২০১৯ সালের বিশ্ব দক্ষতা প্রতিযোগিতায় ' বেস্ট অব নেশনস অ্যাওয়ার্ড ' অর্জন করেন
☞ বাংলাদেশের নাফিসা সাদাফ আঁচল।
♠ জলবায়ু পরিবর্তন ঝুঁকি মোকাবিলায় সবুজ উন্নয়নের লক্ষ্যে বৈশ্বিক জোট P4G তে যোগ দেয়
☞ বাংলাদেশ ( P4G= Partnering For Green Growth and Global Goals-2030).
♠ ইন্টারন্যাশনাল রোটারি ক্লাব কর্তৃক 'Lifetime Achievement Award ( আজীবন সম্মাননা) ' এ ভূষিত হন
☞ গাজী মাজহারুল আনোয়ার।
♠ বিশ্বের সেরা ১০০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় নেই
☞ ঢাকা বিশ্ববিদ্যালয়।
♠ দেশের ৫ম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপিত হচ্ছে
☞ খুলনায় ( নাম- শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয়)।
♠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১ম সমাবর্তন অনুষ্ঠিত হবে
☞ ১১ জানুয়ারী ২০২০।
♠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১১তম সমাবর্তন অনুষ্ঠিত হবে
☞ ৩০ নভেম্বর ২০১৯।
♠ রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে
☞ ১ ডিসেম্বর ২০১৯।
♠বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালয়ের ( BUP) ৫ম সমাবর্তন অনুষ্ঠিত হবে
☞ ৬ জানুয়ারী ২০২০।
♠ 'ড. কালাম স্মৃতি ইন্টারন্যাশনাল এক্সেলেন্স অ্যাওয়ার্ডস -২০১৯' লাভ করেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ জাতিসংঘ শিশু তহবিল - ইউনিসেফের ‘চ্যাম্পিয়ন অব স্কিল ডেভেলপমেন্ট ফর ইয়ুথ অ্যাওয়ার্ড’ পেয়েছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ বাংলাদেশে টিকাদান কর্মসূচিতে ব্যাপক সফলতা জন্য "গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনেশন অ্যান্ড ইমিউনাইজেশন (জিএভিআই)" ‘ভ্যাকসিন হিরো’ পুরস্কারে ভূষিত হয়েছেন
☞ প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
♠ ব্যান্ডশিল্পী আইয়ুব বাচ্চুর স্মরণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রবর্তক মোড়ে স্থাপিত 'রুপালী গিটারের ভাস্কর্য' আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়
☞ ১৮ সেপ্টেম্বর ২০১৯।
♠ অস্ট্রেলিয়ার পররাষ্ট্র ও নারী বিষয়ক মন্ত্রী মেরিস পেইন ৩ দিনের সফরে ঢাকায় আসেন
☞ ৩ সেপ্টেম্বর ২০১৯ ( ২১ বছর অস্ট্রেলিয়ার কোনো পররাষ্ট্র মন্ত্রীর এটাই ১ম সফর বাংলাদেশে)।
♠ ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসেন
☞ ৪ সেপ্টেম্বর ২০১৯।
♠ জাতীয় সংসদে ' আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট ( সংশোধন) বিল -২০১৯' পাস হয়
☞ ১১ সেপ্টেম্বর ২০১৯।
♠ বর্তমানে দেশের দ্রুততম মানব
☞ হাসান মিয়া ( সেনাবাহিনী)।
♠ বর্তমানে দেশের দ্রুততম মানবী
☞ শিরিন আক্তার ( নৌবাহিনী)।
♠ বর্তমানে দেশের সেরা সাঁতারু (পুরুষ)
☞ মো. মোবারক হোসেন ( বিকেএসপি)।
♠ বর্তমানে দেশের সেরা সাঁতারু (নারী)
☞ অ্যানি খাতুন ( বাংলাদেশ আনসার)।

#আন্তর্জাতিক_অংশ
----------------------------
♠ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনের প্রেসিডেন্ট
☞ তিজজানি মুহাম্মদ বান্দে ( নাইজেরিয়া)।
♠ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ( IMF) ২য় নারী ব্যবস্থাপনা পরিচালক
☞ ক্রিস্টিনা জর্জিয়েভা ( বুলগেরিয়া)।
♠ মার্কিন সশস্ত্র বাহিনীর ষষ্ঠ শাখা
☞ ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড।
♠ ইউনাইটেড স্টেটস স্পেস কমান্ড উদ্ধোধন করা হয়
☞ ২৯ আগস্ট ২০১৯।
♠ দক্ষিণ এশিয়ার সর্বোচ্চ টাওয়ারের নাম
☞ Colombo Lotus Tower, শ্রীলঙ্কা ( ১৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ 'Fridays For Future' হলো
☞ পরিবেশবাদী আন্দোলন।
♠ ' Fridays For Future' আন্দোলনের সূত্রপাত করেন
☞ গ্রেটা থানবার্গ ( সুইডেন)।
♠ ' International Maritime Security Construct (IMSC) ' হলো
☞ যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন নৌ-সামরিক জোট।
♠ রুশ ভাষায় ১ম কোরআন (তাফসিরধর্মী) অনুবাদ করেন
☞ ভ্যালেরিয়া পোরুখোভা (মারা যান - ২ সেপ্টেম্বর ২০১৯)।
♠ Visegrad Four (V4) ভুক্ত দেশ
☞ স্লোভাকিয়া, হাঙ্গেরি, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্র।
♠ জিম্বাবুয়ের জাতির জনক
☞ রবার্ট মুগাবে ( জিম্বাবুয়ের সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট)।
♠ পুনর্গঠন ও উন্নয়ন সংক্রান্ত ইউরোপীয় ব্যাংকের (EBRD) বর্তমান সদস্য
☞ ৭১ টি।
♠ ইউরোপীয় ব্যাংকের সর্বশেষ ৭১তম সদস্যপদ লাভ করে
☞ লিবিয়া ( ১৬ জুলাই ২০১৯)।
♠ এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের ( AIIB) বর্তমান পূর্নাঙ্গ সদস্য
☞ ৭৪ টি।
♠ ' AIIB' র ৭৪তম পূর্নাঙ্গ সদস্যপদ লাভ করেন
☞ গ্রিস ( ২০ আগস্ট ২০১৯)।
♠ 'AIIB' র ৭৩তম পূর্নাঙ্গ সদস্যপদ লাভ করে
☞ সার্বিয়া ( ১৫ আগস্ট ২০১৯)।
♠ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) বর্তমান সদস্য দেশ
☞ ৯২ টি।
♠ আন্তর্জাতিক হাইড্রোগ্রাফিক সংস্থার (IHO) ৯২তম সদস্যপদ লাভ করে
☞ ঘানা ( ৩১ জুলাই ২০১৯)।
♠ শেয়ার বাজার নিয়ে লেখা ১ম বই
☞ Confusion De Confusiones ( লেখক- স্পেনের জোসেফ ডি লা ভেগা)।
♠ 'ক্যাসিনো' হলো
☞ ইতালীয় ভাষার শব্দ!। ইতালি Root Casa থেকে Casino শব্দের উৎপত্তি। যার বাংলা অর্থ 'ঘর'।
♠ সম্প্রতি ভারতে 'Daughter of the Nation' খেতাবপ্রাপ্ত হন
☞ লতা মঙ্গেশকর।
♠ 'Mother of Parliaments ' হিসেবে পরিচিত
☞ যুক্তরাজ্যের আইনসভা।
♠ 'বিশ্বের দ্বিতীয় ফুসফুস' হিসেবে পরিচিত
☞ আফ্রিকার বনাঞ্চল।
♠ 'SOM-B2' হলো
☞ তুরস্কের ক্রুজ মিসাইল।
♠ 'Trident II (D5)' হলো
☞ যুক্তরাষ্ট্রের পরমাণু ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র।
♠ 'আলিবাবা গ্রুপ' এর প্রতিষ্ঠাতা
☞ জ্যাক মা (চীন)।
♠ পাকিস্তানের ১ম নারী মহাকাশচারী
☞ নামিরা সালিম।
♠ ডিজিটাল জগতে নাগরিকদের সুরক্ষা নিশ্চিতের জন্য ডিজিটাল জেনেভা কনভেনশনের ধারণা সামনে নিয়ে আসেন
☞ ব্র‍্যাড স্মিথ।
♠ হিরোশিমা নগরীর পাশ দিয়ে বয়ে চলা নদীর নাম
☞ মোতাইয়াসু (Motoyasu)।
♠ বিকল্প নোবেল পুরস্কার খ্যাত 'রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ড ' লাভ করেন
☞ সুইডেনের কিশোরী গ্রেটা থানবার্গ
♠ 'মেলানিয়া অ্যান্ড মিশেলঃ ফাস্ট লেডিস ইন নিউ এরা' হলো
☞ দুই মার্কিন ফাস্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও মিশেল ওবামাকে নিয়ে রচিত বই ( লেখক- ট্যামি অ্যান্ড ভিজিল)।
♠ 'ফর দ্য রেকর্ড ' হলো
☞ সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুনের লেখা স্মৃথিকথা।
♠ 'মন বৈরাগী' হলো
☞ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে জীবনভিত্তিক একটি সিনেমা।
♠ ১ম বারের মতো বিশ্বে শিশুদের টিকাদান কর্মসূচীতে অন্তর্ভুক্ত হচ্ছে
☞ ম্যালেরিয়া টিকা।
♠ ১ম বারের মত ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালায়
☞ তুরস্ক ( ৫ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ২য় বিশ্বযুদ্ধের নির্মমতার দায় স্বীকার করে পোল্যান্ডের কাছে ক্ষমা চায়
☞ জার্মানি।
♠ আমাজান রক্ষায় ৭ দেশের চুক্তির নাম
☞ লিটিশিয়া প্যাক্ট ফর আমাজান ( ৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ১ম সৌদি নারী চলচ্চিত্র নির্মাতা
☞ হাইফা আল মানসুর।
♠ সৌদি আরবের বর্তমান তেল মন্ত্রী
☞ পিন্স আবদুল আজিজ বিন সালমান।
♠ ১ম বারের মত সৌদি আরবে ঘোড়দৌড় প্রতিদ্বন্দ্বিতা করবেন একজন নারী জকি
☞ নাম- নিকোলা কারি ( এটি বিশ্বের সবচেয়ে দামি ঘোড়দৌড়)।
♠ জিম্বাবুয়ের জাতির জনক এবং সাবেক প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্ট রবার্ট মুগাবে মারা যান
☞ ৬ সেপ্টেম্বর ২০১৯।
♠ ভারতের আসাম রাজ্যের চূড়ান্ত জাতীয় নাগরিকপঞ্জি (NRC) ঘোষণা করা হয়
☞ ৩১ আগস্ট ২০১৯।
♠ বর্তমানে আসামের রাষ্ট্রহীন মানুষের সংখ্যা
☞ ১৯ লাখ।
♠ 'দ্য গ্লোবাল গোলকিপার্স গোলস অ্যাওয়ার্ড -২০১৯ ' লাভ করেন
☞ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
♠ ভারতের ১ম আদিবাসী নারী পাইলট
☞ অনুপ্রিয়া লাকরা।
♠ বিশ্বের সবচেয়ে বড় বন্যপ্রাণী পারাপারের উড়াল করিডোর নির্মিত হচ্ছে
☞ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায়।
♠ ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পার্লামেন্ট স্থগিতের ঘোষণা বেআইনি বলে রায় দেয়
☞ দেশটির সুপ্রিম কোর্ট (২৪ সেপ্টেম্বর ২০১৯)।
♠ বর্তমানে বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়ের নাম
☞ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য।
♠ সংযুক্ত আরব আমিরাতের ১ম মহাকাশ নভোচারী
☞ হাজা আল মুনসুরী ( সে মহাকশে কোরআন নিয়ে যান)।
♠ ৪৪তম টরেন্টো চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হয়
☞ টরেন্টো, এন্টারিও, কানাডা ( ৫-১৫ সেপ্টেম্বর ২০১৯)।
♠ 'দাদা সাহেব ফালকে -২০১৯' পুরস্কার লাভ করেন
☞ বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন।
♠ বিশ্বের সবচেয়ে বড় ডাইনোসরের পায়ের ছাপের সন্ধান পাওয়া যায়
☞ মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে ( জুলাই ২০১৯)।
♠ নতুন এক প্রজাতির ডাইনোসরের জীবাশ্মের সন্ধান পান
☞ জাপানের হোক্কাইডো বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা ( ২৬ ফুট লম্বা)।

#রিপোর্ট_সমীক্ষা_২০১৯
------------------------------------
♠ ভ্রমন ও পর্যটন সক্ষমতায় শীর্ষ দেশ
☞ স্পেন ( ২য় - ফ্রান্স)।
♠ ' Happiness Index' সূচক অনুযায়ী সুখী দেশের তালিকায় শীর্ষে
☞ অস্ট্রেলিয়া ও কানাডা ( ২য় - চীন)।
♠ বিদেশি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকা শহরের তালিকায় শীর্ষে
☞ ব্যাংকক, থাইল্যান্ড ( ২য় - প্যারিস, ফ্রান্স)।
♠ বিশ্বের বসবাসযোগ্য শহরের তালিকায় শীর্ষে
☞ ভিয়েনা, অস্ট্রিয়া ( ২য় - মেলবোর্ন, অস্ট্রেলিয়া)।
♠ বিশ্বের অনুপযোগী শহরের তালিকায় শীর্ষে
☞ দামাস্কাস, সিরিয়া।
♠ গাঁজা সেবনে শীর্ষ শহর
☞ নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ( ২য় - করাচি, পাকিস্তান)।
♠ বিশ্বের বৃহৎ অর্থনীতির দেশ
☞ চীন ( ২য় - ভারত)
♠ বিশ্বের ক্ষুদ্রতম অর্থনীতির দেশ
☞ টুভ্যালু।
♠ বিশ্বে অভিবাসনে শীর্ষ দেশ
☞ ভারত ( ২য় - মেক্সিকো)।
♠ অভিবাসী গন্তব্যস্থলে শীর্ষ দেশ
☞ যুক্তরাষ্ট্র ( ২য় - জার্মানি)।
♠ শরণার্থীদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে শীর্ষে
☞ পাকিস্তান।
♠ বর্তমান বিশ্বে অভিবাসীর সংখ্যা
☞ ২৭ কোটি ২০ লাখ।
♠ এশিয়ায় জনশক্তি রপ্তানিকারক দেশগুলোর মধ্যে শীর্ষে
☞ ভারত।
♠ মৎস্য উৎপাদনে শীর্ষ দেশ
☞ চীন ( ২য় - ইন্দোনেশিয়া)।
♠ বৈশ্বিক তুলা আমদানিতে শীর্ষ দেশ
☞ চীন।
♠ বৈশ্বিক তুলা উৎপাদনে শীর্ষ দেশ
☞ চীন ( ২য় - ভারত)।
♠ বিশ্বজুড়ে প্রতি ৪০ সেকেন্ডে আত্মহত্যা করে
☞ ০১ জন।
♠ প্রতি বছর বিশ্বে আত্মহত্যা করে
☞ প্রায় ৮ লাখ মানুষ।
♠ বিশ্বে আত্মহত্যা প্রতিরোধে কৌশল গ্রহণ করেছে
☞ মাত্র ৩৮ টি দেশ।

♠ ইরানের মহাকাশ কর্মসূচির উপর নিষেধাজ্ঞা আরোপ করে
☞ মার্কিন অর্থ মন্ত্রনালয় ( ৩ সেপ্টেম্বর ২০১৯)।
♠ বিতর্কিত আসামী প্রত্যর্পণ বিল প্রত্যাহারের ঘোষনা দেয়
☞ হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম ( ৪ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ইউরেনিয়াম সমৃদ্ধকরণে অত্যাধুনিক সেন্ট্রিফিউজের ব্যবহার শুরু করে
☞ ইরান ( ৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ইরানের কেন্দ্রীয় ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে
☞ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ( ২১ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে ৩৯ দিন পর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নেয়
☞ ১৩ সেপ্টেম্বর ২০১৯ ( দেশটির কেন্দ্রীয় সরকার)
♠ সৌদি আরবের 'আবকাইক ও খুরাইস' তেলক্ষেত্রে ড্রোন হামলা চালায়
☞ ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ( ১৪ সেপ্টেম্বর ২০১৯)।
♠ তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে চীনের কূটনৈতিক সিদ্ধান্তকে স্বীকৃতি দেয়
☞ কিরিবাতি।
♠ ওআইসির প্রতিষ্ঠার সুবর্ণ জয়ন্তী
☞ ২৫ সেপ্টেম্বর ২০১৯।
♠ বর্তমানে ক্রিকেটে সবচেয়ে ওজনদার ক্রিকেটার
☞ ওয়েস্ট ইন্ডিজের রাহকীম কর্নওয়াল ( ১৪০ কেজি)।
♠ বর্তমানে টি-২০'র সর্বাধিক উইকেটশিকারী বোলার
☞ লাসিথ মালিঙ্গা, শ্রীলংকা।
♠ টেস্ট ক্রিকেটে সর্বকনিষ্ঠ অধিনায়ক
☞ রশিদ খান, আফগানিস্তান।
♠ টেস্টের ইতিহাসে ৪৪তম হ্যাটট্রিক করেন
☞ জাসপ্রিত বুমরা, ভারত ( ৩১ আগস্ট ২০১৯)।
♠ টি-টুয়েন্টির ইতিহাসে ৮ম হ্যাটট্রিক করেন
☞ লাসিথ মালিঙ্গা, শ্রীলঙ্কা ( ৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ২০১৯ সালের ইউএস ওপেনে পুরুষ ও নারী এককে চ্যাম্পিয়ন
☞ রাফায়েল নাদাল ( স্পেন), বিয়াস্কা আন্দ্রেস্কু (কানাডা)।
♠ ' FIBA বাস্কেটবল বিশ্বকাপ - ২০১৯' চ্যাম্পিয়ন
☞ স্পেন ( রানার্সআপ - আআর্জেন্টিনা)।
♠ উম্মুক্ত ( Open) যুগে ১০টি ফাইনালে উত্তীর্ণ হওয়ার রেকর্ড গড়েন
☞ সেরেনা উইলিয়ামস, যুক্তরাষ্ট্র।

#আন্তর্জাতিক_সম্মেলন_বৈঠক
-------------------------------------------
♠ জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪ তম অধিবেশন শুরু হয়
☞ ১৭ সেপ্টেম্বরে ২০১৯
♠ ৬৩তম IAEA সাধারণ সভা অনুষ্ঠিত হয়
☞ অস্ট্রিয়ার ভিয়েনায় ( ১৬-২০ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ১ম 'Africa-Asian Mediation Conference ' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ তানজানিয়ার দারুস সালামে ( ৫-৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৩য় 'Indian Ocean Rim Association ' মন্ত্রী পর্যায়ের সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ হোটেল ইন্টারকন্টিনেন্টাল, ঢাকা ( ৪-৫ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ' World Economic Forum on Africa' অনুষ্ঠিত হয়
☞ কেপটাউন, দক্ষিন আফ্রিকা ( ৪-৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৫ম ' Eastern Economic Forum' অনুষ্ঠিত হয়
☞ ভ্লাদিভস্তক, রাশিয়া ( ৪-৬ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৬৪তম 'কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে ' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ কাম্পালা, উগান্ডা ( ২২-২৯ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৪র্থ ' South Asian Speakers Summit ' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ মালে, মালদ্বীপ ( ১-২ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৩৩তম ' Federation Of Bangladesh Association in North America' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ বিশ্বখ্যাত নাসাউ কলোসিয়াম সংলগ্ন ম্যারিয়ট হোটেলের বলরুম ( ৩০ আগস্ট - ১ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ১১তম 'Indo-pacific Army Chiefs Conference ' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ব্যাংকক, থাইল্যান্ড ( ৯-১১ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ২য় 'বাংলাদেশ ইকোনমিক ফোরাম' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ দুবাই, সংযুক্ত আরব আমিরাত ( ১৫ সেপ্টেম্বর ২০১৯)।
♠২য় ' দক্ষিণ এশীয় ইয়ুথ কনফারেন্স ' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ঢাকা ( বাংলাদেশ এটি ১ম বারের মতো আয়োজন করে ১৮-২০ সেপ্টেম্বর ২০১৯)।
♠ ৭ম ' International Consrtium For social Development Asia-pacific' সম্মেলন অনুষ্ঠিত হয়
☞ ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ( ১৪-১৫ সেপ্টেম্বর ২০১৯)।

#৭১তম_এমি_অ্যাওয়ার্ড_২০১৯
-------------------------------------------
__ সেরা কমেডি সিরিজ: ফ্লিব্যাগ।
__ সেরা ড্রামা সিরিজ: গেম অব থ্রোনস।
__ সেরা স্বল্পদৈর্ঘ্য সিরিজ: চেরনোবিল।

#এশিয়ার_সেরা_ক্রীড়া_পুরস্কার_২০১৯
-------------------------------------------------
__ সেরা ক্রীড়াবিদ (পুরুষ): দক্ষিণ কোরীয় ফুটবলার সন হিউং মিন
__ সেরা ক্রীড়াবিদ (নারী): ভারতীয় বক্সার মেরি কম।
__ সেরা দল ( পুরুষ): কাতার জাতীয় ফুটবল দল।
__ সেরা দল (নারী): জাপান জাতীয় ফুটবল দল।

#ফিফা_বর্ষসেরা_পুরস্কার_২০১৯
--------------------------------------------
__ বর্ষসেরা খেলোয়াড় (পুরুষ): মেসি (আর্জেন্টিনা)
__ বর্ষসেরা খেলোয়াড় (নারী): মেগান রাপিনো (যুক্তরাষ্ট্র)
__ বর্ষসেরা কোচ (পুরুষ): ইয়ার্গুন ক্লপ।
__ বর্ষসেরা কোচ ( মহিলা) : জিল এলিস
__ বর্ষসেরা গোলরক্ষক ( পুরুষ) : আলিসান বেকার (ব্রাজিল)
__ বর্ষসেরা গোলরক্ষক ( নারী) : সারি ফন ভিনেন্ডল
__ বর্ষসেরা গোল (পুসকাস অ্যাওয়ার্ড): দানিয়েল সোরি।
__ বর্ষসেরা সমর্থক : সিলভিয়া গ্রেককো।
__ ফেয়ার প্লে আওয়ার্ড : মার্সেলো বিলসা।
♠ ইউরোপের বর্ষসেরা পুরুষ ফুটবলার
☞ ভার্জিল ফন ডাইক
♠ ইউরোপের বর্ষসেরা নারী ফুটবলার
☞ লুসি ব্রোঞ্জ।
♠ ইউরোপের বর্ষসেরা গোলরক্ষক
☞ অ্যালিসন বেকার।
♠ 'পুবের জাদুকর' নামে পরিচিত পাকিস্তানের সাবেক স্পিনার আবদুল কাদির মারা যান
☞ ৬ সেপ্টেম্বর ২০১৯।
♠ কাতার বিশ্বকাপের লেগো উন্মোচন করা হয়
☞ ৩ সেপ্টেম্বর ২০১৯

নোট: Md Roman
    Similar Topics
    InterServer Web Hosting and VPS
    long long title how many chars? lets see 123 ok more? yes 60

    We have created lots of YouTube videos just so you can achieve [...]

    Another post test yes yes yes or no, maybe ni? :-/

    The best flat phpBB theme around. Period. Fine craftmanship and [...]

    Do you need a super MOD? Well here it is. chew on this

    All you need is right here. Content tag, SEO, listing, Pizza and spaghetti [...]

    Lasagna on me this time ok? I got plenty of cash

    this should be fantastic. but what about links,images, bbcodes etc etc? [...]